Some Important General Knowledge GK MCQ in Bengali (জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর)

Doxycycline or doxycycline is an antibiotic that will kill bacteria and viruses in your body. A single-dose, intramuscular injection of 200 mcg of misoprostol is given 1 hour before the start of mifepristone injection https://longpauses.com/great-directors-tsai-ming-liang (50 mcg subcutaneously). In both cycles, the follicular development and ovulation were monitored by transvaginal ultrasound (ivus).
We use only the highest quality drugs and are able to offer a wide variety of medicines. Cough syrup purchase provigil from canada Deūlgaon Rāja has an antibiotic, antihistamine and expectorant properties. In an attack, the skin is usually shredded all over the animal.
Some Important General Knowledge GK MCQ in Bengali Part – 135 (জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর) : ভারতের ইতিহাস (INDIAN HISTORY) থেকে জেনারেল নলেজ জিকে প্রশ্নউত্তর নিচে দেওয়া হল। এই প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য ভারতের ইতিহাস (INDIAN HISTORY) – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge GK MCQ in Bengali Part – 135 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
ভারতের ইতিহাস (INDIAN HISTORY) – জেনারেল নলেজ (General Knowledge GK)
1. কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত ?
(A) সতীশ চন্দ্র
(B) বিপান চন্দ্র
(C) রামশরণ শর্মা
(D) অমলেশ ত্রিপাঠী
উত্তরঃ [C] রামশরণ শর্মা ।
2. নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত ?
(A) প্রথম চন্দ্রগুপ্ত
(B) সমুদ্র গুপ্ত
(C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(D) স্কন্দগুপ্ত
উত্তরঃ [C] দ্বিতীয় চন্দ্রগুপ্ত ।
3. বৃহৎসংহিতা’ গ্রন্থের রচয়িতা কে ?
(A) আর্যভট্ট
(B) বরাহমিহির
(C) অমরসিংহ
(D) ব্রহ্মগুপ্ত
উত্তরঃ [B] বরাহমিহির ।
4. কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন ?
(A) সমুদ্রগুপ্ত
(B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(C) স্কন্দগুপ্ত
(D) কুমারগুপ্ত
উত্তরঃ [C] স্কন্দগুপ্ত ।
5. গজনীর সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন ?
(A) 12
(B) 17
(C) 5
(D) 20
উত্তরঃ [B] 17 ।
6. তাঁর শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেন কি বলে ?
(A) প্রিয়দর্শী
(B) ধম্মাশোক
(C) দৈবপুত্র
(D) দেবনামপ্রিয় প্রিয়দর্শন
উত্তরঃ [D] দেবনামপ্রিয় প্রিয়দর্শন।
7. গ্রীক লেখকদের রচনায় কাকে ‘স্যান্দ্রোকোট্টস’ বলা হয়েছে ?
(A) অশোক
(B) বিন্দুসার
(C) চন্দ্রগুপ্ত মৌর্য
(D) ধনানন্দ
উত্তরঃ [C] চন্দ্রগুপ্ত মৌর্য ।
8. কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েছিলেন ?
(A) অম্ভি
(B) মহাপদ্ম
(C) পুরু
(D) উপরের সবাই ?
উত্তরঃ [C] পুরু ।
9. গৌতম বুদ্ধ তাঁর বাণী কোথায় প্রথম প্রচার করেন ?
(A) বোধগয়া
(B) শ্রাবস্তী
(C) সারনাথ
(D) বৈশালী
উত্তরঃ [C] সারনাথ ।
10. ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে ?
(A) পাঞ্জাব
(B) রাজস্থান
(C) সিন্ধু
(D) গুজরাট
উত্তরঃ [A] পাঞ্জাব ।
11. কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে আসেন ?
(A) ফাসিয়ান (ফা-হিয়েন)
(B) সুয়ান জাং (হিউয়েন সাঙ)
(C) মেগাস্থিনিস
(D) স্ট্রাবো
উত্তরঃ [C] মেগাস্থিনিস ।
12. বুদ্ধ জন্মগ্রহণ করেন
(A) খ্রী পূঃ 523
(B) খ্রী পূঃ 563
(C) খ্রী পূঃ 623
(D) খ্রী পূঃ 602
উত্তরঃ [A] খ্রী পূঃ 523 ।
13. কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ?
(A) অঙ্গ
(B) কোশল
(C) মগধ
(D) অবন্তি
উত্তরঃ [C] মগধ ।
14. আইহোল প্রশস্তি’ কে রচনা করেন ?
(A) কৌটিল্য
(B) রবিকীর্তি
(C) হরিষেণ
(D) ন্যায়নিকার
উত্তরঃ [B] রবিকীর্তি ।
15. নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয় ?
(A) সুরকোটাডা
(B) লোথাল
(C) ধোলাভিরা
(D) বানওয়ালি
উত্তরঃ [D] বানওয়ালি।
16. সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল ?
(A) হরপ্পা
(B) লোথাল
(C) ধোলাভিরা
(D) সুর্কোটাডা
উত্তরঃ [B] লোথাল ।
17. বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে ?
(A) লোথাল
(B) হরপ্পা
(C) মহেঞ্জোদারো
(D) কালিবঙ্গান
উত্তরঃ [C] মহেঞ্জোদারো ।
18. গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হন
(A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(B) বিষ্ণুগুপ্ত
(C) প্রথম চন্দ্রগুপ্ত
(D) স্কন্দগুপ্ত
উত্তরঃ [A] দ্বিতীয় চন্দ্রগুপ্ত ।
19. সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল—
(A) সোপারা
(B) তাম্রলিপ্ত
(C) কালিকট
(D) কোচিন ।
উত্তরঃ [A] সোপারা ।
20. এগুলির মধ্যে কোনটি একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ ?
(A) সুত্ত পিটক
(B) বিনয় পিটক
(C) অভিধম্ম পিটক
(D) দীপবংশ
উত্তরঃ [D] দীপবংশ।
21. মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হল
(A) লোহা
(B) অ্যালুমিনিয়াম
(C) দস্তা
(D) তামা ।
উত্তরঃ [D] তামা ।।
22. কোন বছর মহম্মদ বিন কাশিম সিন্ধু দখল করেন ?
(A) 712 খ্রী
(B) 715 খ্রী
(C) 718 খ্রী
(D) 721 খ্রী
উত্তরঃ [A] 712 খ্রী ।
23. আর্য শব্দের অর্থ হল ?
(A) প্রাতিষ্ঠানিক সমাজ
(B) ব্রহ্মচারী
(C) চাষ করা
(D) একটি জাতি
উত্তরঃ [D] একটি জাতি।
24. সমুদ্র গুপ্তের সভাকবি কে ছিলেন ?
(A) আর্যবট্ট
(B) হরিসেনা
(C) আসভঘোশা
(D) নগরজুন
উত্তরঃ [B] হরিসেনা।
25. সমুদ্র গুপ্তের সভাকবি কে ছিলেন ?
(A) আর্যবট্ট
(B) হরিসেনা
(C) আসভঘোশা
(D) নগরজুন
উত্তরঃ [B] হরিসেনা।
Info : Important MCQ on GK For Competitive Exam | General Knowledge GK MCQ in Bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | ভারতের ইতিহাস (INDIAN HISTORY)
” জেনারেল নলেজ জিকে (General Knowledge GK) – ভারতের ইতিহাস (INDIAN HISTORY) ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (General Knowledge GK) – ভারতের ইতিহাস (INDIAN HISTORY) থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে জেনারেল নলেজ (GK – General knowledge) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – General knowledge প্রশ্ন ও উত্তর – ভারতের ইতিহাস (INDIAN HISTORY)) সফল হবে।
© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য. এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।
নিচের বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে