সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali P-182
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali P-182

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর) খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (General Knowledge GKfor All Comparative exam in Bengali) Part – 182 : সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল। এই প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর  – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Part – 182 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হয়েছে। 

1. ভারতের কোন মন্দিরকে ‘Black Pagoda’ বলা হয়?
উত্তর : কোণারকের সূর্য মন্দির

2. ‘এ মেরে ওয়াতন কে লোগো’ গানটি কে লিখেছেন?
উত্তর : কবি প্রদীপ ( সুর দিয়েছেন সি. রামচন্দ্র )

3. ভারতের প্রথম মহিলা কুলি কে?
উত্তর : সন্ধ্যা মারয়ায়ী ( Sandhya Marawi ) – মধ্যপ্রদেশের জবলপুরের কাটনি জংশনে কুলিগিরি করেন

4. পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়?
উত্তর : আমাজন জঙ্গলকে

5. UNESCO – এর সদর দপ্তর কোথায়?
উত্তর : প্যারিস

6. ভারতের গোলাপি শহর জয়পুর কে বলা হয় | নীল শহর কোন শহর কে বলে?
উত্তর : যোধপুর

7. ২১শে মে , কার মৃত্যুদিনে ভারতে “Anti Terrorism Day” পালন করা হয়?
উত্তর : রাজীব গান্ধী

8. ভারতের প্রথম মহিলা ট্রেন চালকের নাম কি?
উত্তর : সুরেখা যাদব

9. প্রথম এভারেস্টজয়ী ব্যক্তি তেনজিং নোরগে ও এডমন্ড হিলারিকে আমরা সবাই চিনি। কিন্তু প্রথম এভারেস্টজয়ী মহিলা কে ছিলেন?
উত্তর : জুনকো তাবেই। ১৯৭৫ সালের ১৬ মে এভারেস্ট জয় করেন

10. দেশটির মূল ল্যাটিন নামের অর্থ হলো দক্ষিণের অজানা দেশ। বর্তমানে সবার চেনাজানা | এ দেশের নাম কী?
উত্তর : অস্ট্রেলিয়া

11. কোন মার্কিন প্রেসিডেন্ট “Watergate” কেলেঙ্কারির সাথে জড়িত?
উত্তর : রিচার্ড নিক্সন

12. ক্যালেন্ডারের বার অনুযায়ী কোন দুটো মাস হুবহু একই থাকে?
উত্তর : এপ্রিল-জুলাই

13. “খোকা ঘুমালো পাড়া জুড়ালো,বর্গী এল দেশে”-এই বর্গী বলতে কাদের বোঝানো হয়েছে?
উত্তর : মারাঠা দস্যু

14. ভারতের দীর্ঘতম ট্রেন রুট কোনটি? এটা কোথা থেকে কতদুর অবধি বৃস্তিত?
উত্তর : বিবেক ট্রেন রুট।(ডিব্রুগড়-কন্যাকুমারী)

15. মহামতী কার ছদ্মনাম?
উত্তর : গোপালকৃষ্ণ গোখলে

16. মহাক্ষত্রক কার উপাধি?
উত্তর : নহপান

17. পুনা সেবা সদন প্রতিষ্ঠা করেন কে?
উত্তর : রামবাঈ রানাডে ও জি.কে.দেবধর

18. ধৌরা কি?
উত্তর : ইহুদিদের ধর্মগ্রন্থ

19. বৈদিক যুগে খাদি বলতে কি বোঝানো হত?
উত্তর : আংটি

20. সবথেকে ক্ষুদ্রতম স্তন্যপায়ী কোনটি?
উত্তর : Shrew
আরোও দেখুন:-
প্রথম ভারতীয় মহিলা – First Indian Woman Click Here

আরোও দেখুন:-
ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য – Indian Classical Folk Dance Click Here

আরোও দেখুন:-
জেনারেল নলেজ – General Knowledge in bengali Click Here

আরোও দেখুন:-
প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স – Current affairs in bengali Click Here

আরোও দেখুন:-
মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন – Madhyamik All Subject Suggestion Click Here

আরোও দেখুন:-
উচ্চমাধ্যমিক কলা বিভাগ সাজেশন – HS Arts Suggestion Click Here

Important MCQ on GK For All Competitive Exam | General Knowledge GKin Bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (General Knowledge GK) – সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (General Knowledge GK) – সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর কুইজ / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – General knowledge / General knowledge in Bengali / GK in Bengali /  general knowledge in hindi / general knowledge question and answer in bengali / general knowledge 2020 / general knowledge quiz / common general knowledge questions and answers / general knowledge questions and answers pdf / general knowledge 2020 pdf / general knowledge questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – General knowledge প্রশ্ন ও উত্তর – সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info :সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 182

বিনামূল্যে ডাউনলোড করুন:-
General Knowledge in bengali Click Here
        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 182” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।

নিচের বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে