সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali P-184
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর) খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (General Knowledge GKfor All Comparative exam in Bengali) Part – 184 : সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল। এই প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর  – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Part – 184 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হয়েছে। 

1. ভারতের জীবনরেখা কাকে বলে?
উত্তরঃ ভারতীয় রেলকে

2. মুর্শিদকুলি খাঁর পরে বাংলার নবাব কে হন?
উত্তরঃ সুজাউদ্দিন মোহাম্মদ খাঁ ( মুর্শিদকুলি খাঁর জামাতা)

3. হুগলি থেকে পর্তুগিজদের কোন মুঘল সম্রাট বিতাড়িত করেন?
উত্তরঃ শাহজাহান ( বাংলার সুবাদার কাসিম আলির সহায়তায় )

4. রাজ্যপালকে “সোনার খাঁচায় বন্দী পাখি” কে বলেছিলেন?
উত্তরঃ সরোজিনী নাইডু

5. ভারতের জাতীয় সংগীত গাওয়ার জন্য ধার্য্য সময় কত?
উত্তরঃ ৫২ সেকেন্ড

6. বিশ্বের সর্ববৃহৎ বস্তির নাম কি?
উত্তরঃ খায়েলিৎসা, দক্ষিণ আফ্রিকা ( এশিয়ার সর্ববৃহৎ – করাচির ওরাঙ্গি টাউন , ভারতের সর্ববৃহৎ – মুম্বাইয়ের ধারাভি)

7. ভারতের কোন স্টেডিয়ামের বসবার আসন সর্বাধিক?
উত্তরঃ যুব ভারতী (Salt Lake Stadium)

8. টিপু সুলতানের নিলাম হওয়া তলোয়ার কোন শিল্পপতি কিনেছেন?
উত্তরঃ বিজয় মালিয়া

9. ২০১৩ সালে কোন বিদেশির মৃত্যুতে ভারতে ৫ দিন ধরে জাতীয় শোক পালন করা হয় এবং জাতীয় পতাকা দিল্লিতে অর্ধনির্মিত রাখা হয়?
উত্তরঃ নেলসন ম্যান্ডেলা

10. ১৯৪৬ সালে ভারতের নৌবিদ্রোহ প্রথম যে জাহাজে হয়েছিল তার নাম কি ছিল?
উত্তরঃ তলোয়ার

11. ১৯৪৬ সালের নৌবিদ্রোহে যে তিনটি পতাকা জাহাজগুলিতে উত্তোলন করা হতো সেগুলো কোন কোন দলের ছিল?
উত্তরঃ জাতীয় কংগ্রেস , মুসলিম লীগ, ভারতের কমিউনিস্ট পার্টি

12. ভারতের কোন প্রধানমন্ত্রীকে তার দুই দেহরক্ষী হত্যা করেন?
উত্তরঃ ইন্দিরা গান্ধী ( হত্যাকারীরা ছিলেন – Satwant Sing ও Beant Singh )

13. হিব্রূ বাইবেলে (Old Testament) ভগবানের ক্রোধ ( Wrath of God ) বলতে অগ্নি ও ব্রিমস্টোন কে বোঝানো হয়েছে | এই ব্রিমস্টোন আসলে কোন মৌল?
উত্তরঃ সালফার

14. আলেক্সজান্ডার ও পুরুর মধ্যে যুদ্ধ হয়েছিল কোন নদীর ধারে?
উত্তরঃ ঝিলাম (বিতস্তা )

15. লাফিং গ্যাস আসলে কি?
উত্তরঃ নাইট্রাস অক্সাইড

16. হাজার হ্রদের দেশ কোন দেশকে বলা হয়?
উত্তরঃ ফিনল্যাণ্ড

17. ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের ডাকনাম কি ছিল?
উত্তরঃ মনু

18. নোবেল প্রাইজ , ভারতরত্ন , টেম্পলটন প্রাইজ, রমন ম্যাগশাসায় প্রাইজ , নেহেরু পুরস্কার, পদ্মশ্রী – এই সবগুলি পুরস্কার একমাত্র কে পেয়েছেন?
উত্তরঃ মাদার টেরেজা

19. জহরলাল নেহুরুর পর কে ভারতের প্রধানমন্ত্রী হন?
উত্তরঃ লাল বাহাদুর শাস্ত্রী

20. ২০০১ সালে নেপালের কোন রাজা সপরিবারে পুত্রের গুলিতে নিহত হন?
উত্তরঃ রাজা বীরেন্দ্র (রাজার বড়ছেলে দীপেন্দ্র সবাইকে গুলি করে নিজে আত্মহত্যা করেন )
আরোও দেখুন:-
প্রথম ভারতীয় মহিলা – First Indian Woman Click Here

আরোও দেখুন:-
ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য – Indian Classical Folk Dance Click Here

আরোও দেখুন:-
জেনারেল নলেজ – General Knowledge in bengali Click Here

আরোও দেখুন:-
প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স – Current affairs in bengali Click Here

আরোও দেখুন:-
মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন – Madhyamik All Subject Suggestion Click Here

আরোও দেখুন:-
উচ্চমাধ্যমিক কলা বিভাগ সাজেশন – HS Arts Suggestion Click Here

Important MCQ on GK For All Competitive Exam | General Knowledge GKin Bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (General Knowledge GK) – সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (General Knowledge GK) – সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর কুইজ / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – General knowledge / General knowledge in Bengali / GK in Bengali /  general knowledge in hindi / general knowledge question and answer in bengali / general knowledge 2020 / general knowledge quiz / common general knowledge questions and answers / general knowledge questions and answers pdf / general knowledge 2020 pdf / general knowledge questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – General knowledge প্রশ্ন ও উত্তর – সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info :সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 184

বিনামূল্যে ডাউনলোড করুন:-
General Knowledge in bengali Click Here
        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 184” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।

নিচের বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে