Madhyamik Mathematics Suggestion - সরল সুদকষা (অধ্যায়-২) প্রশ্নউত্তর - মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন
Madhyamik Mathematics Suggestion - সরল সুদকষা (অধ্যায়-২) প্রশ্নউত্তর - মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন

Madhyamik Mathematics Suggestion

মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন

Madhyamik Mathematics Suggestion (মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন – সরল সুদকষা (অধ্যায়-২) প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই Madhyamik Mathematics Suggestion (মাধ্যমিক  অঙ্ক / গণিত সাজেশন) – সরল সুদকষা (অধ্যায়-২) MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী West Bengal Madhyamik Mathematics Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক অঙ্ক / গণিত সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর অঙ্ক / গণিত পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

সরল সুদকষা (অধ্যায়-২) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর | Madhyamik Mathematics Suggestion – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন

বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর : (মান – 1) Madhyamik Mathematics Suggestion – সরল সুদকষা (অধ্যায়-২) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন

  1. 5 বছরে সুদ ও আসলের অনুপাত 3: 10 হলে সুদের হার হয়-

(a) 4% (b) 5% (c) 6% (d) 8%

উত্তরঃ [c]

  1. 1 টাকার 1 মাসের সুদ1 পয়সা হলে বার্ষিক সুদের হার হবে-

(a) 6% (b) 8% (c) 12% (d) 1%

উত্তরঃ [b]

  1. কোনো আসলের ৪ বছরের সুদ-আসলের 30% হলে কত বছরের সুদ-আসলের সমান হৰে ?

(a) 12 বছর (b) 16 বছর (c) 20 বছর (d) 25 বছর

উত্তরঃ [d)]

4.বার্ষিক 10% হারে যে সময়ে কোনো সুদ, আসলের 3\5 অংশ হবে তা হল–

(a) 5 বছর (b) 6 বছর (c) ৪ বছর (d) 10 বছর

উত্তরঃ [b]

  1. বার্ষিক 5% সুদের হারে কত টাকার দৈনিক সুদ 1 টাকা ?

(a) 3650 টাকা (b) 36500 টাকা (c) 730 টাকা (d) 7300 টাকা

উত্তরঃ (c)

সত্য অথবা মিথ্যা নির্ণয় করো : (মান – 1) Madhyamik Mathematics Suggestion – সরল সুদকষা (অধ্যায়-২) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন

  1. মোট সুদ এবং সবৃদ্ধিমূল উভয়ই আসলের সমানুপাতিক। [T]
  2. যিনি টাকা গ্রহণ করেন তিনি উত্তমর্ণ। [F]
  3. সুদের হারের কোনো একক নেই। [T]
  4. কোনো ব্যক্তি যখন পোস্ট অফিস বা ব্যাংকে টাকা জমা রাখেন তখন তিনি উত্তমর্ণ এবং ব্যাংক/ পোস্ট অফিস অধমর্ণ। [T]
  5. যিনি টাকা ধার দেন তিনি অধমর্ণ। [F]
  6. যদি আসল ও বার্ষিক সরল সুদের হার অপরিবর্তিত থাকে তাহলে সময় বাড়লে সুদ কমবে। [F]
  7. সুদ সর্বদা আসলের চেয়ে বেশি হয়। [F]

৪. সবৃদ্ধিমূল সর্বদাই আসলের চেয়ে বেশি হয়। [T]

শূন্যস্থান পূরন করো : (মান – 1) Madhyamik Mathematics Suggestion – সরল সুদকষা (অধ্যায়-২) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন

  1. নির্দিষ্ট সময় পরে কোনো ব্যক্তি আসল টাকার সঙ্গে যে অতিরিক্ত অর্থ পায় তা হল________ ।

উত্তরঃ সুদ

  1. কোনো ব্যক্তি ব্যাংক বা সমবায় সমিতি থেকে টাকা ধার করলে তিনি হন________ এবং ব্যাংক বা সমবায় সমিতি হয় ________।

উত্তরঃ অধমর্ণ,উত্তমর্ণ

  1. সবৃদ্ধিমূল = ________ + সুদ।

উত্তরঃ আসল

  1. মোট সুদ এবং আসল অপরিবর্তিত থাকলে সময়ের সঙ্গে সুদের হারের সম্পর্ক________ ।

উত্তরঃ ব্যস্ত

  1. সুদের হার বার্ষিক 6% কথার অর্থ হল 100 টাকার________ -এর সুদ 6 টাকা।

উত্তরঃ এক বছর

  1. যদি বার্ষিক সরল সুদের এবং সময় অপরিবর্তিত থাকে তাহলে আসল ও সুদের মধ্যে________ সম্পর্ক বিদ্যমান।

উত্তরঃ সরল।

দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নোত্তর: (মান – 5) Madhyamik Mathematics Suggestion – সরল সুদকষা (অধ্যায়-২) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন

  1. (i) বার্ষিক শতকরা হার সরল সুদে 500 টাকার 4 বছরের সুদ 100 টাকা কত সরল টাকা হবে নির্ণয় করি (i) বার্ষিক কত হার সুদে 910 টাকার 2 বছর 6 মাসে সুদাসল 955.50 হবে হিসাব করে লিখি।

উত্তরঃ (i) বার্ষিক সুদের হার = 100×100/500×4=5%

 (ii) সুদ 955.50 – 910 = 45.50 টাকা।

বার্ষিক সুদের হার = 45.50×100910×52%

 [∵ 2 বছর 6 মাস = 2/12বছর ] 

=4550×2910×5%=2%

 দ্বিতীয় বছরের শেষে তিনি মোট (10000 + 1250) টাকা = 11750 টাকা দিয়ে সমস্ত ঋণ পরিশোধ করেন।

  1. এক ব্যক্তি 28000 টাকা তার 13 বছরের ছেলে ও 15 বছরের মেয়ের জন্য এরূপ নির্দেশ দিয়ে গেলেন যে, 18 বছর বয়সে তাদের নিজ নিজ বন্টনের ওপর বার্ষিক 10% সরল সুদে প্রাপ্য টাকা সুদে-আসলে সমান হবে। তাদের প্রত্যেকের জন্য বন্টিত টাকার পরিমাণ নির্ণয় করো।

উত্তরঃ 13 বছরের ছেলের 18 বছর হতে সময় লাগবে (18 = 13) = 5 বছর এবং 15 বছরের মেয়ের 18 বছর হতে সময় লাগবে (18 – 15) = 3 বছর।

ধরি, ওই ব্যক্তি ছেলের নামে x টাকা এবং মেয়ের নামে (28000x) টাকা রেখেছিলেন।

x টাকার বার্ষিক 10% হারে 5 বছরের সুদ হবে x×5×10100=x

সুদ-আসল = (x+x2)

 টাকা = 3x2 টাকা

আবার, (28000x) টাকার বার্ষিক 10% হারে 3 বছরের সুদ হবে (28000x)×3×10100=3(28000x)10 টাকা

 সুদ-আসল = {(28000x)+3(28000x)10} টাকা

(28000-x)(1+3) 

(28000x)×1310 টাকা

শর্তানুসারে, 3x2=(8000x)×1310; বা, 3x2×100=28000×1313xবা, 15x+13

=28000×13

=28000×1328

=13000

 ওই ব্যক্তি ছেলের নামে 13000 টাকা এবং মেয়ের নামে (28000 – 13000) = 15000 টাকা রেখেছিলেন।

  1. যদি বাৰ্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি ।

উত্তরঃ আসল(P) = 800 টাকা, সুদের হার (r%) = 10%

  1. এক কৃষক একটি কৃষি সমবায় সমিতি থেকে 25000 টাকা ঋণ গ্রহণ করেন এবং বার্ষিক 5% সরল সুদ প্রদান করেন। প্রথম বছরের শেষে তিনি 25000 টাকার মধ্যে 15000 টাকা পরিশোধ করেন। তার সমস্ত ঋণ পরিশোধ করতে দ্বিতীয় বছরের শেষে তিনি কত টাকা পরিশোধ করেন ?

উত্তরঃ প্রথম বছরের শেষে সুদ 

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : (মান – 2) Madhyamik Mathematics Suggestion – সরল সুদকষা (অধ্যায়-২) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন 

  1. সরল সুদের হারে 9,999 টাকা 10 বছরে সুদেমূলে আসলের দ্বিগুণ হয়।তাহলে শতকরা সুদের হার কত ?
  2. কোনো টাকা 7 বছরে দ্বিগুণ হলে কত বছরে তা 4 গুণ হবে ?
  3. বার্ষিক সুদের হার সময় ও সমান হলে বার্ষিক সুদের হার কত হলে আসলে 1\16 অংশ সুদ হবে ?

উত্তরঃ ধরা যাক, আসল (p) = 

  1. 300 টাকার 5 বছরের সুদ 165 টাকা এবং 100 টাকার 3 বছরের সুদ 36 টাকা । দুটিক্ষেত্রে সুদের হারের তুলনা করো ।

উত্তরঃ প্রথম ক্ষেত্রে সুদের হার = 

Madhyamik Suggestion 2024 | মাধ্যমিক সাজেশন ২০২৪

আরোও দেখুন:-

Madhyamik Bengali Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Madhyamik English Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Madhyamik Geography Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Madhyamik History Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Madhyamik Life Science Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Madhyamik Mathematics Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Madhyamik Physical Science Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Madhyamik Suggestion 2024 Click here

Info: Madhyamik Mathematics Suggestion | West Bengal WBBSE Madhyamik Mathematics Qustion and Answer Suggestion 

মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন | দশম শ্রেণীর অঙ্ক / গণিত – সরল সুদকষা (অধ্যায়-২) প্রশ্ন উত্তর সাজেশন 

        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Madhyamik Mathematics Suggestion – সরল সুদকষা (অধ্যায়-২) প্রশ্ন উত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।