HS Bengali Suggestion
উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন
HS Bengali Suggestion (উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন – রূপনারানের কূলে (কবিতা) প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই HS Bengali Suggestion (উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন ) – রূপনারানের কূলে (কবিতা) বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Higher Secondary Bengali Examination – পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক বাংলা সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর বাংলা পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
রূপনারানের কূলে – রবীন্দ্রনাথ ঠাকুর (কবিতা) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর | Higher Secondary Bengali Suggestion – উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন
MCQ প্রশ্নোত্তর [মান ১] HS Bengali Suggestion – রূপনারানের কূলে (কবিতা) প্রশ্নউত্তর – উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন
- “ চিনিলাম আপনারে ” – রবীন্দ্রনাথ যেভাবে নিজেকে চিনেছেন ( ক ) আঘাতে ও বেদনায় ( খ ) আঘাতে আঘাতে বেদনায় । ( গ ) আঘাত ও বেদনায় । ( ঘ ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায় ।
Ans. ( ক ) আঘাতে ও বেদনায়
- ‘ এ জীবন ’ হলাে— ( ক ) দুঃখের তপস্যা ( খ ) আমৃত্যু তপস্যা ( গ ) আমৃত্যুর দুঃখের তপস্যা ( ঘ ) তপস্যা ।
Ans. ( গ ) আমৃত্যুর দুঃখের তপস্যা
- রূপনারানের কূলে ’ কবিতায় জীবন নিয়ে যে পঙক্তিটি আছে ( ক ) জানিলাম এ জীবন স্বপ্ন নয় ( খ ) আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন । ( গ ) কঠিন সত্যকে জানিলাম এ জীবনে ( ঘ ) কোনােটিই নয় ।
Ans. ( খ ) আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন ।
- “ সে কখনাে করে না ___________ ।” ( ক ) বিভ্রান্ত ( খ ) বঞ্চনা ( গ ) আশাহত ( ঘ ) মােহগ্রস্ত ।
Ans. ( খ ) বঞ্চনা
- রক্তের অক্ষরে কবি কী দেখেছিলেন ? ( ক ) আপনার রূপ ( খ ) শহিদের আত্মদান ( গ ) শােষকের অত্যাচার । ( ঘ ) সম্প্রীতির চেহারা ।
Ans. ( ক ) আপনার রূপ
- রূপনারানের কূলে ’ কবিতাটি যে কাব্যের অন্তর্গত ( ক ) শেষ সপ্তক ( খ ) শেষলেখা ( গ ) মানসী ( ঘ ) মহুয়া ।
Ans. ( খ ) শেষলেখা
- রক্তের অক্ষরে কবি কী দেখেছিলেন?
(খ) শহিদের আত্মদান (গ) শোষকের অত্যাচার (ঘ) সম্প্রীতির চেহারা
Ans. (ক) আপনার রূপ
- ‘রূপনারানের কূলে’ কবিতাটি যে কাব্যের অন্তর্গত
(ক) শেষ সপ্তক (গ) মানসী (ঘ) মহুয়া
Ans. (খ) শেষলেখা
- ‘এ জীবন’ হলো—
(ক) দুঃখের তপস্যা (খ) আমৃত্যুর দুঃখের তপস্যা (গ) আমৃত্যু তপস্যা (ঘ) তপস্যা
Ans. (খ) আমৃত্যুর দুঃখের তপস্যা
- ‘রূপনারানের কূলে’ কবিতায় জীবন নিয়ে যে পঙক্তিটি আছে—
(ক) জানিলাম এ জীবন স্বপ্ন নয় (খ) আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন (গ) কঠিন সত্যকে জানিলাম এ জীবনে (ঘ) কোনোটিই নয়
Ans. (খ) আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন
- “চিনিলাম আপনারে” – রবীন্দ্রনাথ যেভাবে নিজেকে চিনেছেন—
(ক) আঘাতে ও বেদনায় (খ) আঘাতে আঘাতে বেদনায় (গ) আঘাত ও বেদনায় (ঘ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায়
Ans. (ঘ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায়
- “সে কখনো করে না _________।”
(ক) বিভ্রান্ত (খ) বঞ্চনা (গ) আশাহত (ঘ) মোহগ্রস্ত
Ans. (খ) বঞ্চনা
- “সে কখনো করে না বঞ্চনা” –‘সে’ হলো—
(ক) মৃত্যু (খ) সত্য (গ) কঠিন সত্য (ঘ) কঠিন মিথ্যা
Ans. (গ) কঠিন সত্য
- ‘রূপনারানের কূলে’ কবিতায় কবি ভালোবেসেছেন—
(ক) কঠিনকে (খ) সত্যকে (গ) নিজেকে (ঘ) কঠিন সত্যকে
Ans. (ঘ) কঠিন সত্যকে
- “সত্যের দারুণ মূল্য লাভ করিবারে…” তারপর কবি যা করবেন—
(ক) সকল দেনা শোধ করে দেবেন (খ) মৃত্যুবরণ করবেন (গ) মৃত্যুর মাধ্যমে সকল দেনা বা সত্যের দারুণ মূল্য শোধ করে দেবেন (ঘ) নতুন করে জন্মাবেন
Ans. (গ) মৃত্যুর মাধ্যমে সকল দেনা বা সত্যের দারুণ মূল্য শোধ করে দেবেন
- “কঠিনেরে ভালোবাসিলাম” – যিনি ভালোবাসেন
(ক) নীরেন্দ্রনাথ (খ) জগদীশচন্দ্র (গ) দ্বিজেন্দ্রনাথ (ঘ) রবীন্দ্রনাথ
Ans. (ঘ) রবীন্দ্রনাথ
- “জানিলাম এ জগৎ স্বপ্ন নয়” – যিনি জানলেন—
(ক) রানি চন্দ (খ) রবীন্দ্রনাথ (গ) অবনীন্দ্রনাথ (ঘ) রথীন্দ্রনাথ
Ans. (খ) রবীন্দ্রনাথ
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [মান ১] HS Bengali Suggestion – রূপনারানের কূলে (কবিতা) প্রশ্নউত্তর – উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন
- “সে কখনো করে না বঞ্চনা”– এখানে ‘সে’ বলতে কার কথা বলা হয়েছে?
Ans. ‘শেষলেখা’ কাব্যের অন্তর্গত ‘রূপনারানের কূলে’ নামাঙ্কিত কবিতায় ‘সে’ বলতে ‘কঠিনের কথা বলা হয়েছে।
- “সত্য যে কঠিন”– কবি ‘সত্য’কে ‘কঠিন’ বলেছেন কেন ?
Ans. কবি রবীন্দ্রনাথ ঠাকুর সত্যকে উপলব্ধি করেছেন কঠিন আঘাত ও চরম বেদনার মধ্যে দিয়ে। তাই যে জীবন সাধারণ কল্পনায় আসে, যে জীবন রোমান্টিক স্বপ্ন বিলাসের, সেই জীবনকে প্রত্যাশা করেননি কবি। তাই সত্যকে তিনি খুঁজেছেন কঠিনের মধ্যে।
- “সত্যের দারুণ মূল্য” বলতে কবি কী বুঝিয়েছেন?
Ans. মৃত্যুপথযাত্রী কবি জগৎকে সত্য হিসেবে দেখেছেন। দুঃখের তপস্যায় তিনি নিজেকে চিনেছেন। সত্যের সাধনা যে কত কঠিন এবং তার জন্যে কতখানি ত্যাগ করতে হয় সেই উপলব্ধিকে ব্যক্ত করতে গিয়ে উদ্ধৃত উক্তিটি করেছেন কবি।
- “রক্তের অক্ষরে দেখিলাম।” “রক্তের অক্ষরে’ কবি কী দেখেছিলেন ?
Ans. কবি রবীন্দ্রনাথ ঠাকুর ‘রক্তের অক্ষরে’ দেখেছিলেন তার আত্মরুপ তথাৎ ‘আপনার রূপ’ দেখেছিলেন রক্তের অক্ষরে।
- “চিনিলাম আপনারে” – কবি আপনাকে কীভাবে চিনেছিলেন?
Ans. কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, তিনি আঘাতের মধ্যে দিয়ে, বেদনার মধ্যে দিয়ে নিজের স্বরূপকে চিনতে পেরেছিলেন।
- “রূপনারানের কূলে জেগে উঠলাম।” কে রূপনারানের কূলে জেগে উঠেছিলেন ?
Ans. কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারানের কূলে জেগে উঠেছিলেন।
- “আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন।” জীবন’-কে দুঃখের তপস্যা’ বলা হয়েছে কেন?
Ans. রবীন্দ্রনাথ ঠাকুর জানতেন, জীবনে দুঃখের আধার রাত্রি বার বার ঘনিয়ে আসে। কোনো এক অদৃশ্য নাগপাশে আমরা বাঁধা পড়ে থাকি। ফলে আমাদের শান্তি বিঘ্নিত হয়। এজন্যে কবি জীবন’কে ‘দুঃখের তপস্যা’ বলেছেন।
- “জানিলাম এ জগৎ স্বপ্ন নয়” কীভাবে কবি একথা জেনেছিলেন?
Ans. কবি রবীন্দ্রনাথ ঠাকুর ‘রূপনারানের কূলে’ যখন জেগে উঠেছিলেন, অর্থাৎ তিনি যখন মানবসংসারে জেগে উঠেছিলেন, তখনই জেনেছিলেন এ জগৎ স্বপ্ন নয়।
- কবি কোন সত্যকে ভালোবেসেছিলেন?
Ans. সে সত্য রূঢ় বাস্তব, যাকে মানুষ মেনে নিতে বাধ্য কবি একথা উপলব্ধি করে সেই সত্যকেই ভালোবেসেছিলেন।
- সত্য প্রকাশের ক্ষেত্রে কবির বক্তব্য কী?
Ans. সত্য প্রকাশের ক্ষেত্রে কবির বক্তব্য – সত্য অপ্রকাশিত থাকে না।
- রূপনারানের কূলে কবিতায় মৃত্যুতে সকল দেনা’ কীভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছিলেন?
Ans. জীবনের পদে পদে বিচিত্র দুঃখ-বেদনার আঘাতে আঘাতে কঠিন সত্যকে স্বীকার করে মৃত্যুকে বরণ করলেই জীবনের ঋণ শোধ করা সম্ভব।
রচনাধর্মী প্রশ্নোত্তর [মান – ৫] HS Bengali Suggestion – রূপনারানের কূলে (কবিতা) প্রশ্নউত্তর – উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন
1. “ আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন , ” — কবি জীবনকে কেন ‘ দুঃখের তপস্যা ’ বলেছেন ? এখানে কবির মনােভাব বিবর্তনের যে ছবি পাওয়া যায় , তা নিজের ভাষায় লেখাে । অথবা , “ আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন ” – উদ্ধৃতিটির মর্মার্থ বিশ্লেষণ করাে ।
Ans. কবি রবীন্দ্রনাথ ঠাকুর ‘ রূপনারানের কূলে ‘ কবিতায় জীবনকে বিভিন্ন কারণে ‘ আমৃত্যুর তপস্যা ’ বলেছেন । কবির মতে , আঘাত – সংঘাত , পাওয়া না পাওয়ার বেদনার মধ্য দিয়েই জীবনের সত্যকে উপলব্ধি করা যায় । সত্য নির্মম , কঠিন । জীবনে । সুখ – আনন্দের মধ্যে সুখ উপলব্ধি করা যায় না । দুঃখের নির্মমতাকে উপলব্ধি করে কঠিন সাধনার মাধ্যমেই সত্যকে জানা সম্ভব হয় । কাল্পনিক ভাবনায় সত্যকে কখনােই অনুভব করা যায় না । বাস্তবের কঠিন পরিস্থিতিতে দুঃখ – কষ্টে জর্জরিত জীবনে সত্যের স্বরূপ আপনি ফুটে ওঠে । কবি জীবনের আঘাত – বেদনার ভেতরে সত্যের কঠিন স্বরূপ চিনতে পেরেছেন এবং তাকে ভালােবেসেছেন । কবির মতে , সত্য কখনাে না করে । সত্যের প্রতি কবির গভীর আকর্ষণ ও ভালােবাসার কারণে তিনি জীবনকে আমৃত্যুর দুঃখের তপস্যা বলেছেন ।
সত্যের জীবনবােধে পৌছাতে গিয়ে কবির জীবনে বিবর্তন দেখা যায় । জীবন সম্পর্কিত ভাবনায় কবি কল্পনার মায়াজাল থেকে মুক্তি ও বাস্তবের নির্মম সত্যকে লাভ করেছেন , দেখেছেন জীবনের পরম সত্য দ্বন্দ্বমুখর মানুষের আঘাত – বেদনার মধ্যে । নিহিত আছে । জীবন তার কাছে স্বপ্নের লীলাভূমি নয় , বাস্তবের কঠিন পরিস্থিতির সঙ্গে সংগ্রাম করা তার কাছে জীবনের স্বরূপ হয়ে উঠেছে । তাই কবি কবিতার সূচনাতেই বলেছেন— “ রূপনারানের কূলে / জেগে উঠিলাম এ জগৎ স্বপ্ন নয় । ”
2. “ রক্তের অক্ষরে দেখিলাম । আপনার রূপ , ” — বক্তা কে ? তিনি রক্তের অক্ষরে ’ কীভাবে আপনার রূপ দেখেছেন ? অথবা , “ রক্তের অক্ষরে দেখিলাম / আপনার রুপ ” — বক্তা কে ? উক্তিটিতে কবির কী ভাবনা প্রকাশ পেয়েছে ?
Ans. ‘ রূপনারানের কূলে কবিতা থেকে গৃহীত উদ্ধৃতাংশটি – র বক্তা হলেন কবি । রবীন্দ্রনাথ ঠাকুর । আলােচ্য উক্তিটিতে জীবন সম্পর্কে কবির প্রগাঢ় উপলদ্ধি ধরা পড়েছে । কবি জীবনের প্রান্তিক পর্যায়ে উপনীত হয়ে জ্ঞানলাভ করতে পেরেছেন যে জীবন কোনাে কাল্পনিক স্বপ্ন নয় । বাস্তব জীবন কঠিন সত্যে পরিপূর্ণ । এই বাস্তব সত্যকে উপলব্ধি করে কবি নিজের রূপকে চিনতে পেরেছেন । তিনি উপলদ্ধি করেছেন জীবন দুঃখ , বেদনা , আঘাত ও কঠিন বাস্তবতায় পূর্ণ । এই বাস্তবতা জীবনসত্য । জীবনে টানাপােড়েন , রক্তক্ষরণ , আঘাত থাকবেই । এর মধ্য দিয়েই জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে ।
কবি ‘ আপনার রূপ ’ প্রত্যক্ষ করার জন্য কল্পনার মায়াজাল থেকে মুক্তিলাভ করে বাস্তবের কঠোর ভূমিতে পদচারণা করেছেন । জীবন সম্পর্কিত এই ভাবনায় কবির মধ্যে বিবর্তন দেখা যায় । কবি জীবনের স্বরূপকে দেখেছেন দ্বন্দ্বমুখর মানুষের আঘাত – বেদনার মধ্যে । কবির কাছে জীবন কোনাে স্বপ্নের লীলাভূমি নয় । বাস্তবের কঠিন পরিস্থিতির সঙ্গে সংগ্রাম করা তার কাছে জীবনের স্বরূপ হিসেবে বিবেচিত হয়েছে । কবি কঠিন তপস্যার মধ্যে দিয়ে জীবনের স্বরূপকে উপলব্ধি করেছেন ।
3. মৃত্যুতে সকল দেনা শােধ করে দিতে । ” — পঙক্তিটির সাধারণ অর্থ কী ? কার কাছে , কার দেনা ? কীজন্য দেনা ? মৃত্যুতে তা কীভাবে শােধ হয় ?
Ans. পঙক্তিটির সাধারণ অর্থ : মৃত্যুর মাধ্যমে সকল দেনা শােধ করতে হয় । বিশ্বপ্রকৃতির কাছে নিজের দেনা ।
মানুষ বিশ্বপ্রকৃতি থেকে দুর্লভ জীবনপ্রাপ্ত হয় , যদিও সেজীবন আমৃত্যু দুঃখের তপস্যা ’ , তবুও সেজীবনে নানা উত্থানপতন বা প্রতিকূলতার মধ্যে যে সত্যকে খুঁজে পায় , সেই সত্য চরম মূল্যবান— এই সত্য লাভই হচ্ছে দেনা ।
দেনা এই জন্য যে , বিশ্বপ্রকৃতি থেকে মানুষ মানুষজন্ম – জীবনপ্রাপ্ত হয় , ফলে এই সত্যলাভ সম্ভব।
মানুষই সৃষ্টিতে চূড়ান্ত । সুতরাং তার যা ধার – দেনা , তা কোনাে মানুষের কাছে শােধ দেওয়া অসম্ভব । কারণ সত্য লাভ এক নির্বস্তুক ব্যাপার , যা বাস্তবে বহুলৌকিক ঘটনার মধ্যে দিয়েই আসে । কৃতজ্ঞ মানুষ তাই জানে জীবনের আবির্ভাবে যে দেনা তা শােধ করবার একমাত্র পন্থা অনিবার্য মৃত্যুতে । বিশ্বপ্রকৃতিই যেখানে সত্য – মিথ্যার পার্থক্য নিরূপণ করে , মানুষের জীবনে সমৃদ্ধি ঘটায় , তাই সে প্রকৃতিতে স্বাভাবিক মৃত্যুর মধ্য দিয়েই শােধ হয় সমস্ত দেনা ।
4. রূপনারানের কূলে ‘ কবিতাটির মর্মবস্তু উল্লেখ করাে । অথবা , রূপনারানের কূলে ‘ কবিতাটির মূল বক্তব্য সংক্ষেপে আলােচনা করাে ।
Ans. মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারানের কুলে অর্থাৎরূপময় এই পৃথিবীতে জেগে ওঠার কথা বলেছেন এই কবিতায় । তিনি উপলব্ধি করতে পেরেছেন জগৎ স্বপ্ন নয় । ফলে আঘাতে আঘাতে , বেদনায় তিনি নিজেকে চিনে নিয়েছেন । জাগতিক দুঃখ ও যন্ত্রণার মধ্য দিয়েই প্রকৃত জীবনকে খুঁজে পাওয়া যায় আর কঠিন বাস্তবতাময় জীবন আমাদের সত্যের মুখােমুখি এনে দাঁড় করায় ।
সত্য সর্বদা কঠিন । কবি কঠিনকে ভালােবেসেছেন । আঘাত , দুঃখও রক্তঝরার মধ্য দিয়েই কঠিন সত্যকে উপলব্ধি করা যায় । কবি বিশ্বাস করেন যে কঠিন সত্য কোনােদিন কাউকে বঞনা করে না । কবির মতে , এই জীবন হলাে জীবনভর দুঃখের তপস্যা । সত্যের মূল্য লাভ করতে কবি প্রতিজ্ঞাবদ্ধ । মৃত্যুর মধ্য দিয়ে তিনি সারাজীবনের সব ধার – দেনা শােধও করে দিয়ে যাবেন । প্রসঙ্গত , কবির সর্বশেষ কাব্যগ্রন্থ ‘ শেষলেখা ’ – র ১১ সংখ্যক কবিতা ‘ রূপনারানের কূলে । তার সারাজীবনের সব সত্য , বাস্তবতা , দুঃখ – বেদনার উপলব্দির প্রকাশ ঘটেছে ‘ শেষলেখা ’ – য় । কবির এই উপলব্বি আসলে মানবাত্মার , মানবচৈতন্যের । কারণ রূপ – রস – গন্ধময় পৃথিবীতে সংসারী মানুষকে ভােগ করতেই হয় । এটাই জীবনের ধর্ম , জীবনের দেনা । মৃত্যুতে এই দেনা শােধ হয় । কবিও মৃত্যুর মধ্য দিয়ে এই সব দেনা শােধ করে দিয়েছেন ।
5. “ চিনিলাম আপনারে ” — কে , কখন , কীভাবে নিজেকে চিনেছেন ? এর ফলে তার মধ্যে যে প্রতিক্রিয়া হয়েছিল তা নিজের ভাষায় লেখাে । অথবা , “ চিনিলামআপনারে আঘাতে আঘাতে , বেদনায় বেদনায় ” —উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করাে ।
Ans. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারানের কূলে নিজেকে চিনেছেন । কবি স্বপ্ন – কল্পনার জগতে বিরাজ করতেন । বাস্তবের সঙ্গে সেই জগতের কোনাে মিল নেই । তিনি রূপনারানের কূলে অর্থাৎ রূপময় পৃথিবীতে জেগে উঠেছেন । তিনি তখনই নিজেকে চিনেছেন । স্বপ্নের জগৎ সুখ আর স্বপ্নময় । সেখানে দুঃখ – ব্যথা – আঘাত বলে । কিছু থাকে না । কিন্তু বাস্তব জগৎ স্বপ্ন নয় , কঠিন বাস্তবতা আর সত্যে পূর্ণ । তাই বাস্তব সত্যকে উপলব্ধি করে কবি নিজেকে চিনতে পেরেছেন । তিনি উপলদ্ধি করেছেন । জীবন দুঃখ , বেদনা , আঘাত ও কঠিন বাস্তবতায় পূর্ণ । এই বাস্তবতাই জীবনসত্য । জীবনে টানাপােড়েন , রক্তক্ষরণ , আঘাত থাকবেই । এর মধ্য দিয়েই এগিয়ে যাবে মানবসভ্যতা ।
জীবনসত্য , বাস্তবতা বড়াে কঠিন । তবু কঠিন সত্যকে কবি ভালােবেসেছেন । কারণ সত্য মানুষকে কখনাে বঞ্চনা করে না । সত্যের জন্য মানুষকে দুঃসহ কাজ করতেই হয় । কবি এখানে উপলব্ধি করেছেন যে জীবন আসলে দুঃখের তপস্যা । জীবনসত্যের মূল্য লাভ করার পর জীবন দিয়েই কবি জীবনের সব দেনা শােধ করে দিতে চেয়েছেন । প্রসঙ্গত , জীবনবাস্তবতার সঙ্গে একাত্ম হতে কবি বদ্ধপরিকর । তাই আর কল্পনা নয় , এবার কঠিন বাস্তবেই তার বিচরণ চলতে থাকবে।
6. “ জানিলাম এ জগৎ / স্বপ্ন নয় । ” — রূপনারানের কূলে ’ কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখাে ।
Ans. আলােচ্য অংশটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ শেষলেখা ‘ কাব্যগ্রন্থের অন্যতম কবিতা রূপনারানের কূলে ’ থেকে গৃহীত । কবি রূপনারানের কূলে জেগে উঠে জেনেছেন , এ জগৎ স্বপ্ন নয় । জগৎ ও জীবনের রূঢ় বাস্তব সত্যতাকে কবি কখনােই অস্বীকার করেননি । কবি কখনােই জগৎবিমুখ নন । তিনি মর্ত্যপ্রেমিক ও মানবপ্রেমিক । তাই তার বিখ্যাত উক্তি ঃ “ মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে / মানবের মাঝে আমি বাঁচিবারে চাই । ” তিনি জগৎ ও জীবনকে কোনাে সময়েই ভুলে যাননি , ত্যাগও করেননি । এমনকী গীতাঞ্জলির পর্বে তিনি জগৎ ও জীবন সম্পর্কে উদাসীন ছিলেন না । মৃত্যুর মুখােমুখি দাঁড়িয়ে কবি জগৎকে সত্য হিসেবে দেখেছেন । জগৎ তার কাছে স্বপ্নের মতাে অলীক নয় ।
7. “ সত্য যে কঠিন ” – এই উপলদ্ধিতে কবি কীভাবে উপনীত হলেন তা রূপনারানের কূলে ’ কবিতা অবলম্বনে লেখাে । অথবা , সে কখনাে করে না বনা’— কে কখনাে বঞ্চনা করে না ? কবি কীভাবে এমন ভাবনায় উপনীত হয়েছেন ?
Ans. রবীন্দ্রনাথ আশৈশব উপনিষদিক দর্শনের দ্বারা প্রাণিত । এমনকী তিনি বৈষুবীয় দর্শনের দ্বারাও উজ্জীবিত । ফলে জগৎকে দার্শনিক শঙ্করাচার্যের মতাে মায়াময় স্বপ্ন বলে তিনি উপেক্ষা করতে পারেননি । বরং রূঢ় বন্ধুর পথে বেদনায় ও আঘাতে রক্তাক্ত হতে হতে পরম সত্যকে উপলব্ধি করার মধ্যেই তিনি জীবনের সার্থকতা উপলব্ধি ব্যক্তিগত জীবনেই কবি বহু মৃত্যুশােক পেয়েছেন । পারিবারিক ক্ষেত্রে , কর্মজীবনে এবং সাহিত্যিক পরিধিতেও তিনি বহুবার অসংগতভাবে সমালােচিত হয়েছেন । কিন্তু আঘাতের দ্বারা তিনি বিপর্যস্ত হননি , বরং সেই অগ্নিশুদ্ধির মধ্য দিয়ে তিনি যেন আত্মাকেই চিনেছেন , সত্যেরই নিকটবর্তী হয়েছেন । ফলে কবির মনে হয়েছে , আপাত মাধুর্যময় ঘটনাবলি মানুষের মনকে আসলে মােহগ্রস্তই করে । বেদনার আঘাতই মানুষকে কঠিন সত্যের মুখােমুখি করে দেয় । সেই কঠিন সত্য মানুষকে মােহাচ্ছন্ন করে , প্রবঞ্চিত করে না । অতএব ব্যক্তিগত জীবনাভিজ্ঞতা এবং ঋষিসুলভ জীবনদর্শনের গভীরতার দ্বারাই তিনি এই উপলদ্ধিতে উপনীত হয়েছেন- “ সত্য যে কঠিন ” ।
HS Bengali Suggestion | উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন
আরোও দেখুন :-
উচ্চমাধ্যমিক বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here
HS Suggestion 2025 | উচ্চ মাধ্যমিক সাজেশন ২০২৫
আরোও দেখুন:-
HS Bengali Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS English Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS History Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Geography Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Political Science Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Philosophy Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Sanskrit Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Education Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Sociology Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Physics Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Biology Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Chemistry Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Mathematics Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Computer Science Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS All Subjects Suggestion 2025 Click here
Info : HS Bengali Suggestion | West Bengal WBCHSE Higher Secondary (HS) Bengali Qustion and Answer Suggestion
উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন | দ্বাদশ শ্রেণীর বাংলা – রূপনারানের কূলে (কবিতা) প্রশ্ন উত্তর সাজেশন
” উচ্চমাধ্যমিক বাংলা – রূপনারানের কূলে (কবিতা) – প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা বা দ্বাদশ শ্রেণীর – (Higher Secondary / WB HS / WBCHSE / HS Exam / West Bengal Council of Higher Secondary Education – WBCHSE HS Exam / HS Class 12th / WBCHSE Class XII / HS Pariksha ) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC, RAIL, PSC, DEFENCE) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে উচ্চমাধ্যমিক (দ্বাদশ শ্রেণী) বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (HS Bengali Suggestion / West Bengal Council of Higher Secondary Education – WBCHSE Bengali Suggestion / HS Class 12th Bengali Suggestion / Class XII Bengali Suggestion / HS Pariksha Bengali Suggestion / Bengali HS Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / HS Bengali Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস উচ্চমাধ্যমিক (দ্বাদশ শ্রেণী) বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (HS Bengali Suggestion / West Bengal Council of Higher Secondary Education – WBCHSE Bengali Suggestion / HS Class 12th Bengali Suggestion / Class XII Bengali Suggestion / HS Pariksha itihas Suggestion / HS Bengali Exam Guide / HS Bengali Suggestion 2021 / HS Bengali Suggestion 2022 / HS Bengali Suggestion 2023 / HS Bengali Suggestion 2024 / HS Bengali Suggestion 2025 / Madhiyamik itihas Saggesson / HS Bengali Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / HS Bengali Suggestion FREE PDF Download) সফল হবে।
রূপনারানের কূলে (কবিতা) প্রশ্ন উত্তর সাজেশন
রূপনারানের কূলে (কবিতা) – প্রশ্ন উত্তর সাজেশন | রূপনারানের কূলে (কবিতা) HS Bengali Suggestion উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন – রূপনারানের কূলে (কবিতা) প্রশ্ন উত্তর সাজেশন।
রূপনারানের কূলে (কবিতা) MCQ প্রশ্ন ও উত্তর সাজেশন
রূপনারানের কূলে (কবিতা) MCQ প্রশ্ন ও উত্তর সাজেশন | রূপনারানের কূলে (কবিতা) HS Bengali Suggestion উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন – রূপনারানের কূলে (কবিতা) MCQ প্রশ্ন উত্তর সাজেশন।
রূপনারানের কূলে (কবিতা) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সাজেশন
রূপনারানের কূলে (কবিতা) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সাজেশন | রূপনারানের কূলে (কবিতা) HS Bengali Suggestion উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন – রূপনারানের কূলে (কবিতা) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সাজেশন।
রূপনারানের কূলে (কবিতা) DTQ বড়ো প্রশ্ন ও উত্তর সাজেশন
রূপনারানের কূলে (কবিতা) – DTQ বড়ো প্রশ্ন ও উত্তর সাজেশন | রূপনারানের কূলে (কবিতা) HS Bengali Suggestion উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন – রূপনারানের কূলে (কবিতা) DTQ বড়ো প্রশ্ন উত্তর সাজেশন।
HS Bengali | উচ্চমাধ্যমিক বাংলা – রূপনারানের কূলে (কবিতা) MCQ প্রশ্ন উত্তর সাজেশন
HS Bengali (উচ্চমাধ্যমিক বাংলা ) – রূপনারানের কূলে (কবিতা) – প্রশ্ন উত্তর সাজেশন | রূপনারানের কূলে (কবিতা) | HS Bengali Suggestion উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন – রূপনারানের কূলে (কবিতা) প্রশ্ন উত্তর সাজেশন।
HS Bengali Suggestion | উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন | উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন – রূপনারানের কূলে (কবিতা) প্রশ্ন উত্তর সাজেশন
HS Bengali Suggestion | WB HS Bengali Suggestion | HS Bengali Suggestion | West Bengal HS Bengali Suggestion | WB HS Bengali Suggestion | উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন – রূপনারানের কূলে (কবিতা) | উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন – রূপনারানের কূলে (কবিতা) | পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন – রূপনারানের কূলে (কবিতা) | উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন – রূপনারানের কূলে (কবিতা) – প্রশ্ন উত্তর সাজেশন ।
HS Bengali Suggestion | উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন – রূপনারানের কূলে (কবিতা) MCQ প্রশ্ন উত্তর সাজেশন
HS Bengali Suggestion উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন – রূপনারানের কূলে (কবিতা) প্রশ্ন উত্তর সাজেশন | রূপনারানের কূলে (কবিতা)
WBCHSE HS Bengali Suggestion | উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন – রূপনারানের কূলে (কবিতা)
WBCHSE HS Bengali Suggestion উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন – রূপনারানের কূলে (কবিতা) প্রশ্ন উত্তর সাজেশন । রূপনারানের কূলে (কবিতা) | HS Bengali Suggestion উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন – রূপনারানের কূলে (কবিতা) – প্রশ্ন উত্তর সাজেশন ।
HS Bengali Question and Answer Suggestions | উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর – রূপনারানের কূলে (কবিতা) | উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন
HS Bengali Question and Answer উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর – রূপনারানের কূলে (কবিতা) উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন HS Bengali Question and Answer উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন প্রশ্ন ও উত্তর – রূপনারানের কূলে (কবিতা) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন উত্তর সাজেশন ।
WB HS Bengali Suggestion | উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন – রূপনারানের কূলে (কবিতা) MCQ প্রশ্ন উত্তর সাজেশন
WB HS Bengali Suggestion উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন – রূপনারানের কূলে (কবিতা) MCQ প্রশ্ন উত্তর সাজেশন । WB HS Bengali Suggestion উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন।
West Bengal HS Bengali Suggestion Download. WBCHSE HS Bengali short question suggestion . HS Bengali Suggestion download. HS Question Paper Bengali. WB HS Bengali suggestion and important questions. HS Suggestion pdf.পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন।
Get the HS Bengali Suggestion by BhugolShiksha.com
West Bengal HS Bengali Suggestion prepared by expert subject teachers. WB HS Bengali Suggestion with 100% Common in the Examination .
West Bengal Council of Higher Secondary Education (WBCHSE)
It will organize HS Examination on the last week of March and continue up to the middle of April. Like every year Team BhugolShiksha.com published HS Bengali Suggestion and HS All subjects suggestion .
Higher Secondary Bengali Suggestion | West Bengal WBCHSE HS Exam
HS Bengali Suggestion Download PDF: WBCHSE HS Class 12th Bengali Suggestion is provided here. WB HS Bengali Suggestion Questions Answers PDF Download Link in Free has been given below.
WBCHSE Class 12th Bengali Suggestion
Class 12th Bengali Suggestion has been provided here. Class 12th Bengali Suggestion questions are very much common for the upcoming HS Bengali examination . Download the solved Class 12th (X) question paper of Bengali Subject Provided here. These common questions can be downloaded free. Moreover, you can easily check West Bengal উচ্চমাধ্যমিক বাংলা expected common questions for upcoming HS 12th Exam .
HS Bengali Suggestion – রূপনারানের কূলে (কবিতা) প্রশ্নউত্তর – উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন
WB HS Bengali Suggestion Question and answer. The questions you should practice repeatedly however we can not guarantee that the questions will be 100% common. Hence, you should read the textbook of class 12th thoroughly for 100% sure suggestions. We also advise the WBCHSE HS Students for year that they read their textbook multiple times and solve the questions.
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” HS Bengali Suggestion – রূপনারানের কূলে (কবিতা) প্রশ্ন উত্তর – উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।