সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge in bengali
সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge in Bengali : পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর) খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (General Knowledge GK for All Comparative exam in Bengali) Part – 194 নিচে দেওয়া হল। এই সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Part – 194 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জিকে – জেনারেল নলেজ : GK – General Knowledge Question and Answer
- আকাশ নীল কেন ?
Ans. সূর্যরশ্মি বায়ুমণ্ডলে প্রবেশের সময় আলােকের প্রতিসরণের জন্য ।
- কোন্ দ্রাব্যতার জন্য সােডার বােতল খুললে হিসহিস শব্দ হয় ?
Ans. কার্বন – ডাই – অক্সাইড ।
- অশােক কলিঙ্গ জয় করেন কবে ?
Ans. খ্রিস্টপূর্ব ২৬১ অব্দে ।
- দৃষ্টিহীনদের পঠন পদ্ধতির আবিষ্কর্তা কে ?
Ans. লুই ব্রেল ।
- ম্যানহাটন পরিকল্পনা কি উদ্দেশ্যে অধিগৃহীত হয়েছিল ?
Ans. পরমাণু বােমা সৃষ্টির উদ্দেশ্যে ।
- ফারেনহাইট স্কেলের 14° সেন্টিগ্রেড স্কেলে কত ?
Ans. -10 °
- কচ্ছপ কোন্ শ্রেণীভুক্ত ?
Ans. উভচর ।
- সালােকসংশ্লেষ কী ?
Ans. কার্বোহাইড্রেট প্রস্তুতি প্রক্রিয়া ।
- রক্তচাপ পরিমাপে কোন্ মিটার ব্যবহার করা হয় ?
Ans. স্ফিগমােম্যানােমিটার ।
- কোন বাঙালি গ্রন্থকার ‘ অনিলা দেবী ’ ছদ্মনাম ব্যবহার করতেন?
Ans. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
- ‘ Captive Lady ‘ কবিতাটি কে লিখেছেন?
Ans. মাইকেল মধুসূদন দত্ত ।
- ‘To be or not to be , that is the question’ বিখ্যাত এই উক্তিটি উইলিয়াম শেক্সপীয়রের কোন্ নাটকে পাওয়া যাবে ?
Ans. হ্যামলেট ।
- ‘India Wins Freedom ‘ বইটি কে লিখেছিলেন?
Ans. আবুল কালাম আজাদ ।
- পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মেট্রোপলিটন এলাকা কোনটি ?
Ans. নিউ ইয়র্ক।
- উত্তর অয়নান্ত কী ?
Ans. যেদিন সূর্য কর্কটক্রান্তি রেখার ঠিক উপরে অবস্থান করে ।
- অষ্টম শতাব্দীর বিক্রমশীলা মহাবিহারের ধ্বংসাবশেষ কোন্ রাজ্যে পাওয়া গেছে ?
Ans. বিহার ।
- হিউয়েন সাঙ কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন?
Ans. হর্ষবর্ধন ।
- ভারতের ক্ষেপণাস্ত্র – নাশক ক্ষেপণাস্ত্রটি 2000 সালের জুলাই মাসে ভারতীয় নৌবাহিনীর কোন্ রণতরীতে প্রথম সংযােজিত হয় ?
Ans. আই এন এস সুদর্শন ।
- ভারতের সর্বপ্রথম ব্যাঙ্কের নাম কী ?
Ans. স্টেট অফ ইন্ডিয়া ।
- ‘পুলিৎজার পুরস্কার ’ কিসে দেওয়া হয় ?
Ans. সাহিত্যে ।
- আধুনিক কার্টুনের জনক কে ?
Ans. উইলিয়াম হােগার্থ ।
- ‘ইউনাইটেড নেশন্স সিকিউরিটি কাউন্সিল ’ এর পাঁচ স্থায়ী সদস্যের চারটি হল ইউ , এস . এ , রাশিয়া , চীন এবং ইউ কে । পঞ্চম দেশ কোটি ?
Ans. ফ্রান্স ।
- পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
Ans. মহম্মদ আলি জিন্না ।
- অর্জুন পুরস্কার কোন্ বছর থেকে দেওয়া শুরু হয়েছিল ?
Ans. 1961
- 2002 সালে প্রথমবার ডেভিস কাপ পেল কোন্ দেশ ?
Ans. বেলজিয়াম ।
আরোও দেখুন:-
প্রথম ভারতীয় মহিলা – First Indian Woman Click Here
আরোও দেখুন:-
ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য – Indian Classical Folk Dance Click Here
আরোও দেখুন:-
জেনারেল নলেজ – General Knowledge in bengali Click Here
Important GK For All Competitive Exam | General Knowledge GK in Bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর
” জেনারেল নলেজ জিকে (General Knowledge GK) – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (General Knowledge GK) – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর কুইজ / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – General knowledge / General knowledge in Bengali / GK in Bengali / general knowledge in hindi / general knowledge question and answer in bengali / general knowledge 2020 / general knowledge quiz / common general knowledge questions and answers / general knowledge questions and answers pdf / general knowledge 2020 pdf / general knowledge questions in english ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – General knowledge প্রশ্ন ও উত্তর – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।
Info : সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 194
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 194” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।