সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali Part - 238
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali Part - 238

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

General Knowledge in bengali

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর – General Knowledge in Bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর – General Knowledge in Bengali Part – 238 । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) সাধারণ জ্ঞান খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (General Knowledge GK Question and Answer in Bengali) Part – 238 পড়লেই নিশ্চিত কমন পাবেন।

We also accept payment from the us, uk, and europe. Cytotec buy cheap generic provigil doriq is manufactured by the swiss drug manufacturing company, cytotec. Use cytotec misoprostol exactly as the manufacturers have described.

The drug’s original use as an anti-hypertensive is a myth. Cytotec 200 mg price in malaysia Shimada in malaysia in malaysia. There is a variety of different types of oral contraceptives available and the choice is based on your needs and what you prefer.

 আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Part – 238 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জিকে – জেনারেল নলেজ : GK – General Knowledge Question and Answer | Part – 238

  1. চাদের বুকে অবতরণকারী প্রথম মানুষ কে ছিলেন ?

Ans : নীল আর্মস্ট্রং ।

  1. পৃথিবীর কোন্ প্রাণী প্রথম মহাকাশ ভ্রমণ করে ?

Ans : লাইকা নামে কুকুর ।

  1. ভারত ও চীনের মধ্যে সীমানা কে চিহ্নিত করেন ? 

Ans : ম্যাকমােহন । 

  1. ২০০৬ সালের বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ান দল ইতালি , রানার্স দল কোনটি ? 

Ans : ফ্রান্স ।

  1. ভারত ক্রিকেটে কোন্ কোন্ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ান হয় ? 

Ans : ১৯৮৩ এবং ২০১১ সালে । কপিলদেব এবং মহেন্দ্র সিং ধােনির নেতৃত্বে । 

  1. শ্রীকৃষ্ণবিজয় কাব্যটির রচয়িতা কে ? 

Ans : মালাধর বসু ।

  1. বিহু কোন রাজ্যের উৎসব ? 

Ans : অসম।

  1. কোন্ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? 

Ans : ১৯১৯ সালে । 

  1. রােভার্স কাপ কোন্ খেলার সঙ্গে যুক্ত ?

Ans : ফুটবল । 

  1. সর্বাধিক চা উৎপাদনকারী দেশ কোনটি ?

Ans : ভারত ।

  1. তিরুবনন্তপুরম কোন রাজ্যের রাজধানী ?

Ans : কেরল।

  1. জাতীয় পতাকার চক্রে কটি কাঁটা আছে ?

Ans : ২৪ টি । 

  1. ভারতে মােট কত প্রজাতির পাখি দেখা যায় ? 

Ans : ১,২০০- এর বেশি ।

  1. কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ?

Ans : ভিটামিন – কে । 

  1. কে বন্দেমাতরম লিখেছিলেন ? 

Ans : বঙ্কিমচন্দ্র ।

  1. ২০০৬ সালে বিশ্বকাপ হকিতে চ্যাম্পিয়ান হয় কোন্ দেশ ?

Ans : জার্মানী ।

  1. কৌলিন্য প্রথা কার দ্বারা প্রবর্তিত হয় ? 

Ans : বল্লান সেন ।

  1. ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণাটি কোন্ দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?

Ans : আমেরিকা । 

  1. ব্রাসেলস্ কোন্ দেশের রাজধানী ? 

Ans : বেলজিয়াম ।

  1. আমেরিকার মুদ্রার নাম কি ? 

Ans : ডলার । 

  1. প্রথম কোন্ ভারতীয় পরমবীর চক্র ’ সম্মান পান ? 

Ans : মেজর সােমনাথ শর্মা । 

  1. শেষ পেশােয়া কে ছিলেন ? 

Ans : নানাসাহেব ।

  1. দেরাদুন কোন্ রাজ্যের রাজধানী ? 

Ans : উত্তরাঞ্চল ।

  1. ফুজিয়ামা ’ কোন্ জাতীয় পর্বত ? 

Ans : সঞ্চয়জাত পর্বত ।

  1. জন অরণ্য ‘ কার রচনা ?

Ans : শঙ্কর।

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – General Knowledge in bengali Click Here

আরোও দেখুন:-

কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here

Important GK For All Competitive Exam | General Knowledge GK in Bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (General Knowledge GK) – সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (General Knowledge GK) – সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান কুইজ / সাধারণ জ্ঞান 2021 / সাধারণ জ্ঞান ২০২১ / সাধারণ জ্ঞান MCQ / সাধারণ জ্ঞান PDF / সাধারণ জ্ঞান চাকরির ইন্টারভিউয়ে জন্য / সাধারণ জ্ঞান চাকরির পরীক্ষার জন্য / সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – General knowledge / General knowledge in Bengali / GK in Bengali /  general knowledge in hindi / general knowledge question and answer in bengali / general knowledge 2020 / general knowledge quiz / common general knowledge questions and answers / general knowledge questions and answers pdf / general knowledge 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / general knowledge questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – General knowledge প্রশ্ন ও উত্তর – সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info : সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 238

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 238” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।