জিকে প্রশ্ন ও উত্তর | GK in Bengali Part - 245
জিকে প্রশ্ন ও উত্তর | GK in Bengali Part - 245

জিকে প্রশ্ন ও উত্তর

GK in bengali

জিকে প্রশ্ন ও উত্তর – GK in Bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জিকে প্রশ্ন ও উত্তর – GK in Bengali Part – 245 । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিকে বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (GK GK Question and Answer in Bengali) Part – 245 পড়লেই নিশ্চিত কমন পাবেন।

 আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – GK GK in Bengali Part – 245 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান – জেনারেল নলেজ : GK – GK Question and Answer | Part – 245

  1. পৃথিবীর যমজ গ্ৰহ কাকে বলা হয় ? 

Ans : শুক্রগ্রহকে । 

  1. কে বলেছিলেন “ পৃথিবী নিজেই একটি চুম্বক ” ?

Ans : গিলবার্ট । 

  1. রক্ত জমাট বাঁধায় কী সাহায্য করে ? 

Ans : অনুচক্রিকা । 

  1. কোনাে বিল অর্থ – বিল কিনা , তা কে স্থির করেন ?

Ans : স্পিকার ।

  1. পৃথিবীর সবচেয়ে ছােট দেশ কোনটি ? 

Ans : ভাটিক্যান সিটি ।

  1. ‘ My.Music , My Life ‘ বইটির রচয়িতা কে ? 

Ans : রবিশঙ্কর । 

  1. ভারতের জাতীয় পতাকা সংবিধান পরিষদ দ্বারা গৃহীত হয় কত সালে ? 

Ans : ১৯৪৭ সালে । 

  1. ক্রিকেট খেলা যেখানে হয় , তার নাম কি ?

Ans : পিচ ।

  1. ভারতের কোন্ প্রদেশের শহরের জনসংখ্যা সর্বাধিক?

Ans : মুম্বাই – এর ।

  1. কবি জয়দেবের বাড়ী কোথায় ছিল ?

Ans : বীরভূম । 

  1. কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ? 

Ans : বিম কদফিসিস । 

  1. কোন্ নবাবের আমলে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত হয়?

Ans : সিরাজউদদৌলা । 

  1. কাদম্বরী কার রচনা ? 

Ans : বাণভট্ট । 

  1. ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত ? 

Ans : প্যারিস । 

  1. দশমিক গণনার প্রণালী কোথায় আবিষ্কৃত হয় ?

Ans : ভারতে ।

  1. ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি ?

Ans : গ্রান্ডে অ্যানিকাট খাল ।

  1. কোন্ লেখক বুকার ‘ Prize পাননি ? 

Ans : অনিতা দেশাই । 

  1. মানবদেহে সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? 

Ans : থাইরয়েড ।

  1. শেক্সপীয়ার কতগুলি নাটক রচনা করেছেন ?

Ans : ৩৪ টি ।

  1. হায়দরাবাদ শহরটি কোন্ নদীর তীরে আছে ?

Ans : মুসি । 

  1. ২০১০ সালের কমনওয়েলথ গেমস কোন্ দেশে অনুষ্ঠিত হয় ? 

Ans : ভারতে । 

  1. ভারতের কোন্ রাজ্যে সর্বাধিক রবার উৎপন্ন হয় ? 

Ans : কেরল । 

  1. সম্রাট ঔরঙ্গজেবের পর কে মুঘল সম্রাট হন ? 

Ans :  মুয়াজ্জম ।

  1. শতসহস্রী সংহিতা কোন্ মহাকাব্যের নাম ? 

Ans : মহাভারত । 

  1. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এখনও পর্যন্ত কতবার সংশােধিত হয়েছে ? 

Ans : একবার । 

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – GK in bengali Click Here

আরোও দেখুন:-

কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here

Important GK For All Competitive Exam | GK GK in Bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | জিকে প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (GK GK) – জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK GK) – জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে কুইজ / জিকে 2021 / জিকে ২০২১ / জিকে MCQ / জিকে PDF / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / জিকে চাকরির পরীক্ষার জন্য / জিকে প্রশ্ন ও উত্তর / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – GK / GK in Bengali / GK in Bengali /  GK in hindi / GK question and answer in bengali / GK 2020 / GK quiz / common GK questions and answers / GK questions and answers pdf / GK 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / GK questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – GK প্রশ্ন ও উত্তর – জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info : জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK in bengali Part – 245

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK in bengali Part – 245” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।