জিকে প্রশ্ন ও উত্তর
GK Question and Answer in bengali
জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 246 । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিকে বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (GK Question and Answer in Bengali) Part – 246 পড়লেই নিশ্চিত কমন পাবেন।
আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 246 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান – জেনারেল নলেজ : GK Question and Answer | Part – 246
- একটি বাস্কেটবল কোর্টের দৈর্ঘ্য কত ?
Ans : ২৬ মিটার ।
- মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব কার উপর ন্যস্ত আছে ?
Ans : সুপ্রিমকোট ও হাইকোর্ট ।
- ২০১০ সালে এশিয়ান গেমস ’ কোন্ দেশে অনুষ্ঠিত হয় ?
Ans : চীনে ।
- ভারতের সর্বাধিক গম কোন রাজ্যে উৎপন্ন হয় ?
Ans : উত্তরপ্রদেশ ।
- প্রথম চাঁদে পদার্পণ করেন নীল আর্মস্ট্রং , কত সালে?
Ans : ১৯৬৯ সালে ।
- পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি ?
Ans : নীল ।
- ডটপেনের কালি তৈরি করতে কোন্ পদার্থ ব্যবহৃত হয় ?
Ans : গ্লাইকল ।
- গ্রিন হাউস গ্যাসের মধ্যে প্রধান গ্যাস কোনটি ?
Ans : কার্বন – ডাইঅক্সাইড ।
- কোন্ তারিখটি আন্তর্জাতিক মানবাধিকার দিবস ?
Ans : ১০ ই ডিসেম্বর ।
- ভারতের কোন্ রাজ্যের জনঘনত্ব সর্বাধিক ?
Ans : পশ্চিমবঙ্গ ।
- সিলভাসা কোন্ কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী?
Ans : দাদরা ও নগর হাভেলী ।
- ২০১০ সালে পুরুষদের হকি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে ?
Ans : দিল্লিতে ।
- টোকিও কোন্ দেশের রাজধানী ?
Ans : জাপান ।
- ভারত রাষ্ট্রের প্রধান কে ?
Ans : রাষ্ট্রপতি ।
- সৌরভ গাঙ্গুলি – দ্য মহারাজা অফ ক্রিকেট ’ বইটির লেখক কে ?
Ans : দেবাশিস দত্ত ।
- সার্ক এর স্থায়ী সেক্রেটারিয়েট কোথায়?
Ans : কাঠমান্ডু ।
- ২০১০ সালে কমনওয়েলথ গেমসে মােট কয়টি শাখার প্রতিযােগিতা হয় ?
Ans : ১৭ টি ।
- কয়লা উৎপাদনে ভারতের কোন্ রাজ্য প্রথম ?
Ans : ঝাড়খন্ড ।
- চন্দ্র : উপগ্রহ : : পৃথিবী : ?
Ans : গ্রহ।
- ঋকবেদে কয়টি শ্লোক আছে ?
Ans : ১০২৮ টি ।
- পৃথিবীর সর্বাপেক্ষা বৃহৎ মহাসাগর কোনটি ?
Ans : প্রশান্ত ।
- সিপাহী বিদ্রোহের দেড়শাে বছর কোন্ সালে পালিত হয় ?
Ans : ২০০৭ সালে ।
- নিচের ( ? ) চিহ্নে কোন্ সংখ্যা বসবে ?
১৫ ৫ ৪০ ১৩ ৮ ? ৯ ৯ ৯০
Ans : ৭৭
- পশ্চিমবঙ্গের ‘ ধানের গােলা ’ বলা হয় কোন্ জেলাকে ?
Ans : বর্ধমান ।
- কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় ?
Ans : ১৮৭২ সালে ।
আরোও দেখুন:-
জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Click Here
আরোও দেখুন:-
কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here
Important GK For All Competitive Exam | GK Question and Answer in bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | জিকে প্রশ্ন ও উত্তর
” জেনারেল নলেজ জিকে (GK) – জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে কুইজ / জিকে 2021 / জিকে ২০২১ / জিকে MCQ / জিকে PDF / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / জিকে চাকরির পরীক্ষার জন্য / জিকে প্রশ্ন ও উত্তর / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – GK / GK Question and Answer in bengali / GK Question and Answer in bengali / GK in hindi / GK question and answer in bengali / GK 2020 / GK quiz / common GK questions and answers / GK questions and answers pdf / GK 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / GK questions in english ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – GK প্রশ্ন ও উত্তর – জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।
Info : জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 246
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 246” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।