জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 266
জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 266

জিকে প্রশ্ন ও উত্তর

GK Question and Answer in bengali

জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 266  । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিকে বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (GK Question and Answer in Bengali) Part – 266  পড়লেই নিশ্চিত কমন পাবেন।

আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 266  Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।

জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান – জেনারেল নলেজ : General Knowledge Question and Answer | Part – 266 

  1. গভীর জলের ডাইভারদের শ্বাস – প্রশ্বাস চালানাের জন্য নাইট্রোজেনের জায়গায় কোন গ্যাস ব্যবহার করা হয় ?

Ans :  হিলিয়াম ।

  1. বিভিন্ন ধরনের ওয়েল্ডিংয়ে কোন গ্যাস ব্যবহৃত হয় ?

Ans :  অক্সিজেন ও অ্যাসিটিলিন ।

  1. সিলিকন কার্বাইড কী কাজে ব্যাবহৃত হয় ?

Ans :  খুৰ শক্ত জিনিস কাটতে ।

  1. গড়ে সমুদ্রের জলে লবণাক্ততা কত ?

Ans :  3.5%.

  1. মুক্তোর মূল উপাদান কী ?

Ans :  ক্যালসিয়াম কার্বোনেট ও ম্যাগনেসিয়াম কার্বোনেট ।

  1. অ্যামালগাম কী ?

Ans :  সংকর ধাতু , যার একটি উপাদান পারদ ।

  1. সবচেয়ে হালকা ধাতু কী ?

Ans :  লিথিয়াম ।

  1. পটাশিয়াম নাইট্রেট কিসে ব্যবহৃত হয় ?

Ans :  রাসায়নিক সার ।

  1. সােডা ওয়াটারে কী থাকে ?

Ans :  কার্বন ডাইঅক্সাইড ।

  1. অ্যালুমিনিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর কী ?

Ans :  বক্সাইট ।

  1. কোন জিনিস সবচেয়ে বেশি জলে গলে যায় ?

Ans :  চিনি ।

  1. গৃহস্থালী দ্রব্যে কোন কোন জিনিস ক্লোরােফ্লুরাে কার্বন গ্যাস উৎপন্ন করে ?

Ans :  রেফ্রিজারেটর , এসি মেশিন ।

  1. গ্যাস বেলুনে কোন গ্যাস ভরা হয় ?

Ans :  হিলিয়াম ।

  1. সােনা , তামা , সীসে , রুপাের মধ্যে কোন ধাতুটি মুদ্রায় ব্যবহার করা হয় না ?

Ans :  সীসে ।

  1. বড় শহরের বাতাস দূষিত করে কোন ধাতু?

Ans :  সীসে ।

  1. ঘণ্টা তৈরির ‘ বেল মেটাল ‘ কোন ধাতু দিয়ে তৈরি হয় ?

Ans :  টিন ও তামা ।

  1. রান্নার গ্যাসে যে রাসায়নিক ( ইথাইল মেরকাপটান ) মিশিয়ে একে গন্ধযুক্ত করা হয় তা কোন পদার্থের যৌগ ?

Ans :  গন্ধক।

  1. যে কোনাে অ্যাসিডে কোন মৌলের অস্তিত্ব বাধ্যতামূলক ?

Ans :  হইড্রোজেন।

  1. নন স্টিক রান্নার পাত্রে কীসের পরত থাকে ?

Ans :  টেফলন।

  1. মােনাজাইট কোন পদার্থের আকর ?

Ans :  থােরিয়াম ।

  1. কার্বন , হিরে ও গ্রাফাইটকে একত্রে কী বলে ? Ans :  অ্যালােট্রোপস ।
  2. লাফিং গ্যাস কী ?

Ans :  নাইট্রাস অক্সাইড ।

  1. কোন অ্যাটমিক নম্বরের পদার্থকে অ্যাকটিনাইড বলা হয় ?

Ans :  ৮৯ থেকে ১০৩ ।

  1. ট্রান্সিস্টর বানাতে সবচেয়ে বেশি কোন কোন পদার্থ ব্যবহৃত হয় ?

Ans :  সিলিকন ও জার্মেনিয়াম ।

  1. ইলেক্ট্রিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয় ?

Ans :  টাংস্টেন ।

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Click Here

আরোও দেখুন:-

কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here

Important GK For All Competitive Exam | GK Question and Answer in bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | জিকে প্রশ্ন ও উত্তর

জেনারেল নলেজ জিকে (GK) – জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে কুইজ / জিকে 2021 / জিকে ২০২১ / জিকে MCQ / জিকে PDF / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / জিকে চাকরির পরীক্ষার জন্য / জিকে প্রশ্ন ও উত্তর / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – GK / GK Question and Answer in bengali / GK Question and Answer in bengali /  GK in hindi / GK question and answer in bengali / GK 2020 / GK quiz / common GK questions and answers / GK questions and answers pdf / GK 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / GK questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – GK প্রশ্ন ও উত্তর – জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info : জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 266 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 266 ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।