জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 271
জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 271

জিকে প্রশ্ন ও উত্তর

GK Question and Answer in bengali

জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 271  । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিকে বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (GK Question and Answer in Bengali) Part – 271  পড়লেই নিশ্চিত কমন পাবেন।

 আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 271  Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান – জেনারেল নলেজ : General Knowledge Question and Answer | Part – 271 

  1. পরমাণুর নিউক্লিয়াসে প্রােটন ও নিউট্রন কোন বলের সাহায্যে একত্রিত থাকে?

Ans :  এক্সচেঞ্জ বল । 

  1. অ্যাভােগাড্রোর হাইপথেসিস অনুযায়ী কোন মৌল বা যৌগের ক্ষুদ্রতম অবস্থাটিকে কী বলা হয়?

Ans :  অনু ।

  1. একটি মেীলের পরমাণুর সঙ্গে অন্য মৌলের পরমাণুর পার্থক্য কোথায় ?

Ans :  পারমাণবিক সংখ্যা এবং ইলেক্ট্রনিক গঠন ।

  1. নিউক্লিয়ার ফিসনে কীসের বিস্ফোরণ ঘটে ?

Ans :  নিউট্রন । 

  1. কোন ধরনের রেডিওঅ্যাক্টিভ রশ্মির গভীরে যাওয়ার ক্ষমতা সবচেয়ে কম ?

Ans :  আলফা রশ্নি।

  1. পরমাণুর ভরের অধিকাংশ থাকে তার নিউক্লিয়াসে কে প্রথম বলেছিলেন ?

Ans :  রাদারফোর্ড । 

  1. কোন সালে সংসদে আইন করে ক্ষ্যাদ্বীপ , মিনিকা ও আমিনদিভি দ্বীপকে একত্রিত করে লাক্ষাদ্বীপ করা হয় ? 

Ans :  ১৯৭৩ ।

  1. ভারতীয় সংসদ কখন ‘ রেসিডুয়ারি ’ ক্ষমতা ব্যবহার করতে পারে ?

Ans :  যে কোনো সময়।

  1. লােকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার বয়সসীমা কী ?

Ans :  ন্যূনতম 25 বছর।

  1. হাইকোর্টের বিচারপতিদের পেনশন দেওয়া হয় কোন তহবিল থেকে ?

Ans :  ভারতের কনসলিডেটেড তহবিল । 

  1. দেশের মানুষের আত্মসম্ভ্রম রক্ষার্থে সংবিধানে কোন অধিকার দেওয়া হয়েছে?

Ans :  মৌলিক অধিকার । 

  1. রাজ্য কমিশনের কোনাে সদস্যকে তার পদ থেকে কে অপসারণ করতে পারেন? 

Ans :  সুপ্রিম কোর্টের রিপাের্টের ভিত্তিতে রাষ্ট্রপতি । 

  1. সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি কখন ভাষণ দেন ? 

Ans :  প্রত্যেক সাধারণ নির্বাচনের পর এবং প্রতি বছরের প্রথম অধিবেশনে ।

  1. কার পরামর্শে রাষ্ট্রপতি লােকসভা ভেঙে দিতে পারেন ? 

Ans :  প্ৰধানমন্ত্রী । 

  1. ভারতের কন্টিনজেন্সি তহবিল থেকে খরচ করার জন্য রাষ্ট্রপতির কী সংসদের অনুমোদন প্রয়ােজন পড়ে ? 

Ans :  না । 

  1. সংবিধানের নির্দেশমূলক নীতি প্রয়ােগের প্রাথমিক শর্ত কী ? 

Ans :  তহবিলের জোগান । 

  1. রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন ? 

Ans :  6 বছর।

  1. রাজ্যসভার সদস্যদের কারা নির্বাচিত করেন ? 

Ans :  সংসদ ও রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত নির্বাচনী সংস্থা । 

  1. কোন কোন অবস্থায় রাষ্ট্রপতির পদ খালি হতে পারে ? 

Ans :  মৃত্যু , পদত্যাগ ও অপসারণ ।

  1. রাষ্ট্রপতি কোন অবস্থায় কোনাে কেন্দ্রীয় মন্ত্রীকে তার পদ থেকে অপসারণ করতে পারেন ?

Ans :  প্রধানমন্ত্রীর পরামর্শে । 

  1. দেশের প্রধানমন্ত্রীর দপ্তরের ভিত্তি কী ? 

Ans :  সংবিধান । 

  1. কেন্দ্র , রাজ্য ও যৌথ তালিকার বাইরের কোনাে বিষয়কে কোন তালিকাভূক্ত করা হবে তা স্থির করার চূড়ান্ত অধিকার কার ?

Ans :  সুপ্রিম কোর্ট । 

  1. রাষ্ট্রপতির প্রার্থী পদে কে কোনাে নাম প্রস্তাব করতে পারে ? 

Ans :  রাষ্ট্রপতি নির্বাচনে ভােটাধিকার আছে এমন যে কোনাে ১০ জন । 

  1. সংবিধানের প্রস্তাবনায় যে স্বাধীনতা , সমতা ও ভ্রাতৃত্বের কথা বলা হয়েছে , তা কোন দেশের সংবিধানের অনুপ্রেরণায় নেওয়া ? 

Ans :  ফ্রান্স । 

  1. লােকসভার অধিবেশনের জন্য ন্যূতনম কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন?

Ans :  মোট সদস্যের 10 %.

 

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Click Here

আরোও দেখুন:-

কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here

Important GK For All Competitive Exam | GK Question and Answer in bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | জিকে প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (GK) – জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে কুইজ / জিকে 2021 / জিকে ২০২১ / জিকে MCQ / জিকে PDF / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / জিকে চাকরির পরীক্ষার জন্য / জিকে প্রশ্ন ও উত্তর / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – GK / GK Question and Answer in bengali / GK Question and Answer in bengali /  GK in hindi / GK question and answer in bengali / GK 2020 / GK quiz / common GK questions and answers / GK questions and answers pdf / GK 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / GK questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – GK প্রশ্ন ও উত্তর – জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info : জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 271 

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 271 ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।