জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 272
জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 272

জিকে প্রশ্ন ও উত্তর

GK Question and Answer in bengali

জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 272  । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিকে বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (GK Question and Answer in Bengali) Part – 272  পড়লেই নিশ্চিত কমন পাবেন।

 আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 272  Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান – জেনারেল নলেজ : General Knowledge Question and Answer | Part – 272 

  1. কোন দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখরেখা হিসাবে ধরা হয় ? 

Ans :  ১৮০ ° দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখরেখা হিসাবে ধরা হয় । 

  1. কোন প্রণালীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে ? 

Ans :  বেরিং প্রণালীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে ।

  1. ম্যাগমা কী ?

Ans :  ভূ – গর্ভের উত্তপ্ত গলিত পদার্থ বা উত্তপ্ত তরল শিলাকে ম্যাগমা বলে । 

  1. দুটি আগ্নেয় শিলার উদাহরণ দাও । 

Ans :  গ্রানাইট এবং ব্যাসল্ট ।

  1. দুটি পাললিক শিলার উদাহরণ দাও ।

Ans :   বেলেপাথর ও চুনাপাথর । 

  1. কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায় ? 

Ans :  পাললিক শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায় । 

  1. কোন্ শিলায় কয়লা , খনিজ তেল প্রভৃতি সঞ্চিত থাকে ? 

Ans :  পাললিক শিলায় কয়লা , খনিজ তেল প্রভৃতি সঞ্চিত থাকে ।

  1. আগ্নেয় শিলায় জীবাশ্ম থাকে না কেন ? 

Ans :  গলিত অবস্থায় পদার্থসমূহ জমাট বেঁধে সৃষ্টি হয় বলে আগ্নেয় শিলায় জীবাশ্ম থাকে না।

  1. ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ?

Ans :  সিয়াচেন।

  1. দুটি আগ্নেয় পর্বতের উদাহরণ দাও ।

Ans :   জাপানের ফুজিয়ামা এবং ইতালির ভিসুভিয়াস ।

  1. ভারতের দুটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ দাও ।

Ans :   রাজস্থানের আরাবল্লী এবং বিহারের রাজমহল ।

  1. পশ্চিমবঙ্গের শুশুনিয়া কী জাতীয় পর্বত ?

Ans :  পশ্চিমবঙ্গের শুশুনিয়া একটি ক্ষয়জাত পর্বত বা পাহাড় । 

  1. ভিসুভিয়াস কী জাতীয় পর্বত ? বা জীবন্ত আগ্নেয় পর্বতের নাম কী ? 

Ans :  ভিসুভিয়াস একটি জীবন্ত আগ্নেয় পর্বত । 

  1. পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কী ? 

Ans :  পামীর মালভূমি ( গড় উচ্চতা ৪,৮০০ মিটারের বেশি ) ।

  1. মালভূমি সৃষ্টির কারণগুলি কী কী ? 

Ans :  মালভূমি সৃষ্টির কারণগুলি হল – ( ১ ) ভূ – আলােড়ন , ( ২ ) প্রাকৃতিক ক্ষয়কারী শক্তিসমূহের কার্য এবং ( ৩ ) লাভা সঞ্চয় ।

  1. পৃথিবীর বৃহত্তম ব – দ্বীপ সমভূমির নাম কী ?

Ans :  পৃথিবীর বৃহত্তম ব – দ্বীপ সমভূমি হল গঙ্গা ব – দ্বীপ সমভূমি ।

  1. হিমবাহ সমভূমির উদাহরণ দাও ।

Ans :   উত্তর আমেরিকার প্রেইরি ভূমির উত্তরাংশ ও উত্তর ইউরােপের সমভূমিগুলি হিমবাহসমভূমির উল্লেখযােগ্য উদাহরণ । 

  1. পামীর মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন ?

Ans :  অন্যান্য মালভূমির মতাে পামীরেরও উপরিভাগ কিছুটা সমতল এবং চারপাশের ঢাল খাড়া । পামীরের পরিচয় শুধু মালভূমি হিসাবেই নয় , এটি ‘পৃথিবীর সর্বোচ্চ মালভূমি’ । এর গড় উচ্চতা প্রায় ৪,৮০০ মিটার । এজন্যই পামীরকে ‘পৃথিবীর ছাদ’ বলে ।

  1. ভারতের সর্ববৃহৎ সঞ্চয়াজাত সমভূমি কোনটি ?

Ans :  উত্তর ভারতের সমভূমি । এর অন্য নাম সিন্ধু – গঙ্গা – ব্রহ্মপুত্র সমভূমি । 

  1. একটি লাভাগঠিত মালভূমির নাম লেখ । 

Ans :  মহারাষ্ট্রের লাভা মালভূমি বা ডেকান ট্রাপ অঞ্চল লাভা মালভূমির প্রকৃষ্ট উদাহরণ ।

 

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Click Here

আরোও দেখুন:-

কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here

Important GK For All Competitive Exam | GK Question and Answer in bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | জিকে প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (GK) – জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে কুইজ / জিকে 2021 / জিকে ২০২১ / জিকে MCQ / জিকে PDF / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / জিকে চাকরির পরীক্ষার জন্য / জিকে প্রশ্ন ও উত্তর / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – GK / GK Question and Answer in bengali / GK Question and Answer in bengali /  GK in hindi / GK question and answer in bengali / GK 2020 / GK quiz / common GK questions and answers / GK questions and answers pdf / GK 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / GK questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – GK প্রশ্ন ও উত্তর – জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info : জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 272 

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 272 ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।