দীনবন্ধু মিত্র জীবনী
Dinabandhu Mitra Biography in Bengali
দীনবন্ধু মিত্র জীবনী – Dinabandhu Mitra Biography in Bengali : তিনি ঊনবিংশ শতাব্দীর বাংলা নাটকের শ্রেষ্ঠ রূপকার ছিলেন। দীনবন্ধু মিত্র (Dinabandhu Mitra) হিন্দুসমাজের বিভিন্ন সমস্যা নিয়ে প্রহসন রচনা করেও খ্যাতি অর্জন করেন। সমাজের সাধারণ মানুষ সম্বন্ধে বাস্তব অভিজ্ঞতা এবং তাদের প্রতি সহানুভূতিই দীনবন্ধু মিত্রের (Dinabandhu Mitra) রচনার প্রধান প্রেরণা। চাকরিসূত্রে দেশ-বিদেশ ঘুরে বহুলোকের সঙ্গে দীনবন্ধু মিত্রের (Dinabandhu Mitra) পরিচয় হয়। সেই অভিজ্ঞতা তাঁর নাটকের চরিত্র সৃষ্টিতে দীনবন্ধু মিত্র (Dinabandhu Mitra) বিশেষভাবে সাহায্য করে।
নীলদর্পনের স্রষ্ঠা দীনবন্ধু মিত্রের একটি সংক্ষিপ্ত জীবনী । দীনবন্ধু মিত্র জীবনী – Dinabandhu Mitra Biography in Bengali বা আত্মজীবনী বা জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
দীনবন্ধু মিত্র কে ছিলেন ? Who is Dinabandhu Mitra ?
দীনবন্ধু মিত্রের (Dinabandhu Mitra) ছিলেন ঊনবিংশ শতাব্দীর বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ রূপকার। বাংলার আধুনিক নাট্যধারার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্তের সমসাময়িক দীনবন্ধু মিত্র অবশ্য মাইকেল প্রবর্তিত পৌরাণিক বা ঐতিহাসিক নাট্যরচনার পথে না গিয়ে বাস্তবধর্মী সামাজিক নাট্যরচনায় মনোনিবেশ করেন। এই ধারায় দীনবন্ধু মিত্রই (Dinabandhu Mitra) হয়ে ওঠেন পরবর্তীকালের নাট্যকারদের আদর্শস্থানীয় ।
নীলদর্পনের স্রষ্ঠা দীনবন্ধু মিত্রের জীবনী – Dinabandhu Mitra Biography in Bengali :
নাম (Name) | দীনবন্ধু মিত্র (Dinabandhu Mitra) |
জন্ম (Birthday) | ১ লা নভেম্বর ১৮৩০ (1st November 1830) |
জন্মস্থান (Birthplace) | চৌবেরিয়া, উত্তর ২৪ পরগনা জেলা |
অভিভাবক (Parents)/পিতামাতা | গন্ধর্বনারায়ণ |
পেশা (Occupation) | নাট্যকার, কবি |
জাতীয়তা | ভারতীয় |
সময়কাল | বাংলার নজাগরণ |
ধরন | নাটক কাব্য |
উল্লেখযোগ্য রচনাবলী | নীলদর্পণ, নবীন তপস্বিনী, সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, জামাই বারিক, কমলে কামিনী, দ্বাদশ কবিতা, সুরধুনী কাব্য |
উল্লেখযোগ্য পুরস্কার | রায়বাহাদুর |
মৃত্যু (Death) | ১লা নভেম্বর ১৮৭৩ (1st November 1873) |
দীনবন্ধু মিত্রের জন্ম – Dinabandhu Mitra’s Birthday :
সাধারণ রঙ্গালয়েরস্রষ্টা , বৃহত্তর বাঙালির দরদী নাট্যকার ১৮৩০ সালে পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় জন্মগ্রহণ করেন ।
দীনবন্ধু মিত্রের পরিবার – Dinabandhu Mitra’s Family :
দীনবন্ধু মিত্রের পিতৃপ্রদত্তনাম গন্ধর্বনারায়ণ । স্কুল জীবনে নিজেই নিজের নাম পাল্টে দীনবন্ধু করেন বলে অনেকের অনুমান ।
দীনবন্ধু মিত্রের শিক্ষাজীবন – Dinabandhu Mitra’s Education Life :
দীনবন্ধু মিত্র কিছুদিন এক গ্রাম্য স্কুলে লেখাপড়া করেন । পরে জমিদারী সেরেস্তার কাজে নিযুক্ত হন । উচ্চশিক্ষা গ্রহণের জন্য পরে কলকাতায় চলে আসেন এবং লং সাহেবের অবৈতনিক ইংরেজি স্কুলে ভর্তি হন । এই স্কুলেই তিনি দীনবন্ধু মিত্র ’ নাম ধারণ করেন । বলে অনেকের অভিমত।
দীনবন্ধু মিত্রের কলেজ জীবন – Dinabandhu Mitra’s College Life :
১৮৫০ খ্রীঃ তিনি বৃত্তি লাভ করে হিন্দু কলেজে ভর্তি হন । বাংলা । ভাষা ও সাহিত্যে তিনি সব পরীক্ষায় সর্বোচ্চনম্বর পেতেন । কলেজের সকল পরীক্ষায় তিনি বৃত্তি লাভ করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন । শেষ পরীক্ষা না দিয়ে পাটনায় ১৫ টাকা বেতনে পোস্টমাস্টারের চাকরি গ্রহণ করেন ।
দীনবন্ধু মিত্রের কর্মজীবন – Dinabandhu Mitra’s Work Life :
ছাত্রাবস্থায় দীনবন্ধু মিত্র কবিতা লেখা শুরু করেন । সেইসূত্রে কবিঈশ্বরচন্দ্র গুপ্তের সঙ্গেতার পরিচয় হয় এবং তিনি তাঁর শিষ্যত্বও গ্রহণ করেন । ঈশ্বরগুপ্তের শিষ্যদের মধ্যে দীনবন্ধু মিত্রই সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ।
দীনবন্ধু মিত্রের প্রথম কবিতা – Dinabandhu Mitra’s first Poetry :
বঙ্কিমচন্দ্রের ভাষায় “ ঈশ্বরচন্দ্রের কাব্যশিষ্যদের মধ্যে দীনবন্ধু উরুর যতটা কবি – স্বভাবের উত্তরাধিকারী হইয়াছিলেন , এত আর কেহনহোদীনবন্ধুর হাস্যরসে যে অধিকার , তাহা গুরুর অনুকার …। ‘ ঈশ্বরচন্দ্র সম্পাদিত সাপ্তাহিক ‘ সাধুরঞ্জন ‘ পত্রিকায় দীনবন্ধুর প্রথম কবিতা ‘ মানব – চরিত্র ‘ প্রকাশিত হয়।
দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ – Dinabandhu Mitra’s Notable books of poetry :
দীনবন্ধু র উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে ‘ সুরধনী কাব্য ‘ এবং ‘ দ্বাদশকবিতা’অন্যতম।এছাড়া গল্প রচনায়ও দীনবন্ধু মিত্র মননশীলতার । নাট্যকার । নাট্যকার রূপেইতার বিশেষ খ্যাতি , পরিচিতি ও প্রতিষ্ঠা । পরিচয় দিয়েছেন ।
[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali]
দীনবন্ধু মিত্রের নাট্যকার রূপে আবির্ভাব :
গল্প , কবিতা , উপন্যাস রচনায় সিদ্ধহস্ত হলেও দীনবন্ধু মিত্র মূলতঃ নাট্যকার হিসাবে দীনবন্ধু মিত্রের আবির্ভাবের ফলে সাধারণ রঙ্গালয়ের দ্বারােন্মােচন সহজে সম্ভব হয়ে ওঠে । শুরু হয় বাংলা নাটকের ইতিহাসে এক উজ্জ্বল নতুন অধ্যায় । বাংলা নাটকরাজপ্রাসাদ থেকেমুক্তিলাভ করে চলে আসে খেটে খাওয়া মধ্যবিত্তের নাগালের মধ্যে । নাট্য ইতিহাসে এই বিপ্লব ঘটে ১৮৭২ সালের ডিসেম্বর মাসের ৭ তারিখে ।
দীনবন্ধু মিত্রের রায়বাহাদুর উপাধি – Dinabandhu Mitra’s ‘Raibahadur’ Title :
বাগবাজার এ্যামেচার থিয়েটার ন্যাশনাল থিয়েটার ’ নাম ধারণ করে রায়বাহাদুর দীনবন্ধু মিত্র বিরচিত বিখ্যাত নাটক ‘ নীলদর্পণ ” মঞ্চস্থ করে ঐ তারিখে । ‘ নীলদর্পণ ’ মঞ্চস্থ করে ন্যাশনাল থিয়েটার যে জনসমর্থন ও জনপ্রিয়তা লাভ করে তা বাংলা নাট্যরচনা ও মঞ্চচর্চাকে বিশেষ ও ব্যাপকভাবে প্রভাবিত ও উৎসাহিত করতে সমর্থ হয় । উল্লেখ্য , ইংরেজ সরকার দীনবন্ধু মিত্রকে ১৮৭১ সালে । রায়বাহাদুর ’ উপাধি প্রদান করে।
” নীলদর্পণ ” বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ নাটক হিসাবে আজো বিবেচিত ও সমাদৃত । নীলকরদের বীভৎস অত্যাচার ও নির্যাতনে লাঞ্ছিত অপমানিত দেশবাসী ও চাষীদের দুরবস্থার এই নাটক তিনি লেখেন ১৮৬০ সালে ।
বাংলাদেশে বহুবার বহু মঞ্চে নাটকটি অভিনীত হয়েছে এবং হচ্ছে । নাটকটির আবেদন চিরায়ত । তার রচিত অন্য দুটি নাটক ‘ সধবার একাদশী ’ ‘ জামাইবারিক উচ্চাঙ্গের সামাজিক নাটক । ১৮৬১ সালে মাইকেল মধুসূদন দত্ত ‘ নীলদর্পণ ‘ – এর ইংরেজি Indigo Planting Mirror .
” অনুবাদ করেন । ইংরেজি অনুবাদের নাম ” NilDarpan or The হয়রারুদ্ধহন।বঙ্কিমচন্দ্র লিখেছেন — ইতাছের জন্য লং সাহেব । নীলদর্পণ প্রচারের জন্য লংসাহেবসুপ্রিম কোর্টের বিচারে দন্ডীয় । থাকার নিমিওহউক , নীলদর্পণ ইউরােপের অনেক ভাষায় অনুবাদিত বিশেষ গুণ কারারুদ্ধ হইয়াছিলেন বলিয়াই হউকঅথবা ইহার কোন ও পঠিত হইয়াছিল । এই সৌভাগ্য বাংলায় আর কোন গ্রন্থেই ঘটে নাই ।
দীনবন্ধু মিত্রের আরোও উল্লেখযোগ্য নাটক গুলি – Dinabandhu Mitra’s Plays :
দীনবন্ধু মিত্র তার আরাে যে – সব নাটকে সমকালীন রুচি ও জীবনবােধের বাস্তব চিত্র ফুটিয়ে তােলার জন্য স্মরণীয় হয়ে আছেন । তার মধ্যে নবীন তপস্বিনী , বিয়েপাগলা বুড়াে , সধবার একাদশী , লীলাবতী , জামাই বারিক , কমলে কামিনী বিশেষভাবে উল্লেখযােগ্য ।
দীনবন্ধু মিত্রের মৃত্যু – Dinabandhu Mitra’s Death :
এই মহান নাট্যকার ১৮৭৩ সালের ১ লা নভেম্বর মাত্র ৪৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন ।
দীনবন্ধু মিত্রের জীবনী (প্রশ্ন ও উত্তর) – Dinabandhu Mitra’s Biography in Bengali (FAQ) :
- দীনবন্ধু মিত্রের জন্ম কবে হয় ?
উ:- ১৮৩০ সালে ।
- দীনবন্ধু মিত্রের পিতার নাম কী?
উ:- গন্ধর্বনারায়ণ ।
- দীনবন্ধু মিত্রের উল্লখযোগ্য পুরস্কার কী ?
উ:- রায়বাহাদুর ।
- দীনবন্ধু মিত্র কত সালে রায়বাহাদুর উপাধি পান?
উ:- ১৮৭১ সালে ।
- দীনবন্ধু মিত্রের জন্মস্থান কোথায় ?
উ:- চৌবেরিয়া, উত্তর ২৪ পরগনা জেলা ব্রিটিশ ভারত।
- দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য নাটক কী ?
উ:- নীলদর্পণ ।
- দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য রচনাবলী কী ?
উ:- নীলদর্পণ, নবীন তপস্বিনী, সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, জামাই বারিক, কমলে কামিনী, দ্বাদশ কবিতা, সুরধুনী কাব্য।
- দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম কী?
উ:- ‘ সুরধনী কাব্য ‘ ।
- দীনবন্ধু মিত্রের প্রথম কবিতা কী ?
উ:- ‘ মানব – চরিত্র ‘ ।
- দীনবন্ধু মিত্র কবে মারা যান ?
উ:- ১লা নভেম্বর ১৮৭৩ সালে ।
[আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali
আরও দেখুন, রাজা রামমোহন রায় জীবনী – Ram Mohan Roy Biography in Bengali
আরও দেখুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী – Bankim Chandra Chatterjee Biography in Bengali
আরও দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী | Sarat Chandra Chattopadhyay Biography in Bengali]
🔘 প্রতিদিন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন🔘 | |
Join Our Telegram Channel | Click Here |
Subscribe Our YouTube Channel | Click Here |
Like Our Facebook Page | Click Here |
দীনবন্ধু মিত্র জীবনী – Dinabandhu Mitra Biography in Bengali
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” দীনবন্ধু মিত্র জীবনী – Dinabandhu Mitra Biography in Bengali ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।