জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Jibbidya O Manobkolyan Question and Answer
জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Jibbidya O Manobkolyan Question and Answer

জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর

Class 9 Life Science Jibbidya O Manobkolyan Question and Answer

জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Jibbidya O Manobkolyan Question and Answer : জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Jibbidya O Manobkolyan Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 9th Life Science Jibbidya O Manobkolyan Question and Answer, Suggestion, Notes | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine IX Life Science Examination – পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Jibbidya O Manobkolyan Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

 তোমরা যারা জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Jibbidya O Manobkolyan Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 

রাজ্য (State) পশ্চিমবঙ্গ (West Bengal)
বোর্ড (Board) WBBSE
শ্রেণী (Class) নবম শ্রেণী (WB Class 9)
বিষয় (Subject) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান (Class 9 Life Science)
চতুর্থ অধ্যায় (Chapter 4) জীববিদ্যা ও মানবকল্যাণ (Jibbidya O Manobkolyan)

[নবম শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]

জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | West Bengal WBBSE Class 9th Life Science Jibbidya O Manobkolyan Question and Answer 

MCQ | জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | WB Class 9 Life Science Jibbidya O Manobkolyan MCQ Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

  1. নীচের কোটি নাইট্রোজেন সংবন্ধন করতে পারে?

(A) প্রোটোজোয়া 

(B) সায়ানোব্যাকটেরিয়া 

(C) ভাইরাস 

(D) ছত্রাক

Ans: (B) সায়ানোব্যাকটেরিয়া

  1. একটি oral vaccine হল – 

(A) TAB 

(B) DPT 

(C) OPV 

(D) BCG

Ans: (C) OPV

  1. DPT টিকাটি যে রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়, সেটি হল—

(A) ডিপথেরিয়া 

(B) হুপিং কাশি 

(C) টিটেনাস 

(D) সবকটি

Ans: (D) সবকটি

  1. ইমিউনোগ্লোবিউলিন অণুগুলি হল একপ্রকার—

(A) শর্করা 

(B) প্রোটিন 

(C) ফ্যাট 

(D) সবকটিই

Ans: (C) ফ্যাট

  1. ভূণের দেহে যে প্রতিরক্ষা গড়ে ওঠে, তা হল –

(A) সক্রিয় ইমিউনিটি 

(B) নিষ্ক্রিয় ইমিউনিটি 

(C) কোশীয় ইমিউনিটি 

(D) যান্ত্রিক ইমিউনিটি

Ans: (B) নিষ্ক্রিয় ইমিউনিটি

  1. ভাইরাস আক্রান্ত কোশ থেকে যে অ্যান্টিভাইরাল প্রোটিন ক্ষরিত হয়, তা হল—

(A) ইন্টারফেরন 

(B) HCl 

(C) লাইসোজাইম 

(D) কোনোটিই নয়

Ans: (A) ইন্টারফেরন

  1. রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক তথ্য?

(A) শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের অবুদে থাকে 

(B) N2 সংবন্ধন করতে পারে

(C) মিথোজীবী প্রকৃতির 

(D) সবকটি

Ans: (D) সবকটি

  1. স্পোডোপটেরা লিটুরা নামক পতঙ্গর লার্ভা বিনাশ করতে প্রয়োজন –

(A) NPV 

(B) গ্রানুলোসিস ভাইরাস 

(C) ব্যাসিলাস থুরিনজিয়েনসিস্ 

(D) সবকটি

Ans: (B) গ্রানুলোসিস ভাইরাস

  1. নীচের কোনটি একটি জলবাহিত রোগ?

(A) টিটেনাস 

(B) ডিপথেরিয়া 

(C) ডায়ারিয়া 

(D) যক্ষ্মা

Ans: (C) ডায়ারিয়া

  1. রোটা ভাইরাস শিশুদের যে রোগটির জন্য দায়ী, সেটি হল –

(A) নিউমোনিয়া 

(B) যক্ষ্মা 

(C) ম্যালেরিয়া 

(D) উদরাময়

Ans: (D) উদরাময়

  1. আদ্যপ্রাণীঘটিত রোগটি শনাক্ত করো – 

(A) ম্যালেরিয়া 

(B) ইনফ্লুয়েঞ্জা 

(C) যক্ষ্মা 

(D) AIDS

Ans: (A) ম্যালেরিয়া।

  1. কোশের অন্তঃপরজীবী হল – 

(A) প্লাজমোডিয়াম 

(B) টিনিয়া 

(C) মাইট 

(D) ফ্লি

Ans: (A) প্লাজমোডিয়াম।

  1. কোন রোগে ফুসফুস আক্রান্ত হয়? 

(A) ডেঙ্গু 

(B) হেপাটাইটিস 

(C) টিটেনাস 

(D) নিউমোনিয়া

Ans: (D) নিউমোনিয়া রোগে ফুসফুস আক্রান্ত।

  1. বিজাতীয় বস্তু দেহে প্রবেশ করলে অ্যান্টিবডির সৃষ্টি হয় সেটি নির্বাচন করো – 

(A) অ্যান্টিজেন 

(B) ভাইরাস 

(C) প্রিয়ন 

(D) ভাইরয়েড

Ans: (A) অ্যান্টিজেন দেহে প্রবেশ করলে অ্যান্টিবডির সৃষ্টি হয়।

  1. মিথোজীবী ব্যাকটেরিয়াটি শনাক্ত করো – 

(A) ক্লসট্রিডিয়াম 

(B) রাইজোবিয়াম 

(C) অ্যাজোটোব্যাকটর 

(D) মাইকোব্যাকটেরিয়াম

Ans: (B) রাইজোবিয়াম।

  1. মাটিতে বাতাসের নাইট্রোজেন যুক্ত করে এমন একটি অণুজীব নির্বাচন করো – 

(A) ক্লসট্রিডিয়াম 

(B) অ্যাজোটোব্যাকটর 

(C) রাইজোবিয়াম 

(D) নাইট্রোসোমোনাস

Ans: (B) অ্যাজোটোব্যাকটর।

  1. অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হল – 

(A) প্রোটিন 

(B) গ্লাইকোপ্রোটিন 

(C) শর্করা 

(D) লিপিড

Ans: (A) প্রোটিন।

  1. নীচের কোনটি অ্যান্টিবডি নয়? 

(A) IgA 

(B) IgB 

(C) IgE 

(D) IgD

Ans: (B) IgB অ্যান্টিবডি নয়।

  1. টক্সয়েড থেকে প্রস্তুত টিকা হল – 

(A) হাম 

(B) পোলিও 

(C) টিটেনাস 

(D) যক্ষ্মা

Ans: (C) টিটেনাস।

  1. BCG যে প্রকারের টিকা তা হল – 

(A) টক্সয়েড 

(B) কনজুগেটেড ভ্যাকসিন 

(C) অ্যাটিনিউরয়েটেড ভ্যাকসিন

(D) সাবইউনিট ভ্যাকসিন

Ans: (C) অ্যাটিনিউরয়েটেড ভ্যাকসিন।

  1. কোন রোগটি প্রোটোজোয়া ঘটিত – 

(A) কলেরা 

(B) আমাশয় 

(C) ইনফ্লুয়েঞ্জা 

(D) টিউবারকিউলোসিস

Ans: (B) আমাশয় রোগটি প্রোটোজোয়া ঘটিত।

  1. লোহিত রক্তকণিকা ধ্বংস করে কোন রোগের জীবাণু? 

(A) ফাইলেরিয়া 

(B) নিউমোনিয়া 

(C) ডিপথেরিয়া 

(D) ম্যালেরিয়া

Ans: (D) ম্যালেরিয়া রোগের জীবাণু।

  1. প্লেটলেট কমে গিয়ে মৃত্যু ঘটে কোন রোগে? 

(A) ম্যালেরিয়া 

(B) ডেঙ্গু 

(C) যক্ষ্মা 

(D) ডিপথেরিয়া

Ans: (B) ডেঙ্গু রোগে।

  1. রক্তের কোন অ্যান্টিবডি পেন্টামার (পাঁচটি অণু দ্বারা গঠিত) – 

(A) IgM 

(B) IgA 

(C) IgE 

(D) IgG

Ans: (A) IgM 

  1. কোশভিত্তিক অনাক্রম্যতার প্রধান কোশ – 

(A) T-কোশ 

(B) B-কোশ 

(C) α-কোশ 

(D) কোনোটিই নয়

Ans: (A) T-কোশ।

  1. টিকাকরণ প্রদান করে – 

(A) সক্রিয় অনাক্রম্যতা 

(B) নিষ্ক্রিয় অনাক্রম্যতা 

(C) প্রাকৃতিক অনাক্রম্যতা 

(D) A ও B উভয়ই

Ans: (A) সক্রিয় অনাক্রম্যতা।

[আরোও দেখুন:- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]

অতি সংক্ষিপ্ত | জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | WB Class 9 Life Science Jibbidya O Manobkolyan VSAQ Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

  1. বিশ্ব স্বাস্থ্য দিবস কোনদিন পালিত হয়?

Ans: 7 এপ্রিল।

  1. শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে গুটি সৃষ্টিকারী মিথোজীবী ব্যাকটেরিয়ার নাম লেখো।

Ans: রাইজোবিয়াম (Rhizobium)।

  1. ধান, ভুট্টা গাছের মূলে কোন মিথোজীবী ব্যাকটেরিয়া পাওয়া যায়?

Ans: Azospirilum

  1. UNICEF-এর পুরো নাম লেখো।

Ans: United Nations International Children’s Emergency Fund

  1. মৃত বা নিষ্ক্রিয় টিকার একটি উদাহরণ দাও।

Ans: ইনফ্লুয়েঞ্জা।

  1. টিটেনাসের জীবাণুটির নাম কী?

Ans: ক্লসট্রিডিয়াম টিটানি৷

  1. ব্যাকটেরিয়াঘটিত একটি ফুসফুসের রোগ হল?

Ans: যক্ষ্মা।

  1. যে পোষকের দেহের পরজীবীর জীবনচক্রের যৌনজনন ছাড়া অন্য যে-কোনো দশা অতিবাহিত হয়, তাকে ______ বলে।

Ans: গৌণ পোষক।

  1. মটর গাছের মূলে ______ নামক ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে।

Ans: রাইজোবিয়াম।

  1. হেপাটাইটিস্-A একটি ______ বাহিত রোগ।

Ans: জল।

সংক্ষিপ্ত | জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | WB Class 9 Life Science Jibbidya O Manobkolyan SAQ Short Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2]

  1. BCG টিকা কোন রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়?

Ans: BCG টিকা যক্ষ্মা রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়।

  1. MMR এর পুরো নাম লেখো।

Ans: MMR এর পুরো নাম Measles Mumps Rubella

  1. পেস্ট বা ক্ষতিকর পতঙ্গ দমনে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাটেরিয়া কোনটি?

Ans: পেস্ট বা ক্ষতিকর পতঙ্গ দমনে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাটেরিয়া হল ব্যাসিলাস থুরিনজিয়েনসিস।

  1. ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জীবাণুর নাম কী?

Ans: ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জীবাণুর নাম প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম (Plasmodium falciparum).

  1. HAV দ্বারা কী বোঝানো হয়?

Ans: HAV দ্বারা হেপাটাইটিস A ভাইরাসকে বোঝানো হয়।

  1. নিউমোনিয়া রোগ কোন ব্যাকটেরিয়া দ্বারা সংঘটিত হয়?

Ans: নিউমোনিয়া রোগ স্ট্রেপটোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়া দ্বারা সংঘটিত হয়।

  1. মানবদেহে ফুসফুস আক্রমণকারী একটি ব্যাকটেরিয়ার নাম লেখো।

Ans: মানবদেহে ফুসফুস আক্রমণকারী একটি ব্যাকটেরিয়ার নাম হল মাইকোব্যাকটেরিইয়াম টিউবারকুলেসিস।

  1. AIDS এর পুরো নাম লেখো।

Ans: AIDS এর পুরো নাম হল অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম।

  1. ধৌতকরণের প্রধান উদ্দেশ্য কী?

Ans: ধৌতকরণের প্রধান উদ্দেশ্য স্বাস্থ্য রক্ষা করা।

  1. আমাদের দেহে কতপ্রকার ইমিউনোগ্লোবিউলিন গঠিত হয়?

Ans: আমাদের দেহে 5 প্রকার ইমিউনোগ্লোবিউলিন গঠিত হয়।

  1. অ্যান্টিজেনের রাসায়নিক প্রকৃতি লেখো।

Ans: অ্যান্টিজেনের রাসায়নিক প্রকৃতি প্রধানত প্রোটিন।

  1. অ্যান্টিজেনের দুটি ধর্মের নাম লেখো

Ans: অ্যান্টিজেনের দুটি ধর্ম হল – a) এরা প্রধানত প্রোটিন, b) অ্যান্টিজেনের প্রজাতি নির্দিষ্টতা আছে।

  1. অ্যান্টিজেনের যে অংশে সাথে অ্যান্টিবডি যুক্ত হয় সেই অংশকে কী বলে?

Ans: অ্যান্টিজেনের যে অংশে সাথে অ্যান্টিবডি যুক্ত হয় সেই অংশকে এপিটোপ বলে।

  1. অ্যান্টিবডির চেন দুটি কী দিয়ে সংলগ্ন থাকে?

Ans: অ্যান্টিবডির চেন দুটি ডাই সালফাইড বন্ধন দিয়ে সংলগ্ন থাকে।

  1. অ্যান্টিবডিতে কয়টি পলিপেপটাইড শৃঙ্খল থাকে?

Ans: অ্যান্টিবডিতে 4টি পলিপেপটাইড শৃঙ্খল থাকে

  1. রসভিত্তিক অনাক্রম্যতার জন্য দায়ী কোশ কোনটি?

Ans: রসভিত্তিক অনাক্রম্যতার জন্য দায়ী কোশটি হল B লিম্ফোসাইট।

  1. UNICEF কথাটির পুরো নাম লেখো।

Ans: UNICEF কথাটির পুরো নাম United Nations Children’s Fund

  1. অ্যান্টিবডির সৃষ্টির দ্বারা রোগ প্রতিরোধ করা কোন রক্তকণিকার কাজ?

Ans: লিম্ফোসাই রক্তকণিকার কাজ অ্যান্টিবডির সৃষ্টির দ্বারা রোগ প্রতিরোধ করা।

  1. জৈবিক নিয়ন্ত্রনে ব্যবহারযোগ্য একটি প্রোটোজোয়ার নাম লেখো।

Ans: জৈবিক নিয়ন্ত্রনে ব্যবহারযোগ্য একটি প্রোটোজোয়ার নাম হল নোসেমা লোকাস্টি

  1. ইমিউনোলজির জনক কে?

Ans: ইমিউনোলজির জনক হলেন ডঃ এডয়ার্ড জেনার।

সংক্ষিপ্ত ব্যাখামূলক | জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | WB Class 9 Life Science Jibbidya O Manobkolyan Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 3]

  1. নিউমোনিয়া রোগের প্রধান লক্ষণ গুলো কি কি?

Ans: নিউমোনিয়া রোগের লক্ষণ গুলি হল –

  • প্রথমত, এই রোগে আক্রান্ত ব্যক্তির কাশি হয় এবং মাঝারি মানের জ্বর হয়।
  • দ্বিতীয়ত, নাক দিয়ে সর্দি এবং কাশির সঙ্গে কফ বের হয়।
  • তৃতীয়ত, রোগীর শ্বাসকষ্ট দেখা দেয়।
  1. ম্যালেরিয়া রোগের উপসর্গ গুলো কি কি?

Ans: ম্যালেরিয়া রোগের উপসর্গ গুলো হল –

  • প্রথমত, প্রচন্ড শীত করে এবং কাঁপুনি দিয়ে জ্বর আসে।
  • দ্বিতীয়ত, 103 ডিগ্রি থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর হতে পারে।
  • তৃতীয়ত, ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায় তখন শরীর দুর্বল হয়ে পড়ে ঘামে পোষাক ভিজে পর্যন্ত যায়।
  1. ডেঙ্গু রোগের লক্ষণ গুলি উল্লেখ করো।

Ans: ডেঙ্গু রোগের লক্ষণ গুলি হল –

  • প্রথমত, ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক অবস্থায় অল্প মাত্রায় জ্বর হয়।
  • দ্বিতীয়ত, ক্ষুধামান্দ্য দেখা যায়।
  • তৃতীয়ত, সারা শরীরে ব্যথা অনুভূত হয়। অনেক সময় গা-হাত-পায় প্রচন্ড ব্যথা অনুভব হয়।
  1. অ্যান্টিজেন ও অ্যান্টিবডির প্রধান দুটি পার্থক্য লেখো।

Ans: অ্যান্টিজেন ও অ্যান্টিবডির প্রধান দুটি পার্থক্য হল –

  • প্রথমত, অ্যান্টিজেন হল দেহে অনুপ্রবেশকারী বহিরাগত বস্তু, আর অ্যান্টিবডি হলো অ্যান্টিজেনের উপস্থিতিতে উৎপন্ন অ্যান্টিজেন প্রতিরোধী বস্তু।
  • দ্বিতীয়ত, এন্টিজেন সাধারণত লোহিত রক্ত কণিকার কোষ পর্দার উপরিতলে অবস্থান করে, কিন্তু এন্টিবডি সাধারণত প্লাজমায় থাকে।
  1. ইমিউনিটি বা অনাক্রম্যতা বলতে কি বোঝো?

Ans: জীব দেহে প্রবিষ্ট জীবাণু যেমন, ব্যাকটেরিয়া, ভাইরাস ও তাদের অধিবিষ এবং বিজাতীয় প্রোটিন দ্বারা দেহের স্বাভাবিক শারীরবৃত্তীয় কার্যাবলী বিপর্যস্ত হলে, সেগুলির বিরুদ্ধে দেহে যে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে তাকে ইমিউনিটি বা অনাক্রম্যতা বলে।

  1. ভ্যাকসিন বা টিকা বলতে কি বোঝো?

Ans: কোন নিদির্ষ্ট রোগ প্রতিরোধের উদ্দেশ্যে ওই রোগের জীবানুর থেকে প্রস্তুত যে উপাদান মানুষের শরীরে প্রবেশ করলে ওই রোগের বিরুদ্ধে প্রতিরোধ জন্মায় তাকে ভ্যাকসিন বা টিকা বলে।

  1. রোগ বা ডিজিস বলতে কী বোঝো?

Ans: দেহের গঠনগত ও কার্যগত অস্বাভাবিকতা, যা কিছু চিহ্ন বা লক্ষণ দ্বারা প্রকাশিত হয় তাকে রোগ বা ডিজিজ বলে।

  1. টীকা করনের গুরুত্ব লেখ।

Ans: টীকা করনের গুরুত্ব গুলি হল –

  • প্রথমত, টিকাকরণের দ্বারা দেহে অ্যান্টিবডি সৃষ্টি করা হয় যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
  • দ্বিতীয়ত, টিকাকরণের মাধ্যমে নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে দেহে প্রায় সারা জীবনের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে।
  • তৃতীয়ত, টিকাকরণের ফলে দেহে কৃত্রিম সক্রিয় অনাক্রম্যতা উৎপন্ন হয়।
  1. জৈবিক নিয়ন্ত্রণে একটি প্রোটোজোয়া ও একটি ভাইরাসের নাম লেখ।

Ans: জৈবিক নিয়ন্ত্রক হিসেবে ব্যবহৃত প্রোটোজোয়াটি হল নোসেমা, আর ব্যাকটেরিয়া হল অ্যাজোটোব্যাকটর।

  1. কিভাবে AIDS এর সংক্রযন ঘটে?

Ans: এই রোগ যেভাবে সংক্রামিত হয় তা হল – HIV রোগীর সঙ্গে অবাধ যৌন সংসর্গ, HIV পজিটিভ রক্ত গ্রহণ, রোগীর ব্যবহৃত সিরিঞ্জ, ব্লেড, রেজার ইত্যাদি ব্যবহার করা, এছাড়াও মায়ের দেহে থেকে প্লাসেন্টার এর মাধ্যমে শিশুর দেহে HIV সংক্রামিত হয়।

রচনাধর্মী বা বিশ্লেষণধর্মী | জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বড় প্রশ্ন ও উত্তর | WB Class 9 Life Science Jibbidya O Manobkolyan Question and Answer : 

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 5]

1. যক্ষা রোগের লক্ষণ গুলি আলোচনা করো।

Ans: যক্ষ একটি বায়ুবাহিত ব্যাকটেরিয়া ঘটিত রোগ। যক্ষা রোগ আক্রান্ত ব্যক্তির নাক মুখ দিয়ে হাঁচি কাশি ও নিঃশ্বাসের সঙ্গে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক ব্যাকটেরিয়া বাতাসে ছড়িয়ে পড়ে এবং প্রশ্বাসের সঙ্গে সেই ব্যাকটেরিয়া নাক মুখ দিয়ে সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করলে সেই ব্যাক্তিও যক্ষা রোগে আক্রান্ত হয়।

যক্ষা রোগের লক্ষণ গুলি হল – রোগীর বার বার জ্বর হয়, আর জ্বর প্রধানত সন্ধ্যার দিকে আসে। রোগীর আক্রান্ত জায়গায় ব্যথা অনুভব হয়। সারাক্ষণ কাশি হয় এবং কাশির সঙ্গে সঙ্গে কফ বের হয় আর অনেক সময় কফের সঙ্গে রক্তও বের হয়। ধীরে ধীরে রোগীর দেহের ওজন কমতে থাকে এবং দেহ শীর্ণকায় পরিণত হয়। তাছাড়া রুগীর খিদে পায় না এবং সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে।

2. অণুজীব সার বা বায়োফার্টিলাইজার বলতে কী বোঝো? অণুজীব সার ব্যবহারের সমস্যা ও সম্ভাবনা রচনা করো।

Ans: যে সক্রিয় গোষ্ঠীর অণুজীব যেমন ব্যাকটেরিয়া, শৈবাল ও ছত্রাক এককভাবে বা সম্মিলিতভাবে পরিবেশের কোনো ক্ষতি না করে জমির উর্বরতা বাড়ায় শস্য ও ফসল উৎপাদন কারী গাছের পুষ্টি জুগিয়ে তাদের সক্রিয় বৃদ্ধিতে সাহায্য করে তাদের বলে অণুজীব সার বা বায়োফার্টিলাইজার।

ভারতে অনুজীব সারের ব্যবহারের সমস্যা :

   ভারতে সর্বোচ্চ অণুজীব সার পাওয়া যায় না। তাছাড়া ভারত উষ্ণ জলবায়ুর দেশ, তাই উষ্ণতা বৃদ্ধিতে অণুজীব সার এর দ্রুত বিনষ্ট হয়।

ভারতে অণুজীব সার এর সম্ভাবনা :

   জনগণের মধ্যে শিক্ষার অভাবের জন্য সচেতনতা কম, তা সত্ত্বেও বিজ্ঞান ও গবেষনা ঘরের অগ্রগতির সঙ্গে সঙ্গে কোন জীব সারের ব্যবহার ভারতবর্ষে ক্রমশ বাড়ছে। অণুজীব সার ব্যবহারের উপযোগিতা গুলি বেশি ও খরচ কম বলে ক্রমশ এর ব্যবহার এদেশে বাড়বে বলে আশা করা যায়।

  1. মানব কল্যাণে জীবাণুদের পাঁচটি ভূমিকা উল্লেখ করো।

Ans: জীবনু যে আমাদের কেবল ক্ষতি করে তাই নয়, অনেক জীবাণু নানাভাবে আমাদের উপকারও করে। মানব কল্যাণে জীবাণুদের উল্লেখযোগ্য কয়েকটি ভূমিকা নিচে আলোচনা করা হল

  • প্রথমত, দই, পনির, মাখন, ঘোল ইত্যাদি উৎপাদনের জন্য বিভিন্ন ব্যাকটেরিয়াদের কাজে লাগানো হয়।
  • দ্বিতীয়ত, বিভিন্ন ফলের রস, খেজুরের রস ইত্যাদি গেঁজিয়ে মদ উৎপাদন করা হয়। গ্যাঁজানোর জন্য বিভিন্ন রকম জীবানুর ব্যবহার করা হয়।
  • তৃতীয়ত, নানা রকম অ্যান্টিবায়োটিক ঔষধ তৈরি করতে বিভিন্ন রকমের জীবাণুদের ব্যবহার করা হয়।
  • চতুর্থত, যক্ষা, কলেরা, প্লেগ, টিটেনাস, হুপিং কফ ইত্যাদির ভ্যাকসিন তৈরি করতে মৃত বা জীবিত জীবনুদের ব্যবহার করা হয়।
  • পঞ্চমত, কৃত্রিম উপায়ে বিভিন্ন রকমের ভিটামিন অর্থাৎ বি কমপ্লেক্স ভিটামিন সি উৎপন্ন করার জন্য বিশেষ কয়েকটি ব্যাকটেরিয়ার ব্যবহার করা হয়।

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | West Bengal Class 9th Life Science Question and Answer / Suggestion / Notes Book

আরোও দেখুন :-

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here

Class 9 Suggestion 2024 – নবম শ্রেণীর সাজেশন ২০২৪ 

আরোও দেখুন:-

Class 9 Bengali Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 English Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Geography Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 History Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Life Science Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Mathematics Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Physical Science Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 All Subjects Suggestion 2024 Click here

জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :

Update

[আমাদের Android Mobile App ডাউনলোড করুন Download Now]

[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]

Info : জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন প্রশ্ন ও উত্তর

 Class 9 Life Science Suggestion | West Bengal WBBSE Class Nine IX (Class 9th) Life Science Question and Answer Suggestion 

” জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX / WB Class 9 / WBBSE / Class 9 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 9 Exam / Class 9th / WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন / নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ও উত্তর । Class 9 Life Science Suggestion / Class 9 Life Science Jibbidya O Manobkolyan Question and Answer / Class 9 Life Science Suggestion / Class 9 Pariksha Life Science Suggestion / Life Science Class 9 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 9 Life Science Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 9 Life Science Suggestion / West Bengal Nine IX Question and Answer, Suggestion / WBBSE Class 9th Life Science Suggestion / Class 9 Life Science Jibbidya O Manobkolyan Question and Answer / Class 9 Life Science Jibbidya O Manobkolyan Suggestion / Class 9 Pariksha Suggestion / Class 9 Life Science Jibbidya O Manobkolyan Exam Guide / Class 9 Life Science Jibbidya O Manobkolyan Suggestion 2023, 2024, 2025, 2026, 2027, 2021, 2020, 2019, 2017, 2016, 2015, 2028, 2029, 2030 / Class 9 Life Science Jibbidya O Manobkolyan Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 9 Life Science Jibbidya O Manobkolyan Suggestion FREE PDF Download) সফল হবে।

জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর 

জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) Class 9 Life Science Jibbidya O Manobkolyan Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর।

জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান 

জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) Class 9 Life Science Jibbidya O Manobkolyan Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির জীবন বিজ্ঞান 

জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) Class 9 Life Science Jibbidya O Manobkolyan Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – নবম শ্রেণি জীবন বিজ্ঞান | Class 9 Life Science Jibbidya O Manobkolyan 

নবম শ্রেণি জীবন বিজ্ঞান (Class 9 Life Science Jibbidya O Manobkolyan) – জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) | Class 9 Life Science Jibbidya O Manobkolyan Suggestion নবম শ্রেণি জীবন বিজ্ঞান – জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর।

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 9 Life Science Jibbidya O Manobkolyan Question and Answer Question and Answer, Suggestion 

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) | পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সহায়ক – জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 9 Life Science Jibbidya O Manobkolyan Question and Answer, Suggestion | Class 9 Life Science Jibbidya O Manobkolyan Question and Answer Suggestion | Class 9 Life Science Jibbidya O Manobkolyan Question and Answer Notes | West Bengal Class 9th Life Science Question and Answer Suggestion. 

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 Life Science Question and Answer, Suggestion 

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) । Class 9 Life Science Jibbidya O Manobkolyan Question and Answer Suggestion.

WBBSE Class 9th Life Science Jibbidya O Manobkolyan Suggestion | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) সত্যজিৎ রায়

WBBSE Class 9 Life Science Jibbidya O Manobkolyan Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) | Class 9 Life Science Jibbidya O Manobkolyan Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

Class 9 Life Science Jibbidya O Manobkolyan Question and Answer Suggestions | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর 

Class 9 Life Science Jibbidya O Manobkolyan Question and Answer নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Class 9 Life Science Jibbidya O Manobkolyan Question and Answer নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর । 

WB Class 9 Life Science Jibbidya O Manobkolyan Suggestion | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর 

Class 9 Life Science Jibbidya O Manobkolyan Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 9 Life Science Jibbidya O Manobkolyan Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর।

West Bengal Class 9 Life Science Suggestion Download WBBSE Class 9th Life Science short question suggestion . Class 9 Life Science Jibbidya O Manobkolyan Suggestion download Class 9th Question Paper Life Science. WB Class 9 Life Science suggestion and important question and answer. Class 9 Suggestion pdf.পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Get the Class 9 Life Science Jibbidya O Manobkolyan Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com

Class 9 Life Science Jibbidya O Manobkolyan Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 9 Life Science Suggestion with 100% Common in the Examination .

Class Nine IX Life Science Jibbidya O Manobkolyan Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Exam 

Class 9 Life Science Jibbidya O Manobkolyan Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Nine IX Life Science Suggestion is provided here. Class 9 Life Science Jibbidya O Manobkolyan Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here. 

FILE INFO : জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Jibbidya O Manobkolyan Question and Answer with FREE PDF Download Link

PDF File Name জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Jibbidya O Manobkolyan Question and Answer PDF
Prepared by Experienced Teachers
Price FREE
Download Link 1 Click Here To Download
Download Link 2 Click Here To Download

জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Jibbidya O Manobkolyan Question and Answer 

  অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” জীববিদ্যা ও মানবকল্যাণ (চতুর্থ অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Jibbidya O Manobkolyan Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।