Class 9 Physical Science 3rd Unit Test Question
Class 9 Physical Science 3rd Unit Test Question

Class 9 Physical Science 3rd Unit Test Question 2023

নবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র ২০২৩

Class 9 Physical Science 3rd Unit Test Question : নবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র : Class 9 Physical Science 3rd Unit Test Question | নবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র নিচে দেওয়া হলো। এই WBBSE Class 9 Physical Science 3rd Unit Test Question with Answer, Notes, Suggestion | Class 9 Physical Science 3rd Unit Test Question – নবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর (MCQ, Very Short, Short,  Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9 Physical Science Third Unit Test – পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টে ভৌত বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা Class 9 Physical Science 3rd Unit Test Questionনবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র প্রশ্ন ও উত্তর খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 

West Bengal Class 9 Physical Science 3rd Unit Test Question | WBBSE Class 9th Physical Science Third Unit Test Summative Suggestion | নবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র

Class 9 Physical Science 3rd Unit Test Question – WBBSE Class 9th Physical Science 3rd Summative Question Papers এখানে নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভৌত বিজ্ঞান বিষয় থেকে গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন ও উত্তর দেওয়া হল। সেইসাথে একটি নমুনা মডেল প্রশ্নপত্রও দেওয়া হয়েছে।

শ্রেণী (Class) পশ্চিমবঙ্গ নবম শ্রেণী (West Bengal Class 9th)
পরীক্ষা (Exam) তৃতীয় ইউনিট টেস্ট (Third / 3rd Unit Test Model Questions) 
বিষয় (Subject) ভৌত বিজ্ঞান (Physical Science)
পূর্ণমান (Marks) ৯০ নম্বর (90 Marks)
সময় (Time) ৩ ঘন্টা ১৫ মিনিট (3 Hours 15 Minute)

[A] সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1×13=13

  1. 1 cal তাপ উৎপন্ন করতে হয়—

(A) 4.2 × 107 joule

(B) 4.2 joule

(C) 4.2 erg

(D) 1 erg

Ans: (B) 4.2 joule

  1. নিউট্রনের তড়িদাধানের পরিমাণ—

(A) +1.602 × 10-19C

(B) -1.602 × 10-19C

(C) +3.204 ×10-19C

(D) কোনোটিই নয়

Ans: (D) কোনোটিই নয়

  1. 17g অ্যামোনিয়াতে যে পরিমাণ হাইড্রোজেন আছে তার পরিমাণ হল—

(A) 3g

(B) 6g

(C) 4g

(D) 5g

Ans: (A) 3g

  1. একটি প্রাকৃতিক কোলয়েড হল—

(A) ইউরিয়া দ্রবণ

(B) সালফার সল

(C) গ্লিসারিন ও জলের মিশ্রণ

(D) কুয়াশা

Ans: (D) কুয়াশা

  1. নীচের কোন্ যৌগটি বলয় পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায়?

(A) NaCl

(B) HCl

(C) HNO3

(D) H2SO4

Ans: (C) HNO3

  1. নীচের যে জোড়টি সঠিক সেটি হল—

(A) দই—পাইরুভিক অ্যাসিড

(B) তেঁতুল-ল্যাকটিক অ্যাসিড

(C) লেবু—ম্যালিক অ্যাসিড

(D) পিঁপড়ে—ফর্মিক অ্যাসিড

Ans: (D) পিঁপড়ে—ফর্মিক অ্যাসিড

  1. পেট্রোলিয়াম থেকে পেট্রল ও ডিজেল পাওয়া যায় নীচের কোন্ পদ্ধতিতে ?

(A) আংশিক পাতন

(B) পরিস্রাবণ

(C) ঊর্ধ্বপাতন

(D) পাতন

Ans: (A) আংশিক পাতন

  1. জলে ক্লোরিনেশান করা হয়-

(A) জলের মধ্যে উপস্থিত জীবাণুকে ধ্বংস করার জন্য

(B) জলের স্বাদ বাড়াবার জন্য

(C) জলের খরতা দূর করার জন্য

(D) ঘোলা জলকে স্বচ্ছ করার জন্য

Ans: (A) জলের মধ্যে উপস্থিত জীবাণুকে ধ্বংস করার জন্য

  1. সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান—

(A) শূন্য হয়

(B) সর্বোচ্চ হয়

(C) 100 dyne/cm

(D) 200 dyne/cm

Ans: (A) শূন্য হয়

  1. মাত্রাবিহীন কিন্তু একক যুক্ত রাশি হল—

(A) চাপ

(B) বেগ

(C) ক্ষেত্রফল

(D) ঘনকোণ

Ans: (D) ঘনকোণ

  1. একটি বস্তু অবাধে ওপর থেকে নীচে পড়ছে। এক্ষেত্রে স্থির রাশি হল —

(A) সরণ

(B) বেগ

(C) ত্বরণ

(D) ভরবেগ

Ans: (C) ত্বরণ

  1. প্রযুক্ত বল F-এর লম্ব অভিমুখে কোনো বস্তুর x সরণ ঘটলে ওই বল দ্বারা কৃতকার্য—

(A) Fx

(B) Fx/2

(C) 2Fx

(D) শূন্য

Ans: (D) শূন্য

  1. হার্জ (Hz) যে রাশির একক সেটি হল—

(A) কম্পাঙ্ক

(B) পর্যায়কাল

(C) বিস্তার

(D) তরঙ্গ বেগ

Ans: (A) কম্পাঙ্ক

[B] অতিসংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)। 1×20=20

1.11 O2– এর ইলেকট্রন বিন্যাস লেখো ।

Ans: 2, 8

অথবা, নাইট্রিক অ্যাসিডের পারমাণবিকতা কত ?

Ans: নাইট্রিক অ্যাসিডের পারমাণবিকতা 5 ।

  1. মৌলিক অণু কী?

Ans: একটিমাত্র মৌলের পরমাণু দ্বারা গঠিত অণুকে মৌলিক পরমাণু বলে।  যেমন- O2 ।

অথবা, যৌগিক অণু কী ?

Ans: একাধিক মৌলের পরমাণু দ্বারা গঠিত অণুকে যৌগিক অণু বলে। যেমন- H2O।

  1. গ্লবার লবণে কত অণু কেলাস জল থাকে?

Ans: গ্লবার লবণে 10 অণু কেলাস জল থাকে।

  1. শূন্যস্থান পূরণ করো: 100 mL জলে 10g Na2CO3 দ্রাব দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে ________ দ্রবণ বলে।

Ans: 100 mL জলে 10g Na2CO3 দ্রাব দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলে।

  1. TNT একটি বিস্ফোরক পদার্থ। এটি উৎপন্ন করতে কোন্ অ্যাসিড ব্যবহার করা হয় ?

Ans: এটি উৎপন্ন করতে HNO3 অ্যাসিড ব্যবহার করা হয়।

অথবা, কোন্ অ্যাসিড মিউরিয়েটিক অ্যাসিড নামে পরিচিত?

Ans: HCL অ্যাসিড মিউরিয়েটিক অ্যাসিড নামে পরিচিত।

  1. একটি অধাতব অক্সাইডের নাম লেখো যার জলীয় দ্রবণ আম্লিক ।

Ans: SO2

  1. ক্রোনোমিটার কী ?

Ans: ক্রোনোমিটার হলো পুষ্টি পরিমাপক যন্ত্র।

  1. ঘনত্বের মাত্রীয় সংকেত লেখো ।

Ans: ঘনত্বের মাত্রীয় সংকেত ML-3   

  1. কোন্ উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? এর মান কত?

Ans: 4°C উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। এর মান 1 গ্রাম/ঘন সেন্টিমিটার।

  1. পানীয় জলে ফ্লুরাইডের পরিমাণ বেশি হলে কোন্ ধরনের রোগ হয় ?

Ans: পানীয় জলে ফ্লুরাইডের পরিমাণ বেশি হলে ফ্লুরোসিস রোগ হয়।

অথবা, আর্সেনিক দূষণের ফলে কোন্ রোগের সৃষ্টি হয়?

Ans: আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাকফুট রোগের সৃষ্টি হয়।

  1. শূন্যস্থান পূরণ করো: প্রমাণ বায়ুর চাপের মান ________ Pa ।

Ans: প্রমাণ বায়ুর চাপের মান 101325 Pa ।

অথবা, বায়ুশূন্যস্থানে 1 kg তুলা ও 1 kg লোহার মধ্যে— (লোহার ভর বেশি/তুলার ভর বেশি/উভয়ের ভর সমান)।

Ans: উভয়ের ভর সমান

  1. ক্যালরিমিতির মূলনীতিটি লেখো ।

Ans: উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ ও শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ সমান হবে।

  1. কোন তাপ থার্মোমিটারে ধরা যায় না?

Ans: লীনতাপ থার্মোমিটারে ধরা যায় না।

  1. শূন্যস্থান পূরণ করো: গ্যাসের মধ্য দিয়ে ক্যাথোড রশ্মি প্রবাহিত করলে গ্যাসটি _______হয়।

Ans: গ্যাসের মধ্য দিয়ে ক্যাথোড রশ্মি প্রবাহিত করলে গ্যাসটি আয়নিত হয়।

অথবা, ক্যাথোড রশ্মি প্রকৃতপক্ষে ________ কণার স্রোত।

Ans: ক্যাথোড রশ্মি প্রকৃতপক্ষে ঋণাত্মক কণার স্রোত।

  1. সত্য না মিথ্যা লেখো: যে বস্তুর ত্বরণ যত বেশি তার জাড্যও তত বেশি ।

Ans: সত্য

অথবা, সমদ্রুতিতে গতিশীল বস্তুর ত্বরণ থাকতে পারে।

Ans: সত্য

  1. কোন্ গতিসূত্রের সাহায্যে রকেট উৎক্ষেপণ ব্যাখ্যা করা যায়?

Ans: রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের সাহায্যে রকেট উৎক্ষেপণ ব্যাখ্যা করা যায়।

  1. দুটি ভেক্টর রাশির গুণফলে তৈরি একটি স্কেলার রাশির নাম লেখো।

Ans: দুটি ভেক্টর রাশির গুণফলে তৈরি একটি স্কেলার রাশির নাম কার্য।

  1. অশ্বক্ষমতা ও ওয়াটের মধ্যে সম্পর্ক কী?

Ans: 1 অশ্বক্ষমতা = 746 ওয়াট।

অথবা, J/s কোন্ রাশির একক?

Ans: J/s ক্ষমতার একক।

  1. শব্দের প্রতিধ্বনির ব্যাবহারিক প্রয়োগ লেখো ।

Ans: শব্দের প্রতিধ্বনির ব্যাবহারিক প্রয়োগ হলো সমুদ্রের গভীরতা নির্ণয়।

  1. শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্ক সীমা কত?

Ans: শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্ক সীমা 20 – 20,000 Hz.

অথবা, Bel ও Decible-এর মধ্যে সম্পর্ক লেখো ।

Ans: 1 Decible = 0.1 Bel.

[C] বাম স্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও : 1/2×4=2

বামস্তম্ভ ডানস্তম্ভ
(i) বেঞ্জিন ও জলের মিশ্রণ (A) পাতন
(ii) অ্যাসিটোন ও জলের মিশ্রণ (B) ঊর্ধ্বপাতন
(iii) বালি ও আয়োডিনের মিশ্রণ (C) বিয়োজী ফানেল
(iv) NaCl ও জলের মিশ্রণের দ্রবণ (D) আংশিক পাতন

Ans:

বামস্তম্ভ ডানস্তম্ভ
(i) বেঞ্জিন ও জলের মিশ্রণ (C) বিয়োজী ফানেল
(ii) অ্যাসিটোন ও জলের মিশ্রণ (D) আংশিক পাতন
(iii) বালি ও আয়োডিনের মিশ্রণ (B) ঊর্ধ্বপাতন
(iv) NaCl ও জলের মিশ্রণের দ্রবণ (A) পাতন

[D] সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)। 2×15 = 30

  1. আইসোটোপ বা সমস্থানিক কাকে বলে? অথবা,  আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন?
  2. মোল বলতে কী বোঝো?
  3. ইমালশন কাকে বলে? উদাহরণ দাও । অথবা,  কোলয়েডকে কী দ্রবণ বলা যায়?
  4. অম্লরাজ কী?
  5. বালি ও আয়োডিনের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক কীভাবে করবে?
  6. জলের খরতা কোন্ এককে মাপা হয় ? আয়ন মুক্ত জলের খরতা কত?
  7. শহরাঞ্চলে পানীয় জল সরবরাহ করার আগে জল কীভাবে জীবাণুমুক্ত করা হয়? অথবা, জল সংকটের প্রধান দুটি কারণ লেখো ।
  8. প্রবাহীর চাপের সংজ্ঞা লেখো। এটি স্কেলার না ভেক্টর রাশি তা লেখো ।
  9. আর্কিমিডিসের নীতি বিবৃত করো ।
  10. এককবিহীন রাশি কাকে বলে? উদাহরণ দাও। অথবা,  একটি স্কেলার ও একটি ভেক্টর রাশির উদাহরণ দাও, যাদের একক তিনটি মৌলিক একক দ্বারা গঠিত।
  11. নিউটনের প্রথম গতিসূত্রটি বিবৃত করো। অথবা,  নিউটনের প্রথম গতিসূত্র থেকে কী কী জানা যায় ?
  12. ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো।
  13. একটি পাম্পের গায়ে 1.5 HP লেখা আছে। এর অর্থ কী?
  14. শব্দেতর ও শব্দোত্তর শব্দ শুনতে পায় এরূপ প্রাণীর নাম লেখো।
  15. তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক 4.2 joule/cal বলতে কী বোঝায়? অথবা, 0°C-এর জল অপেক্ষা 0°C-এর বরফ বেশি ঠান্ডা মনে হয় কেন?

[E] নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3×8=24

  1. বোধগম্য তাপ ও লীন তাপের মধ্যে প্রধান তিনটি পার্থক্য লেখো । অথবা, সম্পৃক্ত বাষ্প ও অসম্পৃক্ত বাষ্পের মধ্যে প্রধান তিনটি পার্থক্য লেখো ।
  2. বোরের পরমাণু মডেলের প্রধান তিনটি পার্থক্য লেখো ।
  3. (i) 27 g জল = কত গ্রাম-অণু জল? (ii) 6.2 g ফসফরাস = কত গ্রাম-পরমাণু ফসফরাস? (iii) 1.7g অ্যামোনিয়া কত মোল অ্যামোনিয়া ?
  4. সব দ্রবণই মিশ্রণ, কিন্তু সব মিশ্রণ দ্রবণ নয়—ব্যাখ্যা করো। বায়ু কি দ্রবণ না মিশ্রণ? অথবা, ইথাইল অ্যালকোহলের দুটি ব্যবহার ও ব্যবহারের দুটি ক্ষতিকর প্রভাব আলোচনা করো।
  5. গাঢ় HNO3-কে তামার ছিলা মিশিয়ে উত্তপ্ত করলে কী ঘটে তা রাসায়নিক সমীকরণ-সহ লেখো। অথবা,  শিল্পক্ষেত্রে H2SO4-এর চারটি ব্যবহার লেখো ।
  6. লোহার তৈরি একটি নিরেট গোলকের ব্যাস 14 cm । লোহার ঘনত্ব 7.8g/cm3 হলে, গোলকের ভর কত? অথবা,  2.5 g/cm3 ঘনত্বের 200 cm3 চিনির দ্রবণে আরও 100 cm3 জল মেশালে মিশ্রণটির ঘনত্ব কত হবে?
  7. বীজগাণিতিক পদ্ধতিতে v2 = a2 + 2fs সমীকরণটি প্রমাণ করো ।

[ যেখানে v = অন্তিম বেগ, u = প্রাথমিক বেগ, f = ত্বরণ, s = দূরত্ব ]

  1. একটি সুরশলাকা A মাধ্যমে 10 cm ও B মাধ্যমে 20 cm দীর্ঘ তরঙ্গ উৎপন্ন করে। এই মাধ্যম দুটিতে সুরশলাকা থেকে উৎপন্ন শব্দের বেগের তুলনা করো ।

WB Class 9th All Subjects 3rd Unit Test Question and Answer – নবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের প্রশ্নপত্র

আরোও দেখুন:-

Class 9 Bengali 3rd Unit Test Question Click here

আরোও দেখুন:-

Class 9 English 3rd Unit Test Question Click here

আরোও দেখুন:-

Class 9 Geography 3rd Unit Test Question Click here

আরোও দেখুন:-

Class 9 History 3rd Unit Test Question Click here

আরোও দেখুন:-

Class 9 Life Science 3rd Unit Test Question Click here

আরোও দেখুন:-

Class 9 Mathematics 3rd Unit Test Question Click here

আরোও দেখুন:-

Class 9 Physical Science 3rd Unit Test Question Click here

Class 9 Suggestion 2023 – নবম শ্রেণীর সাজেশন ২০২৩ 

আরোও দেখুন:-

Class 9 Bengali Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 9 English Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 9 Geography Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 9 History Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 9 Mathematics Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 9 Physical Science Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 9 Life Science Suggestion 2023 Click here

Info : Class 9 Physical Science 3rd Unit Test Question  | West Bengal WBBSE Class Nine IX (Class 9th) Physical Science Question and Answer Third Unit Test Question 

নবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র প্রশ্ন ও উত্তর   

” Class 9 Physical Science 3rd Unit Test Question | নবম শ্রেণীর  ভৌত বিজ্ঞান – প্রশ্ন উত্তর  “ সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নবম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX 3rd Unit Test Question / WB Class 9  3rd Unit Test Question / WBBSE  / West Bengal Board of Thirdary Education – WB Class 9 Exam / Class 9 3rd Unit Test Question / Class 9th 3rd Unit Test Question / WB Class IX 3rd Unit Test Question / Class 9 Pariksha  ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র এবং প্রশ্ন ও উত্তর (Class 9 Physical Science 3rd Unit Test Question / Class 9 Physical Science Question and Answer / Class IX Physical Science 3rd Unit Test Question / Class 9 Pariksha Physical Science 3rd Unit Test Question  / Physical Science Class 9 Exam Guide  / Class 9th Physical Science MCQ , Short , Descriptive  Type Question and Answer  / Class 9 Physical Science 3rd Unit Test Question  FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র এবং প্রশ্ন ও উত্তর (Class 9 Physical Science 3rd Unit Test Question / Class 9 Physical Science Third Unit Test Question / West Bengal Nine IX Question and Answer, 3rd Unit Test Question / WBBSE Class 9th Physical Science 3rd Unit Test Question / Class 9 Physical Science Question and Answer  / Class IX Physical Science 3rd Unit Test Question  / Class 9 Pariksha 3rd Unit Test Question  / Class 9 Physical Science Exam Guide  / Class 9 Physical Science 3rd Unit Test Question, 2024, 2025 / Class 9 Physical Science 3rd Unit Test Question  MCQ , Short , Descriptive  Type Question and Answer. / Class 9 Physical Science 3rd Unit Test Question  FREE PDF Download) সফল হবে।

Get the Class 9 Physical Science 3rd Unit Test Question by BhugolShiksha.com

West Bengal Class 9 Physical Science Question and Answer prepared by expert subject teachers. WB Class 9  Physical Science 3rd Unit Test Question with 90% Common in the Examination .

Class 9th Physical Science 3rd Unit Test Syllabus

West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9th Physical Science Syllabus with all the important chapters and marks distribution. Download the Class 9th Physical Science Syllabus and Question Paper. Questions on the Physical Science exam will come from these chapters. All the chapters are equally important, so read them carefully.

WB Class 9th Physical Science Syllabus Free Download Link Click Here

Class Nine IX Physical Science 3rd Unit Test Question | West Bengal WBBSE Class 9 Exam 3rd Unit Test Question

Class 9 Physical Science Question and Answer, 3rd Unit Test Question Download PDF: WBBSE Class 9 Nine IX Physical Science 3rd Unit Test Question  is provided here. Class 9 Physical Science 3rd Unit Test Questions Answers PDF Download Link in Free has been given below.

Class 9 Physical Science 3rd Unit Test Question PDF Download

Class 9 Physical Science 3rd Unit Test Question Question and Answer free pdf download | West Bengal WBBSE Class 9 Physical Science Question and Answer 3rd Unit Test Question  Class 9 Physical Science 3rd Unit Test Question with pdf file free download.

Class 9 Physical Science 3rd Unit Test Question  | West Bengal Class 9th Physical Science Board Model Question Paper and Answer

Class 9 Physical Science 3rd Unit Test Question West Bengal WBBSE Class 9 Physical Science Board Model Question Paper and Answer । Class 9 Physical Science 3rd Unit Test Question Question and Answer. Class 9 Physical Science 3rd Unit Test Question.

West Bengal Class 9  Physical Science 3rd Unit Test Question  Download. WBBSE Class 9th Physical Science short question Third Unit Test Question . Class 9 Physical Science 3rd Unit Test Question download. Class 9th Question Paper  Physical Science. WB Class 9  Physical Science 3rd Unit Test Question and important question and answer. Class 9 3rd Unit Test Question pdf.পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর  ভৌত বিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Class 9 Physical Science 3rd Unit Test Question – নবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র MCQ প্রশ্ন ও উত্তর

Class 9 Physical Science 3rd Unit Test Question – নবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র MCQ প্রশ্ন ও উত্তর | Class 9 Physical Science 3rd Unit Test Question MCQ or Multiple Choice Question and Answer |  নবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র MCQ প্রশ্ন উত্তর।

Class 9 Physical Science 3rd Unit Test Question – নবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির ভৌত বিজ্ঞান তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র

Class 9 Physical Science 3rd Unit Test Question – নবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 9 Physical Science 3rd Unit Test Question Short Question and Answer |  Class 9 Physical Science 3rd Unit Test Question  – SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

Class 9th Physical Science 3rd Unit Test Question – নবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র DTQ বড়ো প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণী ভৌত বিজ্ঞান তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র 

Class 9th Physical Science 3rd Unit Test Question – নবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র – DTQ বড়ো প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর | Class 9th Physical Science 3rd Unit Test Question  West Bengal Class 9th Physical Science 3rd Unit Test Question  – DTQ বড়ো প্রশ্ন ও উত্তর।

Class 9 3rd Unit Test Physical Science Question | পশ্চিমবঙ্গ নবম শ্রেণির ভৌত বিজ্ঞান  তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ইউনিট টেস্টের প্রশ্নপত্র  

Class 9 Physical Science 3rd Unit Test Question | পশ্চিমবঙ্গ নবম শ্রেণির ভৌত বিজ্ঞান তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র প্রশ্ন ও উত্তর | Class 9 Physical Science 3rd Unit Test Question – পশ্চিমবঙ্গ নবম শ্রেণির ভৌত বিজ্ঞান  তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র প্রশ্ন উত্তর। নবম তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভৌত বিজ্ঞান সাজেশন । নবম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভৌত বিজ্ঞান সাজেশন।

Class 9 Physical Science 3rd Unit Test Question | West Bengal Class 9 Physical Science Question and Answer, Third Unit Test Question – নবম শ্রেণি ভৌত বিজ্ঞান তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র

Class 9 Physical Science 3rd Unit Test Question – | Class 9 Physical Science Third Unit Test Question – | পশ্চিমবঙ্গ Class 9 Physical Science 3rd Unit Test Question – | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান সহায়ক প্রশ্ন ও উত্তর । Class 9 Physical Science Question and Answer, 3rd Unit Test Question | Class 9 Physical Science Third Unit Test Question  | Class 9 Physical Science Question and Answer Notes  | West Bengal Class 9th Physical Science Question and Answer 3rd Unit Test Question. Class-9 Physical Science 3rd-Unit-Test Question | Class 9 3rd Unit Test Physical Science Question Paper Class 9 3rd Unit Test Physical Science Suggestion Class 9 Unit Test Physical Science Question Paper Class-9 Physical Science 3rd-Unit-Test Suggestion WBBSE Class 9 Model Question Paper Unit Test Question Paper Physical Science Class IX Physical Science 3rd Unit Test Question Paper pdf Download Class Nine Physical Science Suggestion Class-9 Physical Science 3rd Unit Test Suggestion Class-9 Physical Science 3rd-Unit-Test Question-2023.

Class 9 Physical Science 3rd Unit Test Question | নবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র 

        অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Class 9 Physical Science 3rd Unit Test Question | নবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।