জনসংখ্যা (মানবীয়) উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর | HS Class 12 Geography Population MCQ Question and Answer
জনসংখ্যা (মানবীয়) উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর | HS Class 12 Geography Population MCQ Question and Answer

জনসংখ্যা (মানবীয়) উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর

HS Class 12 Geography Population MCQ Question and Answer

জনসংখ্যা (মানবীয়) উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর | HS Class 12 Geography Population MCQ Question and Answer : জনসংখ্যা (মানবীয়) উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর | HS Class 12 Geography Population MCQ Question and Answer দেওয়া হলো। এই West Bengal WBCHSE Class 12th Geography Population Question and Answer, Suggestion, Notes | উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর – জনসংখ্যা (মানবীয়) থেকে বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ, Multiple Question and Answer) গুলি আগামী West Bengal Class 12th Twelve XII Geography 3rd Semester Examination – পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দ্বাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন জনসংখ্যা (মানবীয়) উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর | HS Class 12 Geography Population MCQ Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

 তোমরা যারা জনসংখ্যা (মানবীয়) উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর | HS Class 12 Geography Population MCQ Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 

বোর্ড (Board) WBCHSE, West Bengal
শ্রেণী (Class) উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণী (WB HS Class 12th)
বিষয় (Subject) উচ্চমাধ্যমিক ভূগোল (HS Class 12 Geography)
অংশ (Part) মানবীয় ভূগোল (Human Geography)
প্রথম অধ্যায় (Unit-1 /  Chapter-1) জনসংখ্যা (Population / Jono Sonkha)

[দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]

জনসংখ্যা (মানবীয়) উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর | West Bengal WBCHSE Class 12th Geography Population 3rd Semester Question and Answer 

MCQ | জনসংখ্যা (মানবীয়) দ্বাদশ শ্রেণীর ভূগোল | WBCHSE Class 12 Geography Population (Jono Sonkha) MCQ Question and Answer:

  1. মোট জনসংখ্যা ÷ মোট জমির পরিমাণ-
    (A) মানুষ-জমি অনুপাত
    (B) জনঘনত্ব
    (C) কাম্য জনসংখ্যা
    (D) ন্যূনতম জনসংখ্যা
    Ans: (B) জনঘনত্ব
  2. কোনো দেশের মানুষ-জমির আদর্শ অনুপাতকে বলা হয়-
    (A) স্থিতিশীল জনসংখ্যা
    (B) কাম্য জনসংখ্যা
    (C) জনাধিক্য জনসংখ্যা
    (D) জনবিস্ফোরণ
    Ans: (B) কাম্য জনসংখ্যা
  3. উন্নয়নশীল দেশগুলির বয়স-লিঙ্গ পিরামিডের আকৃতি হল-
    (A) তীক্ষ্ণ শীর্ষ পিরামিড
    (B) উত্তল পিরামিড
    (C) ন্যাসপাতি আকৃতির পিরামিড
    (D) গম্বুজ আকৃতির পিরামিড
    Ans: (A) তীক্ষ্ণ শীর্ষ পিরামিড
  4. ভারতের যে রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি-
    (A) পশ্চিমবঙ্গ
    (B) বিহার
    (C) কেরল
    (D) মিজোরাম
    Ans: (B) বিহার
  5. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতের গড় জনঘনত্ব হল-
    (A) 352 জন/বর্গকিমি
    (B) 362 জন/বর্গকিমি
    (C) 372 জন/বর্গকিমি
    (D) 382 জন/বর্গকিমি
    Ans: (D) 382 জন/বর্গকিমি
  6. জনবিবর্তন মডেল প্রথম প্রবর্তন করেন-
    (A) ব্ল্যাকার
    (B) নটেনস্টাইন
    (C) বিজু গার্নিয়ার
    (D) থম্পসন
    Ans: (D) থম্পসন
  7. জনসংখ্যা পিরামিড দ্বারা কোন্ বিষয়টি বোঝানো হয়?
    (A) জনসংখ্যা বৃদ্ধি
    (B) জনসংখ্যা বন্টন
    (C) নারী-পুরুষ অনুপাত
    (D) বয়স অনুযায়ী নারী-পুরুষ
    Ans: (D) বয়স অনুযায়ী নারী-পুরুষ
  8. ব্রেন-ড্রেন বলতে বোঝায়-
    (A) মানুষের এক দেশ থেকে অন্য দেশে গমন
    (B) অতি উন্নত মেধার এক দেশ থেকে অন্য দেশে গমন
    (C) যুদ্ধের কারণে মানুষের গমন
    (D) দুর্ভিক্ষের কারণে মানুষের গমন
    Ans: (B) অতি উন্নত মেধার এক দেশ থেকে অন্য দেশে গমন
  9. ব্রেন-ড্রেন কোন পরিব্রাজনের অংশ?
    (A) আন্তর্জাতিক পরিব্রাজন
    (B) অন্তর্দেশীয় পরিব্রাজন
    (C) আঞ্চলিক পরিব্রাজন
    (D) রাজ্যভিত্তিক পরিব্রাজন
    Ans: (A) আন্তর্জাতিক পরিব্রাজন
  10. সঠিক উত্তর নির্বাচন কর:
    (i) জনাধিক দেশ – জার্মানি
    (ii) জনবিরল দেশ – চিন
    (iii) আদর্শ জনসংখ্যার দেশ – বাংলাদেশ
    (iv) জনবিস্ফোরণের দেশ – ব্রাজিল
    (A) (i), (ii), (iii), (iv) সবকটিই সঠিক নয়
    (B) (ii), (iii), (iv) সঠিক
    (C) (iv) সঠিক; বাকিগুলি নয়
    (D) সবকটিই সঠিক
    Ans: (A) সবকটিই সঠিক নয়
  11. সঠিক উত্তর নির্বাচন কর:
    (i) কাম্য জনসংখ্যা – জীবনধারণের মান উন্নত
    (ii) জনবিরলতা – অর্থনীতি উন্নত ও অনুন্নত উভয়ই হয়
    (iii) জনবিস্ফোরণ – বেকারত্ব, অপুষ্টি, অশিক্ষা অত্যধিক
    (iv) জনাকীর্ণতা – খাদ্য সংকট, অপুষ্টি, বেকারত্ব
    (A) (ii), (iii), (iv) সঠিক; (i) নয়
    (B) (i), (ii), (iii) সঠিক; (iv) নয়
    (C) (i), (ii), (iv) সঠিক; (iii) নয়
    (D) সবকটিই সঠিক
    Ans: (D) সবকটিই সঠিক
  12. স্তম্ভ মেলাও:
    A. সেনসাস → (ii) জনসংখ্যা গণনা পদ্ধতি
    B. জনঘনত্ব → (i) মোট জনসংখ্যা ÷ মোট ক্ষেত্রফল
    C. মানুষ-জমি অনুপাত → (iv) মোট জনসংখ্যা ÷ কার্যকরী জমি
    D. জনসংখ্যা ডিভিডেন্ড → (iii) কর্মক্ষম জনসংখ্যার আধিক্য
    Ans: (A) (ii),(B) (i),(C) (iv),(D) (iii)
  13. উপকূল অঞ্চল অত্যন্ত ঘনবসতিপূর্ণ। কারণ-
    (A) উর্বর মাটি
    (B) সমুদ্রসম্পদ
    (C) সমভাবাপন্ন জলবায়ু
    (D) সবকটি
    Ans: (D) সবকটি
  14. সেন্সাস অনুযায়ী শহরের ন্যূনতম কত শতাংশ মানুষ অকৃষি কাজে নিয়োজিত-
    (A) 25%
    (B) 50%
    (C) 75%
    (D) 90%
    Ans: (C) 75%
  15. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতে প্রতি ১০০০ পুরুষে নারীর সংখ্যা-
    (A) 940
    (B) 950
    (C) 960
    (D) 980
    Ans: (A) 940
  16. কর্মক্ষম জনসংখ্যার পরিসর হল –
    (A) ১০-৫৯ বছর
    (B) ১৫-৫৯ বছর
    (C) ১৫-৬৪ বছর
    (D) ২০-৬০ বছর
    Ans: (C) ১৫-৬৪ বছর
  17. জনসংখ্যা বৃদ্ধি এবং অর্থনৈতিক বৃদ্ধির মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করেন –
    (A) ম্যলথাস
    (B) কার্ল মার্ক্স
    (C) সাইমন কুজনেটস
    (D) থম্পসন
    Ans: (C) সাইমন কুজনেটস
  18. ভারতে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় –
    (A) ১৮৭২ খ্রিঃ
    (B) ১৮৮১ খ্রিঃ
    (C) ১৯০১ খ্রিঃ
    (D) ১৯১১ খ্রিঃ
    Ans: (A) ১৮৭২ খ্রিঃ
  19. ভারতে দশবছর অন্তর আদমশুমারি অনুষ্ঠিত হয় –
    (A) ১৮৭২ সাল থেকে
    (B) ১৮৮১ সাল থেকে
    (C) ১৯০১ সাল থেকে
    (D) ১৯৫১ সাল থেকে
    Ans: (B) ১৮৮১ সাল থেকে
  20. যে প্রক্রিয়ায় জনসংখ্যা বৃদ্ধি পায় না তাকে বলা হয় –
    (A) শূন্য বৃদ্ধি হার
    (B) ঋণাত্মক বৃদ্ধি
    (C) ধনাত্মক বৃদ্ধি
    (D) ধীরগতি বৃদ্ধি
    Ans: (A) শূন্য বৃদ্ধি হার
  21. লিঙ্গ অনুপাত বলতে বোঝায় –
    (A) প্রতি ১০০০ পুরুষে নারীর সংখ্যা
    (B) প্রতি ১০০০ নারীতে পুরুষের সংখ্যা
    (C) নারীদের গড় আয়ু
    (D) নারীদের শিক্ষার হার
    Ans: (A) প্রতি ১০০০ পুরুষে নারীর সংখ্যা
  22. ভারতের কোন রাজ্যে নারীর সংখ্যা পুরুষের তুলনায় বেশি?
    (A) কেরল
    (B) পাঞ্জাব
    (C) হরিয়ানা
    (D) বিহার
    Ans: (A) কেরল
  23. অভ্যন্তরীণ পরিব্রাজন বলতে বোঝায় –
    (A) এক দেশ থেকে আরেক দেশে গমন
    (B) গ্রাম থেকে শহরে গমন
    (C) শহর থেকে গ্রামে গমন
    (D) দেশের অভ্যন্তরে এক স্থান থেকে অন্য স্থানে গমন
    Ans: (D) দেশের অভ্যন্তরে এক স্থান থেকে অন্য স্থানে গমন
  24. আন্তঃরাজ্য পরিব্রাজনের একটি উদাহরণ –
    (A) বিহার থেকে পাঞ্জাব
    (B) গ্রাম থেকে শহর
    (C) শহর থেকে শহর
    (D) একটি জেলার মধ্যে স্থান পরিবর্তন
    Ans: (A) বিহার থেকে পাঞ্জাব
  25. কোন ধরণের দেশগুলিতে গ্রাম থেকে শহরে পরিব্রাজনের হার বেশি?
    (A) উন্নত
    (B) উন্নয়নশীল
    (C) অনুন্নত
    (D) দরিদ্র
    Ans: (B) উন্নয়নশীল
  26. জনসংখ্যা ঘনত্ব সর্বনিম্ন ভারতের –
    (A) অরুণাচল প্রদেশে
    (B) মিজোরামে
    (C) নাগাল্যান্ডে
    (D) মেঘালয়ে
    Ans: (A) অরুণাচল প্রদেশে
  27. ২০১১ সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যা ছিল –
    (A) ১.০২ বিলিয়ন
    (B) ১.১০ বিলিয়ন
    (C) ১.২১ বিলিয়ন
    (D) ১.২৫ বিলিয়ন
    Ans: (C) ১.২১ বিলিয়ন
  28. আদমশুমারি করে কোন সংস্থা?
    (A) পরিকল্পনা কমিশন
    (B) নীতি আয়োগ
    (C) Registrar General of India
    (D) ভারতীয় পরিসংখ্যান বিভাগ
    Ans: (C) Registrar General of India
  29. বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় –
    (A) ১১ জুন
    (B) ১১ জুলাই
    (C) ১০ জুলাই
    (D) ১ জুলাই
    Ans: (B) ১১ জুলাই
  30. কোনটি অনাকাঙ্ক্ষিত পরিব্রাজনের কারণ নয়?
    (A) যুদ্ধ
    (B) দুর্ভিক্ষ
    (C) উচ্চশিক্ষা
    (D) প্রাকৃতিক দুর্যোগ
    Ans: (C) উচ্চশিক্ষা
  31. কর্মসংস্থানের উদ্দেশ্যে পরিব্রাজনকে বলে –
    (A) মৌলিক পরিব্রাজন
    (B) অর্থনৈতিক পরিব্রাজন
    (C) সামাজিক পরিব্রাজন
    (D) রাজনৈতিক পরিব্রাজন
    Ans: (B) অর্থনৈতিক পরিব্রাজন
  32. এক জনসংখ্যা থেকে আরেক জনসংখ্যার মাঝে ব্যবধান হল –
    (A) মোট জনসংখ্যা বৃদ্ধি
    (B) প্রকৃত জনসংখ্যা বৃদ্ধি
    (C) প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধি
    (D) জন্ম ও মৃত্যুর অনুপাত
    Ans: (C) প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধি
  33. কোনো অঞ্চলে জন্মহার ও মৃত্যুহার সমান হলে –
    (A) জনসংখ্যা হ্রাস পায়
    (B) জনসংখ্যা বৃদ্ধি পায়
    (C) জনসংখ্যা অপরিবর্তিত থাকে
    (D) জনসংখ্যা বিস্ফোরণ হয়
    Ans: (C) জনসংখ্যা অপরিবর্তিত থাকে
  34. Malthus-এর তত্ত্ব অনুসারে –
    (A) খাদ্য উৎপাদন গাণিতিক হারে বৃদ্ধি পায়
    (B) জনসংখ্যা গাণিতিক হারে বৃদ্ধি পায়
    (C) খাদ্য উৎপাদন জ্যামিতিক হারে বৃদ্ধি পায়
    (D) জনসংখ্যা হ্রাস পায়
    Ans: (A) খাদ্য উৎপাদন গাণিতিক হারে বৃদ্ধি পায়
  35. ভারতের কোন রাজ্যে জন্মহার সবচেয়ে বেশি?
    (A) বিহার
    (B) কেরল
    (C) তামিলনাড়ু
    (D) গুজরাট
    Ans: (A) বিহার
  36. ভারতের কোন রাজ্যে মৃত্যুহার সবচেয়ে কম?
    (A) কেরল
    (B) বিহার
    (C) পাঞ্জাব
    (D) ওডিশা
    Ans: (A) কেরল
  37. শিশু মৃত্যু বলতে বোঝায় –
    (A) ৫ বছরের নিচে মৃত্যুহার
    (B) ৩ বছরের নিচে মৃত্যুহার
    (C) ১ বছরের নিচে মৃত্যুহার
    (D) ৭ বছরের নিচে মৃত্যুহার
    Ans: (C) ১ বছরের নিচে মৃত্যুহার
  38. মায়ের প্রতি ১ লক্ষ জীবিত জন্মে মৃত মায়ের সংখ্যা বোঝায় –
    (A) শিশুমৃত্যুহার
    (B) প্রজনন হার
    (C) মাতৃমৃত্যুহার
    (D) নারী-পুরুষ অনুপাত
    Ans: (C) মাতৃমৃত্যুহার
  39. ভারতে সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ শহর –
    (A) মুম্বাই
    (B) কলকাতা
    (C) দিল্লি
    (D) বেঙ্গালুরু
    Ans: (B) কলকাতা
  40. কোন অঞ্চল ঘন জনবসতিপূর্ণ হয় না –
    (A) নদীর উপত্যকা
    (B) সমতল এলাকা
    (C) মরুভূমি
    (D) উপকূলবর্তী অঞ্চল
    Ans: (C) মরুভূমি
  41. জনসংখ্যা বিস্ফোরণ ঘটে –
    (A) জন্মহার বৃদ্ধি ও মৃত্যুহার হ্রাসে
    (B) জন্মহার হ্রাসে
    (C) মৃত্যুহার বৃদ্ধিতে
    (D) জন্মহার ও মৃত্যুহার সমান হলে
    Ans: (A) জন্মহার বৃদ্ধি ও মৃত্যুহার হ্রাসে
  42. ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল –
    (A) ১৯৫১-৬১
    (B) ১৯৬১-৭১
    (C) ১৯৭১-৮১
    (D) ১৯৮১-৯১
    Ans: (C) ১৯৭১-৮১
  43. বেশি জনঘনত্ব একটি দেশের –
    (A) সম্পদ
    (B) বোঝা
    (C) উন্নয়নের লক্ষণ
    (D) নিরাপত্তার প্রতীক
    Ans: (B) বোঝা
  44. কেরল রাজ্যে জনঘনত্ব বেশি হলেও মান উন্নত কারণ –
    (A) কৃষি প্রধান রাজ্য
    (B) শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা উন্নত
    (C) শিল্প উন্নত
    (D) সমুদ্র বাণিজ্য
    Ans: (B) শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা উন্নত
  45. কর্মক্ষম জনসংখ্যা বেশি হলে –
    (A) উন্নয়ন হার বাড়ে
    (B) কর্মসংস্থান হ্রাস পায়
    (C) পরনির্ভরশীলতা বাড়ে
    (D) মৃত্যু হার বাড়ে
    Ans: (A) উন্নয়ন হার বাড়ে
  46. শিশুদের জনসংখ্যার শতাংশ বেশি হলে –
    (A) গড় আয়ু বেশি
    (B) শিক্ষার হার বেশি
    (C) নির্ভরশীলতা হার বেশি
    (D) কর্মক্ষমতা বেশি
    Ans: (C) নির্ভরশীলতা হার বেশি
  47. জনসংখ্যা পিরামিডের প্রস্থ বাড়তে থাকলে বোঝায় –
    (A) বয়স্কদের সংখ্যা বেশি
    (B) শিশুদের সংখ্যা বেশি
    (C) নারীদের সংখ্যা বেশি
    (D) পুরুষদের সংখ্যা বেশি
    Ans: (B) শিশুদের সংখ্যা বেশি
  48. জনসংখ্যা নিয়ন্ত্রণের একটি উপায় –
    (A) বেকারত্ব বাড়ানো
    (B) উচ্চশিক্ষার প্রসার
    (C) কৃষির উন্নয়ন
    (D) অভিবাসন বাড়ানো
    Ans: (B) উচ্চশিক্ষার প্রসার
  49. সর্বাধিক জনসংখ্যা সম্পন্ন দেশ –
    (A) ভারত
    (B) চিন
    (C) মার্কিন যুক্তরাষ্ট্র
    (D) ইন্দোনেশিয়া
    Ans: (B) চিন
  50. জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি ভারতে শুরু হয় –
    (A) ১৯৪৭
    (B) ১৯৫২
    (C) ১৯৬১
    (D) ১৯৭১
    Ans: (B) ১৯৫২

[আরোও দেখুন:- Class 12 Geography 3rd Semester Suggestion Click here]

অতিসংক্ষিত | জনসংখ্যা (মানবীয়) দ্বাদশ শ্রেণীর ভূগোল | WBCHSE Class 12 Geography Population SAQ Question and Answer:

জনসংখ্যা (Population): একই প্রজাতিভুক্ত সমস্ত জীবের একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি নির্দিষ্ট এলাকায় একত্রিত সমাবেশ।
ভূগোল জনসংখ্যা: কোনো একটি নির্দিষ্ট এলাকার মানুষের সংখ্যাকে ভূগোল জনসংখ্যা বলে।
জনঘনত্ব (Population density): কোনো দেশ বা অঞ্চলের মোট ভূমি ও মোট লোকসংখ্যার পরিমাণগত সম্পর্ক বা অনুপাত।
মানুষ-জমি অনুপাত: কোনো দেশ বা অঞ্চলের মোট লোকসংখ্যার সঙ্গে কার্যকর জমির অনুপাত।
জনসংখ্যার বিস্ফোরণ: কোনো অঞ্চলে জন্মহারের তুলনায় মৃত্যুহার দ্রুত কমে গেলে মোট জনসংখ্যার পরিমাণ খুব বৃদ্ধি পায়। লভ্য সম্পদের তুলনায় এই জনসংখ্যা খুব বেশি হলে জনসংখ্যার এরূপ অস্বাভাবিক বৃদ্ধিকে জনসংখ্যার বিস্ফোরণ বলে

  • মানুষের জ্ঞান, বুদ্ধি, কর্মদক্ষতা প্রভৃতিকে মানব সম্পদ বলা হয়।
  • প্রতি 10 বছর অন্তর জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহের পদ্ধতিকে আদমশুমারি বলে। ভারতের প্রথম আদমশুমারি হয় 1872 সালে। প্রথম সম্পূর্ণ আদমশুমারি হয় 1881 সালে।
  • কোন দেশে প্রতি বর্গ কিমিতে যতজন মানুষ বাস করে তাকে ওই অঞ্চলের জনঘনত্ব বলে।
  • 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনঘনত্ব ছিল প্রতি বর্গ কিমিতে 382 জন।
  • জনঘনত্বের ধারণাটি পরিমাণগত ও দ্বিমাত্রিক ধারণা। মানুষ জমি অনুপাত ধারণাটি গুণগত।

ট্রান্সহিউম্যান্স (Transhumans): পশুপালক যাযাবরদের ঋতুভিত্তিক পরিব্রাজনকে ট্রান্স হিউম্যান্স বলে।
বেবি বুম (Baby Boom): কোনো জন্মের হার ব্যাপক বৃদ্ধি পাওয়াকে বেবি বুম বলে।
জনসংখ্যার অভিক্ষেপ ( Population projection): কোনো দেশের ভবিষ্যতের সম্ভাব্য জনসংখ্যা সম্পর্কে বিশেষজ্ঞদের বিশেষ পূর্বাভাসকে জনসংখ্যার অভিক্ষেপ বলে।

পরিব্রাজন: স্থায়ী বসবাসের উদ্দেশ্যে একস্থান থেকে অন্যস্থানে মানুষের গমন।
Brain Drain : অনুন্নত ও উন্নয়নশীল দেশ থেকে অধিক মেধার মানুষের উন্নত দেশে গমন।
Brain Gain : উন্নত দেশে অনুন্নত ও উন্নয়নশীল দেশ থেকে অধিক মেধার আগমন।
Push Factor : গ্রামের কর্মের সুযোগের অভাবে উন্নয়নশীল ও অনুন্নত দেশে গ্রাম থেকে শহরে মানুষের গমন।
Pull Factor: কাজের সুযোগ, চিকিৎসা, শিক্ষা প্রভৃতির কারণে শহরে মানুষের আগমন।
বয়স-লিঙ্গ অনুপাত : বয়স অনুসারে নারী-পুরুষের গঠন বিন্যাসের গ্রাফিক্যাল উপস্থাপন পদ্ধতি।
ডেমোগ্রাফিক ডিভিডেন্ড: যুবক ও মধ্যবয়স্ক জনসংখ্যা যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ মানবিক সম্পদে পরিণত করা যায়।
একুমেনে: পৃথিবীর বসবাসযোগ্য অঞ্চল।

◆ উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি: বিনামূল্যে নোটস, সাজেশন, PDF ও সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp Group এ Join হয়ে যাও।

HS WhatsApp Groups Click Here to Join

HS Class 12 Suggestion – উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর সাজেশন

আরোও দেখুন:-

Class 12 Bengali 3rd Semester Suggestion Click here

আরোও দেখুন:-

Class 12 English 3rd Semester Suggestion Click here

আরোও দেখুন:-

Class 12 Geography 3rd Semester Suggestion Click here

আরোও দেখুন:-

Class 12 History 3rd Semester Suggestion Click here

আরোও দেখুন:-

Class 12 Political Science 3rd Semester Suggestion Click here

আরোও দেখুন:-

Class 12 Education 3rd Semester Suggestion Click here

আরোও দেখুন:-

Class 12 Philosophy 3rd Semester Suggestion Click here

আরোও দেখুন:-

Class 12 Sociology 3rd Semester Suggestion Click here

আরোও দেখুন:-

Class 12 Sanskrit 3rd Semester Suggestion Click here

আরোও দেখুন:-

Class 12 All Subjects 3rd Semester Suggestion Click here

উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর | West Bengal Class 12th Geography Question and Answer / Suggestion / Notes Book

আরোও দেখুন :-

দ্বাদশ শ্রেণীর ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here

FILE INFO : জনসংখ্যা (মানবীয়) উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর | HS Class 12 Geography Population MCQ Question and Answer with FREE PDF Download Link

PDF File Name জনসংখ্যা (মানবীয়) উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর | HS Class 12 Geography Population MCQ Question and Answer PDF
Prepared by Experienced Teachers
Price FREE
Download Link  Click Here To Download
Download PDF Click Here To Download

জনসংখ্যা (মানবীয়) অধ্যায় থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :

Update

[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন রচনা – Rabindranath Tagore Biography in Bengali]

[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]

Info : জনসংখ্যা (মানবীয়) দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর

 Class 12 Geography Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) Geography Question and Answer Suggestion 

” জনসংখ্যা (মানবীয়) দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দ্বাদশ শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Twelve XII / WB Class 12 / WBCHSE / Class 12 Exam / West Bengal Council of Higher Secondary Education – WB Class 12 Exam / Class 12th / WB Class 12 / Class 12 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে দ্বাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশন / দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class-11 Geography Suggestion / HS Class 12 Geography Population MCQ Question and Answer / Class 12 Geography Suggestion / Class-11 Pariksha Geography Suggestion / Geography Class 12 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 12 Geography Suggestion FREE PDF Download উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস দ্বাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 12 Geography Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th Geography Suggestion / HS Class 12 Geography Population MCQ Question and Answer / Class 12 Geography Suggestion / Class 12 Pariksha Suggestion / Class 12 Geography Exam Guide / Class 12 Geography Suggestion 2025, 2026, 2027, 2028, 2029, 2030 / Class 12 Geography Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class-11 Geography Suggestion FREE PDF Downloa(D) সফল হবে।

জনসংখ্যা (মানবীয়) প্রশ্ন ও উত্তর 

জনসংখ্যা (মানবীয়) প্রশ্ন ও উত্তর | জনসংখ্যা (মানবীয়) HS Class 12 Geography Population MCQ Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর – জনসংখ্যা (মানবীয়) প্রশ্ন ও উত্তর।

জনসংখ্যা (মানবীয়) MCQ প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণীর ভূগোল 

জনসংখ্যা (মানবীয়) MCQ প্রশ্ন ও উত্তর | জনসংখ্যা (মানবীয়) HS Class 12 Geography Population MCQ Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর – জনসংখ্যা (মানবীয়) MCQ প্রশ্ন উত্তর।

জনসংখ্যা (মানবীয়) MCQ প্রশ্ন উত্তর – দ্বাদশ শ্রেণি ভূগোল | Class 12 Geography Population 

দ্বাদশ শ্রেণি ভূগোল (Class 12 Geography Population) – জনসংখ্যা (মানবীয়) প্রশ্ন ও উত্তর | জনসংখ্যা (মানবীয়) | Class 12 Geography Population Suggestion দ্বাদশ শ্রেণি ভূগোল – জনসংখ্যা (মানবীয়) প্রশ্ন উত্তর।

উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – জনসংখ্যা (মানবীয়) প্রশ্ন উত্তর | HS Class 12 Geography Population MCQ Question and Answer Question and Answer, Suggestion 

উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর – জনসংখ্যা (মানবীয়) | উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর – জনসংখ্যা (মানবীয়) | পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর – জনসংখ্যা (মানবীয়) | দ্বাদশ শ্রেণীর ভূগোল সহায়ক – জনসংখ্যা (মানবীয়) প্রশ্ন ও উত্তর । HS Class 12 Geography Population MCQ Question and Answer, Suggestion | HS Class 12 Geography Population MCQ Question and Answer Suggestion | HS Class 12 Geography Population MCQ Question and Answer Notes | West Bengal Class 12th Geography Question and Answer Suggestion. 

উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর – জনসংখ্যা (মানবীয়) MCQ প্রশ্ন উত্তর | WBCHSE Class 12 Geography Question and Answer, Suggestion 

উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর – জনসংখ্যা (মানবীয়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | জনসংখ্যা (মানবীয়) । HS Class 12 Geography Population MCQ Question and Answer Suggestion.

WBCHSE Class 12th Geography Population Suggestion | উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর – জনসংখ্যা (মানবীয়)

WBCHSE Class 12 Geography Population Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর – জনসংখ্যা (মানবীয়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । জনসংখ্যা (মানবীয়) | Class 12 Geography Population Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর – জনসংখ্যা (মানবীয়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

HS Class 12 Geography Population MCQ Question and Answer Suggestions | উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর – জনসংখ্যা (মানবীয়) | উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর 

HS Class 12 Geography Population MCQ Question and Answer উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর – জনসংখ্যা (মানবীয়) উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর HS Class 12 Geography Population MCQ Question and Answer উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – জনসংখ্যা (মানবীয়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর । 

WB Class 12 Geography Population Suggestion | উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর – জনসংখ্যা (মানবীয়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর 

HS Class 12 Geography Population MCQ Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর – জনসংখ্যা (মানবীয়) MCQ প্রশ্ন ও উত্তর । HS Class 12 Geography Population MCQ Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর।

West Bengal Class 12 Geography Suggestion Download WBCHSE Class 12th Geography short question suggestion . Class 12 Geography Population Suggestion download Class 12th Question Paper Geography. WB Class 12 Geography suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। দ্বাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Get the HS Class 12 Geography Population MCQ Question and Answer by Bhugol Shiksha .com

HS Class 12 Geography Population MCQ Question and Answer prepared by expert subject teachers. WB Class 12 Geography Suggestion with 100% Common in the Examination .

Class Twelve XII Geography Population Suggestion | West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) Class 12 Exam 

HS Class 12 Geography Population MCQ Question and Answer, Suggestion Download PDF: West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) Class 12 Twelve XII Geography Suggestion is provided here. HS Class 12 Geography Population MCQ Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here. 

জনসংখ্যা (মানবীয়) উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর | HS Class 12 Geography Population MCQ Question and Answer 

  অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” জনসংখ্যা (মানবীয়) উচ্চমাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর | HS Class 12 Geography Population MCQ Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now