
তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর
Class 11 Geography Tritio Storer Kriyakalap Question and Answer
তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 11 Geography Tritio Storer Kriyakalap Question and Answer : তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 11 Geography Tritio Storer Kriyakalap Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBCHSE Class 11th Geography Tritio Storer Kriyakalap Question and Answer, Suggestion, Notes | একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 11th Eleven XI Geography Examination – পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন (তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 11 Geography Tritio Storer Kriyakalap Question and Answer) গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
তোমরা যারা তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 11 Geography Tritio Storer Kriyakalap Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো।
রাজ্য (State) | পশ্চিমবঙ্গ (West Bengal) |
বোর্ড (Board) | WBCHSE, West Bengal |
শ্রেণী (Class) | একাদশ শ্রেণী (WB Class 11th) |
বিষয় (Subject) | একাদশ শ্রেণীর ভূগোল (Class 11 Geography) |
মানবীয় ভূগোল (Human Geography) | তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (Tritio Storer Kriyakalap) |
[একাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]
তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal WBCHSE Class 11th Geography Tritio Storer Kriyakalap Question and Answer
সংক্ষিপ্ত | তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 11 Geography Tritio Storer Kriyakalap SAQ Question and Answer:
- G-8 গোষ্ঠী কী? G-21 গোষ্ঠী বলতে কী বোঝ?
Ans: অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করতে, বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত করতে এবং বাণিজ্যের পরিমাণ বাড়াতে 1975 সালে পৃথিবীর আটটি শিল্পোন্নত দেশ নিয়ে গঠিত সংগঠন হল G-৪। এর অন্তর্ভুক্ত দেশগুলি হল-ফ্রান্স, জার্মানি, জাপান, USA, UK রাশিয়া, ইতালি ও কানাডা।
2003 সালে মেক্সিকোর কানকুনে WTO-এর বৈঠকে উন্নত ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে বিরোধের অবসান করতে পৃথিবীর 21টি উন্নয়নশীল দেশ বিশ্ব বাণিজ্যের মঞ্চে যে নতুন গোষ্ঠী গঠন করে তা হল G-21।
- বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা SEZ কী?
Ans: কোনো একটি নির্দিষ্ট অর্থনৈতিক ক্রিয়াকলাপের জন্য নির্ধারিত বিশেষায়িত অঞ্চলকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (Special Economic Zone) বা SEZ বলা হয়। SEZ গুলিতে শিল্প স্থায়িত্বের জন্য শুল্ক কম করা হয় এবং পূর্ণ প্রতিযোগিতার বাজারকে কিছুটা পরিবর্তিত করা হয়।
সংশ্লিষ্ট দেশের সরকারি নিয়মকানুনও SEZ-এর মধ্যে পরিবর্তিত হয়। অর্থাৎ দেশের মধ্যে অবস্থান করা একটি বিশেষ অর্থনৈতিক কার্যকলাপের জন্য নির্দিষ্ট ভূখণ্ড যার মধ্যে উদার অর্থনৈতিক আইন থাকে, তা হল SEZI
- ASEAN কত সালে গঠন করা হয়? ডাম্পিং বলতে কী বোঝায়?
Ans: ASEAN (Association of South-East Asian Nations) 1967 সালে গঠন করা হয়।
উৎপাদিত পণ্যদ্রব্য অস্বাভাবিক কম দামে বাজারে বিক্রি করে অন্যায়ভাবে প্রতিযোগীদের সরিয়ে দেওয়ার নীতিকে ডাম্পিং বলে।
- রিমোট সেন্সিং বা দূরসংবেদন কাকে বলে?
Ans: কোনোভাবে কাছে না গিয়ে বা স্পর্শ না করেই প্রযুক্তির সহায়তায় কোনো বস্তু বা ক্ষেত্র বা উপাদান সম্পর্কে তথ্য সংগ্রহ করাকেই দূরসংবেদন (Remote Sensing) বলা হয়। বর্তমানে মানুষ সংবাদ আহরণ, যোগাযোগ ব্যবস্থার প্রসার, দুর্যোগ বা আবহাওয়ার পূর্বাভাষ প্রদান, আরও নানাবিধ কাজের জন্য দূরসংবেদন পদ্ধতির সাহায্য নিয়ে থাকে। এরজন্য বেলুন, বিমান বা কৃত্রিম উপগ্রহের সাহায্য নেওয়া হয়।
- Geographic Information System (GIS) বলতে কী বোঝ?
Ans: Geographic Information System (GIS) হল উপগ্রহ প্রেরিত তথ্য সংগ্রহ, সংরক্ষণ, সংস্করণ, সমন্বয় ও বিশ্লেষণের মাধ্যমে একটি তথ্য ব্যবস্থাপনা গড়ে তোলা এবং তার সাহায্যে ভৌগোলিক অবস্থানের মানচিত্র উপস্থাপন করা।
- পোতাশ্রয় ও পশ্চাদভূমি বলতে কী বোঝায়?
Ans: পোতাশ্রয় (Harbour): বন্দরের নির্দিষ্ট স্থানে যেখানে ঝড়ঝঞ্জা-সুনামি বা যে-কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় জাহাজ নিশ্চিন্তে আশ্রয় নিতে পারে বা নিরাপদে মালপত্র ওঠা-নামা করতে পারে, তাকেই পোতাশ্রয় বলে। পোত কথার অর্থই হল জাহাজ।
পশ্চাদভূমি (Hinterland): কোনো বন্দরের দ্বারা রপ্তানিকৃত পণ্য যে যে বিস্তীর্ণ অঞ্চল থেকে অঞ্চল থেকে সংগৃহীত হয় অথবা আমদানিকৃত পণ্য যে বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত সরবরাহ করা হয়, এককথায় বন্দরনির্ভর সম্পূর্ণ অঞ্চলকেই ওই বন্দরের পশ্চাদ্ভূমি বলা হয়। ভারতে মুম্বাই বন্দরের পশ্চাদ্ভূমির আয়তন বৃহত্তম।
- সোনালি চতুর্ভুজ কাকে বলে?
Ans: ভারতের চারটি মেট্রোপলিটন শহর যথা দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতাকে যুক্তকারী ছয় চ্যানেলবিশিষ্ট সড়কপথ হল সোনালি চতুর্ভুজ। এই চতুর্ভুজের মোট দৈর্ঘ্য 5846 কিলোমিটার। এর চারটি বাহুর দৈর্ঘ্য সমান নয়, যেমন-দিল্লি থেকে মুম্বাই-এর দূরত্ব 1419 কিমি, মুম্বাই থেকে চেন্নাই-এর দূরত্ব 1290 কিমি, চেন্নাই থেকে কলকাতার দূরত্ব 1684 কিমি এবং কলকাতা থেকে দিল্লি পর্যন্ত দূরত্ব প্রায় 1453 কিমি।
- আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে? আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ কী?
Ans: পণ্যসামগ্রী যখন এক দেশ থেকে অন্য দেশে আদানপ্রদান করা হয়, তখন তাকে বৈদেশিক বাণিজ্য বা আন্তর্জাতিক বাণিজ্য বলে।
আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হল-প্রাকৃতিক সম্পদের অসম বণ্টন।
- সোনালি চতুর্ভুজের কোন্ দুটি অংশের মধ্যে দূরত্ব সবথেকে বেশি?
Ans: সোনালি চতুর্ভুজের অন্তর্গত কলকাতা থেকে চেন্নাই অংশের দূরত্ব সবথেকে বেশি।
- সোনালি চতুর্ভুজের কোন দুটি অংশের মধ্যে দূরত্ব সবচেয়ে কম?
Ans: সোনালি চতুর্ভুজের মুম্বাই থেকে চেন্নাই অংশের মধ্যে দূরত্ব সবথেকে কম।
- ভারতের দীর্ঘতম সড়কপথ কোন্টি? আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রধান রাজপথ বা Highway কী নামে পরিচিত?
Ans: ভারতের দীর্ঘতম সড়কপথটি হল 7 নং জাতীয় সড়ক (বারাণসী থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত)।
আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রধান রাজপথ বা Highway এক্সপ্রেসওয়ে (Expressway) নামে পরিচিত।
- ভারতে প্রধান রাজপথ বা Highway কী নামে পরিচিত? গ্রাম্য পথকী?
Ans: ভারতে প্রধান রাজপথ বা Highway জাতীয় রাজপথ (National Highway) নামে পরিচিত।
গ্রামে পায়ে হাঁটা বা গোরুরগাড়ি চলার যে রাস্তা দেখা যায়, তাকে গ্রাম্য পথ বলে।
- শিপিং লাইন বলতে কী বোঝায়? শিপিং লেন কাকে বলে?
Ans: যেসব সংস্থা বা কোম্পানির জাহাজ সমুদ্রে চলাচল করে, সেসব সংস্থা বা কোম্পানিকে শিপিং লাইন বলে।
নির্দিষ্ট গন্তব্যে পৌঁছোনোর জন্য জাহাজ সমুদ্রে যে পথ অনুসরণ করে সেই নির্দিষ্ট পথকে শিপিং লেন বলে।
- ইনটারনেট বা অন্তর্জাল কী? কম্পিউটার পরিভাষায় ‘ভাইরাস’ কী?
Ans: ইনটারনেট বা অন্তর্জাল হল পরস্পর সংযুক্ত অনেকগুলি কম্পিউটার নেটওয়ার্ক বা কার্যক্রমের সমন্বয়।
কম্পিউটার পরিভাষায় ‘ভাইরাস’ হল একধরনের বাধা যার আক্রমণে কম্পিউটার পরিসেবা ব্যাহত হয়।
- Telecom Regulatory Authority of India (TRAI) কত সালে স্থাপন করা হয়েছে? টেলিপ্রিন্টার কী?
Ans: Telecom Regulatory Authority of India (TRAI) 1997 সালে স্থাপন করা হয়েছে।
যে যন্ত্রের মাধ্যমে টাইপ করা বার্তা দ্রুত এক স্থান থেকে আর এক স্থানে পাঠানো হয়, তাকে টেলিপ্রিন্টার বলে।
- আন্তর্জাতিক পর্যটন কাকে বলে? আন্তর্জাতিক বাণিজ্যের যে-কোনো একটি অর্থনৈতিক গুরুত্ব উল্লেখ করো।
Ans: পর্যটন যখন দেশের সীমারেখা অতিক্রম করে অন্য দেশে ছড়িয়ে পড়ে, তখন তাকে আন্তর্জাতিক পর্যটন বলে।
আন্তর্জাতিক বাণিজ্যের একটি অর্থনৈতিক গুরুত্ব হল-আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি পেলে কৃষি, শিল্প ও পরিসেবাক্ষেত্রের উন্নতিকে কেন্দ্র করে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।
- GATT কী?
Ans: GATT-এর সম্পূর্ণ নাম হল-General Agreement on Tariffs and Trade। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে USA-এর নেতৃত্বে পাশ্চাত্য দেশগুলি বাণিজ্যিক স্বার্থ রক্ষায় GATT নামক সংস্থা তৈরি করে। 1994 সাল পর্যন্ত সংস্থাটির অস্তিত্ব ছিল 1994 সালে মরক্কোতে বৈঠক দ্বারা এর অবলুপ্তি ঘটে এবং বিশ্ববাণিজ্য সংস্থা (WTO) আত্মপ্রকাশ করে।
- SAARC কী? SAARC গোষ্ঠীভুক্ত যে যে দেশের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক আছে তাদের নাম লেখো।
Ans: বাণিজ্যিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে 1985 সালে গঠিত ভারত-সহ তার প্রতিবেশী?টি দেশের সংগঠন হল SAARC। এর সদর দপ্তর নেপালের কাঠমাণ্ডু শহরে অবস্থিত।
SAARC গোষ্ঠীভুক্ত বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তানের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক আছে।
রচনাধর্মী | তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 11 Geography Tritio Storer Kriyakalap Question and Answer:
1. জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন?
Ans: জলপথকে উন্নয়নের জীবনরেখা বলার কারণ: জলপথকে উন্নয়নের জীবনরেখা বলার কারণগুলি হল-
[1] উন্মুক্ত ও অবাধ: জলপথ উন্মুক্ত ও অবাধ। এই পথ ব্যবহারে কোনো বাধা নেই। নির্মাণ। রক্ষণাবেক্ষণ ব্যয় শূন্য। তবে বন্দর ও জেটি নির্মাণ করতে হয়। পরিবহণ ব্যয় নামমাত্র। তাই, যেসব দেশে জলপথ পরিবহণের সুবিধা আছে, সেইসব দেশের পণ্যসামগ্রীর বিরাট একটা অংশ জলপথের মাধ্যমেই পরিবাহিত হয়।
[2] ভারী দ্রব্য পরিবহণ: শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় ভারী মেশিনপত্র এবং পণ্যসামগ্রী পরিবহণের ক্ষেত্রে জলপথ সবচেয়ে বেশি উপযোগী। অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে পণ্যের আদানপ্রদানে জলপথের গুরুত্ব সর্বাধিক।
[3] শিক্ষা ও সংস্কৃতির বিনিময়: জলপথে আন্তর্জাতিক বাণিজ্যের ফলেপ্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে কেবল বাণিজ্যিক সম্পর্কই গড়ে ওঠে না, উভয় দেশগুলির মধ্যে শিক্ষা ও সংস্কৃতির বিনিময় ঘটে।
[4] অর্থনৈতিক উন্নতি: বাংলাদেশের মতো নদীমাতৃক দেশে অভ্যন্তরীণ যাত্রী পরিবহণের বেশিরভাগটাই জলপথের মাধ্যমে হয়ে থাকে। জলপথের রক্ষণাবেক্ষণ ব্যয় এবং পরিবহণ ব্যয় কম হওয়ায়, অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলি জলপথের ওপর খুব বেশি মাত্রায় নির্ভরশীল। এইসব অঞ্চলের অর্থনৈতিক বিকাশে জলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
[5] পর্যটন শিল্পের বিকাশ: প্রাকৃতিক সৌন্দর্যের টানে বহু দেশি-বিদেশি পর্যটক জলপথের মাধ্যমে বিভিন্ন দেশে এসে ভিড় করে। ফলে ওইসব দেশে পর্যটন শিল্প বিশেষভাবে উন্নতি লাভকরেছে। মায়ানমার, থাইল্যান্ড, ফিলিপিন্স প্রভৃতি দেশের পর্যটন শিল্পের বিকাশে জলপথের অবদান অপরিসীম।
এইসব কারণে ভূগোলবিদগণ জলপথকে উন্নয়নের জীবনরেখা (Lifeline of prosperity) বলে অভিহিত করেছেন।
2. আধুনিক যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন মাধ্যমগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
Ans: আধুনিক যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন মাধ্যম: আধুনিক যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ মাধ্যমগুলি হল – [1] ডাক ব্যবস্থা, [2] সংবাদপত্র ও অন্যান্য মুদ্রিত মাধ্যম, [3] টেলিগ্রাফ ও টেলিগ্রাম, [4] টেলিফোন বা দূরভাষ, [5] মোবাইল ও সেলুলার ফোন, [6] বেতার পদ্ধতি, [7] ইনটারনেট ব্যবস্থা, [৪] টেলিপ্রিন্টার বা টেলেক্স, [9] টেলিফ্যাক্স, [10] উপগ্রহ বা স্যাটেলাইট পরিসেবা, [11] ভিডিয়ো কনফারেন্সিং প্রভৃতি। এই মাধ্যমগুলি সম্পর্কে সংক্ষেপে এখানে আলোচনা করা হল-
[1] ডাক ব্যবস্থা: ডাকের মাধ্যমে সংবাদ আদানপ্রদান পৃথিবীর যোগাযোগ ব্যবস্থার একটি প্রাচীন মাধ্যম। খ্রিস্টপূর্ব 900 সালে চিনে প্রথম এই ব্যবস্থার সূচনা হয় ও ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ভারতে এই ব্যবস্থার সূচনাকাল 1766 সালে। অতীতে মানুষ ও বিভিন্ন পশুপাখির সাহায্যে ডাকের আদানপ্রদান করা হলেও, বর্তমানে আধুনিক পরিবহণ ব্যবস্থার দ্রুত মাধ্যমগুলির (রেলগাড়ি, বাস প্রভৃতি) ব্যবহার করা হয়। আধুনিক ভারতের ডাক যোগাযোগ ব্যবস্থায় স্পিড পোস্ট, স্যাটেলাইট পোস্ট, এক্সপ্রেস পোস্ট, বিজনেস ও মিডিয়া পোস্ট প্রভৃতি নতুন নতুন পদ্ধতি চালু করা হয়েছে।
[2] সংবাদপত্র ও অন্যান্য মুদ্রিত মাধ্যম: বর্তমানে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল সংবাদপত্র ও বিভিন্ন প্রকার সাময়িকপত্র (যেমন-অর্ধসাপ্তাহিক, সাপ্তাহিক, মাসিক, ষান্মাসিক প্রভৃতি)। আধুনিক পরিভাষায় এই মুদ্রিত মাধ্যমকে বলে প্রেস ও প্রিন্ট মিডিয়া। স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে সর্বক্ষণ যেসব ঘটনা ঘটছে সেগুলির বিবরণ, বিশ্লেষণ, পরিসংখ্যান, ছবি ইত্যাদি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই মাধ্যমটি অসাধারণ ভূমিকা নেয়। বর্তমানে ভারতে রেজিস্ট্রিকৃত সাময়িকপত্র ও সংবাদপত্রের সংখ্যা প্রায় 60 হাজারের মতো।
[3] টেলিফোন বা দূরভাষ: টেলিফোন হল তারের সাহায্যে সংযুক্ত এমন একটি যোগাযোগ ব্যবস্থা যার দ্বারা দুজন মানুষ পৃথিবীর দুই প্রান্তে বা দূরদূরান্তে থাকলেও মুহূর্তের মধ্যে কথার মাধ্যমে পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারে। আবার একটি প্রতিষ্ঠানের মধ্যেও অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে টেলিফোন ব্যবহার করা যায়। একে ইনটারকম টেলিফোন পদ্ধতি বলে। এই টেলিফোন ব্যবস্থার আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল 1875 সালে। ভারতে প্রথম টেলিফোন পরিসেবা চালু হয় 1881-82 সালে কলকাতায়।
[4] মোবাইল ও সেলুলার ফোন: উপগ্রহ নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে মোবাইল ফোনের সাহায্যে পৃথিবীর যে-কোনো প্রান্তের মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়। মোবাইলের সাহায্যে SMS, MMS, ইনটারনেট সংযোগ, ছবির আদানপ্রদান করা যায় এবং রেডিয়ো ও ক্যামেরার সুবিধা গ্রহণ করা যায়। তবে বর্তমানে ব্যবহৃত স্মার্ট মোবাইলে GPS সংযুক্ত থাকায় ব্যবহারকারী পৃথিবীপৃষ্ঠের যে স্থানে অবস্থান করে, সেই স্থানের অবস্থান ও উচ্চতা নির্ণয় করতে পারে।
[5] বেতার পদ্ধতি: এই ব্যবস্থায় রেডিয়ো স্টেশন বা বেতারকেন্দ্র থেকে প্রচারিত সংবাদ-সহ বিভিন্ন অনুষ্ঠান তড়িৎচুম্বকীয় তরঙ্গরূপে ঊর্ধ্ব বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে প্রতিফলিত হয়ে রেডিয়ো বা বেতারযন্ত্রের মাধ্যমে শ্রোতাদের কানে পৌঁছায়। এটি তারবিহীন বলে যে-কোনো স্থান,
এমনকি মাঝ সমুদ্র, গভীর বন বা মরুভূমি ও দুর্গম পার্বত্যাঞ্চল থেকেও এর সাহায্যে যোগাযোগ করা যায়।
অন্যান্য মাধ্যম:
(1) ইনটারনেট ব্যবস্থা: সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারকে মডেমের মাধ্যমে টেলিফোন লাইনের সাহায্যে একসূত্রে যুক্ত করার নামই হল ইনটারনেট বা অন্তর্জাল। পৃথিবীর বিভিন্ন দেশে যে কম্পিউটার নেটওয়ার্ক সৃষ্টি হয়, তারই সমন্বয়কে ইনটারনেটওয়ার্ক বা সংক্ষেপে ইনটারনেট বলে। ইনটারনেটে প্রবেশ করতে গেলে প্রয়োজন হয় মোডেমযুক্ত কম্পিউটার, উইন্ডোজ, সফটওয়্যার এবং ব্যক্তিগত টেলিফোন লাইন। ইনটারনেট ব্যবস্থার মাধ্যমে কম্পিউটারের সাহায্যে ই-মেল (ইলেকট্রনিক মেল)-এর মাধ্যমে যে-কোনো ব্যক্তি যে-কোনো স্থানে বার্তা, সংবাদ, চিঠিপত্র, তথ্য ইত্যাদি প্রেরণ ও গ্রহণ করতে পারে। ইনটারনেট ব্যবস্থায় ই-মেল ছাড়াও ওয়েবসাইটের ব্যবস্থা আছে। পৃথিবীর বিভিন্ন স্থানের বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান বিভিন্ন ওয়েবসাইটে ধরে রাখা হয়। মানুষ পৃথিবীর যে-কোনো স্থান থেকে প্রয়োজনীয় ওয়েবসাইট খুলে দরকার মতো তথ্য ও পরিসংখ্যান গ্রহণ করতে পারে। এই ব্যবস্থা প্রচলনের জন্য শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা, ব্যাবসা ও রাজনৈতিক জগৎ বিশেষভাবে উপকৃত হচ্ছে।
(2) টেলিপ্রিন্টার বা টেলেক্স: টেলিপ্রিন্টার হল এমন এক ধরনের যোগাযোগ ব্যবস্থা যার সাহায্যে স্বয়ংক্রিয় টাইপরাইটারের মাধ্যমে দূরবর্তী কোনো স্থানে অতি সহজেই বার্তা বা সংবাদ পৌঁছে দেওয়া যায়। লিখিত বার্তা পাঠাতে পরিবহণের কোনো প্রয়োজন হয় না। ব্যাবসাবাণিজ্য ও সরকারি প্রতিষ্ঠানগুলিতে বিশেষ করে আবহাওয়া ও প্রতিরক্ষা দপ্তরে সামরিক প্রয়োজনে এর ব্যবহার সর্বাধিক।
(3) উপগ্রহ বা স্যাটেলাইট পরিসেবা: আধুনিক যোগাযোগ ব্যবস্থার সব কিছুই এবং ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের বিভিন্ন তথ্য অনুসন্ধান ও সংগ্রহ উপগ্রহের মাধ্যমে করা হয়। দূরদর্শনে বিশ্বকাপ ফুটবল কিংবা অলিম্পিকের টাটকা সম্প্রসারণ, কম্পিউটারের ইনটারনেট সংযোগ, মেবাইল পরিসেবা, ভিডিয়ো কনফারেন্স ইত্যাদি সব যোগাযোগ উপগ্রহের মাধ্যমে করা হয়। উপগ্রহে ক্যামেরা বসানো আছে। সেই ক্যামেরা বায়ুমণ্ডল ও পৃথিবীপৃষ্ঠের ছবি তুলছে ও সেই ছবি পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছে। এই ছবিকে বলা হয় উপগ্রহ চিত্র (Satellite imagery)। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে বায়ুমন্ডলীয় ঝড়ের অবস্থা জানা যায়, ভূপৃষ্ঠের কৃষি, খনিজ, বনজ, জলসম্পদ, বসতি ইত্যাদি সব প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদ সম্বন্ধে তথ্য সংগ্রহ করা হয়। উপগ্রহে স্থাপিত সংবেদন যন্ত্রের সাহায্যে দূর থেকে ভূপৃষ্ঠকে এভাবে পর্যবেক্ষণ করার পদ্ধতিকে বলা হয় দূর সংবেদন বা রিমোট সেন্সিং (Remote sensing)। কম্পিউটারের মাধ্যমে উপগ্রহ চিত্রকে বিশ্লেষণ করে বিভিন্ন তথ্য পাওয়া যায় এবং ওই সব তথ্যকে কার্টোগ্রামসের মাধ্যমে চিত্রায়িত করা যায়। সমগ্র পদ্ধতিটিকে বলা হয় GIS বা Geographic Information System |
(4) ভিডিয়ো কনফারেন্সিং: অতি উন্নত এই টেলিযোগাযোগ ব্যবস্থায় একাধিক ব্যক্তি একইসময়ে পরস্পরের সাথে মুখোমুখি বসে আলোচনা করার মতো যোগাযোগ স্থাপন করতে পারে।
3. আধুনিক যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো।
Ans: আধুনিক যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব: অতীতে যোগাযোগের মাধ্যম ছিল অতি ধীর। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে যোগাযোগ ব্যবস্থায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। তাই, আধুনিক যোগাযোগ ব্যবস্থায় সংযোজিত হয়েছে নানান পদ্ধতি। যন্ত্রনির্ভর ও পদ্ধতিনির্ভর আধুনিক যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব তাই বিশেষ উল্লেখযোগ্য।
[1] ডাক ব্যবস্থার গুরুত্ব ডাক ব্যবস্থার গুরুত্বগুলি হল –
(i) ডাকপরিসেবা দ্রুত পরিচালনার জন্য ডাক বিভাগ PIN, QMS, স্পিড পোস্ট প্রভৃতি চালু করেছে।
(ii) ডাক পরিসেবার মাধ্যমগুলির মধ্যে পোস্টকার্ড, এনভেলপ, বুকপোস্ট প্রভৃতি উল্লেখযোগ্য। ০
(iii) মহানগরগুলিতে বাণিজ্যিক ডাক পরিসেবা চালু হওয়ায় এর বাণিজ্যিক গুরুত্বও বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
[2] টেলিযোগাযোগ ও ইনটারনেট ব্যবস্থার গুরুত্ব
(i) টেলিযোগাযোগ ব্যবস্থার আবিষ্কার ও উন্নতির ফলে পৃথিবীর বিভিন্ন দেশের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। দেশের যে-কোনো স্থানে সংবাদ পাঠাতে যেখানে সময় লাগত সপ্তাহ খানেকের ওপর, আজ তা মুহূর্তের মধ্যে সম্পন্ন হচ্ছে।
(ii) ইনটারনেট ব্যবস্থা দূরকে টেনে এনেছে নিজের আঙিনায়। বিশাল পৃথিবীকে রূপান্তরিত করেছে বিশ্বপল্লিতে।
[3] রেডিয়ো ও টেলিভিশনের গুরুত্ব
(i) রেডিয়ো ও টেলিভিশনের মাধ্যমে দেশবিদেশের শিক্ষা, শিল্প ও সংস্কৃতি, বিভিন্ন ঘটনাবলি, খেলাধুলা, বিভিন্ন রকমের সংবাদ, বিভিন্ন দ্রব্যের বাণিজ্যিক প্রচার, আবহাওয়া সংক্রান্ত সংবাদ প্রভৃতি যে-কোনো স্থানে পৌঁছে দেওয়া যায়।
(ii) জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সংবাদ পরিবেশন, শিক্ষার প্রচার ও চিত্তবিনোদনে রেডিয়ো ও টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
[4] সংবাদপত্র ও অন্যান্য মুদ্রণ মাধ্যমের গুরুত্ব
(i) সংবাদপত্র ও অন্যান্য পত্রপত্রিকার মাধ্যমে বিশ্বের অসংখ্য লোকজনের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়।
(ii) সংবাদপত্রের মাধ্যমে প্রতিদিন অল্প খরচে পৃথিবীর বহু মানুষ দেশবিদেশের নানান খবর জানতে পারেন। বর্তমানে ভারতে প্রায় 49,145টি সংবাদপত্র ও বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশিত হয়।
(iii) আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ।
[5] ভিডিয়ো কনফারেন্সের গুরুত্ব
(i) এই ব্যবস্থার মাধ্যমে বহুদূরে বসবাসকারী মানুষ সরাসরি একে অপরকে প্রত্যক্ষ করতে পারে। নিজেদের মধ্যে ভাবের বিনিময় ঘটাতে পারে।
(ii) কোনো ব্যক্তি সরাসরি উপস্থিত না থেকেও এই ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করতে পারে।
(iii) বহু দূরবর্তী স্থানে বাস করেও একাধিক ব্যক্তি নিজেদের মধ্যে বিভিন্ন তথ্য, পরিসংখ্যান বা সংবাদের আদানপ্রদান ঘটাতে পারে।
4. ইনটারনেট ব্যবস্থার গুরুত্বগুলি লেখো।
Ans: ইনটারনেট ব্যবস্থার গুরুত্ব: ইনটারনেট ব্যবস্থার গুরুত্বগুলি হল-
[1] টেলিযোগাযোগ ব্যবস্থার আবিষ্কার ও উন্নতির ফলে পৃথিবীর বিভিন্ন দেশের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। দেশ-বিদেশের যে-কোনো স্থানে সংবাদ পাঠাতে যেখানে সময় লাগত সপ্তাহ খানেকের ওপর, আজ তা মুহূর্তের মধ্যে সম্পন্ন হচ্ছে।
[2] ইনটারনেট ব্যবস্থা দূরকে টেনে এনেছে নিজের আঙিনায়। বিশাল পৃথিবীকে রূপান্তরিত করেছে বিশ্বপল্লিতে।
[3] এই ব্যবস্থার মাধ্যমে পৃথিবীর যে-কোনো প্রান্তের সংবাদ মুহূর্তের মধ্যে অন্যপ্রান্তে পৌঁছে দেওয়া যায়।
[4] এই ব্যবস্থায় কোনো সংবাদ বা তথ্য বিভিন্ন ওয়েবসাইটে সংরক্ষণ করা যায়। প্রয়োজন মতো ওই তথ্য পৃথিবীর যে-কোনো স্থান থেকে সংগ্রহ করা যায়।
[5] শিক্ষাক্ষেত্রে ইনটারনেট ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইনটারনেটের মাধ্যমে গ্রন্থাগারে না গিয়েও গ্রন্থাগারের সমস্ত কাজ সম্পন্ন করা যায়।
[6] এই ব্যবস্থার মাধ্যমে ঘরে বসেই মানুষ আজ রেল ও বিমান প্রভৃতির আসন সংরক্ষণ করতে পারে।
[7] এই ব্যবস্থার মাধ্যমে চিকিৎসক বহুদূরে থেকেও রুগির সঙ্গে কথাবার্তা বলে চিকিৎসা সম্পর্কে পরামর্শ দিতে পারেন, শিক্ষক এর মাধ্যমে শিক্ষাদানও করতে পারেন।
5. পর্যটন শিল্প গড়ে ওঠার কারণগুলি কী?
Ans: পর্যটন শিল্প গড়ে ওঠার কারণসমূহ: বিভিন্ন প্রাকৃতিক এবং আর্থসামাজিক বিষয়গুলি কোনো একটি অঞ্চলে পর্যটন শিল্প গড়ে তুলতে সাহায্য করে।
[1] প্রাকৃতিক কারণ: যেসব প্রাকৃতিক কারণগুলি পর্যটন শিল্প গড়ে তুলতে সাহায্য করে সেগুলি হল-
(i) আবহাওয়া ও জলবায়ুগত বৈচিত্র্য: আবহাওয়া ও জলবায়ুগত বৈচিত্র্য পর্যটন কেন্দ্র গড়ে তুলতে সাহায্য করে। মনোরম জলবায়ুযুক্ত অঞ্চলে ভ্রমণের জন্য অধিক মানুষের সমাগম ঘটে। যেমন-সুইটজারল্যান্ড তার মনোরম জলাবায়ুর জন্য পর্যটন শিল্পে উন্নত।
(ii) ভূমিরূপগত বৈচিত্র্য: ভূমিরূপগত বৈচিত্র্যও কোনো জায়গায় পর্যটন শিল্প গড়ে তুলতে সাহায্য করে। যেমন-ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলের বেশিরভাগ স্থানে ভূমিরূপের বৈচিত্র্যতার কারণেই পর্যটন শিল্প গড়ে উঠেছে।
(iii) সমুদ্র, নদী ও হ্রদ তীরবর্তী অঞ্চল: সমুদ্র, নদী এবং হ্রদ তীরবর্তী অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটন শিল্প গড়ে তোলার অন্যতম কারণ। যেমন-ভারতের গোয়াতে একারণেই পর্যটন শিল্প বিকাশলাভ করেছে।
[2] আর্থসামাজিক কারণ: পর্যটন গড়ে তোলার আর্থসামাজিক কারণগুলি হল –
(i) ঐতিহাসিক কেন্দ্র: পৃথিবীর বহু স্থানের ঐতিহাসিক গুরুত্ব থাকায় সেখানে পর্যটন শিল্প বিকাশলাভ করেছে। যেমন-ভারতের আগ্রা।
(ii) ধর্মীয় কারণ: পৃথিবীর বহু স্থান আছে যা ধর্মীয় কারণে অধিক গুরুত্বপূর্ণ সেইসব স্থানে ধর্মীয় কারণে পর্যটন শিল্প গড়ে উঠেছে। যেমন-ভারতের হরিদ্বার।
(iii) শিক্ষা ও সাংস্কৃতিক কারণ: শিক্ষা ও সংস্কৃতিতে উন্নত পীঠস্থানগুলিতে পর্যটন শিল্প বিকাশ লাভ করেছে। যেমন-পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন।
ওপরে উল্লিখিত কারণগুলি পর্যটন শিল্প গড়ে তোলার পটভূমিকা তৈরি করলেও (iv) উন্নত পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা, (v) সরকারি সহযোগিতা, (vi) জল, বিদ্যুৎ-সহ বিভিন্ন পরিকাঠামোর উন্নতি এবং (vii) স্থানীয় মানুষের অংশগ্রহণ পর্যটন শিল্প গড়ে তুলতে সাহায্য করে।
6. বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-র কার্যাবলি চিহ্নিত করো।
Ans: বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলি: গ্যাট চুক্তির সিদ্ধান্তগুলির যথাযথ রূপায়ণের জন্য 1995 সালের 1 জানুয়ারি স্থাপিত হয় বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)। এর কার্যাবলিগুলি হল-
[1] চুক্তি রূপায়ণে নজরদারি: সদস্য দেশগুলির মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন প্রকার চুক্তির সার্থক রূপায়ণের ক্ষেত্রে নজরদারি করা।
[2] বহুমুখী বাণিজ্যিক সম্পর্ক স্থাপন: বিভিন্ন দেশের মধ্যে বহুমুখী বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে আলোচনার মঞ্চ হিসেবে কাজ করে।
[3] সংহতি স্থাপন: আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে সংহতি স্থাপন করা।
[4] বিরোধ মীমাংসা: সদস্য দেশগুলির মধ্যে বিভিন্ন কারণে বাণিজ্যিক বিরোধ দেখা দিলে সেই বিরোধের কারণ অনুসন্ধান করে তার মীমাংসা করা।
[5] বাণিজ্যিক সম্প্রসারণ: বাণিজ্যিক বাধা দূর করে বহির্বাণিজ্যের সম্প্রসারণ ঘটানোর চেষ্টা করা।
[6] সমান সুবিধা দান: সমস্ত সদস্যদেশ যাতে কোনো সুযোগসুবিধা থেকে বঞ্চিত না হয় এবং সকলে যাতে সমান সুযোগসুবিধা পায় তার দিকে নজর রাখা।
[7] মেধাস্বত্ব সংরক্ষণের ব্যবস্থা: মেধাস্বত্ব রক্ষিত হচ্ছে কিনা তা লক্ষ রাখা।
[৪] পরামর্শ দান: বাণিজ্য, অর্থনীতি প্রভৃতি বিষয়ে পরামর্শদাতার কাজ করা।
7. ভারতের অর্থনৈতিক উন্নয়নে সড়কপথের গুরুত্ব কতখানি?
Ans: ভারতের অর্থনৈতিক উন্নয়নে সড়কপথের গুরুত্ব: ভারতের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নতিতে সড়কপথের গুরুত্ব খুব বেশি সেগুলি হল-
[1] গ্রামীণ উন্নতি: ভারতের শতকরা 69 জন মানুষ গ্রামে বাস করে। কৃষিজ ফসল বিক্রয় এবং শহর থেকে সার, কীটনাশক, কৃষিযন্ত্রপাতি প্রভৃতি কৃষিক্ষেত্রে আনা ও অন্যান্য বাণিজ্যিক কারণে সড়কপথের গুরুত্ব খুব বেশি।
[2] কাঁচামাল সংগ্রহ: গ্রাম থেকে কৃষিজ কাঁচামাল শিল্পকেন্দ্রে নিয়ে আসা বা খনি থেকে কয়লা এবং খনিজ পদার্থ শিল্পকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা সড়কপথের মাধ্যমেই ভালো হয়। যেমন-রানিগঞ্জ, আসানসোল থেকে জাতীয় সড়কপথে কয়লা হুগলি শিল্পাঞ্চলে এসে পৌঁছায়।
[3] আঞ্চলিক উন্নয়ন: উত্তর ভারত, উত্তর-পূর্ব ভারত বা দাক্ষিণাত্যের পার্বত্য অঞ্চলে যেখানে রেল পরিবহণ উন্নত নয় সেখানে সড়কপথ পরিবহণের মাধ্যমেই আঞ্চলিক উন্নয়ন সম্ভব। তাই ওইসব অঞ্চলে সড়কপথের গুরুত্ব খুব বেশি।
[4] নির্মাণ ব্যয় কম: রেলপথের তুলনায় সড়কপথের নির্মাণ ব্যয় কম। তাই ভারতের মতো দেশে সড়কপথের বিকাশ হলে অর্থনীতির ওপর কম চাপ পড়ে।
অন্যান্য গুরুত্ব
[1] সীমান্তরক্ষা: উত্তর ও উত্তর-পূর্ব ভারতের সীমান্ত অঞ্চলগুলি খুবই দুর্গম। ওইসব স্থানে রেলপথ নির্মাণ ব্যয়সাধ্য ও কষ্টকর। তাই সেই সমস্ত অঞ্চলে সড়কপথই একমাত্র ভরসা। সুতরাং দেশ রক্ষার প্রয়োজনে সড়কপথের গুরুত্ব সীমাহীন।
[2] ছোটো শিল্পকেন্দ্রের সাথে সংযোগ: ভারতের বড়ো শিল্পকেন্দ্রগুলি রেলপথের দ্বারা যুক্ত। কিন্তু দেশে অসংখ্য ছোটো শিল্পকেন্দ্র রয়েছে যেগুলিতে পণ্য পরিবহণের জন্য সড়কপথই ভরসা।
8. সোনালি চতুর্ভুজ ও উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম করিডোর কী?
Ans: সোনালি চতুর্ভুজ: ভারতের চারদিকে অবস্থিত চারটি মহানগর, যথা-কলকাতা, দিল্লি, মুম্বাই ও চেন্নাইকে যে অত্যন্ত উন্নত মানের ও প্রশস্ত জাতীয় সড়কপথের মাধ্যমে যুক্ত করা হয়েছে, তাকে সোনালি চতুর্ভুজ বলে। এটি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক প্রকল্প এবং পৃথিবীর পণঞ্চম দীর্ঘতম সড়ক প্রকল্প। জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্পের (NHDP) অধীনে 5846 কিমি দীর্ঘ এই জাতীয় সড়কটি 4-6 লেনবিশিষ্ট। এর মধ্যে [1] দিল্লি-কলকাতা সড়কটি 1453 কিমি, [2] চেন্নাই-মুম্বাই সড়কটি 1290 কিমি, [3] কলকাতা-চেন্নাই জাতীয় সড়কপথটি 1684 কিমি এবং [4] মুম্বাই-দিল্লি সড়কটি 1419 কিমি দীর্ঘ [Source: NHAI]। মালয়েশিয়ার একটি সড়ক নির্মাণকারী সংস্থা উন্নত যন্ত্রপাতি ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই প্রকল্পের রাস্তা নির্মাণের কাজ সম্পূর্ণ করেছে।
উত্তর-দক্ষিণ করিডোর: ভারতের উত্তরে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরকে যে উন্নত ও প্রশস্ত জাতীয় সড়কপথের মাধ্যমে দক্ষিণে তামিলনাডুর কন্যাকুমারীর সঙ্গে যুক্ত করা হয়েছে, এই সড়কপথকে বলে উত্তর-দক্ষিণ করিডোর। এটি 4000 কিমি দীর্ঘ।
পূর্ব-পশ্চিম করিডোর: পূর্বে অসমের শিলচর থেকে পশ্চিমে গুজরাতের পোরবন্দর পর্যন্ত বিস্তৃত অতি উন্নত ও প্রশস্ত জাতীয় সড়কপথটিকে বলে পূর্ব-পশ্চিম করিডোর। এর মোট দৈর্ঘ্য 3142 কিমি। সুতরাং, উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিম করিডরের মোট দৈর্ঘ্য 7142 কিমি। এটি বর্তমান ভারতের চলমান জাতীয় সড়কপথ প্রকল্পের মধ্যে সবচেয়ে বড়ো প্রকল্প।
9. পরিবহণ ব্যবস্থায় রেলপথের গুরুত্ব আলোচনা করো।
Ans: পরিবহণ ব্যবস্থায় রেলপথের গুরুত্ব: আধুনিক অর্থানেীত রেলপথ পরিবহণ খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বগুলি হল-
[1] স্বল্প পরিবহণ ব্যয় ও নিরাপত্তা: সড়কপথ ও বিমানপথ অপেক্ষা রেলপথে পরিবহণ ব্যয় অনেক কম এবং এই পথে পরিবহণ ও যাতায়াত বেশ নিরাপদ ও আরামদায়ক।
[2] দ্রুত পরিবহণ: স্থলপথ পরিবহণের ক্ষেত্রে রেলপথ সর্বাপেক্ষা দ্রুতগামী পরিবহণ মাধ্যম। তাই রেলপথে পণ্য ও যাত্রী পরিবহণে অপেক্ষাকৃত কম সময় লাগে এবং সময়ের অপচয় রোধ হয়।
[3] শিল্প ও বাণিজ্যে উপযোগিতা: শিল্প ও বাণিজ্যের উন্নতিতে রেলপথের গুরুত্ব অপরিসীম। কারখানার ভেতর পর্যন্ত রেললাইন স্থাপন করা যায় বলে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সহজেই কারখানার ভেতরে বয়ে আনা যায় এবং উৎপন্ন দ্রব্য বাজারে পাঠানো যায়। ফলে, রেলপথ পরিবহণ ব্যবস্থা শিল্প ও বাণিজ্যের উন্নতিতে সাহায্য করে।
[4] ক্ষতিপূরণের ব্যবস্থা: রেল পরিবহণ ব্যবস্থার মাধ্যমে প্রেরিত দ্রব্য নষ্ট হয়ে গেলে রেল কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা যায়। তাই রেলপথে পণ্য পরিবহণে মানুষের আগ্রহ বেশি।
[5] প্রতিরক্ষা ক্ষেত্রে সুবিধা: দেশের অভ্যন্তরে শান্তিশৃঙ্খলা রক্ষা করতে ও বহিঃশত্রুর আক্রমণ প্রতিরোধ করতে রেলপথ পরিবহণের গুরুত্ব অনেক বেশি। যুদ্ধক্ষেত্রে দ্রুত সৈন্য, অস্ত্রশস্ত্র ও খাদ্যদ্রব্য প্রেরণ রেলপথের মাধ্যমে সম্ভব।
- রেলপথ পরিবহণের সুবিধা লেখো।
Ans: রেলপথ পরিবহণের সুবিধা: রেলপথ পরিবহণের সুবিধাগুলি হল –
[1] দ্রুতগামী পরিবহণ ব্যবস্থা: রেলপথ স্থলভাগে অত্যন্ত দ্রুতগামী পরিবহণ ব্যবস্থা। দেশের অভ্যন্তরে জলপথ ও সড়কপথ অপেক্ষা রেলপথে যাত্রী ও পণ্য পরিবহণে কম সময় লাগে।
[2] অপেক্ষাকৃত কম পরিবহণ ব্যয়: একই সঙ্গে বহু যাত্রী ও প্রচুর পরিমাণে পণ্য পরিবহণ করা যায় বলে সড়কপথ ও বিমানপথ অপেক্ষা রেলপথের পরিবহণ ব্যয় কম।
[3] ব্যাপক পরিবহণ ক্ষমতা: রেল একই সঙ্গে কয়েক হাজার যাত্রী বা কয়েক হাজার টন পণ্য পরিবহণে সক্ষম। ভারী পণ্য পরিবহণে তাই এর গুরুত্ব অপরিসীম।
[4] নির্ভরযোগ্যতা: নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ট্রেন পরিচালিত হয় বলে স্থলপথ পরিবহণের ক্ষেত্রে রেলপথ অনেক বেশি নির্ভরযোগ্য।
Class 11 First (1st) Unit Test Question and Answer :
- Class 11 Bengali 1st Semester Question Click here
- Class 11 English 1st Semester Question Click here
- Class 11 Geography 1st Semester Question Click here
- Class 11 History 1st Semester Question Click here
- Class 11 Education 1st Semester Question Click here
- Class 11 Political Science 1st Semester Question Click here
- Class 11 Philosophy 1st Semester Question Click here
- Class 11 Sociology 1st Semester Question Click here
- Class 11 Sanskrit 1st Semester Question Click here
- Class 11 All Subjects First Semester Question Click here
Class 11 Second (2nd) Unit Test Question and Answer :
- Class 11 Bengali 2nd Semester Question Click here
- Class 11 English 2nd Semester Question Click here
- Class 11 Geography 2nd Semester Question Click here
- Class 11 History 2nd Semester Question Click here
- Class 11 Education 2nd Semester Question Click here
- Class 11 Political Science 2nd Semester Question Click here
- Class 11 Philosophy 2nd Semester Question Click here
- Class 11 Sociology 2nd Semester Question Click here
- Class 11 Sanskrit 2nd Semester Question Click here
- Class 11 All Subjects 2nd Semester Question Click here
Class 11 Suggestion 2025 – একাদশ শ্রেণীর সাজেশন ২০২৫
আরোও দেখুন:-
Class 11 Bengali Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Class 11 English Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Class 11 Geography Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Class 11 History Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Class 11 Political Science Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Class 11 Education Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Class 11 Philosophy Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Class 11 Sociology Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Class 11 Sanskrit Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Class 11 All Subjects Suggestion 2025 Click here
◆ একাদশ শ্রেণীর পরীক্ষার প্রস্তুতি, বিনামূল্যে নোটস, সাজেশন, PDF ও সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp Group এ Join হয়ে যাও।
Class 11 WhatsApp Groups | Click Here to Join |
একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal Class 11th Geography Question and Answer / Suggestion / Notes Book
আরোও দেখুন :-
একাদশ শ্রেণীর ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here
FILE INFO : তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 11 Geography Tritio Storer Kriyakalap Question and Answer with FREE PDF Download Link
PDF File Name | তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 11 Geography Tritio Storer Kriyakalap Question and Answer PDF |
Prepared by | Experienced Teachers |
Price | FREE |
Download Link | Click Here To Download |
Download PDF | Click Here To Download |
তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) অধ্যায় থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :
Update
[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন রচনা – Rabindranath Tagore Biography in Bengali]
[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]
Info : তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর
Class 11 Geography Suggestion | West Bengal WBCHSE Class Eleven XI (Class 11th) Geography Question and Answer Suggestion
” তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক একাদশ শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eleven XI / WB Class 11 / WBCHSE / Class 11 Exam / West Bengal Council of Higher Secondary Education – WB Class 11 Exam / Class 11th / WB Class 11 / Class 11 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে একাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( একাদশ শ্রেণীর ভূগোল সাজেশন / একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class-11 Geography Suggestion / Class 11 Geography Tritio Storer Kriyakalap Question and Answer / Class 11 Geography Suggestion / Class-11 Pariksha Geography Suggestion / Geography Class 11 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 11 Geography Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস একাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 11 Geography Suggestion / West Bengal Eleven XI Question and Answer, Suggestion / WBCHSE Class 11th Geography Suggestion / Class 11 Geography Tritio Storer Kriyakalap Question and Answer / Class 11 Geography Suggestion / Class 11 Pariksha Suggestion / Class 11 Geography Exam Guide / Class 11 Geography Suggestion 2025, 2026, 2027, 2028, 2029, 2030 / Class 11 Geography Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class-11 Geography Suggestion FREE PDF Download) সফল হবে।
তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) প্রশ্ন ও উত্তর
তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) প্রশ্ন ও উত্তর | তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) Class 11 Geography Tritio Storer Kriyakalap Question and Answer Suggestion একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) প্রশ্ন ও উত্তর।
তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) MCQ প্রশ্ন ও উত্তর | একাদশ শ্রেণীর ভূগোল
তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) MCQ প্রশ্ন ও উত্তর | তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) Class 11 Geography Tritio Storer Kriyakalap Question and Answer Suggestion একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) MCQ প্রশ্ন উত্তর।
তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | একাদশ শ্রেণির ভূগোল
তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) Class 11 Geography Tritio Storer Kriyakalap Question and Answer Suggestion একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।
তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) MCQ প্রশ্ন উত্তর – একাদশ শ্রেণি ভূগোল | Class 11 Geography Tritio Storer Kriyakalap
একাদশ শ্রেণি ভূগোল (Class 11 Geography Tritio Storer Kriyakalap) – তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) প্রশ্ন ও উত্তর | তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) | Class 11 Geography Tritio Storer Kriyakalap Suggestion একাদশ শ্রেণি ভূগোল – তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) প্রশ্ন উত্তর।
একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | একাদশ শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) প্রশ্ন উত্তর | Class 11 Geography Tritio Storer Kriyakalap Question and Answer Question and Answer, Suggestion
একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) | একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) | পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) | একাদশ শ্রেণীর ভূগোল সহায়ক – তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) প্রশ্ন ও উত্তর । Class 11 Geography Tritio Storer Kriyakalap Question and Answer, Suggestion | Class 11 Geography Tritio Storer Kriyakalap Question and Answer Suggestion | Class 11 Geography Tritio Storer Kriyakalap Question and Answer Notes | West Bengal Class 11th Geography Question and Answer Suggestion.
একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) MCQ প্রশ্ন উত্তর | WBCHSE Class 11 Geography Question and Answer, Suggestion
একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) । Class 11 Geography Tritio Storer Kriyakalap Question and Answer Suggestion.
WBCHSE Class 11th Geography Tritio Storer Kriyakalap Suggestion | একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল)
WBCHSE Class 11 Geography Tritio Storer Kriyakalap Suggestion একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) | Class 11 Geography Tritio Storer Kriyakalap Suggestion একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
Class 11 Geography Tritio Storer Kriyakalap Question and Answer Suggestions | একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) | একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর
Class 11 Geography Tritio Storer Kriyakalap Question and Answer একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 11 Geography Tritio Storer Kriyakalap Question and Answer একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 11 Geography Tritio Storer Kriyakalap Suggestion | একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class 11 Geography Tritio Storer Kriyakalap Question and Answer Suggestion একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) MCQ প্রশ্ন ও উত্তর । Class 11 Geography Tritio Storer Kriyakalap Question and Answer Suggestion একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর।
West Bengal Class 11 Geography Suggestion Download WBCHSE Class 11th Geography short question suggestion . Class 11 Geography Tritio Storer Kriyakalap Suggestion download Class 11th Question Paper Geography. WB Class 11 Geography suggestion and important question and answer. Class 11 Suggestion pdf.পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। একাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Get the Class 11 Geography Tritio Storer Kriyakalap Question and Answer by Bhugol Shiksha .com
Class 11 Geography Tritio Storer Kriyakalap Question and Answer prepared by expert subject teachers. WB Class 11 Geography Suggestion with 100% Common in the Examination .
Class Eleven XI Geography Tritio Storer Kriyakalap Suggestion | West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) Class 11 Exam
Class 11 Geography Tritio Storer Kriyakalap Question and Answer, Suggestion Download PDF: West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) Class 11 Eleven XI Geography Suggestion is provided here. Class 11 Geography Tritio Storer Kriyakalap Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.
তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 11 Geography Tritio Storer Kriyakalap Question and Answer
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ (মানবীয় ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 11 Geography Tritio Storer Kriyakalap Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।