Mangrove Loss Mapping - GK Question and Answer in Bengali
Mangrove Loss Mapping - GK Question and Answer in Bengali

ম্যানগ্রোভ হ্রাসের মানচিত্রায়ন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর

Mangrove Loss Mapping – West Bengal Geography MCQ

ম্যানগ্রোভ হ্রাসের মানচিত্রায়ন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Mangrove Loss Mapping – West Bengal Geography MCQ in Bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ম্যানগ্রোভ হ্রাসের মানচিত্রায়ন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর – Mangrove Loss Mapping – West Bengal Geography MCQ  । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC etc) এই ম্যানগ্রোভ হ্রাসের মানচিত্রায়ন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Mangrove Loss Mapping – West Bengal Geography MCQ or Quiz in Bengali  পড়লেই নিশ্চিত কমন পাবেন।

 আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য ম্যানগ্রোভ হ্রাসের মানচিত্রায়ন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Mangrove Loss Mapping – West Bengal Geography MCQ খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

ম্যানগ্রোভ হ্রাসের মানচিত্রায়ন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Mangrove Loss Mapping – West Bengal Geography MCQ 

MCQ | ম্যানগ্রোভ হ্রাসের মানচিত্রায়ন  – পশ্চিমবঙ্গ ভূগোল প্রশ্ন ও উত্তর | Mangrove Loss Mapping – West Bengal Geography MCQ Question and Answer :

  1. ম্যানগ্রোভ হ্রাস মানে কী?
    (A) বন বৃদ্ধি
    (B) বন উজাড় বা কমে যাওয়া
    (C) সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধি
    (D) নদী ভাঙন
    Ans: (B) বন উজাড় বা কমে যাওয়া
    Explanation: Mangrove area reduction is mangrove loss।
  2. সুন্দরবনের ম্যানগ্রোভ হ্রাসের প্রধান কারণ কোনটি?
    (A) পর্যটন বৃদ্ধি
    (B) বন উজাড় ও চিংড়ি চাষ
    (C) পাহাড়ি ঝড়
    (D) শীতকাল
    Ans: (B) বন উজাড় ও চিংড়ি চাষ
    Explanation: Human activities major driver।
  3. ম্যানগ্রোভ হ্রাসে কোন প্রাকৃতিক প্রভাব সবচেয়ে বেশি?
    (A) বর্ষা
    (B) ঘূর্ণিঝড় ও উপকূলীয় ক্ষয়
    (C) শীতকাল
    (D) আগ্নেয়গিরি
    Ans: (B) ঘূর্ণিঝড় ও উপকূলীয় ক্ষয়
    Explanation: Cyclone and coastal erosion accelerate loss।
  4. সুন্দরবনে ম্যানগ্রোভ হ্রাস কোন জেলার বেশি দেখা যায়?
    (A) মালদা
    (B) দক্ষিণ ২৪ পরগনা
    (C) বীরভূম
    (D) হাওড়া
    Ans: (B) দক্ষিণ ২৪ পরগনা
    Explanation: Core Sundarbans delta zone।
  5. ম্যানগ্রোভ হ্রাসের সঙ্গে কোন অর্থনৈতিক কার্যকলাপ সম্পর্কিত?
    (A) খনি
    (B) চিংড়ি চাষ
    (C) পর্যটন
    (D) রেলপথ
    Ans: (B) চিংড়ি চাষ
    Explanation: Shrimp farming causes deforestation।
  6. ম্যানগ্রোভ হ্রাস কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করে মানচিত্রায়ন করা হয়?
    (A) Drone Mapping & GIS
    (B) হাতের নকশা
    (C) Only Google Maps
    (D) GPS বাদে কোনো প্রযুক্তি নেই
    Ans: (A) Drone Mapping & GIS
    Explanation: Remote sensing and GIS widely used।
  7. ম্যানগ্রোভ হ্রাসের ফলে কোন প্রজাতির ক্ষতি হয় সবচেয়ে বেশি?
    (A) পাখি
    (B) মাছ ও চিংড়ি
    (C) বনজ কাঠ
    (D) হরিণ
    Ans: (B) মাছ ও চিংড়ি
    Explanation: Mangrove nursery areas lost।
  8. ম্যানগ্রোভ হ্রাসের সামাজিক প্রভাব কী?
    (A) পর্যটন বৃদ্ধি
    (B) স্থানীয় জীবিকা ক্ষতিগ্রস্ত
    (C) কৃষি বৃদ্ধি
    (D) নগরায়ণ সহজ
    Ans: (B) স্থানীয় জীবিকা ক্ষতিগ্রস্ত
    Explanation: Fishers & shrimp collectors affected।
  9. ম্যানগ্রোভ হ্রাস রোধে কোন আন্তর্জাতিক চুক্তি প্রযোজ্য?
    (A) Kyoto Protocol
    (B) Ramsar Convention
    (C) Paris Agreement
    (D) Montreal Protocol
    Ans: (B) Ramsar Convention
    Explanation: Wetland conservation treaty।
  10. ম্যানগ্রোভ হ্রাস রোধে স্থানীয় মানুষের ভূমিকা কী?
    (A) সচেতনতা বৃদ্ধি ও পুনঃরোপণ
    (B) বন উজাড়
    (C) নদী বাঁধ বন্ধ করা
    (D) চিংড়ি চাষ বৃদ্ধি
    Ans: (A) সচেতনতা বৃদ্ধি ও পুনঃরোপণ
    Explanation: Community participation key।
  11. ম্যানগ্রোভ হ্রাস মানচিত্রায়নের উদ্দেশ্য কী?
    (A) পর্যটন উন্নয়ন
    (B) ক্ষয় চিহ্নিতকরণ ও সংরক্ষণ নীতি নির্ধারণ
    (C) নদী খনন
    (D) শিল্প সম্প্রসারণ
    Ans: (B) ক্ষয় চিহ্নিতকরণ ও সংরক্ষণ নীতি নির্ধারণ
    Explanation: Data-driven conservation planning।
  12. ম্যানগ্রোভ হ্রাসে কোন প্রাকৃতিক দুর্যোগের প্রভাব সবচেয়ে বেশি?
    (A) ভূমিকম্প
    (B) ঘূর্ণিঝড়
    (C) শৈত্যপ্রবাহ
    (D) সুনামি নেই
    Ans: (B) ঘূর্ণিঝড়
    Explanation: Cyclones destroy mangrove cover।
  13. ম্যানগ্রোভ হ্রাসের সঙ্গে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সম্পর্ক কী?
    (A) হ্রাস কমায়
    (B) হ্রাস বৃদ্ধি করে
    (C) কোনো সম্পর্ক নেই
    (D) উপকূল স্থিতিশীল করে
    Ans: (B) হ্রাস বৃদ্ধি করে
    Explanation: Sea level rise accelerates erosion।
  14. সুন্দরবনের ম্যানগ্রোভ হ্রাসে কোন পশু প্রজাতি ঝুঁকিপূর্ণ হয়?
    (A) রয়্যাল বেঙ্গল টাইগার
    (B) হরিণ
    (C) হাতি
    (D) লাল শুঁড়
    Ans: (A) রয়্যাল বেঙ্গল টাইগার
    Explanation: Habitat loss threatens tiger survival।
  15. ম্যানগ্রোভ হ্রাসের ফলে কোন পরিবেশগত সমস্যা দেখা দেয়?
    (A) নদী শুকিয়ে যায়
    (B) জীববৈচিত্র্য হ্রাস
    (C) পাহাড় উঁচু হয়
    (D) বৃষ্টি কমে
    Ans: (B) জীববৈচিত্র্য হ্রাস
    Explanation: Loss of breeding & nursery habitat।
  16. ম্যানগ্রোভ হ্রাস রোধে কোন প্রকল্প কার্যকর?
    (A) পুনঃরোপণ প্রকল্প
    (B) নদী খনন
    (C) চিংড়ি চাষ বৃদ্ধি
    (D) শহর সম্প্রসারণ
    Ans: (A) পুনঃরোপণ প্রকল্প
    Explanation: Replantation restores habitat।
  17. ম্যানগ্রোভ হ্রাস মানচিত্রায়নে কোন ডেটা ব্যবহার করা হয়?
    (A) স্যাটেলাইট ইমেজ
    (B) শুধুমাত্র মানচিত্র
    (C) কেবল GPS
    (D) কোন ডেটা ব্যবহার হয় না
    Ans: (A) স্যাটেলাইট ইমেজ
    Explanation: Remote sensing identifies area loss।
  18. সুন্দরবনে ম্যানগ্রোভ হ্রাসের প্রভাব কোন আর্থিক ক্ষেত্রে পড়ে সবচেয়ে বেশি?
    (A) শিল্প
    (B) মৎস্য উৎপাদন
    (C) পর্যটন
    (D) খনিজ উত্তোলন
    Ans: (B) মৎস্য উৎপাদন
    Explanation: Mangrove nurseries critical for fisheries।
  19. ম্যানগ্রোভ হ্রাসের ফলে কোন মানব–প্রাণী সংঘর্ষ বৃদ্ধি পায়?
    (A) হাতি–মানুষ
    (B) বাঘ–মানুষ
    (C) সাপ–মানুষ
    (D) হরিণ–মানুষ
    Ans: (B) বাঘ–মানুষ
    Explanation: Habitat loss pushes tigers toward humans।
  20. ম্যানগ্রোভ হ্রাসের সবচেয়ে বড় ঝুঁকি কোনটি?
    (A) কৃষি বৃদ্ধি
    (B) স্থানীয় জীবিকার ক্ষতি
    (C) পর্যটন বৃদ্ধি
    (D) নগরায়ণ সহজ
    Ans: (B) স্থানীয় জীবিকার ক্ষতি
    Explanation: Fishers & forest-dependent communities affected।
  21. ম্যানগ্রোভ হ্রাসের সঙ্গে লবণাক্ততা বৃদ্ধির সম্পর্ক কী?
    (A) হ্রাস কমে যায়
    (B) লবণ নিয়ন্ত্রণ কমে যায়
    (C) সম্পর্ক নেই
    (D) উপকূল স্থিতিশীল হয়
    Ans: (B) লবণ নিয়ন্ত্রণ কমে যায়
    Explanation: Mangroves buffer salinity।
  22. ম্যানগ্রোভ হ্রাসে বনাঞ্চলের ভূমি কীভাবে ক্ষতিগ্রস্ত হয়?
    (A) উর্বর হয়
    (B) পতিত ও ঝুঁকিপূর্ণ
    (C) শক্ত হয়
    (D) সমান থাকে
    Ans: (B) পতিত ও ঝুঁকিপূর্ণ
    Explanation: Soil stability decreases।
  23. ম্যানগ্রোভ হ্রাসের সঙ্গে কোন জলবায়ু সমস্যা জড়িত?
    (A) বৃষ্টি বৃদ্ধি
    (B) ঝড় ও জলোচ্ছ্বাসের প্রভাব বৃদ্ধি
    (C) শীতকাল দীর্ঘ
    (D) তুষারপাত
    Ans: (B) ঝড় ও জলোচ্ছ্বাসের প্রভাব বৃদ্ধি
    Explanation: Mangrove loss worsens coastal vulnerability।
  24. ম্যানগ্রোভ হ্রাস মানচিত্রায়নের প্রধান প্রযুক্তি কী?
    (A) Remote Sensing
    (B) মানচিত্র আঁকা
    (C) GPS
    (D) কেবল পর্যবেক্ষণ
    Ans: (A) Remote Sensing
    Explanation: Accurate area assessment possible।
  25. ম্যানগ্রোভ হ্রাসের ফলে কোন প্রাণী প্রজাতি প্রজনন স্থান হারায়?
    (A) মাছ ও চিংড়ি
    (B) হরিণ
    (C) হাতি
    (D) পাখি
    Ans: (A) মাছ ও চিংড়ি
    Explanation: Mangrove nurseries destroyed।
  26. ম্যানগ্রোভ হ্রাস রোধে কোন নীতি গুরুত্বপূর্ণ?
    (A) CRZ
    (B) কৃষি আইন
    (C) শিল্প নীতি
    (D) রেল নীতি
    Ans: (A) CRZ
    Explanation: Coastal Regulation Zone protects mangroves।
  27. সুন্দরবনে ম্যানগ্রোভ হ্রাসের ফলে স্থানীয় জীবিকা কীভাবে প্রভাবিত হয়?
    (A) উন্নত
    (B) ক্ষতিগ্রস্ত
    (C) অপরিবর্তিত
    (D) দ্বিগুণ
    Ans: (B) ক্ষতিগ্রস্ত
    Explanation: Fisheries & forest products affected।
  28. ম্যানগ্রোভ হ্রাস মানচিত্রায়নের মাধ্যমে কী সুবিধা পাওয়া যায়?
    (A) বন উজাড় বাড়ানো
    (B) ক্ষয় চিহ্নিতকরণ ও সংরক্ষণ পরিকল্পনা
    (C) চিংড়ি চাষ বাড়ানো
    (D) নদী খনন
    Ans: (B) ক্ষয় চিহ্নিতকরণ ও সংরক্ষণ পরিকল্পনা
    Explanation: Data-driven conservation decisions।
  29. ম্যানগ্রোভ হ্রাসের সঙ্গে কোন প্রাকৃতিক প্রক্রিয়ার সম্পর্ক আছে?
    (A) নদী ভাঙন
    (B) পাহাড় বৃদ্ধি
    (C) হিমবাহ গলন
    (D) মরুভূমি প্রসারণ
    Ans: (A) নদী ভাঙন
    Explanation: Coastal erosion accelerates loss।
  30. ম্যানগ্রোভ হ্রাস রোধে কোন ধরনের মানব অংশগ্রহণ কার্যকর?
    (A) বন উজাড়
    (B) পুনঃরোপণ ও সচেতনতা
    (C) চিংড়ি চাষ বৃদ্ধি
    (D) বসতি সম্প্রসারণ
    Ans: (B) পুনঃরোপণ ও সচেতনতা
    Explanation: Community involvement ensures sustainability।
  31. সুন্দরবনের ম্যানগ্রোভ হ্রাসের সামাজিক প্রভাব কী?
    (A) পর্যটন বৃদ্ধি
    (B) জীবিকা ও নিরাপত্তা ক্ষতিগ্রস্ত
    (C) শিল্প বৃদ্ধি
    (D) শিক্ষা বৃদ্ধি
    Ans: (B) জীবিকা ও নিরাপত্তা ক্ষতিগ্রস্ত
    Explanation: Livelihood and human safety affected।
  32. ম্যানগ্রোভ হ্রাসের ফলে কোন প্রজাতি ঝুঁকিপূর্ণ হয়?
    (A) রয়্যাল বেঙ্গল টাইগার
    (B) হাতি
    (C) হরিণ
    (D) সাপ
    Ans: (A) রয়্যাল বেঙ্গল টাইগার
    Explanation: Habitat loss increases risk।
  33. ম্যানগ্রোভ হ্রাস মানচিত্রায়নের জন্য কোন ডেটা সবচেয়ে নির্ভুল?
    (A) স্যাটেলাইট চিত্র
    (B) কাগজের মানচিত্র
    (C) GPS শুধু
    (D) পর্যবেক্ষণ ছাড়া
    Ans: (A) স্যাটেলাইট চিত্র
    Explanation: Large-scale, temporal analysis।
  34. ম্যানগ্রোভ হ্রাসের কারণে কোন মানব–প্রাণী সংঘর্ষ বৃদ্ধি পায়?
    (A) হাতি–মানুষ
    (B) বাঘ–মানুষ
    (C) হরিণ–মানুষ
    (D) সাপ–মানুষ
    Ans: (B) বাঘ–মানুষ
    Explanation: Habitat encroachment increases conflicts।
  35. ম্যানগ্রোভ হ্রাসের সঙ্গে কোন আর্থিক কার্যকলাপ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়?
    (A) শিল্প
    (B) মৎস্য উৎপাদন
    (C) পর্যটন
    (D) কৃষি
    Ans: (B) মৎস্য উৎপাদন
    Explanation: Nursery habitat lost।
  36. ম্যানগ্রোভ হ্রাসের জন্য কোন মানবসৃষ্ট কারণ কমানো জরুরি?
    (A) বন উজাড়
    (B) পর্যটন বৃদ্ধি
    (C) নদী খনন
    (D) শহর সম্প্রসারণ
    Ans: (A) বন উজাড়
    Explanation: Primary driver of loss।
  37. ম্যানগ্রোভ হ্রাস মানচিত্রায়নের সুবিধা কী?
    (A) ক্ষয় চিহ্নিতকরণ
    (B) বন উজাড় বাড়ানো
    (C) চিংড়ি চাষ বৃদ্ধি
    (D) নদী খনন
    Ans: (A) ক্ষয় চিহ্নিতকরণ
    Explanation: Conservation planning।
  38. ম্যানগ্রোভ হ্রাসের ফলে কোন পরিবেশগত ঝুঁকি বাড়ে?
    (A) নদী শুকানো
    (B) উপকূলীয় ঝুঁকি
    (C) পাহাড়ের ক্ষয়
    (D) শীতকাল দীর্ঘ
    Ans: (B) উপকূলীয় ঝুঁকি
    Explanation: Cyclones, erosion amplified।
  39. সুন্দরবনের ম্যানগ্রোভ হ্রাসের সঙ্গে লবণাক্ততা বৃদ্ধির সম্পর্ক কী?
    (A) কমে
    (B) বৃদ্ধি পায়
    (C) নেই
    (D) স্থিতিশীল
    Ans: (B) বৃদ্ধি পায়
    Explanation: Mangroves buffer saline water।
  40. ম্যানগ্রোভ হ্রাস রোধে সরকারের কোন পদক্ষেপ কার্যকর?
    (A) পুনঃরোপণ প্রকল্প
    (B) বন উজাড়
    (C) চিংড়ি চাষ বৃদ্ধি
    (D) নদী খনন
    Ans: (A) পুনঃরোপণ প্রকল্প
    Explanation: Replantation restores cover।
  41. ম্যানগ্রোভ হ্রাস মানচিত্রায়নের মাধ্যমে কোন পরিকল্পনা সহজ হয়?
    (A) শিল্প সম্প্রসারণ
    (B) সংরক্ষণ নীতি প্রণয়ন
    (C) চিংড়ি চাষ
    (D) নদী খনন
    Ans: (B) সংরক্ষণ নীতি প্রণয়ন
    Explanation: Data-driven management।
  42. ম্যানগ্রোভ হ্রাসের কারণে স্থানীয় মানুষের জীবিকা কীভাবে প্রভাবিত হয়?
    (A) উন্নত
    (B) ক্ষতিগ্রস্ত
    (C) অপরিবর্তিত
    (D) দ্বিগুণ
    Ans: (B) ক্ষতিগ্রস্ত
    Explanation: Fisheries & forest products affected।
  43. ম্যানগ্রোভ হ্রাসের সঙ্গে নদী ভাঙনের সম্পর্ক কী?
    (A) বৃদ্ধি পায়
    (B) কমে
    (C) নেই
    (D) স্থিতিশীল
    Ans: (A) বৃদ্ধি পায়
    Explanation: Erosion accelerates mangrove loss।
  44. সুন্দরবনের ম্যানগ্রোভ হ্রাসের সামাজিক সমস্যা কী?
    (A) পর্যটন বৃদ্ধি
    (B) দারিদ্র্য ও স্থানচ্যুতি
    (C) শিল্প বৃদ্ধি
    (D) শিক্ষা বৃদ্ধি
    Ans: (B) দারিদ্র্য ও স্থানচ্যুতি
    Explanation: Livelihood and displacement issues।
  45. ম্যানগ্রোভ হ্রাসের ফলে কোন প্রজাতি বাস্তুতন্ত্রে ঝুঁকিপূর্ণ হয়?
    (A) রয়্যাল বেঙ্গল টাইগার
    (B) হাতি
    (C) হরিণ
    (D) পাখি
    Ans: (A) রয়্যাল বেঙ্গল টাইগার
    Explanation: Habitat loss।
  46. ম্যানগ্রোভ হ্রাস মানচিত্রায়নের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?
    (A) Remote Sensing & GIS
    (B) হাতের মানচিত্র
    (C) GPS শুধু
    (D) পর্যবেক্ষণ ছাড়া
    Ans: (A) Remote Sensing & GIS
    Explanation: Accurate area assessment।
  47. ম্যানগ্রোভ হ্রাস রোধে স্থানীয় জনগণের অংশগ্রহণ কেন জরুরি?
    (A) বন উজাড় বাড়াতে
    (B) পুনঃরোপণ ও সংরক্ষণ কার্যক্রমে
    (C) চিংড়ি চাষ বৃদ্ধি
    (D) নদী খনন
    Ans: (B) পুনঃরোপণ ও সংরক্ষণ কার্যক্রমে
    Explanation: Community involvement ensures sustainability।
  48. ম্যানগ্রোভ হ্রাস রোধে আন্তর্জাতিক সহায়তার ভূমিকা কী?
    (A) প্রকল্প অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা
    (B) বন উজাড় বাড়ানো
    (C) চিংড়ি চাষ বৃদ্ধি
    (D) নদী খনন
    Ans: (A) প্রকল্প অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা
    Explanation: Funding & technical support।
  49. ম্যানগ্রোভ হ্রাসের জন্য কোন ধরনের কার্যকলাপ সবচেয়ে ঝুঁকিপূর্ণ?
    (A) বন সংরক্ষণ
    (B) চিংড়ি চাষ ও বন উজাড়
    (C) পুনঃরোপণ
    (D) পর্যটন
    Ans: (B) চিংড়ি চাষ ও বন উজাড়
    Explanation: Primary drivers of loss।
  50. ম্যানগ্রোভ হ্রাস অধ্যয়ন কেন গুরুত্বপূর্ণ?
    (A) কেবল তাত্ত্বিক
    (B) পরিবেশ, অর্থনীতি ও মানব–প্রাকৃতিক সম্পর্ক বোঝার জন্য
    (C) শিল্প উন্নয়ন
    (D) নগরায়ণ
    Ans: (B) পরিবেশ, অর্থনীতি ও মানব–প্রাকৃতিক সম্পর্ক বোঝার জন্য
    Explanation: Integrated geography & conservation topic।

◆ পরীক্ষার প্রস্তুতি: বিনামূল্যে নোটস, সাজেশন, PDF ও সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp Group এ Join হয়ে যাও।

Exam Groups Click Here to Join

আরোও দেখুন:-

1000 Geography Question and Answer in Bengali PDF Click Here

আরোও দেখুন:-

পৃথিবী – ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর | Earth – Geography GK Click Here

আরোও দেখুন:-

দেশ এবং তাদের সীমানা – জিকে প্রশ্ন ও উত্তর | Countries and their Borders – GK Click Here

আরোও দেখুন:-

রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস তালিকা – সাধারণ জ্ঞান | General Knowledge in Bengali Click Here

আরোও দেখুন:-

৫০০০ জেনারেল নলেজ | 5000+ General Knowledge Question and Answer Click Here

ম্যানগ্রোভ হ্রাসের মানচিত্রায়ন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Mangrove Loss Mapping – West Bengal Geography MCQ Free PDF Download

File Details: 

File Name ম্যানগ্রোভ হ্রাসের মানচিত্রায়ন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Mangrove Loss Mapping – West Bengal Geography MCQ PDF Download
Prepared by Experienced Teachers
Price FREE
Download Link  Click Here To Download
Download PDF Click Here To Download

Important General Knowledge GK For All Competitive Exam | Mangrove Loss Mapping – West Bengal Geography MCQ in Bengali | ম্যানগ্রোভ হ্রাসের মানচিত্রায়ন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর

         ” ম্যানগ্রোভ হ্রাসের মানচিত্রায়ন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | GK Mangrove Loss Mapping – West Bengal Geography MCQ “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে সাধারণ জ্ঞান শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে ম্যানগ্রোভ হ্রাসের মানচিত্রায়ন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে কুইজ / সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে কুইজ / সাধারণ জ্ঞান জিকে 2023 / সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান MCQ / সাধারণ জ্ঞান জিকে Part-8 / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / সাধারণ জ্ঞান জিকে চাকরির পরীক্ষার জন্য / ম্যানগ্রোভ হ্রাসের মানচিত্রায়ন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর / সাধারণ জ্ঞান  জেনারেল নলেজ কোশ্চেন / সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর Part-8 / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ (General Knowledge MCQ – General Knowledge – GK Quiz / Mangrove Loss Mapping – West Bengal Geography MCQ / Mangrove Loss Mapping – West Bengal Geography MCQ / General Knowledge QNA Quiz – General Knowledge General Knowledge Quiz / Mangrove Loss Mapping – West Bengal Geography MCQ in Bengali / Mangrove Loss Mapping – West Bengal Geography MCQ in Bangla / General Knowledge MCQ / Mangrove Loss Mapping – West Bengal Geography MCQ quiz / common General Knowledge GK questions and answers Quiz / Mangrove Loss Mapping – West Bengal Geography MCQ / GK Quiz / Mangrove Loss Mapping – West Bengal Geography MCQ)  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (ম্যানগ্রোভ হ্রাসের মানচিত্রায়ন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Mangrove Loss Mapping – West Bengal Geography MCQ) সফল হবে।

Mangrove Loss Mapping – West Bengal Geography MCQ | ম্যানগ্রোভ হ্রাসের মানচিত্রায়ন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর

Mangrove Loss Mapping – West Bengal Geography MCQ | ম্যানগ্রোভ হ্রাসের মানচিত্রায়ন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর : Mangrove Loss Mapping – West Bengal Geography MCQ | ম্যানগ্রোভ হ্রাসের মানচিত্রায়ন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর । GK Mangrove Loss Mapping – West Bengal Geography MCQ | ম্যানগ্রোভ হ্রাসের মানচিত্রায়ন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর উপরে দেওয়া রয়েছে।

ম্যানগ্রোভ হ্রাসের মানচিত্রায়ন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Mangrove Loss Mapping – West Bengal Geography MCQ

ম্যানগ্রোভ হ্রাসের মানচিত্রায়ন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Mangrove Loss Mapping – West Bengal Geography MCQ : এই ম্যানগ্রোভ হ্রাসের মানচিত্রায়ন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Mangrove Loss Mapping – West Bengal Geography MCQ । ম্যানগ্রোভ হ্রাসের মানচিত্রায়ন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Mangrove Loss Mapping – West Bengal Geography MCQ উপরে দেওয়া রয়েছে।

Info : ম্যানগ্রোভ হ্রাসের মানচিত্রায়ন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | জেনারেল নলেজ – Mangrove Loss Mapping – West Bengal Geography MCQ 

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “ম্যানগ্রোভ হ্রাসের মানচিত্রায়ন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | জেনারেল নলেজ – Mangrove Loss Mapping – West Bengal Geography MCQ ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই সাধারণ জ্ঞান শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, সাধারণ জ্ঞান ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।

WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now