পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভূগোল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর
West Bengal Panchayat Geography – West Bengal Geography MCQ
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভূগোল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Panchayat Geography – West Bengal Geography MCQ in Bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভূগোল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর – West Bengal Panchayat Geography – West Bengal Geography MCQ । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC etc) এই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভূগোল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Panchayat Geography – West Bengal Geography MCQ or Quiz in Bengali পড়লেই নিশ্চিত কমন পাবেন।
আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভূগোল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Panchayat Geography – West Bengal Geography MCQ খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভূগোল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Panchayat Geography – West Bengal Geography MCQ
MCQ | পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভূগোল – পশ্চিমবঙ্গ ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal Panchayat Geography – West Bengal Geography MCQ Question and Answer :
- পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি?
(A) পঞ্চায়েত সমিতি
(B) জেলা পরিষদ
(C) গ্রাম পঞ্চায়েত
(D) ব্লক
Ans: (C) গ্রাম পঞ্চায়েত
Explanation: গ্রামীণ স্বশাসনের সর্বনিম্ন স্তর। - পঞ্চায়েত ব্যবস্থা কোন এলাকার জন্য প্রযোজ্য?
(A) নগর
(B) গ্রামীণ
(C) শিল্প
(D) উপকূল
Ans: (B) গ্রামীণ
Explanation: পঞ্চায়েত ব্যবস্থা গ্রামীণ প্রশাসনের জন্য। - পঞ্চায়েত ব্যবস্থায় মোট কয়টি স্তর আছে?
(A) ১
(B) ২
(C) ৩
(D) ৪
Ans: (C) ৩
Explanation: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। - গ্রাম পঞ্চায়েত গঠিত হয় কী নিয়ে?
(A) ওয়ার্ড
(B) গ্রাম সংসদ
(C) একাধিক গ্রাম
(D) পৌরসভা
Ans: (C) একাধিক গ্রাম
Explanation: এক বা একাধিক গ্রাম নিয়ে গঠিত। - গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রধান কে?
(A) সভাপতি
(B) প্রধান
(C) BDO
(D) DM
Ans: (B) প্রধান
Explanation: গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন ‘প্রধান’। - পঞ্চায়েত সমিতি কোন স্তরে কাজ করে?
(A) গ্রাম
(B) ব্লক
(C) জেলা
(D) রাজ্য
Ans: (B) ব্লক
Explanation: ব্লক স্তরের পঞ্চায়েত প্রতিষ্ঠান। - পঞ্চায়েত সমিতির প্রধান কে?
(A) প্রধান
(B) সভাপতি
(C) সভাধিপতি
(D) কমিশনার
Ans: (B) সভাপতি
Explanation: ব্লক স্তরের নির্বাচিত প্রধান। - জেলা পরিষদ কোন স্তরের পঞ্চায়েত?
(A) গ্রাম
(B) ব্লক
(C) জেলা
(D) রাজ্য
Ans: (C) জেলা
Explanation: সর্বোচ্চ স্তরের পঞ্চায়েত। - জেলা পরিষদের প্রধান কে?
(A) সভাপতি
(B) সভাধিপতি
(C) প্রধান
(D) BDO
Ans: (B) সভাধিপতি
Explanation: জেলা পরিষদের নির্বাচিত প্রধান। - পঞ্চায়েত ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে শক্তিশালী হয়?
(A) ৭৩তম
(B) ৭৪তম
(C) ৬১তম
(D) ৮৬তম
Ans: (A) ৭৩তম
Explanation: গ্রামীণ স্বশাসনের জন্য। - ৭৩তম সংশোধনী কার্যকর হয় কবে?
(A) ১৯৮৫
(B) ১৯৯২
(C) ১৯৯৩
(D) ২০০০
Ans: (C) ১৯৯৩
Explanation: সংবিধানিকভাবে কার্যকর। - পঞ্চায়েত ব্যবস্থার মেয়াদ কত বছর?
(A) ৩
(B) ৪
(C) ৫
(D) ৬
Ans: (C) ৫
Explanation: পাঁচ বছর মেয়াদ। - গ্রাম সংসদ কী নিয়ে গঠিত?
(A) নির্বাচিত প্রতিনিধি
(B) সরকারি কর্মচারী
(C) সকল ভোটার
(D) গ্রাম প্রধান
Ans: (C) সকল ভোটার
Explanation: গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটাররা। - গ্রাম সংসদের কাজ কী?
(A) আইন প্রণয়ন
(B) পরিকল্পনা অনুমোদন
(C) বিচার
(D) কর আদায়
Ans: (B) পরিকল্পনা অনুমোদন
Explanation: উন্নয়ন পরিকল্পনায় মতামত। - পঞ্চায়েত সমিতির প্রশাসনিক আধিকারিক কে?
(A) DM
(B) SDO
(C) BDO
(D) SP
Ans: (C) BDO
Explanation: Block Development Officer। - জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কে?
(A) BDO
(B) DM
(C) SDO
(D) প্রধান
Ans: (B) DM
Explanation: জেলা প্রশাসনের প্রধান। - পঞ্চায়েত ব্যবস্থার মূল উদ্দেশ্য কী?
(A) নগর উন্নয়ন
(B) বিকেন্দ্রীকরণ
(C) শিল্পায়ন
(D) সামরিক নিরাপত্তা
Ans: (B) বিকেন্দ্রীকরণ
Explanation: ক্ষমতা নীচের স্তরে বণ্টন। - পঞ্চায়েত ব্যবস্থায় নারী সংরক্ষণ কত শতাংশ?
(A) ২৫%
(B) ৩০%
(C) ৩৩%
(D) ৫০%
Ans: (D) ৫০%
Explanation: পশ্চিমবঙ্গে ৫০% সংরক্ষণ। - পঞ্চায়েত ব্যবস্থায় SC/ST সংরক্ষণ নির্ধারিত হয় কী অনুযায়ী?
(A) এলাকা
(B) জনসংখ্যা
(C) ভোট
(D) আয়
Ans: (B) জনসংখ্যা
Explanation: জনসংখ্যার অনুপাতে। - পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করে কে?
(A) নির্বাচন কমিশন (ভারত)
(B) রাজ্য সরকার
(C) রাজ্য নির্বাচন কমিশন
(D) জেলা প্রশাসন
Ans: (C) রাজ্য নির্বাচন কমিশন
Explanation: পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব। - পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে কোন কর্মসূচি সরাসরি যুক্ত?
(A) MGNREGA
(B) GST
(C) Make in India
(D) Startup India
Ans: (A) MGNREGA
Explanation: গ্রামীণ কর্মসংস্থান। - পঞ্চায়েত স্তরে পরিকল্পনা কোন পদ্ধতিতে হয়?
(A) Top-down
(B) Bottom-up
(C) Centralized
(D) Judicial
Ans: (B) Bottom-up
Explanation: নিচ থেকে উপরে পরিকল্পনা। - পঞ্চায়েত ব্যবস্থায় আর্থিক তহবিল আসে কোথা থেকে?
(A) কেবল রাজ্য
(B) কেবল কেন্দ্র
(C) কেন্দ্র ও রাজ্য
(D) জেলা
Ans: (C) কেন্দ্র ও রাজ্য
Explanation: যৌথ অর্থায়ন। - পঞ্চায়েত ব্যবস্থায় হিসাব নিরীক্ষা হয় কে দ্বারা?
(A) BDO
(B) রাজ্য সরকার
(C) নিরীক্ষা বিভাগ
(D) গ্রাম প্রধান
Ans: (C) নিরীক্ষা বিভাগ
Explanation: সরকারি নিরীক্ষা। - পঞ্চায়েত ব্যবস্থার ভিত্তি কোন ধারণার উপর?
(A) সামন্ততন্ত্র
(B) গণতন্ত্র
(C) একনায়কতন্ত্র
(D) উপনিবেশবাদ
Ans: (B) গণতন্ত্র
Explanation: স্থানীয় গণতন্ত্র। - পঞ্চায়েত ব্যবস্থায় উন্নয়নের একক কী?
(A) জেলা
(B) ব্লক
(C) গ্রাম
(D) রাজ্য
Ans: (C) গ্রাম
Explanation: গ্রামই মূল একক। - পঞ্চায়েত ব্যবস্থায় পরিবেশ সংক্রান্ত কাজ হয় কোন স্তরে?
(A) গ্রাম পঞ্চায়েত
(B) পঞ্চায়েত সমিতি
(C) জেলা পরিষদ
(D) সব স্তরে
Ans: (D) সব স্তরে
Explanation: সমন্বিত দায়িত্ব। - পঞ্চায়েত ব্যবস্থায় শিক্ষা সংক্রান্ত কাজ কোন স্তরে বেশি?
(A) জেলা
(B) ব্লক
(C) গ্রাম
(D) রাজ্য
Ans: (C) গ্রাম
Explanation: প্রাথমিক শিক্ষা। - পঞ্চায়েত ব্যবস্থায় স্বাস্থ্য পরিষেবা কোন স্তরে?
(A) গ্রাম ও ব্লক
(B) কেবল জেলা
(C) কেবল রাজ্য
(D) নগর
Ans: (A) গ্রাম ও ব্লক
Explanation: PHC/SC স্তর। - পঞ্চায়েত ব্যবস্থায় সামাজিক ন্যায়ের লক্ষ্য কী?
(A) কর আদায়
(B) অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন
(C) শিল্প বৃদ্ধি
(D) সামরিক শক্তি
Ans: (B) অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন
Explanation: সকল শ্রেণির অংশগ্রহণ। - পঞ্চায়েত ব্যবস্থায় জল সংরক্ষণ কাজ হয় কোন স্তরে?
(A) জেলা
(B) ব্লক
(C) গ্রাম
(D) সব স্তরে
Ans: (D) সব স্তরে
Explanation: স্থানীয় প্রয়োজন অনুযায়ী। - পঞ্চায়েত ব্যবস্থায় কৃষি উন্নয়ন কার দায়িত্ব?
(A) কেন্দ্র
(B) রাজ্য
(C) পঞ্চায়েত
(D) কেবল ব্লক
Ans: (C) পঞ্চায়েত
Explanation: স্থানীয় কৃষি উন্নয়ন। - পঞ্চায়েত ব্যবস্থায় তথ্য সংগ্রহ কেন গুরুত্বপূর্ণ?
(A) নির্বাচন
(B) পরিকল্পনা
(C) বিচার
(D) আইন
Ans: (B) পরিকল্পনা
Explanation: উন্নয়ন পরিকল্পনার জন্য। - পঞ্চায়েত ব্যবস্থায় ডিজিটাল পরিষেবা কোন স্তরে পৌঁছায়?
(A) জেলা
(B) ব্লক
(C) গ্রাম
(D) সব স্তরে
Ans: (D) সব স্তরে
Explanation: e-Governance। - পঞ্চায়েত ব্যবস্থায় সামাজিক অডিট হয় কোন প্রকল্পে?
(A) ICDS
(B) PMAY
(C) MGNREGA
(D) SSA
Ans: (C) MGNREGA
Explanation: বাধ্যতামূলক সামাজিক অডিট। - পঞ্চায়েত ব্যবস্থায় নারী ক্ষমতায়নের মাধ্যম কী?
(A) সংরক্ষণ
(B) কর
(C) বিচার
(D) সামরিক
Ans: (A) সংরক্ষণ
Explanation: রাজনৈতিক অংশগ্রহণ। - পঞ্চায়েত ব্যবস্থায় গ্রামীণ সড়ক উন্নয়ন কোন প্রকল্পে?
(A) NH
(B) SH
(C) PMGSY
(D) Metro
Ans: (C) PMGSY
Explanation: গ্রামীণ সড়ক। - পঞ্চায়েত ব্যবস্থায় পানীয় জল প্রকল্প কোন স্তরে বাস্তবায়িত?
(A) গ্রাম
(B) ব্লক
(C) জেলা
(D) সব স্তরে
Ans: (D) সব স্তরে
Explanation: সমন্বিত বাস্তবায়ন। - পঞ্চায়েত ব্যবস্থায় বন ও পরিবেশ রক্ষা কোন স্তরে?
(A) গ্রাম
(B) ব্লক
(C) জেলা
(D) সব স্তরে
Ans: (D) সব স্তরে
Explanation: স্থানীয় অংশগ্রহণ। - পঞ্চায়েত ব্যবস্থায় পরিকল্পনা অনুমোদন করে কে?
(A) DM
(B) গ্রাম সংসদ
(C) BDO
(D) কমিশনার
Ans: (B) গ্রাম সংসদ
Explanation: গ্রাম স্তরের অনুমোদন। - পঞ্চায়েত ব্যবস্থায় অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য কী?
(A) কর বৃদ্ধি
(B) কর্মসংস্থান
(C) নগরায়ণ
(D) শিল্পায়ন
Ans: (B) কর্মসংস্থান
Explanation: গ্রামীণ জীবিকা। - পঞ্চায়েত ব্যবস্থায় প্রশাসনিক স্বচ্ছতা বাড়ে কেন?
(A) কেন্দ্রীকরণ
(B) স্থানীয় অংশগ্রহণ
(C) সামরিক নিয়ন্ত্রণ
(D) বেসরকারিকরণ
Ans: (B) স্থানীয় অংশগ্রহণ
Explanation: গণতান্ত্রিক অংশগ্রহণ। - পঞ্চায়েত ব্যবস্থায় উন্নয়নের ভৌগোলিক একক কী?
(A) অঞ্চল
(B) জেলা
(C) গ্রাম
(D) রাজ্য
Ans: (C) গ্রাম
Explanation: পঞ্চায়েত ভূগোলের ভিত্তি। - পঞ্চায়েত ব্যবস্থায় সামাজিক বৈষম্য হ্রাসের উপায় কী?
(A) সংরক্ষণ
(B) কর
(C) পুলিশ
(D) আদালত
Ans: (A) সংরক্ষণ
Explanation: প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ। - পঞ্চায়েত ব্যবস্থায় পরিকল্পনা বাস্তবায়নে কার ভূমিকা বেশি?
(A) কেন্দ্র
(B) রাজ্য
(C) স্থানীয় পঞ্চায়েত
(D) আদালত
Ans: (C) স্থানীয় পঞ্চায়েত
Explanation: বিকেন্দ্রীকৃত শাসন। - পঞ্চায়েত ব্যবস্থায় উন্নয়নের সূচক কোনটি?
(A) GDP
(B) HDI
(C) গ্রামীণ জীবনমান
(D) শেয়ার বাজার
Ans: (C) গ্রামীণ জীবনমান
Explanation: সামাজিক–অর্থনৈতিক মান। - পঞ্চায়েত ব্যবস্থায় ভূমি ও জল ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ?
(A) কর
(B) টেকসই উন্নয়ন
(C) রাজনীতি
(D) নির্বাচন
Ans: (B) টেকসই উন্নয়ন
Explanation: প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। - পঞ্চায়েত ব্যবস্থায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্য কী?
(A) শহর সম্প্রসারণ
(B) গ্রাম শক্তিশালী করা
(C) শিল্প অঞ্চল
(D) বাণিজ্য
Ans: (B) গ্রাম শক্তিশালী করা
Explanation: স্বনির্ভর গ্রাম। - পঞ্চায়েত ব্যবস্থায় অংশগ্রহণমূলক গণতন্ত্র মানে কী?
(A) কেবল ভোট
(B) সিদ্ধান্তে জনগণের অংশগ্রহণ
(C) কেবল প্রতিনিধি
(D) কেবল সরকার
Ans: (B) সিদ্ধান্তে জনগণের অংশগ্রহণ
Explanation: সক্রিয় নাগরিক ভূমিকা। - পরীক্ষার দৃষ্টিতে পঞ্চায়েত ভূগোল কেন গুরুত্বপূর্ণ?
(A) ইতিহাস
(B) গ্রামীণ প্রশাসন ও উন্নয়ন
(C) ভূতত্ত্ব
(D) সাহিত্য
Ans: (B) গ্রামীণ প্রশাসন ও উন্নয়ন
Explanation: WBCS/PSC-এ নিয়মিত প্রশ্ন।
◆ পরীক্ষার প্রস্তুতি: বিনামূল্যে নোটস, সাজেশন, PDF ও সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp Group এ Join হয়ে যাও।
| Exam Groups | Click Here to Join |
আরোও দেখুন:-
1000 Geography Question and Answer in Bengali PDF Click Here
আরোও দেখুন:-
পৃথিবী – ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর | Earth – Geography GK Click Here
আরোও দেখুন:-
দেশ এবং তাদের সীমানা – জিকে প্রশ্ন ও উত্তর | Countries and their Borders – GK Click Here
আরোও দেখুন:-
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস তালিকা – সাধারণ জ্ঞান | General Knowledge in Bengali Click Here
আরোও দেখুন:-
৫০০০ জেনারেল নলেজ | 5000+ General Knowledge Question and Answer Click Here
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভূগোল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Panchayat Geography – West Bengal Geography MCQ Free PDF Download
File Details:
| File Name | পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভূগোল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Panchayat Geography – West Bengal Geography MCQ PDF Download |
| Prepared by | Experienced Teachers |
| Price | FREE |
| Download Link | Click Here To Download |
| Download PDF | Click Here To Download |
Important General Knowledge GK For All Competitive Exam | West Bengal Panchayat Geography – West Bengal Geography MCQ in Bengali | পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভূগোল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর
” পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভূগোল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | GK West Bengal Panchayat Geography – West Bengal Geography MCQ “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে সাধারণ জ্ঞান শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভূগোল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে কুইজ / সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে কুইজ / সাধারণ জ্ঞান জিকে 2023 / সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান MCQ / সাধারণ জ্ঞান জিকে Part-8 / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / সাধারণ জ্ঞান জিকে চাকরির পরীক্ষার জন্য / পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভূগোল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ কোশ্চেন / সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর Part-8 / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ (General Knowledge MCQ – General Knowledge – GK Quiz / West Bengal Panchayat Geography – West Bengal Geography MCQ / West Bengal Panchayat Geography – West Bengal Geography MCQ / General Knowledge QNA Quiz – General Knowledge General Knowledge Quiz / West Bengal Panchayat Geography – West Bengal Geography MCQ in Bengali / West Bengal Panchayat Geography – West Bengal Geography MCQ in Bangla / General Knowledge MCQ / West Bengal Panchayat Geography – West Bengal Geography MCQ quiz / common General Knowledge GK questions and answers Quiz / West Bengal Panchayat Geography – West Bengal Geography MCQ / GK Quiz / West Bengal Panchayat Geography – West Bengal Geography MCQ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভূগোল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Panchayat Geography – West Bengal Geography MCQ) সফল হবে।
West Bengal Panchayat Geography – West Bengal Geography MCQ | পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভূগোল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর
West Bengal Panchayat Geography – West Bengal Geography MCQ | পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভূগোল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর : West Bengal Panchayat Geography – West Bengal Geography MCQ | পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভূগোল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর । GK West Bengal Panchayat Geography – West Bengal Geography MCQ | পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভূগোল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর উপরে দেওয়া রয়েছে।
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভূগোল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Panchayat Geography – West Bengal Geography MCQ
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভূগোল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Panchayat Geography – West Bengal Geography MCQ : এই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভূগোল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Panchayat Geography – West Bengal Geography MCQ । পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভূগোল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Panchayat Geography – West Bengal Geography MCQ উপরে দেওয়া রয়েছে।
Info : পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভূগোল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | জেনারেল নলেজ – West Bengal Panchayat Geography – West Bengal Geography MCQ
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভূগোল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | জেনারেল নলেজ – West Bengal Panchayat Geography – West Bengal Geography MCQ ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই সাধারণ জ্ঞান শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, সাধারণ জ্ঞান ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।




















