অঙ্গনওয়াড়ি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভলপমেন্ট সার্ভিসের (Anganwadi Integrated Child Development Services) মাধ্যমে 705 টি পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সুতরাং, যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন, আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে । শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, স্কেলের বেতন, নির্বাচন প্রক্রিয়া এবং কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি অন্যান্য বিবরণ নীচে দেওয়া হলো…

পোস্টের নাম:
1 সেবিকা (Sevika)
2 সহায়িকা (Sahayika)

শূন্যপদ :  705 টি পদে নিয়োগ করা হবে।

যােগ্যতা : সর্বনিম্ন অষ্টম শ্ৰেণী এবং মাধ্যমিক পাস।

বয়সসীমা : বয়স হতে হবে ১৮ – ৩৭ বছরের মধ্যে । সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊধ্বসীমায় ছাড় পাবেন ।

বেতনক্রম : বেতন উল্লেখ নেই।

প্রার্থীদের নির্বাচন সংক্রান্ত নিয়ম এবং যোগ্যতা মানদণ্ড সম্পর্কিত আরো বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন দেখতে পারেন, অথবা নিচের লিঙ্কে ক্লিক করেন।
নির্বাচন প্রক্রিয়া: লিখিত পরীক্ষায় মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় প্রার্থী নেওয়া হবে ।

প্রতিষ্ঠানের নাম: অঙ্গনওয়াড়ি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস (Anganwadi Integrated Child Development Services)

কর্মসংস্থান প্রকার: ফুল টাইম ।

আবেদনের পদ্ধতি : আবেদন করতে হলে http://www.icdsbih.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে ।

নিচের বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন করেন।



© ভূগোল শিক্ষা – BHUGOL SHIKSHA

নিচের শেয়ার বাটনে ক্লিক করেন শেয়ার করাে বন্ধুদের মাঝে