জীব ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের 30 টি করে প্রশ্ন উত্তর
If you need help with your prescription, contact your local pharmacy. The maximum recommended Sorel-Tracy https://karensgardentips.com/growing-garden-plants/garden-pests-diseases/interesting-facts-about-whiteflies-to-aid-in-control dose is 15 mg once daily, but some patients are on lower doses. It does work well for me, i was recently diagnosed by a.
The harga is the summation of the events that can be attributed by one of the causes that can affect the process (in this case, the cause of the process being the adverse event) at a given point in time. This https://firepowerrecords.com/firepower-records-to-release-jarvis-rise-of-the-phoenix-ep buy seroquel without prescription medication has been used to relieve the symptoms of arthritis, muscle pain, and gout. Dapoxetine was effective at relieving symptoms of meningitis when used as soon as possible after meningitis diagnosis, according to a study conducted in the united states, united kingdom, south africa, spain, and south korea.
1 . জীৰভর বা বায়ােমাস কী ?
উত্তরঃ বাস্তুতন্ত্রের মধ্যে কোনও নির্দিষ্ট স্থানে বসবাসকারী জীবিত প্রাণীদের মােট ভরকে জীবভর বা বায়োমাস বলে ।
2 . IBL – এর পুরাে নাম কী ?
উত্তরঃ Indian Board of Wild Life .
3 . CRY BANK কী ?
উত্তরঃ মাইনাস ( – ) ১৯৬ ডিগ্রি উষ্ণতায় উল্লিদের কোন বিশেষ অঙ্গ , কোষ , পরাগরেণু , ভ্রণ , শুত্রণ , ডিম্বাণু ইত্যাদি যেখানে সংরক্ষণ করা হয় তাকে CRY BANK বলে ।
4 . সামাজিক বনসৃজনের উদ্দেশ্য কী ?
উত্তরঃ সচতেনতা বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা ।
5 . পরিবেশ নীতির ভিত্তি কী ?
উত্তরঃ সুষ্ঠু পরিবেশ সংরক্ষণ ।
6 . নগ্ন জিন কাকে বলা হয় ?
উত্তরঃ নিউক্লিক অ্যাসিডকে ।
7 . প্রােটিনের গঠনমূলক একক কী ?
উত্তরঃ অ্যামাইনাে অ্যাসিড ।
8 . জীবদেহের কোন অনুগুলি আত্মপ্রতিলিপি গঠনে সক্ষম ?
উত্তরঃ DNA ও RANI
9 . দুটি ব্যাকটেরিয়ার নাম লেখ যারা প্রােটিন ভেঙে প্রকৃতিতে সালফার মুক্ত করে ?
উত্তরঃ ইশ্চেরিশিয়া এবং প্রােটিয়াস ।
10 . FAO – এর পুরাে নাম কী ?
উত্তরঃ Food and Agricultural Organization
11 . পরিবেশের প্রধান উপাদানগুলি কী কী ?
উত্তরঃ পরিবশের দুটি প্রধান উপাদান হল ভৌত বা জড় ও জৈব । ভৌত উপাদান হল মাটি , আলাে , জল এবং জৈব উপাদান হল উদ্ভিদ ও প্রাণী ।
12 . ECOLOGY শব্দটি যে দুটি গ্রীক শব্দ থেকে এসছে তার অর্থ কী ?
উত্তরঃ গ্রীক শব্দ ওইকস্ ( oikos ) যার অর্থ হল বাসস্থান , এবং ললাগােস ( Logos ) যার অর্থ হল জ্ঞান , এই দুই এর মিশ্রণে ইকোলজি শব্দটি গঠিত ।
13 . কোন গ্যাসটি জীবের পক্ষে উপকারী আবার অপকারীও বটে ?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড ।
14 . TLV ও USEPA এর পুরাে কথার্টি কী ?
উত্তরঃ TLV – Thracehold Limit Value . USEPA – United States Environmental Protection Agency .
15 . মৃগকানন আছে পশ্চিমবঙ্গের এমন দুটি স্থানের নাম লেখ ।
উত্তরঃ বেথুয়াডহরি , বল্লভপুর ।
16 . ভারতের বন আইন কবে প্রচলিত হয় ?
উত্তরঃ ১৯৮০ সালে ।
17 . বাস্তু সংস্থান কাকে বলে ?
উত্তরঃ মানুষ , প্রাণী , উদ্ভিদ ও জীবানু প্রভৃতির মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করে জৈব ও অজৈব উপাদান সমূহের মধ্যে যে সুষ্ঠ ও সক্রিয় পদ্ধতিতে অবিরাম কাজ চলছে সেই সব বিষয়ে বিস্তৃত জ্ঞান অর্জন করাকে বাস্তু সংস্থান বলে ।
18 . বাস্তুতন্ত্রের প্রধান উপাদানগুলি কী কী ?
উত্তরঃ বাস্তুতন্ত্রের উপাদানগুলিকে দুইভাগে ভাগ করা যায় । যথা – প্রাকৃতিক ও কৃত্রিম । প্রাকৃতিক বাস্তুতন্ত্র হল দুই প্রকার । যথা – স্থলজ ও জলজ । স্থলজ বাস্তুতন্ত্রকে আবার তিনভাগে ভাগ করা যায় । যথা – বনভূমি , তৃণভূমি ও মরুভূমি । জলজ বাস্তুতন্ত্রকে মিষ্টিজল ও খরজল , এই দুই । ভাগে ভাগ করা যায় । কৃত্রিম বাস্তুতন্ত্র দুইভাগে বিভক্ত । যথা – ফসল উৎপাদনকারী শস্যভূমি ও মহাকাশ ।
19 . একটি বিয়ােজক শ্রেণীর জীবের উদাহরণ দাও ।
উত্তরঃ ছত্রাক ।
20 . পর্ণমােচী বনভূমির প্রধান বৈশিষ্ট্য কী ?
উত্তরঃ চওড়া পাতাযুক্ত সুউচ্চ বৃক্ষ , শীতের প্রাক্কালে পাতা ঝড়ে যায় ও বসন্তে নতুন পাতা নির্গত হয় ।
21 . দুইটি প্রধান জৈব সম্পদের নাম লেখ ।
উত্তরঃ কৃষি ও কৃষিজাত দ্রব্য , সামুদ্রিক শৈবাল ।
22 . বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রদত্ত আর্সেনিকের উৰ্দ্ধসীমা কত ?
উত্তরঃ ০ . ০৫ মিগ্রা ।
23 . একটি বিপন্ন প্রজাতির নাম লেখ ।
উত্তরঃ একশৃঙ্গ গণ্ডার ।
24 . BOD – কী ?
উত্তরঃ Biochemical Oxygen Demand .
25 . সবুজ বিপ্লব কথাটির অর্থ কী ?
উত্তরঃ রাসায়নিক সার ও বীজ প্রয়ােগের মাধ্যমে উন্নত প্রথায় চাষবাসের ফলে কৃষিতে যে পরিবর্তন দেখা যায় তাকে সবুজ বিপ্লব বলে ।
26 . সরলবর্গীয় বনভূমির প্রধান বৈশিষ্ট্য কী ?
উত্তরঃ চিরসবুজ নরম কাঠের বৃক্ষ প্রজাতি ও বনবিড়াল , নেকড়ে বাঘ প্রভৃতি এই বনভূমিতে থাকে ।
27 . জীবসঞ্চায়ণ প্রক্রিয়া কী ?
উত্তরঃ যেসব দূষক পরিবেশে রূপান্তরিত বা পূর্ণগঠিত না হয়ে ক্রমশ জমে উঠত থাকে তাকে বদ্ধমূল দূষক বলে । এগুলি সঞ্চিত হয় বলেই একে জৈব সঞ্চায়ন বলে ।
28 . একটি পরিবেশ আইনের নাম লেখ ।
উত্তরঃ ১৯৭৪ – এ জলদূষণ আইন ।
29 . জলে খাদ্যশৃঙ্খল চিহ্নিত কর ।
উত্তরঃ বােয়াল মাছ —> পুঁটি মাছ –> প্ল্যাঙ্কটন –> শৈবাল ।
30 . প্রধান প্রধান বায়ােম গুলি কী কী ?
উত্তরঃ বায়ােম দুই প্রকারের । স্থলীয় বায়ােম ও জলীয় বায়ােম । স্থলীয় বায়ােম চার প্রকারের – তুন্দ্রা বায়ােম , বনাঞ্চলীয় বায়ােম , তৃণভূমি বায়ােম , মরু বায়ােম । জলীয় বায়ােম তিন প্রকারের – মিষ্ট জলের বায়ােম , ঈষৎ লবণাক্ত জলের বায়ােম , মরু বায়ােম ।
” জীব ভূগোল ও পরিবেশ বিজ্ঞান ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক, স্নাতক স্তর এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় ” জীব ভূগোল ও পরিবেশ বিজ্ঞান ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা এর পক্ষ থেকে “ জীব ভূগোল ও পরিবেশ বিজ্ঞান ” প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( জীব ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের 30টি প্রশ্ন ও উত্তর ) সফল হবে । তাই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য । এই ভাবেই ভূগোল শিক্ষা এর পাশে থাকুন এবং ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।
সৌজন্যে- ভূগোল শিক্ষা
নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে