আন্তর্জাতিক অরণ্য দিবস (International Day of Forests)

ভারতের রাজ্যভিত্তিক অরণ্য


আজ ২১ শে মার্চ, আন্তর্জাতিক অরণ্য দিবস (International Day of Forests)। এবছর অর্থাৎ ২০১৯ সালে আন্তর্জাতিক অরণ্য দিবসের থিম হল — “অরণ্য ও শিক্ষা” (Forests and Education)। আজ আন্তর্জাতিক অরণ্য দিবসে আসুন একনজরে দেখা যাক ভারতের রাজ্যভিত্তিক অরণ্যের হিসেবনিকেশ।

জাতীয় বননীতি অনুসারে, ভারতের মোট আয়তনের ৩৩% অঞ্চল অরণ্য আবৃত রাখতে হবে। যদিও সেই লক্ষ্যে এখনও আমরা পৌঁছাতে পারিনি। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া (FSI) এর ২০১৭ সালের রিপোর্ট অনুসারে, ভারতে মোট অরণ্যের পরিমাণ ৭,০৮২৭৩ বর্গকিমি, যা ভারতের মোট আয়তনের ২১.৫৪%। যদিও FAO এর Global Forest Resources Assessment (২০১৫) এর তথ্য অনুসারে ভারতে মোট অরণ্যের পরিমাণ ৭০.৬৮ মিলিয়ন হেক্টর, যা ভারতের মোট আয়তনের ২৩.৮%।

এবার দেখে নেওয়া যাক ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট (২০১৭) অনুসারে ভারতের রাজ্যভিত্তিক অরণ্য-বন্টন। আমরা ভারতের রাজ্যগুলিকে ৪ টি শ্রেনীতে বিভক্ত করেছি — (১) শ্রেণী-A (৭৫% এর বেশি অরণ্য অঞ্চল) (২) শ্রেণী-B (৫০% এর বেশি থেকে ৭৫% পর্যন্ত অরণ্য অঞ্চল) (৩) শ্রেণী-C (২৫% এর বেশি থেকে ৫০% পর্যন্ত অরণ্য অঞ্চল) (৪) শ্রেণী-D (২৫% এর কম অরণ্য অঞ্চল)।

(১) শ্রেণী-A:-
এই শ্রেনীতে ভারতের ৫টি রাজ্য রয়েছে। রাজ্যগুলি হল — মিজোরাম (৮৬.২৭%), অরুণাচল প্রদেশ (৭৯.৯৬%), মণিপুর (৭৭.৬৯%), মেঘালয় (৭৬.৭৬%), নাগাল্যান্ড (৭৫.৩৩%)। মিজোরাম রাজ্যে আয়তন (শতাংশ) অনুসারে সবচেয়ে বেশি পরিমাণ অরণ্য রয়েছে।

(২) শ্রেণী-B:-
এই শ্রেনীতে ভারতের ৩টি রাজ্য রয়েছে। রাজ্যগুলি হল — ত্রিপুরা (৭৩.৬৮%), গোয়া (৬০.২১%), কেরালা (৫২.৩০%)।

(৩) শ্রেণী-C:-
এই শ্রেনীতে ভারতের ৮টি রাজ্য রয়েছে। রাজ্যগুলি হল — সিকিম (৪৭.১৩%), উত্তরাখন্ড (৪৫.৪৩%), ছত্তিশগড় (৪১.০৯%), আসাম (৩৫.৮৩%), ওড়িশা (৩২.৯৮%), ঝাড়খন্ড (২৯.৫৫%), হিমাচলপ্রদেশ (২৭.১২%), মধ্যপ্রদেশ (২৫.১১%)। মধ্যপ্রদেশ রাজ্যে আয়তন (বর্গকিমি) অনুসারে সবচেয়ে বেশি পরিমাণ অরণ্য রয়েছে।

(৪) শ্রেণী-D:-
এই শ্রেনীতে ভারতের ১৩টি রাজ্য রয়েছে। রাজ্যগুলি হল — তামিলনাড়ু (২০.২১%), কর্ণাটক (১৯.৫৮%), পশ্চিমবঙ্গ (১৮.৯৮%), তেলেঙ্গানা (১৮.২২%), অন্ধ্রপ্রদেশ (১৭.২৭%), মহারাষ্ট্র (১৬.৪৭%), জম্মু ও কাশ্মীর (১০.৪৬%) বিহার (০৭.৭৫%), গুজরাট (০৭.৫২%), উত্তরপ্রদেশ (০৬.০৯%) রাজস্থান (০৪.৮৪%), পাঞ্জাব (০৩.৬৫%), হরিয়ানা (০৩.৫৯%)। হরিয়ানা রাজ্যে আয়তন (শতাংশ ও বর্গকিমি) অনুসারে সবচেয়ে কম পরিমাণ অরণ্য রয়েছে।





© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে