Daily GK – General knowledge

ভরতের সংবিধান – Constitution of India


১. কত সালে প্রথম সংবিধান সংশোধন করা হয়?
উঃ ১৯৫১ সালে।

২. কোন মৌলিক অধিকারকে  ড:বি.আর.আম্বেদকর সংবিধানের ‘হৃদয় ও আত্মা’ বলে অভিহিত করেছেন?

উঃ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার কে।

৩. শিক্ষা ও সংস্কৃতিগত অধিকার সংবিধানের কত নম্বর ধারায় বর্ণনা করা হয়েছে?
উঃ ২৯ – ৩০ নম্বর ধারায়।

৪. ভারতে সংবিধানের পুনর্বিচারের ক্ষমতাটি ভোগ করে কে?
উঃ সুপ্রীম কোর্ট।

৫. ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?
উঃ ৬ টি।

৬. ভারতের নির্বাচন ব্যাবস্থা অনেকাংশে কোন দেশের অনুকরণে হয়েছে?
উঃ ব্রিটেন।

৭. মৌলিক কর্তব্যের সংযোজন কোন দেশের অনুকরণে হয়?
উঃ রাশিয়া।

৮. ভারতের সংবিধান ঘোষণা করা হয় কোন তারিখে?
উঃ 26 শে জানুয়ারি,১৯৫০।

৯. সংবিধানে কটি ভাষাকে স্বীকৃতি দেয়া হয়েছে?
উঃ ১৮টি।

১০. সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান?
উঃ রাষ্ট্রপতি।

১১. সাংবিধানিক ক্ষমতাবলে জাতীয় সংস্কৃতি পরিষদের চেয়ারম্যান কে নিযুক্ত হন?
উঃ প্রধানমন্ত্রী।

১২.ভারতীয় সংবিধানের প্রধান কে ?
উঃ রাষ্ট্রপতি।

১৩. স্বাধীন ভারতে নতুন সংবিধান কত সালে গৃহীত হয়েছে?
উঃ ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর।

১৪. ভারতীয় সংবিধানের গঠন বৈশিষ্ট‍্য  কিরূপ ?
উঃ আধা – যুক্তরাষ্ট্রীয় ।

১৫.ভারতীয় সংবিধানে সংশোধন পদ্ধতিতে কোন দেশের অনুকরন করা হয়?
উঃ সাবেক সোভিয়েত ইউনিয়ন।

১৬. ভারতীয় সংবিধান কে রচনা করেন?
উঃ ভারতীয় গণপরিষদ।

১৭.ব্যালট প্রথম কোন দেশে ব্যবহৃত হয়?
উঃ অস্ট্রেলিয়া।

১৮. ভারতের প্রথম অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন?
উঃ ক্ষিতিশ চন্দ্র নিয়োগী।

১৯.সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
 উঃ স্পিকার।

২০.ভারতে বৈদেশিক মুদ্রা সবচেয়ে বেশি খরচ হয় কোন খাতে?
উঃ  পেট্রোলিয়ামজাত দ্রব্যের আমদানিতে।

২১.ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রথম ভারতীয় গভর্নরকে ছিলেন?
উঃ সি . ডি দেশমুখ।

২২. স্বাধীন ভারতে কবে প্রথম শিল্পনীতি ঘোষিতহয়?
উঃ  ১৯৪৮ সালে

২৩.প্রথম কবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়?
উঃ ১৯৬২ সালে।

২৪.পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করে কোন সংস্থা?
 উঃ জাতীয় উন্নয়ন পরিষদ।

২৫.’ The general theory of Employment, interest,and money ‘ কার লেখা?
উঃ জে. এম.কেইনস।




© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



        “ জেনারেল নলেজ ( General knowledge – GK )  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে  প্রতিদিন জেনারেল নলেজ ( Daily GK – General knowledge ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর ) সফল হবে ।

       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।



নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে