Daily Current Affairs – 17 April 2019

1.জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ Tiktok-কে ভারতে ব্যান করা হল।

2.কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের খনি খোঁড়া নিষিদ্ধ করলো সুপ্রিমকোর্ট।

3.পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের  Executive Director হিসাবে নিযুক্ত হলেন Rajesh Yaduvanshi.

4.World Haemophilia Day পালন করা হয় ১৭ই এপ্রিল ,এবারের থিম ছিল “Outreach and Identification”.

5.Google তার প্রথম Africa Artificial Intelligence lab খুললো ঘানাতে।

6.Street Child Cricket World Cup-এর গুড উইল অ্যাম্বাস্যাডর (Goodwill ambassador) হিসাবে নিযুক্ত হলেন ক্রিকেটার মিথালী রাজ।

7.বাস টিকিট বুকিং প্লাটফর্ম ‘Redbus’-এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন মহেন্দ্র সিং ধোনি।

8.সাবেক ব্রাজিলিয়ান Football Confederation (CBF)-এর প্রেসিডেন্ট Jose Maria Marin-কে সারাজীবনের জন্য ব্যান করলো FIFA.

9.২০২০ টোকিও অলিম্পিকের সাংগঠনিক কমিটি অলিম্পিক প্রতিযোগিতার বিশদ সময়সূচি প্রকাশ করলো।

10.সম্প্রতি হিমাচলপ্রদেশ তার ৭২তম প্রতিষ্ঠা দিবস পালন করলো ১৫ই এপ্রিল।

– দেবব্রত মণ্ডল
© ভূগোল শিক্ষা



       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে