Home General Knowledge ভৌগোলিক প্রণালি-সমূহ – Daily GK – General knowledge | Part – 39...

ভৌগোলিক প্রণালি-সমূহ – Daily GK – General knowledge | Part – 39 | Exam Guide | Bhugol Shiksha

188

Daily GK – General knowledge

ভৌগোলিক প্রণালি-সমূহ

প্রণালী পৃথক করেছে সংযুক্ত করেছে
পক প্রণালী ভারত -শীলঙ্কা ভারত মহাসার – আরব মহাসাগর
জিব্রাল্টার প্রণালী আফ্রিকা – স্পেন উত্তর আটলান্টিক – ভুমধ্যসাগর
মালাস্কা প্রণালী সুমাত্রা – মায়েশিয়া বঙ্গোপসাগর – জাভা সাগর
বেরিং প্রণালী  আমেরিকা – এশিয়া উত্তর সাগর – বেরিং সাগর
ফোরিডা প্রণালী কিউবা – ফোরিডা মেক্সিকো উপসাগর – আটলান্টিক
ইংলিশ চ্যানেল ফ্রান্স – ব্রিটেন আটলান্টিক – উত্তর সাগর।
সুন্দা প্রণালী সুমাত্রা – জাভা ভারত মহাসাগর – জাভা সাগর।
হরমুজ প্রণালী ইরান – আরব আমিরাত  পারস্য উপসাগর – ওমান সাগর 
মেসিনা প্রণালী ইটালী – সিসিলি টির ইনিয়ান – আইওনিয়ান সাগর।
ডোভার প্রণালী  ফ্রান্স – ব্রিটেন ইংলিশ চ্যানেল – উত্তর সাগর
বসফরাস প্রণালী এশিয়া – ইউরোপ মরমর সাগর – কৃষ্ণ সাগর
দার্দানেলিস প্রণালী মরক্ক – মরক্ক ইজিয়ান সাগর – মরমর সাগর
বার্বেল মান্ডেল প্রণালী এশিয়া – আফ্রিকা এডেন – লোহিত সাগর



© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



        “ জেনারেল নলেজ ( General knowledge – GK )  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে  প্রতিদিন জেনারেল নলেজ ( Daily GK – General knowledge ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর ) সফল হবে ।

       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে

Download Our Android App

Subscribe Our YouTube Channel

Join Our Telegram Channel