Daily GK – General knowledge
ইতিহাসে গুরুত্বপূর্ণ যুদ্ধ
1. পানিপথের প্রথম যুদ্ধ = [২১ এপ্রিল ১৫২৬] = বাবর (জয়ী) ও ইব্রাহিম লােদি
2. খানুয়ার যুদ্ধ = [1527] = বাবর (জয়ী) ও মেবারের রানা সঙ্গে
3. ঘর্ঘরার যুদ্ধ = [1527] = বাবর (জয়ী) ও সুলতান মামুদের আফগান বাহিনি
4. চৌসার যুদ্ধ = [153৭] = শেরশাহ (জয়ী) ও হুমায়ুন
5. কনৌজ যুদ্ধ = [1540] = শেরশাহ (জয়ী) ও হুমায়ুন
6. কলিঙ্গ যুদ্ধ = [261 খ্রি. পূ.] = সম্রাট আশােক (জয়ী) ও কলিঙ্গের রাজা
7. তরাইনের প্রথম যুদ্ধ = [1171] = মহম্মদ ঘােরি ও পৃথ্বীরাজ চৌহান (জয়ী)
8. তরাইনের দ্বিতীয় যুদ্ধ = [1162] * মহম্মদ ঘােরি (জয়ী)। ও পৃথ্বীরাজ চৌহান।
9. পানিপথের দ্বিতীয় যুদ্ধ = [1556] = আকবরের অভিভাবক বৈরাম খাঁ (জয়ী) ও হিমু
10.হলদিঘাটের যুদ্ধ = [1576] = আকবর (জয়ী) ও রানাপ্রতাপ
11. প্রথম কর্ণাটকের যুদ্ধ = [1746-48] = ফরাসি (জয়ী)। ও ইংরেজ
12. দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ = [1746-54] = ফরাসি (জয়ী) ও ইংরেজ
13. তৃতীয় কর্ণাটকের যুদ্ধ = [1756-63] = ফরাসি ও ইংরেজ (জয়ী)
14. দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ = [1780-84] = হায়দার আলি এবং তার পুত্র টিপু সুলতানের সঙ্গে ব্রিটিশ (জয়ী)
15. পলাশির যুদ্ধ = [1757] = ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ (জয়ী) ও সিরাজ উদ দৌল্লা
16. পানিপথের তৃতীয় যুদ্ধ = [1761] = আফগান প্রধান আহম্মদ শাহ (জয়ী) ও মারাঠা
17. বক্সারের যুদ্ধ = [1764] = ইংরেজ সেনাপতি (জয়ী) ও অযােধ্যার নবাব সুজা-উদ-দৌল্লা, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, বাংলার নবাব মিরকাশিম
18. প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ = [1767-69] = হায়দার আলি (জয়ী) ও ইংরেজ
19. তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ = [1789-92] = ব্রিটিশ (জয়ী) ও টিপু সুলতান।
20. তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ = [1817-18] = ব্রিটিশ (জয়ী) ও মারাঠা
21. প্রথম ইঙ্গ- শিখ যুদ্ধ = [1845-46] = ব্রিটিশ (জয়ী) ও শিখ
22. দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধ = [1848-49] = ব্রিটিশ (জয়ী) ও শিখ
23. ইঙ্গ-নেপাল যুদ্ধ = [1814-16] = ব্রিটিশ (জয়ী) ও নেপালি গােখা
24. চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ = [179৪-99] = ব্রিটিশ (জয়ী) ও টিপু সুলতান
25. প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ = [1775-82] = ব্রিটিশ ও মারাঠা (জয়ী)।
26. দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ = [1803-05] = ব্রিটিশ (জয়ী) ও মারাঠা।
© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha
” জেনারেল নলেজ (General knowledge – GK) ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী . সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে প্রতিদিন জেনারেল নলেজ (Daily GK – General knowledge) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে. ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর) সফল হবে।
আপনাকে অসংখ্য ধন্ বাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য. এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।
নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে