সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali Part-202
সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali Part-202

সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর

General Knowledge in bengali

সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge in Bengali : পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর) খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (General Knowledge GK for All Comparative exam in Bengali) Part – 202 নিচে দেওয়া হল। এই সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর  – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Part – 202 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জিকে – জেনারেল নলেজ : GK – General Knowledge Question and Answer | Part – 202

  1. মিথেন গ্যাসের অন্য নাম কি ? 

Ans : মার্স গ্যাস ।

  1. পিতল শঙ্কর ধাতুতে কি কি ধাতু থাকে ? 

Ans : তামা ও দস্তা ।

  1. ‘ এশিয়ার রােম ’ বলা হয় কোন্ শহরকে ? 

Ans : দিল্লি ।

  1. বিখ্যাত কার্টুনিস্ট নরেন রায়ের ছদ্ম নাম কি?

Ans : সুফি ।

  1. বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ দাবাড়ু কে ?

Ans : ববি ফিশার ।

  1. ভয়েস অফ দ্য বিগল ’ – গ্রন্থটির রচয়িতা কে ? 

Ans : চালর্স ডারউইন ।

  1. বিশ্বের সর্ববৃহৎ ফলের নাম কি ?

Ans : জেনাস উলফিয়া ।

  1. শ্রীলঙ্কা ও ভারতের মাঝে কোন্ প্রণালী অবস্থিত ?

Ans : পক প্রণালী ও মান্নার উপসাগর ।

  1. টারজান ’ চরিত্রের মূল অভিনেতা কে ছিলেন ? 

Ans : জনি ওয়াইস মূলার ।

  1. মঙ্গলে পাঠানাে প্রথম মহাকাব্য যানটির নাম কি?

Ans : ওডিসি ।

  1. তরল সংযােজক কলা কি ?

Ans : রক্ত।

  1. মহানদীর উপরে অবস্থিত কোন্ বাঁধ ।

Ans : হীরাকুদ বাঁধ ।

  1. একটি প্রােটোজোয়া প্রাণীর উদাহরণ দাও ।

Ans : অ্যামিবা ।

  1. প্রােটোজোয়া কথাটি কে প্রচলন করেন ? 

Ans : বিজ্ঞানী গােল্ডফাস ।

  1. শর্করা কয়লাকে অন্য কি নামে আমরা জানি ?

Ans : বিশুদ্ধ কার্বন ।

  1. খিজির খাঁ কে ছিলেন ? 

Ans : সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ।

  1. কোন্ কোন্ ভিটামিন জলে দ্রবীভূত হয় ? 

Ans : ‘ বি কমপ্লেক্স ও ভিটামিন ‘ সি ’ ।

  1. ফরিদাবাদ মহানগরটি কোন্ রাজ্যে অবস্থিত ? 

Ans : হরিয়ানা ।

  1. কোন্ উর্দু ভাষায় প্রথম কবিতা রচনা করেন ? 

Ans : আমীর খসরু । 

20 হরি সেনের রচনাবলীর নাম কি ?

Ans : এলাহাবাদ প্রশস্তি ।

  1. টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে কোন্ সন্ধি হয়েছিল ? 

Ans : শ্রীরঙ্গপত্তনমের সন্ধি ( ১৭৯২ সাল ) ।

  1. পানামা খাল কোন্ দুটি মহাসাগরের সংযােগ রক্ষাকারী খাল ?

Ans : আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর ।

  1. কোন্ প্রণালী এশিয়া মহাদেশকে উত্তর আমেরিকা থেকে বিচ্ছিন্ন করেছে ? 

Ans : বেরিং প্রণালী ।

  1. চিড়ুইন কোন্ নদীর উপনদী ?

Ans : ইরাবতী ।

  1. কত সাল থেকে জ্ঞানপীঠ পুরস্কার চালু হয় ? 

Ans : ১৯৬৫ সাল ।

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – General Knowledge in bengali Click Here

আরোও দেখুন:-

কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here

Important GK For All Competitive Exam | General Knowledge GK in Bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (General Knowledge GK) – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (General Knowledge GK) – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর কুইজ / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – General knowledge / General knowledge in Bengali / GK in Bengali /  general knowledge in hindi / general knowledge question and answer in bengali / general knowledge 2020 / general knowledge quiz / common general knowledge questions and answers / general knowledge questions and answers pdf / general knowledge 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / general knowledge questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – General knowledge প্রশ্ন ও উত্তর – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info : সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 202

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 202” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।