জর্জ বার্নার্ড শ এর জীবনী - George Bernard Shaw Biography in Bengali
জর্জ বার্নার্ড শ এর জীবনী - George Bernard Shaw Biography in Bengali

জর্জ বার্নার্ড শ এর জীবনী

George Bernard Shaw Biography in Bengali

জর্জ বার্নার্ড শ এর জীবনী – George Bernard Shaw Biography in Bengali : জর্জ শ কখনই খ্যাতি এবং গৌরবের স্বপ্ন দেখেনি। জর্জ বার্নার্ড শ (George Bernard Shaw) কেবল তাঁর প্রিয় কাজটিই করছিলেন যা হঠাৎ তাকে সাফল্যের দিকে নিয়ে যায়। গুণী নাট্যকারকে কেবল তার মজাদার তীক্ষ্ণ শৈলীতেই নয়, তাঁর অমিতব্যয়ী আচরণের দ্বারাও আলাদা করা হয়েছিল। জর্জ বার্নার্ড শ (George Bernard Shaw) কখনই তাঁর রচনাগুলি উপার্জনের চেষ্টা করেন নি এবং সৃজনশীল প্রক্রিয়া এবং শৈল্পিক মনন থেকে সত্যিকারের আনন্দ পেয়েছিলেন।

 জর্জ বার্নার্ড শ এর একটি সংক্ষিপ্ত জীবনী । জর্জ বার্নার্ড শ জীবনী – George Bernard Shaw Biography in Bengali বা জর্জ বার্নার্ড শ এর আত্মজীবনী বা জর্জ বার্নার্ড শ (George Bernard Shaw Jivani) জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

জর্জ বার্নার্ড শ কে ছিলেন ? Who is George Bernard Shaw ?

জর্জ বার্নার্ড শ (George Bernard Shaw) ছিলেন একজন আইরিশ নাট্যকার, সমালোচক, বিসংবাদী এবং রাজনৈতিক কর্মী। ১৮৮০-এর দশক থেকে শুরু করে তার মৃত্যুর পরও পশ্চিমা মঞ্চনাটক, সংস্কৃতি ও রাজনীতিতে তার প্রভাব বিস্তৃত। জর্জ বার্নার্ড শ (George Bernard Shaw) ম্যান অ্যান্ড সুপারম্যান (১৯০২), পিগম্যালিয়ন (১৯১২) ও সেন্ট জোন (১৯২৩)-সহ ষাটের অধিক নাটক রচনা করেছেন। 

জর্জ বার্নার্ড শ এর জীবনী – George Bernard Shaw Biography in Bengali :

নাম (Name) জর্জ বার্নার্ড শ (George Bernard Shaw)
জন্ম (Birthday) ২৬ জুলাই ১৮৫৬ (26th July 1856)
জন্মস্থান (Birthplace) ডাবলিন, আয়ারল্যান্ড 
অভিভাবক (Parents)/পিতামাতা জর্জ কার শ ও লাসিন্ডা এলিজাবেথ
সমাধিস্থল শ’স কর্নার, আয়ট সেন্ট লরেন্স
পেশা (Occupation) নাট্যকার, সমালোচক, বিসংবাদী, রাজনৈতিক কর্মী
জাতীয়তা ব্রিটিশ (১৮৫৬-১৯৫০) 

আইরিশ (দ্বৈত জাতীয়তা ১৯৩৪-১৯৫০)

শিক্ষা প্রতিষ্ঠান ওয়েসলি কলেজ, ডাবলিন
ধরন  ব্যঙ্গরচনা, ব্লাক কমেডি
উল্লেখযোগ্য পুরস্কার সাহিত্যে নোবেল পুরস্কার 

১৯২৫ 

শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য বিভাগে একাডেমি পুরস্কার 

১৯৩৮ পিগম্যালিয়ন 

মৃত্যু (Death) ২ নভেম্বর ১৯৫০ (2nd November 1950)

জর্জ বার্নার্ড শ এর জন্ম – George Bernard Shaw Birthday :

 নােবেল পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক , দার্শনিক , বিশ্বের শ্রেষ্ঠ নাট্যকার জর্জ বার্নার্ড শ ১৮৫৬ খ্রীস্টাব্দের ২৬ শে জুলাই আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে জন্মগ্রহণ করেন ।

জর্জ বার্নার্ড শ এর পিতামাতা – George Bernard Shaw Parents :

 মা – বাবা দুজনেই আইরিশ । বাবার নাম জর্জ কার শ , মায়ের নাম লুসিন্ডা এলিজাবেথ । সে সময় ডাবলিন শহরে অভিজাত ব্যবসায়ী হিসাবে শ’পরিবারের বেশ সুখ্যাতি ছিলাে । জর্জের বাবা ধর্মীয় কুসংস্কার ও গোঁড়ামিকে মােটেই সহ্য করতে পারতেন না ।

জর্জ বার্নার্ড শ এর শৈশবকাল – George Bernard Shaw Childhood :

 বার্নাডশ শৈশব থেকেই কিছুটা ভাবুক ও স্বাধীনচেতা মনােবৃত্তির ছিলেন । শ’র মা ভালাে পিয়ানাে বাজাতে পারতেন । শ ’ খুব সঙ্গীতপিপাসু ছিলেন । আজীবন সঙ্গীতের মধ্য দিয়েই তিনি পরবর্তীকালে বিখ্যাত মনীষী হবার প্রেরণা লাভ করেন । মায়ের কাছ থেকে তিনি পিয়ানাে বাজাতে শেখেন । 

জর্জ বার্নার্ড শ এর শিক্ষাজীবন – George Bernard Shaw Education Life :

 জর্জ বার্নাড’শ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের মতাে স্কুল কলেজের বাঁধাধরা পড়াশুনা মােটেই পছন্দ করতেন না । এমন কি তিনি কোনাে সার্টিফিকেটও অর্জন করেননি । বার্নার্ড শ ঘরে বসেই নানা ধরনের বই পড়তেন । গান শুনতেন আর পিয়ানাে বাজাতেন । 

জর্জ বার্নার্ড শ এর কর্মজীবন – George Bernard Shaw Work Life :

 একদিন বাবার ব্যবসায়িক অবস্থা খারাপ হয়ে পড়লাে শ’র মনে । কর্তববােধ জেগে উঠলাে । পনেরাে বছর বয়সে তিনি বেরিয়ে পড়লেন । চাকুরির খোজে । শেষ পর্যন্ত তার বড় কাকার পরিচিত একটা জমির দালাল -এর অফিসে চাকুরি পেলেন তিনি । পাঁচ বছর তিনি সেখানে চাকুরি করলেন । বছরে বেতন ছিলাে চুরাশি পাউন্ড । 

 প্রথম থেকেই বার্নার্ড শ’র মনে বড় লেখক হবার বাসনা ছিলাে । জ্ঞান ও অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য তিনি বিভিন্ন পাঠাগারে গিয়ে পড়াশুনা করতেন । লেখালিখিও শুরু করলেন একদিন ।

জর্জ বার্নার্ড শ এর প্রথম প্রবন্ধ – George Bernard Shaw First Book :

 তার প্রথম লেখা প্রবন্ধ ‘ নিরীশ্বরবাদ ‘ পাবলিক ওপিনিয়ন নামক একটি পত্রিকায় প্রকাশিত হয় । তখন তাঁর বয়স মাত্র সাড়ে পনেরাে বছর । এদিকে বিশ বছর বয়সে পৌঁছে শ ’ দেখলেন কারাে গােলামি করার জন্য তার জন্ম হয়নি । তিনি চাকুরি ছেড়ে দিয়ে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে চলে এলেন । তার মা এক মেয়ে লুসিকে নিয়ে তখন লন্ডনে থাকতেন । গানের টিউশানী করে জীবনযাপন করতেন । বাবা থাকতেন ডাবলিনেই। 

 লেখালেখিতে মা তাকে সব সময় উৎসাহ দিতেন । সাহিত্যচর্চা করাকেই তার জীবনের ব্রত হিসাবে গ্রহণ করে বার্নার্ডশ লন্ডনে আসেন । 

[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali]

জর্জ বার্নার্ড শ এর উপন্যাস লেখা :

 মাঝখানের দু একটা চাকুরি করা ছাড়া লিখে তিনি প্রথম ন বছর তেমন কোনাে অর্থ উপায় করতে পারেন নি । কিন্তু ইতিমধ্যে তিনি পাঁচটি উপন্যাস লেখা শেষ করেছেন । বিভিন্ন পত্র – পত্রিকায় নিবন্ধ ও সমালােচনা লিখে কিছু উপার্জন হতাে । চলে যেতাে কোনােরকমে । 

জর্জ বার্নার্ড শ এর উপন্যাস – George Bernard Novel :

 উপন্যাস পাঁচটি তিনি বেশকয়েকজন প্রকাশককে দেখিয়েছিলেন , কিন্তু তারা কেউ তাঁর উপন্যাস ছাপাতে রাজী হননি । তিনি লন্ডনের টু – ডে নামক পত্রিকায় তার একটি উপন্যাস ‘ ক্যাসল বায়রনস প্রফেশন ‘ ধারাবাহিকভাবে ছাপানাের সুযােগ পেলেন । উপন্যাসটি খুবই জনপ্রিয়তা পায় । আমেরিকার কোন্ এক প্রকাশক তার উপন্যাসটি পুস্তক আকারে প্রকাশ করলাে । তিনি আশি পাউন্ডের একটি চেক পেলেন বইয়ের রয়্যালিটি বাবদ ।

 চেকটি পেয়ে তার আত্মবিশ্বাস বহুগুণে বেড়ে গেল । কলম তার হাতে অস্ত্র হয়ে উঠতে লাগলাে । 

 বার্নার্ড শর্তার সাহিত্য সাধনার মােড় পরিবর্তন করে উপন্যাসের পরিবর্তে নাটক লিখতে লাগলেন । 

জর্জ বার্নার্ড শ এর প্রথম নাটক – George Bernard Shaw First Drama :

 তার প্রথম সাড়াজাগানাে নাটক ‘ উইডােয়ারস হাউজেস ‘ । এরপর বার্নার্ড শকে আর পিছন ফিরে তাকাতে হয়নি । ঝড়ের গতিতে । তিনি এগিয়ে চললেন তার দুরন্ত ব্যক্তিত্বকে সঙ্গী করে । 

 একাধারেনাট্যকার , দার্শনিক , কট্টর সমালােচক , বক্তা জর্জ বার্নার্ড ’ শ খ্যাতির চূড়ায় আরােহণ করতে লাগলেন দ্রুতগতিতে । মাত্র ৩৭ বছরে তিনি লিখে ফেলেছিলেন পঞ্চাশটির মতাে নাটক ।

জর্জ বার্নার্ড শ এর নোবেল পুরস্কার – George Bernard Shaw’s Nobel prize :

 ১৯২৩ খ্রীস্টাব্দে প্রকাশিত নাটক ‘ সেন্ট জোয়ান ’ – এর জন্ম ১৯২৫ খ্রীষ্টাব্দে সাহিত্য ক্ষেত্রে তিনি নােবেল পুরস্কার পান । কিন্তু প্রথমে বার্নার্ডশ সেই পুরস্কার প্রত্যাখান করেন । পরে সুইডিস একাডেমির অনুরােধে তিনি সুইডেনে গিয়ে পুরস্কার গ্রহণ করেন । তবে পুরস্কারের সাত হাজার পাউন্ডের চেকটি তিনি সঙ্গে সঙ্গে এক দলিল করে ইঙ্গ – সুইডিস সাহিত্যিক সমিতির হাতে তুলে দেন । এমন দৃষ্টান্ত নােবেল পুরস্কারের পঁচিশ বছরের ইতিহাসে ছিলাে এই প্রথম । 

[আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali]

জর্জ বার্নার্ড শ লেখকের স্বীকৃতি :

 ১৯২৫ সালে বার্নার্ড’শকে সমগ্র ইউরােপের সাহিত্যিক সমাজের পক্ষ থেকে গ্রান্ড ওল্ডম্যান অব ইউরােপিয়ান লেটার্স ‘ এই নতুন । পরিচয়ে চিহ্নিত করা হয় । 

 এভাবে তিনি সমগ্র ইউরােপে তৎকালীন জীবিত লেখকদের মধ্যে শ্রেষ্ঠ চিন্তানায়ক বলে স্বীকৃতি পান । 

 বিশ্বের লেখকদের মধ্যে একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া জীবিত অবস্থায় লিখে সে সময় এতাে অর্থ উপার্জন আর কেউ করতে পারেননি ।

জর্জ বার্নার্ড শ এর মৃত্যু – George Bernard Shaw Death :

 মনীষী বার্নার্ড শ ১৯৫০ সালের ২ রা নভেম্বর ৯৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন ।

জর্জ বার্নার্ড শ এর জীবনী (প্রশ্ন ও উত্তর) – George Bernard Shaw Biography in Bengali (FAQ):

  1. জর্জ বার্নার্ড শ এর জন্ম কবে হয় ?

Ans : ২৬ জুলাই ১৮৫৬ সালে ।

  1. জর্জ বার্নার্ড শ এর পিতার নাম কী ?

Ans : জর্জ কার শ ।

  1. জর্জ বার্নার্ড শ এর মায়ের নাম কী ?

Ans : লাসিন্ডা এলিজাবেথ ।

  1. জর্জ বার্নার্ড শ কবে নোবেল পুরস্কার পান ?

Ans : ১৯২৫ সালে ।

  1. জর্জ বার্নার্ড শ এর জন্ম কোথায় হয় ?

Ans : ডাবলিন আয়ারল্যান্ড এ ।

  1. জর্জ বার্নার্ড শ এর শিক্ষা প্রতিষ্ঠান এর নাম কী ?

Ans : ওয়েসলি কলেজ, ডাবলিন ।

  1. জর্জ বার্নার্ড শ এর সমাধিস্থল কোথায় অবস্থিত ?

Ans : শ’স কর্নার, আয়ট সেন্ট লরেন্স ।

  1. জর্জ বার্নার্ড শ কে ছিলেন ?

Ans : নাট্যকার, সমালোচক, বিসংবাদী, রাজনৈতিক কর্মী ।

  1. জর্জ বার্নার্ড শ এর প্রথম প্রবন্ধ এর নাম কী ?

Ans :  ‘ নিরীশ্বরবাদ ‘ ।

  1. জর্জ বার্নার্ড শ কবে মারা যান ?

Ans : ১৯৫৯০ সালে ২ নভেম্বর ।

 [আরও দেখুন, আগাথা ক্রিস্টি এর জীবনী – Agatha Christie Biography in Bengali

আরও দেখুন, আলবার্ট আইনস্টাইন জীবনী – Albert Einstein Biography in Bengali

আরও দেখুন, জোনাথন সুইফটের জীবনী – Jonathan Swift Biography in Bengali

আরও দেখুন, জেমস ওয়াট এর জীবনী – James Watt Biography in Bengali]

জর্জ বার্নার্ড শ জীবনী – George Bernard Shaw Biography in Bengali

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” জর্জ বার্নার্ড শ জীবনী – George Bernard Shaw Biography in Bengali  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো । যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।