HS Bengali Suggestion (Qustion and Answer) | উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন | দ্বাদশ শ্রেণীর পরীক্ষা প্রস্তুতি প্রশ্নোত্তর
বাংলা নাটক – নানা রঙের দিন
MCQ প্রশ্নোত্তর [মান ১]
সঠিক উত্তরটি নির্বাচন করো
1. “মাইরি এই না হলো অ্যাকটিং!” একথা বলেছে
(ক) কালীনাথ (খ) রজনীবাবু (গ) দর্শক (ঘ) রামব্রিজ
Ans. (খ) রজনীবাবু
2. “Life’s but a walking shadow” – কোন নাটকে কথাগুলি আছে?
(ক) ম্যাকবেথ (খ) কিংলিয়র (গ) হ্যামলেট (ঘ) ওথেলো
Ans. (ঘ) ওথেলো
3. “গ্রিনরুমে ঘুমোই..”– কে ঘুমোন?
(ক) কালীনাথ সেন (খ) রামব্রীজ (গ) রজনীকান্ত চট্টোপাধ্যায় (ঘ) রামচরণ
Ans. (ক) কালীনাথ সেন
4. “শাহাজাদি! সম্রাটনন্দিনী! মৃত্যুভয় দেখাও কাহারে ?” কোন নাটকের সংলাপ ?
(ক) জনা (খ) মেবার পতন (গ) রিজিয়া (ঘ) নূরজাহান
Ans. (গ) রিজিয়া
5. নানা রঙের দিন’ নাটকের অভিনেতা রজনীকান্তর বয়স
(ক) ৫০ বছর (খ) ৬৮ বছর (গ) ৬০ বছর (ঘ) ৭০ বছর
Ans. (খ) ৬৮ বছর
6. “এ সব থিয়েটারী ভাষায় কী বকছেন বলুন তো?”
(ক) প্রলাপ (খ) বেতাল (গ) বেচাল (ঘ) আবোল-তাবোল
Ans. (ঘ) আবোল-তাবোল
7. “তারপর একদিন চাকরিটা ছেড়ে দিলাম কারণ~
(ক) স্বাধীনভাবে জীবন চালাতে চাইলাম (খ) নাটক নিয়ে জীবন শুরু করলাম (গ) ভালো চাকরির আশায় তৈরি হতে লাগলাম (ঘ) ব্যবসায়ী হওয়ার তালিম চলতে লাগল
Ans. (খ) নাটক নিয়ে জীবন শুরু করলাম
8. “আর জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে- এখন শুধু”
(ক) মৃত্যুর অপেক্ষা (খ) মাঝ রাত্রির অপেক্ষা (গ) বার্ধক্যের অপেক্ষা (ঘ) স্বপ্নের অপেক্ষা
Ans. (খ) মাঝ রাত্রির অপেক্ষা
9. “Farewell the tranquil mind! farewell content!” — কথাগুলো
(ক) ওথেলোর (খ) ম্যাকবেথের (গ) সিজারের (ঘ) অ্যান্টোনিওর
Ans. (ক) ওথেলোর
10. “রাজনীতি বড় কুট”– বক্তা হলেন—
(ক) মোরাদ (খ) যশোবন্ত (গ) ঔরঙ্গজেব (ঘ) শাহজাহান
Ans. (গ) ঔরঙ্গজেব
11. “তাহলে সে রাজনীতি আমার জন্য নয়।” সংলাপটি কার ?
(ক) মিরজুমলা (খ) সিরাজ (গ) কালীনাথ (ঘ) রজনী
Ans. (গ) কালীনাথ
12. “শিল্পকে যে মানুষ ভালোবেসেছে”– তার
(ক) একাকিত্ব নেই (খ) বার্ধক্য নেই (গ) রোগ নেই (ঘ) মৃত্যু নেই
Ans. (খ) বার্ধক্য নেই
13. “আমার শিরায় শিরায় কি জল বইছে? রক্ত বইছে না?” বক্তার শিরায় শিরায় বইছে—
(ক) রাজরক্ত (খ) নেশার রক্ত (গ) সদবংশের রক্ত (ঘ) পবিত্র রক্ত
Ans. (গ) সদবংশের রক্ত
14. “এক পা এক পা করে এগিয়ে চলেছে”—
(ক) গ্রিনরুমের দিকে (খ) মৃত্যুর দিকে (গ) অডিটোরিয়ামের দিকে (ঘ) বাড়ির দিকে
Ans. (খ) মৃত্যুর দিকে
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [মান ১]
1. “তার দরুন আজ সন্ধেবেলা নগদ তিনটে টাকা বকশিশও দিলুম ওকে”– কাকে, কী কারণে বকশিশ দেওয়া হয়েছিল ?
Ans. অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় রামব্রীজকে তিন টাকা বকশিশ দিয়েছিলেন, কারণ গত রাতে রজনী মদ গিলে গ্রিনরুমে পড়েছিলেন। তাকে ঘুম থেকে তুলে ট্যাক্সিতে তুলে দিয়েছিলেন রামব্রীজ।
2. “কাম অন, কুইক! মহম্মদের ক্যাচটা দাও তো”– মহম্মদ কে? কে মহম্মদের ক্যাচ দিয়েছিলেন ?
Ans. মহম্মদ হলেন মোগল সম্রাট ঔরঙ্গজেবের পুত্র। মহম্মদের ক্যাচ দিয়েছিলেন প্রম্পটার কালীনাথ সেন।
3. “এই তো জীবনের সত্য কালীনাথ”– সত্যটি কী ?
Ans. যার প্রতিভা আছে বয়স তার প্রতিবন্ধক হয় না। বয়সে তার কিছু যায় আসে না। এটাই তো জীবনের সত্য ও এই সত্যই উপলদ্ধি হয়েছে রজনীকান্তের।
4. “মৃত্যুভয়ের ওপর সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে”– কে ডাকাতি করতে পারে ?
Ans. যে মানুষ শিল্পকে ভালোবেসেছে সে বার্ধক্য, একাকিত্ব, রোগকে জয় করে মৃত্যুভয়কেও হাসতে হাসতে ডাকাতি করতে পারে।
5. “যা করেছি ধর্মের জন্য”— ধর্মের জন্য কে, কী করেছিলেন?
Ans. ‘নানা রাঙা দিন’ নাটকে নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় সাজাহান’ নাটকের প্রসঙ্গ উত্থাপন করেছেন। নাটকটিতে দেখা যায়, ঔরঙ্গজেব ধর্মের জন্য সকলকে খুন করে সিংহাসন দখল করেছিলেন।
6. “তখন মনে মনে কত আশা, কত প্ল্যান”– কে, কীসের আশা বা প্ল্যান করেছিলেন?
Ans. ‘নানা রঙের দিন’ নাটকে তরুণ রজনী অভিনয় জীবনে একটি মেয়ের প্রেমে পড়েছিলেন, সেই মেয়েটিকে বিয়ে করার আশা বা প্ল্যানের কথাই এখানে বলা হয়েছে।
7. “বাঃ বাঃ বুঢ্ঢা। আচ্ছা হি কিয়া।” কে, কাকে একথা বলেছেন?
Ans. ‘নানা রঙের দিন’ নাটকে আলোচ্য কথাগুলি রজনী রামব্রীজকে বলেছেন।
8. “ও কী বললো জানো?” এখানে ‘ও’ বলতে কার কথা বলা হয়েছে? সে কাকে, কী বলেছিল?
Ans. ‘নানা রঙের দিন’ নাট্যাংশ থেকে উদ্ধৃতাশংটিতে রজনীর প্রেমিকার কথা বলা হয়েছে। রজনী তাকে বিয়ে করতে চাইলে সে রজনীকে অভিনয় পেশা ত্যাগ করতে বলেছিল।
রচনাধর্মী প্রশ্নোত্তর [মান ৫]
1. “আমার আপনজন কেউ নেই–বউ নেই, ছেলেমেয়ে নেই। সঙ্গীসাথী নেই, কেউ কোথাও নেই— আমি একদম একা একেবারে নিঃসঙ্গ”- বক্তা কে? উক্তিটিতে বক্তার কী ভাবনা প্রকাশ পেয়েছে?
অথবা, “জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই— সন্ধেও ফুরিয়েছে— এখন শুধু মাঝরাত্তিরের অপেক্ষা।” উক্তিটিতে বক্তার যে মনোভাব প্রকাশ পেয়েছে, তা আলোচনা করো।
অথবা, “যারা বলে অভিনয় একটা পবিত্র শিল্প, তারা সব গাধা, গাধা।” বক্তা কে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।
2. ‘নানা রঙের দিন’ নাটকটির নামকরণের সার্থকতা বিচার করো।
3. “ শিল্পকে যে মানুষ ভালোবেসেছে— তার বার্ধক্য নেই কালীনাথ” – ‘নানা রঙের দিন’ নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখো।
4. ‘নানা রঙের দিন’ নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো।
5. “ আমাদের দিন ফুরিয়েছে!” কে, কার প্রসঙ্গে এই উক্তি করেছেন? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো।
HS Suggestion 2025 | উচ্চ মাধ্যমিক সাজেশন ২০২৫
আরোও দেখুন:-
HS Bengali Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS English Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS History Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Geography Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Political Science Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Philosophy Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Sanskrit Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Education Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Sociology Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Physics Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Biology Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Chemistry Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Mathematics Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS Computer Science Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
HS All Subjects Suggestion 2025 Click here
” উচ্চ মাধ্যমিক বাংলা নাটক – নানা রঙের দিন “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary – HS) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC, RAIL, PSC, DEFENCE) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Higher Secondary Bengali Suggestion / HS Exam Guide / Question and Answer / FREE PDF Download / HS Class 12 / Uccha Madhyamik Pariksha) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন – Higher Secondary Bengali Suggestion / HS Exam Guide / Question and Answer / FREE PDF Download / HS Class 12 / Uccha Madhyamik Pariksha) সফল হবে।
স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা। এছাড়াও সাধারণ-জ্ঞান, পরীক্ষা প্রস্তুতি, ভ্রমণ গাইড, আশ্চর্যজনক তথ্য, সফল ব্যাক্তিদের জীবনী, বিখ্যাত ব্যাক্তিদের উক্তি, প্রাণী জ্ঞান, কম্পিউটার, বিজ্ঞান ও বিবিধ প্রবন্ধের মাধ্যমে ছাত্রছাত্রীদের মননকে বিকশিত করে তোলা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।
নিচের বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে