সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali Part - 210
সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali Part - 210

সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর

General Knowledge in bengali

সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge in Bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge in Bengali Part – 210 । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) সাধারণ জ্ঞান খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (General Knowledge GK Question and Answer in Bengali) Part – 210 পড়লেই নিশ্চিত কমন পাবেন।

 আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Part – 210 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জিকে – জেনারেল নলেজ : GK – General Knowledge Question and Answer | Part – 210

  1. কোন্ শিলাতে খনিজ তৈল পাওয়া যায় ? 

Ans : পাললিক শিলাতে । 

  1. সােভিয়েত ইউনিয়নের ‘ শস্য ভান্ডার ’ কাকে বলা হয় ? 

Ans : ইউক্রেনকে।

  1. কুমির কোন্ অঙ্গের সাহায্যে শ্বাস কার্য চালায় ? 

Ans : ফুসফুস । 

  1. ‘ রঘুবংশম ’ কাব্যের রচয়িতা কে ? 

Ans : কালিদাস । 

  1. কোন্ রেখার মাধ্যমে পৃথিবীর তাপমন্ডল নির্ণয় করা হয় ? 

Ans : অক্ষরেখা । 

  1. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি ? 

Ans : ৭ নং জাতীয় সড়ক ।

  1. ‘ হ্যালিসিক্স ’ কি ? 

Ans : একটি চলমান গবেষণাগার ।

  1. পরমাণু চুল্লিতে নিউটনের গতি হ্রাসের জন্য কোন্ পদার্থ ব্যবহার করা হয় ? 

Ans : গ্রাফাইট ।

  1. পৃথিবীর দীর্ঘতম টিভি টাওয়ার কোথায় অবস্থিত ? 

Ans : চীনে ।

  1. র্যাডিক্যাল মানবতাবাদ ’ কার সৃষ্টি ? 

Ans : মানবেন্দ্রনাথ রায়ের ।

  1. নিউজ প্রিন্ট কাগজের জন্য কোন স্থান বিখ্যাত ? 

Ans : মধ্যপ্রদেশের নেপানগর । 

  1. ২০০৫ সালটিকে সার্কের সম্মেলনে কি বর্ষ হিসেবে প্রচার করা হয় ? 

Ans : দক্ষিণ এশিয়া পর্যটন বর্ষ । 

  1. শালিমার দ্য ক্লাউন ’ – এই বইটির লেখক কে ? 

Ans : সলমন রুশদি । 

  1. কোন্ স্টেডিয়ামে ব্রায়ান লারা সর্বোচ্চ রানের মালিক হন ? 

Ans : অ্যাডিলেড ।

  1. ইন্ডিকা বইতে কোন্ সময়ের পৌর শাসন সংক্রান্ত তথ্য পাওয়া যায় ?

Ans : মৌর্য শাসন ব্যবস্থার ।

  1. কোন প্রাণী সালােকসংশ্লেষে সক্ষম ?

Ans : ক্রাইস্যামিবা । 

  1. কাচ তৈরী করতে কি কি কাঁচামালের প্রয়ােজন ? 

Ans : বালি , সােড়া ও লাইমস্টোন । 

  1. রাইটার্স বিল্ডিং – এর অলিন্দযুদ্ধ হয় কত সালে ?

Ans : ১৯৩০ সালে ।

  1. ডেনমার্কের পার্লামেন্টের নাম কি ? 

Ans : ফলকেটিং । 

  1. স্বামী বিবেকানন্দ রচিত বইটির নাম কি ? 

Ans : বর্তমান ভারত ।

  1. জার্মানি ও পােল্যান্ডকে দুই ভাগে বিভক্ত করেছে কোন্ লাইন ? 

Ans : ‘ ওডারনিসে ।

  1. ‘ বুখারেস্ট ’ কোন্ দেশের রাজধানী ?

Ans : রুমানিয়ার । 

  1. সতীদাহ প্রথা উচ্ছেদ করেন কোন্ বড়লাট ? 

Ans : লর্ড বেন্টিঙ্ক । 

  1. কোন্ উপগ্রহকে ঝড়ের সমুদ্র বলা হয় ?

Ans : চাদকে । 

  1. বন্দিপুর অভয়ারণ্যটি কোথায় অবস্থিত ?

Ans : কর্ণাটক ও তামিলনাড়ু সীমান্তে ।

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – General Knowledge in bengali Click Here

আরোও দেখুন:-

কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here

Important GK For All Competitive Exam | General Knowledge GK in Bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (General Knowledge GK) – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (General Knowledge GK) – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর কুইজ / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – General knowledge / General knowledge in Bengali / GK in Bengali /  general knowledge in hindi / general knowledge question and answer in bengali / general knowledge 2020 / general knowledge quiz / common general knowledge questions and answers / general knowledge questions and answers pdf / general knowledge 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / general knowledge questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – General knowledge প্রশ্ন ও উত্তর – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info : সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 210

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 210” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।