Madhyamik History Suggestion
মাধ্যমিক ইতিহাস সাজেশন
Madhyamik History Suggestion (মাধ্যমিক ইতিহাস সাজেশন – প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই Madhyamik History Suggestion (মাধ্যমিক ইতিহাস সাজেশন) – প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি আগামী West Bengal Madhyamik History Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর ইতিহাস পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
Madhyamik History Suggestion – মাধ্যমিক ইতিহাস সাজেশন | প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর
বিভাগ-ক : প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রশ্ন উত্তর – মাধ্যমিক ইতিহাস সাজেশন- Madhyamik History Suggestion
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-১)
১. হুল’ নামে পরিচিত
(ক) সাঁওতাল বিদ্রোহ (খ) নীল বিদ্রোহ (গ) মুন্ডা বিদ্রোহ (ঘ) কোল বিদ্রোহ
উত্তরঃ (ক) সাঁওতাল বিদ্রোহ
২. বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের কথা উল্লেখ আছে?
(ক) সন্ন্যাসী ও ফকির (খ) বারাসত (গ) ফরাজি (ঘ) পাগলপন্থী
উত্তরঃ (ক) সন্ন্যাসী ও ফকির
৩. প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয়।
(ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে (খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৮৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
৪. ফরাজি আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য ছিল
(ক) ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করা (খ) ইসলাম ধর্মের সংস্কার সাধন (গ) সমাজসংস্কার সাধন
(ঘ) কৃষক আন্দোলন গড়ে তোলা
উত্তরঃ (খ) ইসলাম ধর্মের সংস্কার সাধন
৫. কে নিজেকে ‘ধরতি আবা’ বলে ঘোষণা করেন?
(ক) বীরসা (খ) সিধু (গ) কানু (ঘ) ভৈরব
উত্তরঃ (ক) বীরসা
৬. ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনকে ভাগ করা হয়
(ক) দুটি স্তরে (খ) তিনটি স্তরে (গ) চারটি স্তরে (ঘ) পাঁচটি স্তরে
উত্তরঃ (খ) তিনটি স্তরে
৭. নীল বিদ্রোহের সূচনা হয়
(ক) চৌগাছা গ্রামে (খ) রংপুরে (গ) দিনাজপুরে (ঘ) শ্রীরামপুরে
উত্তরঃ (ক) চৌগাছা গ্রামে
৮. ‘দিকু’ শব্দের অর্থ হল
(ক) অপরিচিত (খ) দেশি (গ) বহিরাগত (ঘ) একই অঞ্চলের মানুষ
উত্তরঃ (গ) বহিরাগত
৯. হান্টার কোন বিদ্রোহীদের ‘লাল প্রজাতন্ত্রী বলেছেন?
(ক) সাঁওতাল (খ) ওয়াহাবি (গ) ফরাজি (ঘ) মুন্ডা
উত্তরঃ (গ) ফরাজি
১০. উলগুলান’ নামে পরিচিত
(ক) সাঁওতাল বিদ্রোহ (খ) চূয়াড় বিদ্রোহ (গ) ভিল বিদ্রোহ (ঘ) মুন্ডা বিদ্রোহ
উত্তরঃ (ঘ) মুন্ডা বিদ্রোহ
১১. সুই মুন্ডা নেতৃত্ব দেন
(ক) মুন্ডা বিদ্রোহের (খ) কোল বিদ্রোহের (গ) সাঁওতাল বিদ্রোহের (ঘ) নীল বিদ্রোহের
উত্তরঃ (খ) কোল বিদ্রোহের
১২. খুৎকাঠি’ প্রথা প্রচলিত ছিল
(ক) মুন্ডা সমাজে (খ) সাঁওতাল সমাজে (গ) কোল সমাজে (ঘ) ভিল সমাজে
উত্তরঃ (ক) মুন্ডা সমাজে
১৩. মেদিনীপুরে চূয়াড় বিদ্রোহের দ্বিতীয় পর্বের নেতৃত্ব দেন
(ক) রানি শিরোমণি (খ) রানি লক্ষ্মীবাঈ (গ) রাজমাতা ঝিন্দন (ঘ) রানি দুর্গাবতী
উত্তরঃ (ক) রানি শিরোমণি
১৪. কোন্ বিদ্রোহে সশস্ত্র আদিবাসী সৈনিক গোষ্ঠী যুক্ত ছিল?
(ক) কোল বিদ্রোহে (খ) সাঁওতাল বিদ্রোহে (গ) মুন্ডা বিদ্রোহে (ঘ) চূয়াড় বিদ্রোহে
উত্তরঃ (ঘ) চূয়াড় বিদ্রোহে
১৫. বাঁশের কেল্লা তৈরি করেন
(ক) তিতুমীর (খ) দুদুমিঞা (গ) বীরসা মুন্ডা (ঘ) সিধু-কানু
উত্তরঃ (ক) তিতুমীর
১৬. পাবনার কৃষকবিদ্রোহ ঘটে
(ক) ১৭৭০ খ্রিস্টাব্দে (খ) ১৮৭০ খ্রিস্টাব্দে (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৮৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮৭০ খ্রিস্টাব্দে
১৭. নীল বিদ্রোহের নেতৃত্ব দেন
(ক) রফিক মণ্ডল (খ) বুড়ি মা (গ) দুদুমিঞা (ঘ) সূর্য সেন
উত্তরঃ (ক) রফিক মণ্ডল
১৮. ইংরেজদের বিরুদ্ধে সিংভূম সীমান্তে প্রতিরোধ গড়ে তোলে
(ক) কোল জাতি (খ) ভিল জাতি (গ) মুন্ডা জাতি (ঘ) সাঁওতাল জাতি
উত্তরঃ (গ) মুন্ডা জাতি
১৯. সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল
(ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে (খ) ১৮৩৩ খ্রিস্টাব্দে (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫৪ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে
২০. বুধু ভগত ও জোয়া ভগত কোন্ বিদ্রোহের সঙ্গে যুক্ত ?
(ক) কোল বিদ্রোহ (খ) সাঁওতাল বিদ্রোহ (গ) মুন্ডা বিদ্রোহ (ঘ) নীল বিদ্রোহ
উত্তরঃ (ক) কোল বিদ্রোহ
২১. নীল কমিশন গঠিত হয়েছিল ।
(ক) ১৮৬০ খ্রিস্টাব্দে (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭০ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৮৬০ খ্রিস্টাব্দে
২২. বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন
(ক) দুদুমিঞা (খ) সৈয়দ আহমেদ (গ) তিতুমীর (ঘ) দিনুমিঞা
উত্তরঃ (গ) তিতুমীর
বিভাগ-খ – প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রশ্ন উত্তর – মাধ্যমিক ইতিহাস সাজেশন- Madhyamik History Suggestion
অতিসংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-১)
১. “উলগুলান’ শব্দের অর্থ কী?
উত্তরঃ বিদ্রোহ
২. তিতুমীরের প্রকৃত নাম কী ছিল?
উত্তরঃ মির নিশার আলি
৩. কে ‘মেদিনীপুরের লক্ষ্মীবাঈ’ নামে পরিচিত ছিলেন?
উত্তরঃ রানি শিরোমণি
৪. কে প্রথম বাংলায় নীলচাষ শুরু করেছিলেন?
উত্তরঃ লুই বোনার্ড
৫. কোল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।
উত্তরঃ বুদ্ধুভগত, জোয়া ভগত
৬. সাঁওতাল বিদ্রোহে আর কোন্ কোন্ উপজাতিরা যোগদান করেছিল?
উত্তরঃ কামার, কুমোর
৭. দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি কবে গঠিত হয়?
উত্তরঃ ১৯৩৪ খ্রিস্টাব্দে
৮. রানি শিরোমণি কে ছিলেন?
উত্তরঃ চূয়াড় বিদ্রোহের নেত্রী
৯. কারা আদিবাসীদের অরণ্যের অধিকার কেড়ে নেয়?
উত্তরঃ ব্রিটিশ প্রশাসন
১০. হাজি শরিয়উল্লাহর মৃত্যুর পর কে ফরাজি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন?
উত্তরঃ দুদুমিঞা
১১. চূয়াড় বিদ্রোহ’ কোথায় হয়?
উত্তরঃ পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ বাঁকুড়ায়
১২. সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম লেখো।
উত্তরঃ সিধু
১৩. বীরসাইট’ কাদের বলা হয়?
উত্তরঃ বীরসা মুন্ডার অনুগামীদের
১৪. ওয়াহাবি’ শব্দটির অর্থ কী?
উত্তরঃ নবজাগরণ
১৫. ভারতে ওয়াহাবি আন্দোলন কে প্রবর্তন করেন?
উত্তরঃ শাহওয়ালিউল্লাহ ও তাঁর পুত্র আজিজ
১৬. বাংলায় ওয়াহাবি আন্দোলনে কে নেতৃত্ব দেন ?
উত্তরঃ মির নিশার আলি
১৭. মুন্ডা বিদ্রোহের একজন নেতার নাম লেখো।
উত্তরঃ বীরসা মুন্ডা
১৮. কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বনবিভাগ গঠন করে?
উত্তরঃ ১৮৬৪ খ্রিস্টাব্দে
১৯. ‘দামিন-ই-কোহ’ কথাটির অর্থ কী?
উত্তরঃ পাহাড়ের প্রান্তদেশ
২০. ‘দিকু’ কাদের বলা হয়?
উত্তরঃ বহিরাগত জমিদার ও মহাজনদের
২১. ফরাজি’ শব্দটির অর্থ কী?
উত্তরঃ ইসলামের নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য
২২. ফরাজি আন্দোলন কে প্রবর্তন করেন?
উত্তরঃ হাজি শরিয়উল্লাহ
২৩. ‘লাল প্রজাতন্ত্রী’ কাদের বলা হয়?
উত্তরঃ ফরাজিদের
২৪. নীল বিদ্রোহের একজন নেতার নাম লেখো।
উত্তরঃ দিগম্বর বিশ্বাস
২৫. নীল কমিশন কবে গঠিত হয়?
উত্তরঃ ১৮৬০ খ্রিস্টাব্দে
ঠিক বা ভুল নির্ণয় করো : (প্রতিটি প্রশ্নের মান-১)
১. সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় ভাগনাডিহি গ্রামে।[T]
২. পাগলপন্থী আন্দোলনের সূচনা করেন টিপু সুলতান। [F]
৩. দেবী সিং-এর অত্যাচারের বিরুদ্ধে রংপুরে বিদ্রোহ শুরু হয়। [T]
৪. ব্রিটিশ সরকার বনভূমির সংরক্ষণের জন্য অরণ্য আইন পাশ করে।[F]
৫. কোল বিদ্রোহের পর ব্রিটিশ সরকার দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি প্রথা চালু করে। [T]
৬. বীরসা অনুগামীরা ‘বীরসাইট’ নামে পরিচিত। [T]
৭. খুৎকাঠি’ প্রথা জমির যৌথ মালিকানা স্বীকার করে না। [F]
৮. তিতুমীর নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেন। [T]
৯. ১৭৬৩ খ্রিস্টাব্দে ঢাকা শহরে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সূচনা হয়।[T]
১০. হাজি শরিয়উল্লাহ ফরাজি আন্দোলনের সূচনা করেন। [T]
১১. বাংলার নানাসাহেব বলা হয় রামরতন মল্লিককে।[T]
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও (প্রতিটি প্রশ্নের মান-১)
1.
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
(ক) উলগুলান | (i)১৮৩১-৩২ খ্রিস্টাব্দ |
(খ) হল | (ii) ১৮৫৮-৫৯ খ্রিস্টাব্দ |
(গ) নীল বিদ্রোহ | (iii) সাঁওতাল বিদ্রোহ |
(ঘ) কোল বিদ্রোহ | (iv) মুন্ডা বিদ্রোহ |
উত্তরঃ (ক)-(iv), (খ)-(iii), (গ)-(ii), (ঘ)-(i)
2.
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
(ক) তিতুমীর | (i) হল্কা |
(খ) দুদুমিঞা | (ii) বাঁশের কেল্লা |
(গ) নীল বিদ্রোহ | (iii) পাহাড়ের প্রান্তদেশ |
(ঘ) দামিন-ই-কোহ | (iv) দাদনি চাষ |
উত্তরঃ (ক)-(ii), (খ)-(i), (গ)-(iv), (ঘ)-(iii)
3.
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
(ক) সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ | (i)শরিয়উল্লাহ |
(খ) পাগলপন্থী আন্দোলন | (ii) মজনু শাহ |
(গ) পাবনা কৃষকবিদ্রোহ | (ii) টিপু শাহ |
(ঘ) ফরাজি আন্দোলন | (iv) ঈশানচন্দ্র রায় |
উত্তরঃ (ক)-(ii), (খ)-(iii), (গ)-(iv), (ঘ)-(i)
4.
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
১. সাঁওতাল বিদ্রোহের এলাকা | (i)সিধু ও কানু |
২. কোল বিদ্রোহের এলাকা | (ii) নুরুলউদ্দিন |
৩. কৃষক বিদ্রোহের কেন্দ্র রংপুর | (iii) রানি শিরোমণি |
৪. চুয়াড় বিদ্রোহের কেন্দ্র মেদিনীপুর, রাইপুর | (iv) সুই মুন্ডা |
উত্তরঃ (ক)-(ii), (খ)-(iii), (গ)-(iv), (ঘ)-(i)
ভারতের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো (প্রতিটি প্রশ্নের মান-১)
১. সাঁওতাল বিদ্রোহের এলাকা
২. কোল বিদ্রোহের এলাকা
৩. কৃষক বিদ্রোহের কেন্দ্র রংপুর
৪. চুয়াড় বিদ্রোহের কেন্দ্র মেদিনীপুর, রাইপুর
৫. ফরাজি আন্দোলনের একটি কেন্দ্র
৬. বাংলার ওয়াহাবি আন্দোলনের কেন্দ্ররূপে বারাসত
৭. মুন্ডা বিদ্রোহের এলাকা
৮. নীল বিদ্রোহের একটি কেন্দ্র
নীচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো (প্রতিটি প্রশ্নের মান-১)
১. বিবৃতি : ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহী হয়ে ওঠে।
ব্যাখ্যা ১: ইংরেজরা অত্যাচার করত।
ব্যাখ্যা ২: সাঁওতালদের জোর করে যুদ্ধে নিয়ে যেত।
ব্যাখ্যা ৩: সাঁওতাল এলাকায় ঢুকে মহাজন, দেশীয় জমিদার ব্যবসায়ী ও ইংরেজরা তাদের ওপর অত্যাচার করত।
উত্তরঃ ব্যাখ্যা ৩
২. বিবৃতি : উনিশ শতকের ভারতের বিভিন্ন প্রান্তে আদিবাসীরা বিদ্রোহী হয়ে ওঠে।
ব্যাখ্যা ১: উচ্চবর্ণের মানুষেরা তাদের ওপর অত্যাচার চালায়।
ব্যাখ্যা ২: অরণ্য আইন প্রবর্তন ও ঔপনিবেশিক আর্থিক শোষণে আদিবাসীদের চরম দুর্দশার সম্মুখীন হতে হয়।
ব্যাখ্যা ৩: স্থানীয় জমিদাররা আদিবাসীদের ওপর আর্থিক শোষণ চালায়।
উত্তরঃ ব্যাখ্যা ২
৩.বিবৃতি : ব্রিটিশ সরকার ভারতের বনজ সম্পদ সংরক্ষণের জন্য আইন পাশ করে।
ব্যাখ্যা ১: রেলপথ নির্মাণ ও জাহাজ তৈরির জন্য।
ব্যাখ্যা ২ : পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য।
ব্যাখ্যা ৩: ইংল্যান্ডে বনজ সম্পদ পাঠাবার জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ১
৪. বিবৃতি : উনিশ শতকে ভারতে বারবার কৃষকবিদ্রোহ ঘটে।
ব্যাখ্যা ১: ব্রিটিশ সরকারের ঔপনিবেশিক শাসন নীতির জন্য।
ব্যাখ্যা ২: ব্রিটিশ সরকারের কাছ থেকে স্বাধীনতা অর্জন করারজন্য।
ব্যাখ্যা ৩: অন্যান্য বিদেশিদের প্রচ্ছন্ন সহযোগিতার জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ১
বিভাগ-গ – প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রশ্ন উত্তর – মাধ্যমিক ইতিহাস সাজেশন- Madhyamik History Suggestion
সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-২)
১. খুকাঠি প্রথা কী?
২. “দিকু’ কাদের বলা হয়?
৩. চূয়াড় কাদের বলা হয়?
৪. কেনারাম ও বেচারাম কী?
৫. উনিশ শতকের উপজাতি বিদ্রোহের মূল কারণ কী ছিল?
৬. মুন্ডা বিদ্রোহের দুটি কারণ লেখো।
৭. সাঁওতাল বিদ্রোহের চারজন নেতার নাম লেখো।
৮. বারাসত বিদ্রোহ কী?
৯. কোন এলাকাকে জঙ্গলমহল বলা হয়?
১০. ভারতবর্ষে কোম্পানির উদ্যোগে নীল চাষ শুরু হয়েছিল কেন?
১১. ফরাজি আন্দোলনের নাম ফরাজি হয় কেন?
১২. এলাকা চাষ বলতে কী বোঝো?
১৩. নীল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য লেখো।
১৪. বিশ্বাস ভ্রাতৃদ্বয় কেন বিখ্যাত?
১৫. ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?
১৬. নীলকর সাহেবরা কৃষকদের ওপর কীভাবে অত্যাচার করত সংক্ষেপে আলোচনা করো।
বিভাগ-ঘ – প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রশ্ন উত্তর – মাধ্যমিক ইতিহাস সাজেশন- Madhyamik History Suggestion
বিশ্লেষণধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-৪)
১. তিতুমীর ওয়াহাবি আন্দোলনকে পরিচালনা করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন?
২. নীল বিদ্রোহ সফল হওয়ার পিছনে কী কারণ ছিল বলে তোমার মনে হয়?
৩. বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণা স্পষ্ট করো।
৪. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণগুলি উল্লেখ করো।
৫. তরিখ-ই-মহম্মদীয়ার মূল ভাবধারা মুসলিম সমাজে কীভাবে জাতীয়তাবোধের উদ্ভব ঘটায়?
৬. ১৮৯৯-১৯০০ খ্রিস্টাব্দে মুন্ডা উপজাতিরা কেন বিদ্রোহের পথে অগ্রসর হয়েছিল?
৭. সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখো।
৮. চুয়াড় বিদ্রোহ সংঘটিত হওয়ার পিছনে কী কী কারণ ছিল?
বিভাগ- ঙ – প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রশ্ন উত্তর – মাধ্যমিক ইতিহাস সাজেশন- Madhyamik History Suggestion
ব্যাখ্যামূলক প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-৮)
১। সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল সম্পর্কে যা জানো লেখো। ৫+৩
২। নীল বিদ্রোহের কারণ ও ফলাফলগুলি লেখো।
৩। কোল বিদ্রোহের কারণ ও বিস্তার সম্পর্কে আলোচনা করো।
৪। বাংলায় ওয়াহাবি বিদ্রোহের কারণ ও প্রসার সম্পর্কে আলোচনা করো।
৫। ফরাজি আন্দোলনের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো।
৬। ব্রিটিশ শাসনকালে ভারতে সংঘটিত বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণ কী ছিল?
Madhyamik Suggestion 2025 | মাধ্যমিক সাজেশন ২০২৫
আরোও দেখুন:-
Madhyamik Bengali Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik English Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik Geography Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik History Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik Life Science Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik Mathematics Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik Physical Science Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Madhyamik All Subjects Suggestion 2025 Click here
Info : Madhyamik History Suggestion | West Bengal WBBSE Madhyamik History Qustion and Answer Suggestion
মাধ্যমিক ইতিহাস সাজেশন | দশম শ্রেণীর ইতিহাস – প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রশ্ন উত্তর সাজেশন
” মাধ্যমিক ইতিহাস – প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ MCQ প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা ২০২১ – 2021 (Madhyamik 2021 / WB Madhyamik 2021 / MP Exam 2021 / West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam 2021 / Madhyamik Class 10th 2021 / WBBSE Class X 2021 / Madhyamik Pariksha 2021 ) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC, RAIL, PSC, DEFENCE) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে মাধ্যমিক (দশম শ্রেণী) ইতিহাস পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Madhyamik History Suggestion 2021 / West Bengal Board of Secondary Education – WBBSE History Suggestion 2021 / Madhyamik Class 10th History Suggestion 2021 / Class X History Suggestion 2021 / Madhyamik Pariksha History Suggestion 2021 / History Madhyamik Exam Guide 2021 / MCQ , Short , Descriptive Type Question and Answer 2021 / Madhyamik History Suggestion 2021 FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস মাধ্যমিক (দশম শ্রেণী) 2021 ইতিহাস পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Madhyamik History Suggestion 2021 / West Bengal Board of Secondary Education – WBBSE History Suggestion 2021 / Madhyamik Class 10th History Suggestion 2021 / Class X History Suggestion 2021 / Madhyamik Pariksha itihas Suggestion 2021 / Madhyamik History Exam Guide 2021 / Madhyamik History Suggestion 2022 / Madhiyamik itihas Saggesson 2021 / Madhyamik History Suggestion 2021 MCQ , Short , Descriptive Type Question and Answer. / Madhyamik History Suggestion 2021 FREE PDF Download) সফল হবে।
Madhyamik History 2021 | মাধ্যমিক ইতিহাস 2021 – প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ MCQ প্রশ্ন উত্তর সাজেশন 2021
Madhyamik History 2021 (মাধ্যমিক ইতিহাস ২০২১) – প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ MCQ প্রশ্ন উত্তর সাজেশন 2021
Madhyamik History Suggestion 2021 | মাধ্যমিক ইতিহাস সাজেশন 2021 | মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২১ – প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রশ্ন উত্তর সাজেশন 2021
Madhyamik History Suggestion 2021 | WB Madhyamik History Suggestion 2021 | Madhyamik History Suggestion 2021 | West Bengal Madhyamik History Suggestion 2021 | WB Madhyamik History Suggestion 2021 | মাধ্যমিক ইতিহাস সাজেশন 2021 – প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ | মাধ্যমিক ইতিহাস সাজেশন 2021 – প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ | পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2021 – প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ | মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২১ – প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ MCQ প্রশ্ন উত্তর সাজেশন 2021।
Madhyamik History Suggestion 2021 | মাধ্যমিক ইতিহাস সাজেশন 2021 (২০২১) – প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ MCQ প্রশ্ন উত্তর সাজেশন 2021
Madhyamik History Suggestion 2021 মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২১ (2021) – প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রশ্ন উত্তর সাজেশন 2021 ।
WBBSE Madhyamik History Suggestion 2021 | মাধ্যমিক ইতিহাস সাজেশন 2021 (২০২১) – প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
WBBSE Madhyamik History Suggestion 2021 মাধ্যমিক ইতিহাস সাজেশন 2021 (২০২১) – প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রশ্ন উত্তর সাজেশন 2021 । Madhyamik History Suggestion 2021 মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২১ (2021) – প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রশ্ন উত্তর সাজেশন 2021
Madhyamik History Question and Answer Suggestions | মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর – প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ | মাধ্যমিক ইতিহাস সাজেশন 2021
Madhyamik History Question and Answer মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর – প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2021 Madhyamik History Question and Answer মাধ্যমিক ইতিহাস সাজেশন 2021 প্রশ্ন ও উত্তর – প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ MCQ প্রশ্ন উত্তর সাজেশন 2021 ।
WB Madhyamik History Suggestion 2021 | মাধ্যমিক ইতিহাস সাজেশন 2021 (২০২১) – প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ MCQ প্রশ্ন উত্তর সাজেশন 2021
WB Madhyamik History Suggestion 2021 মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২১ (2021) – প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ MCQ প্রশ্ন উত্তর সাজেশন 2021 । WB Madhyamik History Suggestion 2021 মাধ্যমিক ইতিহাস সাজেশন 2021
West Bengal Madhyamik History Suggestion 2021 Download. WBBSE Madhyamik History short question suggestion 2021 . Madhyamik History Suggestion 2021 download. Madhyamik Question Paper History. WB Madhyamik 2021 History suggestion and important questions. Madhyamik Suggestion 2021 pdf.পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন।
Get the Madhyamik History Suggestion 2021 by BhugolShiksha.com
West Bengal Madhyamik History Suggestion 2021 prepared by expert subject teachers. WB Madhyamik History Suggestion with 100% Common in the Examination 2021.
West Bengal Board of Secondary Education (WBBSE)
It will organize Madhyamik (Madhoamik) Examination 2021 on the last week of February and continue up to the middle of March. Like every year Team BhugolShiksha.com published Madhyamik History Suggestion 2021 and Madhyamik All subjects suggestion 2021.
WBBSE History Suggestion | West Bengal Madhyamik Exam 2021
Madhyamik History Suggestion 2021 Download PDF: WBBSE Madhyamik Class 10th History Suggestion 2021 is provided here. WB Madhyamik History Suggestion 2021 Questions Answers PDF Download Link in Free has been given below.
Class 10th History Suggestion 2021
Class 10th History Suggestion 2021 has been provided here. Class 10th History Suggestion 2021 questions are very much common for the upcoming Madhyamik History examination 2021. Download the solved Class 10th (X) question paper of History Subject Provided here. These common questions can be downloaded free. Moreover, you can easily check West Bengal মাধ্যমিক ইতিহাস expected common questions for upcoming Madhyamik 10th Exam 2021.
Madhyamik History Suggestion 2021
WB Madhyamik History Suggestion 2021 Question and answer. The questions you should practice repeatedly however we can not guarantee that the questions will be 100% common. Hence, you should read the textbook of class 10th thoroughly for 100% sure suggestions. We also advise the WBBSE Madhyamik Students for year that they read their textbook multiple times and solve the questions.
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Madhyamik History Suggestion 2021 – প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রশ্ন উত্তর – মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২১ ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।