Current Affairs in Bengali January 2021 Part-1 | কারেন্ট অ্যাফেয়ার্স ১ থেকে ৭ জানুয়ারি ২০২১
Current Affairs in Bengali January 2021 Part-1 | কারেন্ট অ্যাফেয়ার্স ১ থেকে ৭ জানুয়ারি ২০২১

Current Affairs in Bengali January 2021

কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১

Current Affairs in Bengali January 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ : কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs January 2021 পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs in Bengali : January 2021) খুবি গুরুত্বপূর্ণ একটি টপিক। যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয় ভয় করে যে কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ থেকে  কি কি প্রশ্ন আসতে পারে, কোথা থেকে প্রশ্ন আসবে, কি কি ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সব দিক বিবেচনা করে পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs in Bengali : January 2021 বিষয়টি প্রকাশ করলাম।

কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs in Bengali : January 2021 PDF ফাইলের ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

Current Affairs in Bengali January 2021 All Competitive exam Question and Answer in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিকী ঘটনা জানুয়ারি ২০২১ – বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রশ্ন উত্তর

Current Affairs in Bengali January 2021 – কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিকী ঘটনা জানুয়ারি ২০২১ : বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নউত্তর (All Competitive exam Question and Answer in Bengali) :- কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs in Bengali : January 2021 প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো। এই প্রশ্নোত্তর গুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs in Bengali : January 2021 প্রশ্ন ও উত্তর খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

Bengali Current Affairs January 2021 – কারেন্ট অ্যাফেয়ার্স ১ থেকে ৭ জানুয়ারি ২০২১ 

  1. রিমোট সেন্সিং স্যাটেলাইট ‘Yaogan-33’ লঞ্চ করলো কোন দেশ ?

Ans. চীন

  1. বিশ্ব যুদ্ধজনিত অনাথ শিশুদের দিবস কবে পালন করা হয়?

Ans. ৬ জানুয়ারি

  1. জাতীয় প্রযুক্তি দিবস (National Technology Day) কবে পালন করা হয়?

Ans. ৬ জানুয়ারি

  1. পাখি দিবস (Bird Day) কবে পালন করা হয়?

Ans. ৫ জানুয়ারি

  1. বিশ্ব ব্রেইল দিবস কবে পালন করা হয়?

Ans. ৪ জানুয়ারি

  1. অপমান দিবস (Humiliation Day) কবে পালন করা হয়?

Ans. ৩ জানুয়ারি

  1. বিশ্ব পরিবার দিবস (World Family Day) কবে পালন করা হয়?

Ans. ১ জানুয়ারি

  1. দ্বাদশ ওয়ার্ল্ড ইকোনমিক লীগ টেবিল ২০২১ (WELT) এ ভারতের র‍্যাঙ্ক কত?

Ans. ষষ্ঠ

  1. একশোতম কিষান রেল মহারাষ্ট্র থেকে কোন রাজ্যে যাত্রা শুরু করেছে?

Ans. পশ্চিমবঙ্গ

  1. ভারতে প্রথম কোন শহর দিনের বেলা বিদ্যুৎ শক্তি চাহিদার ১০০ শতাংশ সৌরশক্তির মাধ্যমে পূরণ করছে?

Ans. দিউ

  1. ২০২০ সালের স্টেফান এডবার্গ স্পোর্টসম্যানশিপ পুরষ্কার পেলেন কে?

Ans. রাফায়েল নাদাল

  1. ভারতের প্রথম ‘Pollinator Park’ কোথায় চালু হল?

Ans. উত্তরাখণ্ড

  1. ২০২৩ সালে শেষ করার লক্ষ্যমাত্রা রেখে কোন দুটি শহর এর মধ্যে ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের রূপরেখা তৈরি করা হয়েছে?

Ans. মুম্বাই-আহমেদাবাদ

  1. চতুর্থ বিশ্ব লোককথা উৎসব কোথায় অনুষ্ঠিত হল?  

Ans. চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়

  1. ২০২২ সাল থেকে আই.পি.এল এ কতগুলি টিম অংশ নেবে?

Ans. ১০

  1. ২০২০ সালের ‘তানসেন সম্মান’ পেলেন কে?

Ans. পণ্ডিত সতীশ ব্যাস

  1. আগামী একবছরের জন্য পুনরায় ভারতের স্পেস সেক্রেটারি এবং স্পেস কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে?

Ans. কে শিবন

  1. ভারতের কোথায় বৃহত্তম হকি স্টেডিয়াম স্হাপন করা হবে ? 

Ans. রাউরকেল্লা 

  1. NADA কর্তৃক ভারতের খেলোয়াড় Satnam Singh Bhamara ডোপিংয়ের ২ বছরের জন্য নিষিদ্ধ ঘোষিত হলেন ইনি কোন খেলার সঙ্গে যুক্ত ? 

Ans. বাস্কেটবল 

  1. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপাই 96 তম জন্মবার্ষিকী উপলক্ষে 21. 18 ফুট লম্বা স্ট্যাচুর উদ্বোধন করলেন ? 

Ans. হিমাচল প্রদেশ 

  1. ভারতে চিতাবাঘের রিপোর্ট অনুসারে কোন রাজ্যে ২০২০ সালে চিতাবাঘের সংখ্যা সবচেয়ে বেশি রেকর্ড করেছে ? 

Ans. মধ্যপ্রদেশ 

  1. কোন রাজ্য বানরদের জন্য প্রথম উদ্ধার ও পুনর্বাসন(rescue and rehabilitation) কেন্দ্র চালু করা হয়েছে ? 

Ans. তেলেঙ্গানা 

  1. COVID-19: Crisis of Civilization and Solutions’ বইটির লেখক কে ? 

Ans. কৈলাশ সত্যার্থী 

  1. কে SVN Rao memorial national award 2020 জিতল ? 

Ans. রাজীব তারানাথ 

  1. কোন কোম্পানি ভারতে go green নামে ইনিশিয়েটিভ লঞ্চ করল ? 

Ans. Tata motor 

  1. প্রাক্তন ভারতীয় কোন বোলার ভারতের ক্রিকেট দলের নতুন chief selector হিসেবে নিযুক্ত হলেন ?

Ans. চেতন শর্মা 

  1. উড়িষ্যার মুখ্য সচিব পদে কে নিযুক্ত হলেন ? 

Ans. সুরেশ মহাপাত্র 

  1. আগামী ছয় মাসের জন্য ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া র চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হলেন কে?

Ans. সুখবির সিং সান্ধু। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৯৫ সালে ।

  1. সম্প্রতি ওড়িশা হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হলেন কে?

Ans. এস মুরলীধর

  1. সম্প্রতি DRDO  লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০১৮ পেলেন কে?

Ans. এন ভি কাদম

  1. ভারতে ‘জাতীয় গণিত দিবস’ প্রতিবছর কেন দিনটিতে পালন করা হয় ?

Ans. ২২ ডিসেম্বর

  1. ২০০ ফুট উঁচু কাঁচের ব্রিজ তৈরী হতে চলেছে বিহারের কোন জেলায়?

Ans. রাজগির

  1. ষষ্ঠ Human Freedom Index 2020 অনুযায়ী ভারতের র‍্যাঙ্ক কত?

Ans. ১১১

  1. ‘Reporting India: My Seventy-Year Journey as a Journalist ‘- বইটি লিখেছেন 

Ans. প্রেম প্রকাশ

  1. ইংরেজি কবিতার গ্রন্থ ‘Oh Mizoram’ এর রচয়িতা কে?

Ans. পি এস শ্রীধরন পিল্লাই। মিজোরামের ১৫তম রাজ্যপাল পি এস শ্রীধরন পিল্লাই ‘Oh Mizoram’  নামক গ্রন্থটি লিখেছেন ।

  1. Ease of Doing Business 2020 রিপোর্ট অনুযায়ী ভারতের র‍্যাঙ্ক কত?

Ans. ৬৩

  1. সম্প্রতি ১৭ই ডিসেম্বর থেকে ২৫শে ডিসেম্বর কোথায় আন্তর্জাতিক গীতা মহোৎসব ২০২০ অনুষ্ঠিত হল?

Ans. কুরুক্ষেত্র

  1. ২০২০ সালের ‘BBC Sports Personality of the Year’ পুরস্কার কে জিতলেন ?

Ans. লুইস হ্যামিল্টন 

  1. সম্প্রতি কোন ভারতীয় ‘লিজিয়ন অফ মেরিট’ সম্মান পেলেন?

Ans. নরেন্দ্র মোদী

  1. বিশ্বে প্রথম ‘Green Vaccine’ প্রস্তুতকারী কোম্পানি হতে চলেছে কোন কোম্পানি?

Ans. Serum Institute of India

  1. ২০২০ সালের শেষ হকি র‍্যাঙ্কিং অনুযায়ী ভারতীয় পুরুষ হকি দলের র‍্যাঙ্ক কত?

Ans. ৪

  1. ভারতের প্রথম হাইপারসোনিক উইন্ড টানেল শুরু হলো কোথায় ?

Ans. হায়দ্রাবাদ

  1. রাজ্যের বস্তি বাসীদের জন্য ‘দীনদয়াল ক্লিনিক’ শুরু করতে চলছে কোন রাজ্য সরকার ?

Ans. গুজরাট

  1. “The Light of Asia: The Poem that Defined the Buddha” বইটির লেখক কে?

Ans. জয়রাম রমেশ

  1. ২০২১ সালে ‘গ্লোবাল মিডিয়া অ্যান্ড ফিল্ম সামিট’ কোথায় অনুষ্ঠিত হবে?

Ans. ভারত

  1. সম্প্রতি Stefan Edberg Sportsmanship পুরস্কার পেলেন কে ?

Ans. রাফায়েল নাদাল

  1. পশ্চিমবঙ্গের প্রথম তেল ও গ্যাস ভাণ্ডারটির নাম দেওয়া হয়েছে 

Ans. Bengal Basin

  1. লেটেস্ট ICC T20I Rankings-এ ভারতের বিরাট কোহলীর স্থান কত?

Ans. সপ্তম

  1. সম্প্রতি দক্ষিণ ভারতে আছড়ে পড়ে সাইক্লোন ‘বুরেভি’। এই নামটি দিয়েছে কোন দেশ?

Ans. মালদ্বীপ

  1. “Covid -19: Sabhyata ka Sankat aur Samadhan” বইটি কার লেখা?

Ans. কৈলাশ সত্যার্থি

  1. কোন দিনটি জাতীয় উপভোক্তা দিবস হিসাবে পালিত হয়?

Ans. ২৪শে ডিসেম্বর

  1. ASSOCHAM এর নবনিযুক্ত সভাপতির নাম কি?

Ans. বিনীত আগরওয়াল

  1. মাত্র ১ টাকায় ভোজন সরবরাহ করতে পূর্ব দিল্লিতে কোন বিখ্যাত ব্যক্তিত্ব “জন রোসোই (Jan Rasoi )” যোজনা শুরু করলো ?

Ans. গৌতম গম্ভীর

  1. ২০২০ সালের “UN Population Award ” জিতলো কোন ভারতীয় NGO ?

Ans. HelpAge India

  1. নিম্নলিখিত কোন রেলওয়ে স্টেশনটি সম্প্রতি  ‘Best Clean Station’ পুরস্কার পেলো ?

Ans. বিশাখাপত্তনম

  1. রিলায়েন্স কোম্পানী ভারতের কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা তৈরী করতে চলেছে ?

Ans. গুজরাট

  1. ভারতের প্রথম চালকবিহীন মেট্রোট্রেন পরিষেবা শুরু হতে চলেছে কোথায়?

Ans. দিল্লি

59.‘In Pursuit Of Justice: An Autobiography’-কার আত্মজীবনী ?

Ans. রাজিন্দার সাচার। দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রাজিন্দার সাচার -এর আত্মজীবনী – .‘In Pursuit Of Justice: An Autobiography’

  1. সম্প্রতি ‘DRDO Scientist of the Year Award’ জিতলেন কোন বৈজ্ঞানিক?

Ans. হেমন্ত কুমার পান্ডে

  1. BCCI-এর সিলেকশন কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন  – 

Ans. চেতন শর্মা। BCCI-এর বর্তমান প্রেসিডেন্ট – সৌরভ গাঙ্গুলী

  1. গাড়ির ওপরে কোনো প্রকার জাতি উল্লিখিত স্টিকার-এর ওপরে নিষেধাজ্ঞা জারি করলো কোন রাজ্য সরকার ?

Ans. উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি এই নিষেধাজ্ঞা জারি করেছে ।

  1. .‘Captain of ICC Men’s T20I and ODI teams of the decade’ সম্মান পেলেন কোন ভারতীয় ক্রিকেটার?

Ans. মহেন্দ্র সিং ধোনী। দেখে নাও ICC দশকের সেরা ক্রিকেটার পুরস্কারের পূর্ণ তালিকা – Click Here 

  1. আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসাবে কে নিযুক্ত হলেন ?

Ans. মহেন্দ্রনাথ রায়

  1. কোন দেশ চাঁদে পারমানবিক চুল্লি স্থাপন করার পরিকল্পনা করছে ?

Ans. আমেরিকা যুক্তরাষ্ট্র

  1. ২০২০ সালের  “ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড’ জিতলো কোন রাজ্য?

Ans. বিহার । Bihar Parvasi Sahayta Mobile App – এর জন্য

  1. সম্প্রতি ‘Player of the Century’ সম্মানে সম্মানিত হলেন কোন  ফুটবলার?

Ans. ক্রিস্টিয়ানো রোনাল্ডো

  1. কোন মহাকাশ প্রযুক্তি সংস্থা সম্প্রতি ‘Kalam-5 ‘ নামক একটি রকেটের সফল পরীক্ষা করেছে ?

Ans. Skyroot Aerospace. ভারতিয় মহাকাশ সংস্থা Skyroot Aerospace সম্প্রতি  ‘Kalam-5 ‘ নামক একটি রকেটের সফল পরীক্ষা করেছে ।

  1. ‘PASSEX-2020’ নামক যৌথ নৌ-সামরিক মহড়াটি কোন দুটি দেশের মধ্যে সম্পন্ন হলো ?

Ans. ভারত ও ভিয়েতনাম

  1. রিমোট সেন্সিং স্যাটেলাইট ‘Yaogan-33’ লঞ্চ করলো কোন দেশ ?

Ans. জাপান

FILE INFO : Download PDF of Current Affairs 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স  – Current Affairs in Bengali with PDF Download Link

File Details: 

PDF Name : কারেন্ট অ্যাফেয়ার্স  – Current Affairs in Bengali PDF Book

Organized by : BhugolShiksha.com 

Prepared by : Experienced Teachers

No. of Pages : 04

Download Link : Click Here

Current Affairs in Bengali : January 2021 | Today Current Affairs in Bengali | Bangla Current Affairs 2021 – All Competitive exams Question and Answer | কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ –  বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জিকে প্রশ্ন ও উত্তর

         ” কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs in Bengali : January 2021 ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) এখান থেকে বা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs in Bengali : January 2021 থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (GK – for all Competitive exams) প্রশ্ন ও উত্তর বা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs in Bengali : January 2021 উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs in Bengali : January 2021 / বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ : January 2021 / সাম্প্রতিক ঘটনা – January 2021 / খুব সাম্প্রতিক ঘটনা – January 2021 / সাম্প্রতিক বিষয়াবলি – January 2021 / January 2021 সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান / এক নজরে সাম্প্রতিক ঘটনাবলী – January 2021 / January 2021 Top Stories in সাম্প্রতিক ঘটনা / সাম্প্রতিক ঘটনা ২০২১ ভারত / সাম্প্রতিক ঘটনা January 2021 ভারত / সাম্প্রতিক ঘটনা January 2021 ভারত PDF / সাম্প্রতিক ঘটনা January 2021 ভারত PDF Download for Free / পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঘটনাবলী – January 2021 / আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনাবলী January 2021 / সারা মাসের সাম্প্রতিক ঘটনা / GK Today Current Affairs January 2021 / Bengali Current Affairs PDF / Bangla Today Current Affairs PDF January 2021 / Latest Current Affairs and News – Current Affairs Today January 2021 / GK and Current Affairs Questions January 2021 in Bengali / বাংলা Current Affairs Archives – বাংলা কুইজ / West Bengal Current Affairs PDF – January 2021 / Daily Current Affairs January 2021 in Bengali / Monthly Current Affairs Pdf – Download Monthly Current Affairs Pdf in Bengali January 2021 / Current Affairs January 2021 in bengali language pdf download / monthly current affairs pdf in bengali / current affairs in bengali 2021 pdf / কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা, বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স, bangla কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১, ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক ঘটনাবলী, আজকের গুরুত্ত্বপূর্ণ খবর, সাম্প্রতিক ঘটনাবলী প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন, current অ্যাফেয়ার্স, কারেন্ট affairs, কারেন্ট অ্যাফেয়ার্স 2021, 2021 কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর, আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১, current affairs 2021 bangla, bangla current affairs, current affairs in bengali, karent afairs, karent afers / current world / Current World 2021 / Current affairs World 2021 / gktoday in bengali language / current affairs 2021 in bengali pdf download / current affairs for wbcs 2021 pdf / Current affairs in bengali language pdf download) সফল হবে।

Current Affairs in Bengali : January 2021 – for all Competitive exams GK in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন ও উত্তর জানুয়ারি ২০২১ – বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জিকে প্ৰশ্ন ও উত্তর

        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs in Bengali : January 2021 | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (for all Competitive exams GK in Bengali)” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।