সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali Part-197
সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali Part-197

সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর

General Knowledge in bengali

সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge in Bengali : পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর) খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (General Knowledge GK for All Comparative exam in Bengali) Part – 197 নিচে দেওয়া হল। এই সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর  – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Part – 197 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | জিকে – জেনারেল নলেজ : GK – General Knowledge Question and Answer | Part – 197

  1. কাইনেটিক এনার্জি কি ? 

Ans : জীবনীশক্তি যা কেবলমাত্র জীবন্ত প্রাণীর আছে।

  1. খুর কে আবিষ্কার করেন ? 

Ans : কে . জি . জিলেট ।

  1. ‘ ধূসর পান্ডুলিপি ’ – র লেখক কে ? 

Ans : জীবনানন্দ দাস ।

  1. মানুষের শরীরের কোন্ অংশের সহিত নিউমােনিয়া অসুখটি জড়িত ? 

Ans : ফুসফুস।

  1. ডাইনােসর নিশ্চিহ্ন হওয়ার বিশ্বাসযােগ্য কারণ কি ? 

Ans : বিশ্বজুড়ে এক সময়ের জন্য আবহাওয়া ঠাণ্ডা হওয়া।

  1. কোন্ পাখির নাসারন্ধ্র পিছন দিকে ? 

Ans : কিউই ।

  1. বয়েলস ল অনুযায়ী একটি গ্যাসের আয়তন বদলায় কেন ? 

Ans : বিপরীত চাপের সঙ্গে , যখন তাপ অপরিবর্তিত।

  1. 2003 সালে লিয়েন্ডার পেজ উইম্বলডন মিক্সড ডাবলস খেতাব জয় করেন । তার সঙ্গী কে ছিলেন ? 

Ans : মার্টিনা নাভ্রাতিলােভা । 

  1. ক্রায়ােজেনিক ইঞ্জিন কি চালু করার জন্য ব্যবহার করা হয় ? 

Ans : স্যাটেলাইট ।

  1. ‘ বিবর ‘ উপন্যাসটির লেখক কে ? 

Ans : সমরেশ বসু ।

11.পৃথিবীতে কোন্ দেশটি সব থেকে পুরাতন বিদ্যমান প্রজাতন্ত্র দেশ ? 

Ans : গ্রীস ।

  1. রুটিওয়ালার ডজন কততে হয় ? 

Ans : 13

  1. কোন্ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট খেলােয়াড় ‘ বিগ বার্ড নামে পরিচিত ? 

Ans : জোয়েল গারনার ।

  1. একটি ক্লাসে 50 জন ছাত্রের মধ্যে ১৪ জন ইংরেজিতে পাশ করে । যদি 5 জন দুই বিষয়েই ফেল করে , কতজন ইংরেজি ও অঙ্ক দুই বিষয়েই পাশ করে? 

Ans : 20 জন । 

  1. একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 64 বর্গ হেক্টোমিটার । ঘণ্টায় ৪ কিলােমিটার বেগে চললে মাঠটি প্রদক্ষিণ করতে কত সময় লাগবে ? 

Ans : 24 মিনিট ।

  1. ‘ ওয়্যার এন্ড পীস ’ উপন্যাসটি কে লিখেছিলেন ? 

Ans : লিও টলস্টয় ।

  1. বুদ্ধ তাঁর প্রথম উপদেশ কোথায় প্রচার করেছিলেন? 

Ans : ডিয়ার পার্ক , সারনাথ ।

  1. ইটারনাল হিমালয়া ’ – এর লেখক কে ? 

Ans : এইট . পি . এস . আলুওয়ালিয়া ।

  1. বুনিয়াদী শিক্ষার ধারণা কে দিয়েছিলেন ? 

Ans : মহাত্মা গান্ধী । 

  1. একজন ইংরেজি গােয়েন্দা গল্পের লেখকের নাম বল যার দুজন গােয়েন্দার নাম মিস মার্শেল ও হারকিউল পয়রাে । 

Ans : আগাথা ক্রিস্টি । 

  1. মস্তিকের টিসুর রঙ কী ?

Ans : ধূসর । 

  1. নাইট্রোজেন কত ডিগ্রি সেলসিয়াসে জমে যায় ? 

Ans : -210 ° C -এ ।

  1. শহর ‘ A ’ শহর ‘ B’- এর দৈর্ঘ্য বরাবর 90 ° পূর্বদিকে অবস্থিত । যদি শহর ‘ B’- তে এখন দুপুর বারােটা হয় , তাহলে শহর ‘ A’- তে সময় কত ? 

Ans : সন্ধে 6 টা । 

  1. একটি বাস্কেটে কমলালেবু প্রতি মিনিটে দ্বিগুণ হয় । বাস্কেটটি ভর্তি হতে যদি এক ঘণ্টা সময় লাগে তাহলে ওটি কখন অর্ধেক ছিল ? 

Ans : 59 মিনিটে ।

  1. অনেকগুলি মাছকে একসঙ্গে কি বলা হয় ? 

Ans : ঝাক ।

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – General Knowledge in bengali Click Here

Important GK For All Competitive Exam | General Knowledge GK in Bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (General Knowledge GK) – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (General Knowledge GK) – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর কুইজ / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – General knowledge / General knowledge in Bengali / GK in Bengali /  general knowledge in hindi / general knowledge question and answer in bengali / general knowledge 2020 / general knowledge quiz / common general knowledge questions and answers / general knowledge questions and answers pdf / general knowledge 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / general knowledge questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – General knowledge প্রশ্ন ও উত্তর – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info : সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 197

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 197” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।