নবীন চন্দ্র সেন জীবনী - Nabinchandra Sen Biography in Bengali
নবীন চন্দ্র সেন জীবনী - Nabinchandra Sen Biography in Bengali

নবীন চন্দ্র সেন জীবনী

Nabinchandra Sen Biography in Bengali

নবীন চন্দ্র সেন জীবনী – Nabinchandra Sen Biography in Bengali : বাংলা সাহিত্যের একজন অন্যতম কবি ছিলেন নবীন চন্দ্র সেন (Nabinchandra Sen) । পলাশীর যুদ্ধ কাব্য গ্রন্থের স্রষ্ঠা নবীন চন্দ্র সেনের জীবনী একটি সংক্ষিপ্ত জীবনী । নবীন চন্দ্র সেন জীবনী – Nabinchandra Sen Biography in Bengali বা নবীন চন্দ্র সেনের আত্মজীবনী বা নবীন চন্দ্র সেনের জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

নবীনচন্দ্র সেন কে ছিলেন ? Who is Nabinchandra Sen ?

নবীন চন্দ্র সেন (Nabinchandra Sen) ছিলেন নবীনচন্দ্র সেন ছিলেন একজন বাঙালি কবি ও লেখক, প্রায়শই রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনের আগে অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচিত হন।  নবীন চন্দ্র সেন (Nabinchandra Sen) পলাশীর যুদ্ধ এবং ভারতে ব্রিটিশ শাসনের আগমনকে “এ নাইট অফ ইটারনাল গ্লুম” বলে মন্তব্য করেছিলেন।

পলাশীর যুদ্ধ কাব্য গ্রন্থের স্রষ্ঠা নবীনচন্দ্র সেন এর জীবনী – Nabinchandra Sen Biography in Bengali : 

নাম (Name) নবীন চন্দ্র সেন (Nabinchandra Sen)
জন্ম (Birthday) ১০ ফেব্রুয়ারি ১৮৪৭ (10th February 1847)
জন্মস্থান (Birthplace) চট্টগাম 
অভিভাবক (Parents)/ পিতামাতা  গোপীমহণ রায় ও রাজরাজেশ্বরী দেবী
পেশা (Occupation) কবি
জাতীয়তা ভারতীয়
উল্লেখযোগ্য কাজ ক্লিওপেট্রা
মাতৃভাষা বাংলা ভাষা
শিক্ষাজীবন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতা (–১৮৬৫)

স্কটিশ চার্চ কলেজ (কলাবিদ্যায় স্নাতক, –১৮৬৮)

মৃত্যু (Death) ২৩ জানুয়ারি, ১৯০৯ (23rd January 1909)

নবীন চন্দ্র সেনের জন্ম ও পিতামাতা – Nabinchandra Sen’s Birthday and His Parents :

 কবি নবীনচন্দ্রের জন্ম হয় ১৮৪৭ খ্রিঃ ১০ ই ফেব্রুয়ারী ‘ অধুনা বাংলাদেশের অন্তর্গত চট্টগ্রামের নােয়াপাড়া গ্রামে । তার পিতার নাম গােপীমােহন সেন । 

নবীন চন্দ্র সেনের শিক্ষাজীবন – Nabinchandra Sen’s Education Life :

 চট্টগ্রাম স্কুল থেকে ১৮৬৩ খ্রিঃ প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হবার পর কলকাতায় আসেন । ভর্তি হন প্রেসিডেন্স । কলেজে । ১৮৬৫ খ্রিঃ এফ . এ এবং ১৮৬৬ খ্রিঃ জেনারেল অ্যাসেমব্রীজ ইনটিটিউশন থেকে বি . এ পাস করেন ।

 ছাত্রাবস্থায় নবীনচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাহচর্যে আসেন এবং তার অকুণ্ঠ সাহায্য লাভ করেন । ছাত্রাবস্থাতেই সাহিত্যজীবনের শুরু । প্রথম কবিতা প্রকাশিত হয় এডুকেশন গেজেট পত্রিকায় । এই পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন । 

নবীন চন্দ্র সেনের কর্মজীবন – Nabinchandra Sen’s Work Life :

 কলেজের পড়া শেষ করেনবীনচন্দ্র শিক্ষকতার বৃত্তি গ্রহণ করেন । কর্মজীবন শুরু হয় হেয়ার স্কুলে ।

 কিন্তু বেশিদিন এই কাজে থাকতে হয় নি । প্রতিযােগিতামূলক পরীক্ষা দিয়ে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদ লাভ করেন । এই পদে কর্মরত অবস্থায় তাকে বাংলার বিভিন্ন স্থানে থাকতে হয়েছে । কর্মজীবনের শেষ দিকে তিনি রানাঘাটের মহকুমা শাসক হয়ে আসেন ।

 সেইসময়ে তিনি নিজের উদ্যোগে তার অগ্রজ আর এক মহাকবি কৃত্তিবাসের ভিটের সন্ধান করে বঙ্গবাসীকে চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ মহাকবির জন্মভিটা ফুলিয়া নিয়ে কোন দ্বন্দ্ব ছিল না । নবীন চন্দ্র সইভিটেখুঁজে বার্ন করেন ।

 অবশ্য তাকে এই কাজে সাহায্য করেছিল । রানাঘাট , শান্তিপুর ও কুলিয়ার বিধ্বসমাজ । পরবতা সময়ে এই স্থানেই মহাকবিন্ন সুতিফলক স্থাপিত হয় ।

নবীন চন্দ্র সেনের প্রথম গ্রন্থ – Nabinchandra Sen’s first Book :

স্বদেশপ্রেম ও আত্মচিন্তামূলক কবিতার সংকলন অবকাশরঞ্জিনী । নবীনচন্দ্রের প্রথম প্রকাশিত গ্রন্থ প্রকাশিত হয় ১৮৭১ খ্রিঃ ।

নবীন চন্দ্র সেনের কাব্যগ্রন্থ – Nabinchandra Sen’s Poetry : 

 নবীনচন্দ্রের বিখ্যাত কাব্যগ্রন্থ পলাশীর যুদ্ধ প্রকাশিত হয় ১৮৭৫ খ্রিঃ । বাংলার বিদ্বজ্জন সমাজে কাব্যগ্রন্থটি ভীষন ভাবে সমাদৃত হয় । এবং নবীনচন্দ্র অবিস্মরণীয় কবি খ্যাতির অধিকারী হন । পলাশীর প্রান্তরে বাঙ্গালী তথা ভারতবাসীর পরাজয়ের মাধ্যমে ইংরাজ ভারতভূমিতে রাজ্যশাসনের অধিকার হস্তগত করেছিল এই কাহিনী কবি এমনভাবে ব্যক্ত করেছিলেন যে তা দেশবাসীকে স্বদেশীকতায় । উদ্বুদ্ধ করে তুলেছিল । 

 নবীনচন্দ্র দেশপ্রেমিক কবি হিসাবে খ্যাতি লাভ করলেন । এর ফল হল , নবীনচন্দ্রকে তার উর্ধ্বতন রাজকর্মচারির বিরাগভাজন হতে হল।

নবীন চন্দ্র সেনের গ্রন্থ সমূহ – Nabinchandra Sen’s Books :

 পলাশীর যুদ্ধ কাব্যগ্রন্থটি ছাড়াও তিনি আরও কয়েকটি কাব্য রচনা করেন । ভগবান শ্রীকৃষ্ণের আদি , মধ্য , অন্ত্য লীলার কাহিনী নিয়ে তিনি রচনা করেন শ্রেষ্ঠ ত্রয়ী কাব্য— “ রৈবতক , কুরুক্ষেত্র এবং প্রভাস । ভগবান বুদ্ধের অমৃতময় জীবন কাহিনী নিয়ে অমিতাভ নামে একটি কাব্যগ্রন্থ রচনা করেন । এই তিন কাব্যগ্রন্থে তিনি মহাভারতেরঘটনার মৌলিক ব্যাখ্যা করেন । ১৯০৯ খ্রিঃ কবি কর্মস্থল থেকে অবসর গ্রহণ করেন।

 [আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali]

নবীন চন্দ্র সেনের উল্লেখযোগ্য গ্রন্থ – Nabinchandra Sen’s most Notable Books :

সর্বমােট চোদ্দটি গ্রন্থনবীনচন্দ্র রচনা করেন । তার মধ্যে ক্লিওপেট্রা , ভানুমতী , প্রবাসের পত্র ও অমিতাভ উল্লেখযােগ্য ।

 আমার জীবন তার আত্মজীবনী । এই গ্রন্থে তৎকালীন সময়ের হনকভজ্ঞতকথা জানা যায় । 

নবীন চন্দ্র সেনের মৃত্যু – Nabinchandra Sen’s Death :

 ১৯০৯ খ্রীঃ ২৩ শে জানুয়ারি নবীনচন্দ্র সেন ৬২ বছর বয়সে পরলােক গমন করেন ।

নবীন চন্দ্র সেনের জীবনী (প্রশ্ন ও উত্তর) – Nabinchandra Sen’s Biography in Bengali (FAQ) :

  1. নবীন চন্দ্র সেন কবে জন্মগ্রহণ করেন ?

উ:- ১০ ই ফব্রুয়ারি ১৮৪৭ সালে ।

  1. নবীন চন্দ্র সেনের পিতার নাম কী?

উ:- গপিমহণ রায় ।

  1. নবীন চন্দ্র সেনের মাতার নাম কী ?

উ:- রাজরাজেশ্বরী দেবী ।

  1. নবীন চন্দ্র সেনের উল্লেখযোগ্য গ্রন্থের নাম কী ?

উ:- ক্লিওপেট্রা , ভানুমতী , প্রবাসের পত্র ও অমিতাভ উল্লেখযােগ্য ।

  1. নবীন চন্দ্র সেন মোট কতগুলি গ্রন্থ রচনা করেছেন ?

উ:- মোট ১৪ টি ।

  1. নবীন চন্দ্র সেনের প্রথম গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

উ:- ১৮৭১ সালে ।

  1. নবীন চন্দ্র সেনের শিক্ষাজীবন কোথায় ?

উ:- প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতা (–১৮৬৫)

স্কটিশ চার্চ কলেজ (কলাবিদ্যায় স্নাতক, –১৮৬৮)।

  1. নবীন চন্দ্র সেন কত সালে বি.এ. পাস করেন ?

উ:- ১৮৬৬ সালে ।

  1. নবীন চন্দ্র সেনের কর্মজীবন কোন স্কুলে শুরু হয় ?

উ:- হেয়ার স্কুল ।

  1. নবীন চন্দ্র সেন কবে মারা যান ?

উ:- ১৯০৯ সালে ।

[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali

আরও দেখুন, দীনবন্ধু মিত্র জীবনী – Dinabandhu Mitra Biography in Bengali

আরও দেখুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী – Bankim Chandra Chatterjee Biography in Bengali

আরও দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী | Sarat Chandra Chattopadhyay Biography in Bengali]

🔘 প্রতিদিন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন🔘
Join Our Telegram Channel Click Here
Subscribe Our YouTube Channel Click Here
Like Our Facebook Page Click Here

নবীন চন্দ্র সেন জীবনী – Nabinchandra Sen Biography in Bengali

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” নবীন চন্দ্র সেন জীবনী – Nabinchandra Sen Biography in Bengali  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।