জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 247
জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 247

জিকে প্রশ্ন ও উত্তর

GK Question and Answer in bengali

জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 247 । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিকে বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (GK Question and Answer in Bengali) Part – 247 পড়লেই নিশ্চিত কমন পাবেন।

 আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 247 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান – জেনারেল নলেজ : GK Question and Answer | Part – 247

  1. কোন্ স্তন্যপায়ী প্রাণীর চারটি হাঁটু রয়েছে ?

Ans : হাতি ।

  1. পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি চা কোন্ দেশে পাওয়া যায় ? 

Ans : ভারত ।

  1. প্রথম ভারতীয় মহাকাশচ নাম ?

Ans : রাকেশ শর্মা ।

  1. বর্তমানে রাষ্ট্রসংঘের সদস্য দেশের মােট সংখ্যা কত?

Ans : ১৯২ টি ।

  1. সুপ্রিমকোর্টের বিচারককে কে নিয়ােগ করেন ? 

Ans : রাষ্ট্রপতি । 

  1. আইজল কোন্ রাজ্যের রাজধানী ? 

Ans : মিজোরাম ।

  1. ২০০৭-০৮ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে কত টাকা প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ? 

Ans : ৯৬,০০০ কোটি টাকা । 

  1. কত বছরের জন্য রাজ্যসভার সদস্য নির্বাচিত হন ?

Ans : ৬ বছর ।

  1. জাম্পবল শব্দটি কোন্ খেলার সঙ্গে যুক্ত ? 

Ans : বাস্কেটবল । 

  1. শেষের কবিতা কী জাতীয় সাহিত্য ? 

Ans : উপন্যাস । 

  1. প্রথম ভারতীয় বংশােদ্ভূত মহিলা নভােচারী কে ?

Ans : সুনীতা উইলিয়ামস ।

  1. জাতির জনক মহাত্মা গান্ধী কোন্ সালে নিহত হয়েছিলেন ?

Ans : ১৯৪৮ সালে ।

  1. ফুটবল গােলপােস্ট চওড়ায় কত মিটার ? 

Ans : ৭.৩২ । 

  1. নাইট ওয়াচ ম্যান কথাটি কোন্ খেলার সঙ্গে যুক্ত? 

Ans : ক্রিকেট । 

  1. বাগদাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?

Ans : টইগ্রিস ।

  1. হাজাররিবাগ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ? 

Ans : ঝাড়খন্ড । 

  1. সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম কি?

Ans : ক্লোরিন ।

  1. দ্য নেমসেক ’ বইটির লেখক কে ?

Ans : ঝুম্পা লাহিড়ী । 

  1. ২০০৭ সালে বাংলাদেশের মাটিতে ভারত বনাম বাংলাদেশের মধ্যে টেস্ট সিরিজে শচীনের শতরান সংখ্যা কয়টি ?

Ans : ২ টি । 

  1. মাছের হৃৎপিন্ডে প্রকোষ্ঠ আছে কয়টি ? 

Ans : দুইটি । 

  1. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে কত সালে নােবল জয়ী হয়েছিলেন ? 

Ans : ১৯১৩ সালে । 

  1. কুচিপুড়ি কোন্ রাজ্যের লােকনৃত্য ?

Ans : অন্ধ্রপ্রদেশ । 

  1. বিশ্ব স্বাস্থ্য দিবস কোন্ দিনটি ? 

Ans : ৭ ই এপ্রিল । 

  1. প্রথম ভারতীয় মহিলা হিসাবে ‘ মিস ইউনিভার্স সম্মান কে পান ?

Ans : সুস্মিতা সেন । 

  1. ‘সােরা’ কোন্ দেশের পার্লামেন্টের ( সংসদ ) নাম?

Ans : আফগানিস্তান ।  

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Click Here

আরোও দেখুন:-

কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here

Important GK For All Competitive Exam | GK Question and Answer in bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | জিকে প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (GK) – জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে কুইজ / জিকে 2021 / জিকে ২০২১ / জিকে MCQ / জিকে PDF / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / জিকে চাকরির পরীক্ষার জন্য / জিকে প্রশ্ন ও উত্তর / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – GK / GK Question and Answer in bengali / GK Question and Answer in bengali /  GK in hindi / GK question and answer in bengali / GK 2020 / GK quiz / common GK questions and answers / GK questions and answers pdf / GK 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / GK questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – GK প্রশ্ন ও উত্তর – জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info : জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 247

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 247” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।