Current Affairs in Bengali 10 to 20 March 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১
Current Affairs in Bengali 10 to 20 March 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১

Current Affairs in Bengali 10 to 20 March 2021

কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১

Current Affairs in Bengali 10 to 20 March 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১ : কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১ – Current Affairs 10 to 20 March 2021 পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১ – Current Affairs in Bengali : 10 to 20 March 2021) খুবি গুরুত্বপূর্ণ একটি টপিক। যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয় ভয় করে যে কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১ থেকে  কি কি প্রশ্ন আসতে পারে, কোথা থেকে প্রশ্ন আসবে, কি কি ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সব দিক বিবেচনা করে পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১ – Current Affairs in Bengali : 10 to 20 March 2021 বিষয়টি প্রকাশ করা হলো।

কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১ – Current Affairs in Bengali : 10 to 20 March 2021 PDF ফাইলের ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

Current Affairs in Bengali 10 to 20 March 2021 All Competitive exam Question and Answer in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিকী ঘটনা মার্চ ২০২১ – বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রশ্ন উত্তর

Current Affairs in Bengali 10 to 20 March 2021 – কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিকী ঘটনা মার্চ ২০২১ : বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নউত্তর (All Competitive exam Question and Answer in Bengali) :- কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১ – Current Affairs in Bengali : 10 to 20 March 2021 প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো। এই প্রশ্নোত্তর গুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১ – Current Affairs in Bengali : 10 to 20 March 2021 প্রশ্ন ও উত্তর খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

Bengali Current Affairs 10 to 20 March 2021 – কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১ 

  1. নিম্নলিখিত কোন ফিল্মটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস 2021 এ “সেরা চলচ্চিত্রের পুরষ্কার” জিতেছে?

Ans : Drama: Nomadland

  1. অজেন্দ্র বাহাদুর সিংহ ভারতীয় নৌবাহিনীর কোন কমান্ডের চিফ ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফ নিযুক্ত হয়েছেন?

Ans : পূর্ব নৌ কমান্ড।

  1. গ্লোবাল বায়ো-ইন্ডিয়া -2021 এর উদ্বোধন করলেন নয়াদিল্লিতে হর্ষ বর্ধন। ইভেন্টটি কনফারেন্সের কোন সংস্করণ?

Ans : দ্বিতীয়।

  1. আর্টিক অঞ্চলের জলবায়ু ও পরিবেশ নিরীক্ষণের জন্য কোন দেশটি আর্টিকা-এম নতুন উপগ্রহ চালু করেছে?

Ans : রাশিয়া।

  1. ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে কোন দেশকে “অগ্রাধিকার ওয়ান” অংশীদার হিসাবে বর্ণনা করা হয়েছে?

Ans : শ্রীলংকা।

  1. কেন্দ্রীয় প্রত্যক্ষ ট্যাক্স বোর্ডের (CBDT) চেয়ারম্যান হিসাবে কে আবার নিয়োগ পেয়েছেন?

Ans : প্রমোদ চন্দ্র মোদী।

  1. সম্প্রতি, ঘানা COVAX ভ্যাকসিন গ্রহণকারী বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে। ঘানার রাজধানী কী?

Ans : আকরা।

  1. নিম্নলিখিতগুলির মধ্যে কে প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন?

Ans : জয়দীপ ভটনগর।

  1. নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিকে ইউএন কমিটি উন্নয়ন নীতি দ্বারা LDC  স্ট্যাটাস থেকে স্নাতক করার জন্য সুপারিশ করেছিল?

Ans : বাংলাদেশ।

  1. আন্তর্জাতিক যোগ উৎসবটি কোন শহরে শুরু হয়েছিল?

Ans : ঋষিকেশ।

  1. সংসদ টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে নিযুক্ত হয়েছেন?

Ans : রবি কপুর।

  1. নিম্নলিখিতগুলির মধ্যে কে CRPF  এর ডিজি হিসাবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করে?

Ans : কুলদীপ সিংহ।

  1. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী “ঘরকি পেচান, চেলিক নাম” প্রকল্প চালু করেছেন?

Ans : উত্তরাখণ্ড।

  1. জাতিসংঘ স্বীকৃত বিশ্ব বন্যজীবন দিবস কোন দিন পালন করা হয়?

Ans : 3 মার্চ।

  1. কোন ফুটবল দল ISL  লীগ ফুটবল বিজয়ী শিল্ড জিতেছে?

Ans : মুম্বাই সিটি এফসি।

  1. নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের এমডি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিযুক্ত হয়েছেন?

Ans : মাতাম ভেঙ্কটা রাও।

  1. অ্যাক্সেসযোগ্যতা-সংক্রান্ত সমস্যাগুলির জন্য কোন মন্ত্রক দ্বারা ‘সুগম্য ভারত অ্যাপ’ চালু করা হয়েছে?

Ans : সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক।

  1. ভারতীয় বিমানবাহিনী (IAF) প্রথমবারের মতো বহু-জাতীয় অনুশীলন মExercise Desert Flag-V  এ অংশ নিচ্ছে। মহড়াটি প্রতি বছর কোন দেশ দ্বারা সংগঠিত হয়?

Ans : সংযুক্ত আরব আমিরাত।

  1. কমপালে 2021 উগান্ডা আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের একক শিরোপা জিতেছেন নিচের মধ্যে কে?

Ans : বরুণ কাপুর।

  1. ভারতের জাতীয় সুরক্ষা কাউন্সিল (NSC) দ্বারা প্রতি বছর কোন দিন জাতীয় সুরক্ষা দিবস (NSD) পালিত হয়?

Ans : 4 মার্চ।

  1. আন্তর্জাতিক মহিলা দিবস প্রতি বছর মার্চের কোন দিন পালন করা হয়?

Ans : 8 মার্চ।

  1. নিচের কোনটি solid fuel-ducted ramjet (SFDR)  ক্ষেপণাস্ত্র চালিত সিস্টেমের সফল বিমান চালনা পরীক্ষা করেছে?

Ans : ডিআরডিও।

  1. ভারতীয় অর্থনীতিবিদ __________ জাতিসংঘের সহকারী সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন –

Ans : লিগিয়া নরোনহা।

  1. নিম্নলিখিতগুলির মধ্যে কে 2020-এর জন্য 30 তম বিহারী পুরস্কার পান?

Ans : মোহনকৃষ্ণ বোহরা।

  1. ভারতের রাজস্ব সচিবের অতিরিক্ত দায়িত্ব পদে কে নিযুক্ত হয়েছেন ?

Ans : তরুণ বাজাজ।

  1. নিম্নলিখিত মধ্যে কাকে ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের (AIBA) চ্যাম্পিয়নস এবং ভেটেরান্স কমিটির সভাপতির পদে নিয়োগ দেওয়া হয়েছে?

Ans : মেরি কম।

  1. কোন পৌরসভা পৌরসভা পারফরম্যান্স ইনডেক্স 2020 এ দশ লক্ষেরও কম বিভাগে প্রথম স্থান অর্জন করেছে?

Ans : ইন্দোর।

  1. গুলমার্গের দ্বিতীয় খেলো ভারত শীতকালীন জাতীয় গেমসে কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলটি পদক তালিকায় শীর্ষে ছিল?

Ans : জম্মু ও কাশ্মীর।

  1. কোন দেশ বিশ্বের প্রথম প্লাটিপাস অভয়ারণ্য তৈরি করছে?

Ans : অস্ট্রেলিয়া।

  1. ভারত ________________ তারিখে ‘চাবাহার দিবস’ উদযাপন করেছে।

Ans : 4 মার্চ।

  1. 2021 সালের 8 ই মার্চ “আন্তর্জাতিক মহিলা দিবস” উপলক্ষে কোন সংস্থা একটি নতুন ওয়েব প্ল্যাটফর্ম ‘ওমেন উইল’ চালু করেছে?

Ans : গুগল।

  1. কোন রেলের লোকাল ট্রেনে ভারতীয় রেলপথ মোবাইল ট্রেন রেডিও যোগাযোগ ব্যবস্থা চালু করেছে?

Ans : মুম্বই।

  1. একটি 3 দিনের সম্মিলিত কমান্ডার সম্মেলন সম্প্রতি কোন জায়গায় অনুষ্ঠিত হয়েছিল?

Ans : গুজরাট।

  1. জন ঔষধী  দিবস বা জেনেরিক মেডিসিন দিবসকে _________________ তে প্রধানমন্ত্রী মোদী সম্বোধন করেছেন।

Ans : 7 মার্চ।

  1. ভারতের প্রথম ‘ট্রান্সজেন্ডার সম্প্রদায় ডেস্ক’ সম্প্রতি কোন রাজ্যে / কেন্দ্রশাসিত অঞ্চল খোলা হয়েছিল?

Ans : তেলঙ্গানা।

  1. নিম্নলিখিতগুলির মধ্যে কে টেকভারত 2021 এর উদ্বোধনী অধিবেশনকে সম্বোধন করেছিলেন।

Ans : হর্ষ বর্ধন।

  1. লক্ষ্মীনারায়ণ ভট্ট সম্প্রতি মারা গিয়েছেন ,  তিনি একজন খ্যাতিমান _________।

Ans : কবি।

  1. ভারতের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে সরকার সম্প্রতি একটি 259 সদস্যের প্যানেল গঠন করেছে। প্যানেলের প্রধান কে?

Ans : নরেন্দ্র মোদী।

  1. ভারতীয় বংশোদ্ভূত __________ নিউইয়র্ক ভিত্তিক ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রথম ভাইস প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসাবে নিযুক্ত হয়েছেন।

Ans : নওরীন হাসান।

  1. কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি শহরের 2,700  বিদ্যালয়ের জন্য একটি পৃথক বোর্ড গঠনের অনুমোদন দিয়েছে?

Ans : দিল্লি।

  1. “আমেঠি সংগ্রাম: ঐতিহাসিক জিত অঙ্কহী দস্তান” গ্রন্থটির রচয়িতা নিচের কে ?

Ans : অনন্ত বিজয়।

  1. ইতালির রোমে অনুষ্ঠিত ম্যাটিও প্যালিকোন সিরিজে ভারতের মহিলা রেসলার _________ 53 কেজি শিরোপা জিতে স্বর্ণপদক জিতেছিলেন।

Ans : ভিনেশ ফোগাট।

  1. নিচের কোন রাজ্যে সম্প্রতি দেশে 1 ম বন নিরাময় কেন্দ্র খোলা হয়েছে?

Ans : উত্তরাখণ্ড।

  1. ভারত আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে। ফাইনালতে ভারত কোন দেশের ক্রিকেট দলের মুখোমুখি হবে?

Ans : নিউজিল্যান্ড।

  1. বিচারপতি শ্রী অঙ্কুশান সিং মারা গেছেন। তিনি কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন?

Ans : রাজস্থান।

  1. প্রাক্তন ভারতীয় খেলোয়াড় ইশার সিং দেওল মারা গেছেন। তিনি কোন খেলাধুলার সাথে যুক্ত ছিলেন?

Ans : অ্যাথলেটিক্স।

  1. ইন্ডিয়ান নেভাল শিপস, আইএনএস সুমেধা এবং আইএনএস কুলিশ ঐতিহাসিক বন্দর শহর মংলার সফরে রয়েছেন। মংলা কোন দেশে অবস্থিত?

Ans : বাংলাদেশ।

  1. রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ সম্প্রতি কোন রাজ্যে সিংগড়গড় দুর্গ সংরক্ষণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন?

Ans : মধ্য প্রদেশ।

  1. এশিয়া প্যাসিফিক রুরাল অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ক্রেডিট অ্যাসোসিয়েশনের (APRACA) চেয়ারম্যান হিসাবে নিচের মধ্যে কে দায়িত্ব গ্রহণ করেছেন?

Ans : গোবিন্দ রাজুলু চিন্তলা।

  1. ইংরেজিতে “দ্য ফ্রন্টিয়ার গান্ধী: মাই লাইফ অ্যান্ড স্ট্রাগল” বইটির লেখকের নাম বলুন।

Ans : ইমিতিয়াজ আহমদ সাহেবজাদা।

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – General Knowledge in bengali Click Here

আরোও দেখুন:-

কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here

FILE INFO : Download PDF of Current Affairs 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স  – Current Affairs in Bengali with PDF Download Link

File Details: 

PDF Name : কারেন্ট অ্যাফেয়ার্স  – Current Affairs in Bengali PDF Book

Organized by : BhugolShiksha.com 

Prepared by : Experienced Teachers

Price : FREE

Download Link : Click Here To Download

Current Affairs in Bengali : 10 to 20 March 2021 | Today Current Affairs in Bengali | Bangla Current Affairs 2021 – All Competitive exams Question and Answer | কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১ –  বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জিকে প্রশ্ন ও উত্তর

         ” কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১ – Current Affairs in Bengali : 10 to 20 March 2021 ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) এখান থেকে বা কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১ – Current Affairs in Bengali : 10 to 20 March 2021 থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (GK – for all Competitive exams) প্রশ্ন ও উত্তর বা কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১ – Current Affairs in Bengali : 10 to 20 March 2021 উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১ – Current Affairs in Bengali : 10 to 20 March 2021 / বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১ : 10 to 20 March 2021 / সাম্প্রতিক ঘটনা – 10 to 20 March 2021 / খুব সাম্প্রতিক ঘটনা – 10 to 20 March 2021 / সাম্প্রতিক বিষয়াবলি – 10 to 20 March 2021 / 10 to 20 March 2021 সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান / এক নজরে সাম্প্রতিক ঘটনাবলী – 10 to 20 March 2021 / 10 to 20 March 2021 Top Stories in সাম্প্রতিক ঘটনা / সাম্প্রতিক ঘটনা ২০২১ ভারত / সাম্প্রতিক ঘটনা 10 to 20 March 2021 ভারত / সাম্প্রতিক ঘটনা 10 to 20 March 2021 ভারত PDF / সাম্প্রতিক ঘটনা 10 to 20 March 2021 ভারত PDF Download for Free / পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঘটনাবলী – 10 to 20 March 2021 / আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনাবলী 10 to 20 March 2021 / সারা মাসের সাম্প্রতিক ঘটনা / GK Today Current Affairs 10 to 20 March 2021 / Bengali Current Affairs PDF / Bangla Today Current Affairs PDF 10 to 20 March 2021 / Latest Current Affairs and News – Current Affairs Today 10 to 20 March 2021 / GK and Current Affairs Questions 10 to 20 March 2021 in Bengali / বাংলা Current Affairs Archives – বাংলা কুইজ / West Bengal Current Affairs PDF – 10 to 20 March 2021 / Daily Current Affairs 10 to 20 March 2021 in Bengali / Monthly Current Affairs Pdf – Download Monthly Current Affairs Pdf in Bengali 10 to 20 March 2021 / Current Affairs 10 to 20 March 2021 in bengali language pdf download / monthly current affairs pdf in bengali / current affairs in bengali 2021 pdf / কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা, বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স, bangla কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১, ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক ঘটনাবলী, আজকের গুরুত্ত্বপূর্ণ খবর, সাম্প্রতিক ঘটনাবলী প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন, current অ্যাফেয়ার্স, কারেন্ট affairs, কারেন্ট অ্যাফেয়ার্স 2021, 2021 কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর, আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১, current affairs 2021 bangla, bangla current affairs, current affairs in bengali, karent afairs, karent afers / current world / Current World 2021 / Current affairs World 2021 / gktoday in bengali language / current affairs 2021 in bengali pdf download / current affairs for wbcs 2021 pdf / Current affairs in bengali language pdf download) সফল হবে।

Current Affairs in Bengali : 10 to 20 March 2021 – for all Competitive exams GK in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন ও উত্তর মার্চ ২০২১ – বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জিকে প্ৰশ্ন ও উত্তর

        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১ – Current Affairs in Bengali : 10 to 20 March 2021 | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (for all Competitive exams GK in Bengali)” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।