জিকে প্রশ্ন ও উত্তর
GK Question and Answer in bengali
জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 250 । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিকে বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (GK Question and Answer in Bengali) Part – 250 পড়লেই নিশ্চিত কমন পাবেন।
আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 250 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান – জেনারেল নলেজ : GK Question and Answer | Part – 250
1.মাউন্ট এভারেস্টের উচ্চতা কত ?
Ans : ৮৮৪৮ মিটার ।
- উলান বাটোর কোন দেশের রাজধানী ?
Ans : মঙ্গোলিয়া ।
- একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা , ৩৬ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান । ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য কত ?
Ans : ৮ মি।
- একটি ষড়ভুজের কটি কর্ণ আছে ?
Ans : ৯টি।
- কোন্ গ্রহের কক্ষপথ পরিক্রমণ কাল 687 দিন ? Ans : মঙ্গল।
- ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
Ans : লর্ড ক্যানিং ।
- প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন ?
Ans : হ্যারি ট্রুমান।
- কাকে ভারতের নেপােলিয়ান ‘ বলা হয় ?
Ans : সমুদ্রগুপ্ত ।
- প্রথম আধুনিক – পরবর্তী ( Post – modern ) কম্পিউটার ভাষা কি ?
Ans : কোবল্ ।
- কোন্ ভারতীয় লেখক / লেখিকা ইংরাজীতে উপন্যাস লিখেছেন ?
Ans : ঝুম্পা লাহিড়ী ।
- ” Jane Eyre ” লিখেছিলেন?
Ans : শার্লট ব্রিন্টি ।
- force.com – * ” O wind if winter comes , can spring be Far behind ” এই বিখ্যাত লাইনটি কার লেখা ?
Ans : পার্সি বিশি শেলি ।
- “ দেশে বিদেশে ” -র লেখক কে ?
Ans : সৈয়দ মুজতবা সিরাজ ।
- ‘মহিলাভীতি ’ যদি গাইনােফোবিয়া’ হয় , তবে ‘পুরুষভীতি ’ – কে কি বলা হবে ?
Ans : অ্যানড্রোফোবিয়া ।
- শব্দ কিসের মধ্য দিয়ে যেতে পারে না ?
Ans : সম্পূর্ণ বায়ু শূন্য স্থান ।
- কোন্ সম্রাটের দরবারী ঐতিহাসিক ছিলেন আবুল ফজল ?
Ans : আকবর।
- ভারতীয় হিন্দু রাজাদের উপরে ‘স্বত্বৰিলােপ নীতি ’ আরােপিত কে করেছিলেন?
Ans : লর্ড ডালহৌসি ।
- ‘ইস্কিলাস ’ ছিলেন একজন
Ans : গ্রীক কবি ।
- যথাক্রমে ‘রাজতরঙ্গিনী ’ ও ‘ হর্ষচরিত ‘ এর রচয়িতা হলেন
Ans : কলহন ও বানভট্ট ।
- বুদ্ধের আসল নাম কি ?
Ans : সিদ্ধার্থ ।
- মুসলিম লিগের প্রতিষ্ঠা হয়েছিল-
Ans : আলিগড় ।
- প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
Ans : আত্মারাম পাণ্ডুরঙ্গ।
- অনুশীলন সমিতি’র প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
Ans : প্রমথনাথ মিত্র ।
- কে ‘ বিন্ধ্য অধিপতি ‘ নামে পরিচিত ?
Ans : সাতকর্নী ।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির জাতীয় প্রতীক কি ছিল ?
Ans : স্বস্তিকা ।
আরোও দেখুন:-
জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Click Here
আরোও দেখুন:-
কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here
Important GK For All Competitive Exam | GK Question and Answer in bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | জিকে প্রশ্ন ও উত্তর
” জেনারেল নলেজ জিকে (GK) – জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে কুইজ / জিকে 2021 / জিকে ২০২১ / জিকে MCQ / জিকে PDF / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / জিকে চাকরির পরীক্ষার জন্য / জিকে প্রশ্ন ও উত্তর / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – GK / GK Question and Answer in bengali / GK Question and Answer in bengali / GK in hindi / GK question and answer in bengali / GK 2020 / GK quiz / common GK questions and answers / GK questions and answers pdf / GK 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / GK questions in english ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – GK প্রশ্ন ও উত্তর – জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।
Info : জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 250
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 250” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।