জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 251
জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 251

জিকে প্রশ্ন ও উত্তর

GK Question and Answer in bengali

জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 251 । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিকে বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (GK Question and Answer in Bengali) Part – 251 পড়লেই নিশ্চিত কমন পাবেন।

 আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 251 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান – জেনারেল নলেজ : GK Question and Answer | Part – 251

  1. রবি ফসল কাটা হয় –

Ans : মার্চ – এপ্রিল ।

  1. মাইথন বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?

Ans : দামোদর।

  1. দাক্ষিণাত্য মালভূমির গড় উচ্চতা কত ?

Ans : ৬০০-৯০০ মিটার । 

  1. “ পুলিকট হ্রদ ‘ ভারতের কোন্ রাজ্যে অবস্থিত ? Ans : অন্ধ্রপ্রদেশ । 
  2. সূর্যকিরণ পৃথিবীতে আসতে কত সময় লাগে ?

Ans :  ৮ মি ৮সে .।

  1. আবুল ফজল কোন ভাষার বিখ্যাত লেখক ছিলেন ?

Ans : পার্সি।

  1. হলদিখাটের যুদ্ধ কাদের মধ্যে ঘটেছিল ?

Ans : আকবর – রাণাপ্রতাপ সিং ।

  1. একমাত্র কোন মুসলিম মহিলা দিল্লীর সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন ?

Ans : রাজিয়া সুলতানা । 

  1. বাংলার চিরস্থায়ী বন্দোবস্তুর সঙ্গে যার নাম জড়িত –

Ans : কর্নওয়ালিশ ।

  1. পর্যটক স্যার টমাস ৱাে কার শাসনকালে ভারতে আসো ? 

Ans : জাহাঙ্গীর।

  1. বীর যােদ্ধা এ্যাটিলা কোন্ গােষ্ঠীভুক্ত ছিলেন ? 

Ans : হুন। 

  1. প্রাগজ্যোতিষপুর কোন্ শহরের পুরােনাে নাম ? 

Ans :  গৌহাটি । 

  1. মহম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লি থেকে সরিয়ে কোথায় নিয়ে গিয়েছিলেন ? 

Ans : দৌলতাবাদ । 

  1. শুক্র গ্রহের বায়ুমন্ডলে কি বেশি আছে । Ans : সালফিউরিক অ্যাসিড । 
  2. নেফ্রাইটিস রােগাক্রান্ত হলে কোন প্রদাহ হয় ?

Ans : বৃক্ক।

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Click Here

আরোও দেখুন:-

কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here

Important GK For All Competitive Exam | GK Question and Answer in bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | জিকে প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (GK) – জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে কুইজ / জিকে 2021 / জিকে ২০২১ / জিকে MCQ / জিকে PDF / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / জিকে চাকরির পরীক্ষার জন্য / জিকে প্রশ্ন ও উত্তর / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – GK / GK Question and Answer in bengali / GK Question and Answer in bengali /  GK in hindi / GK question and answer in bengali / GK 2020 / GK quiz / common GK questions and answers / GK questions and answers pdf / GK 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / GK questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – GK প্রশ্ন ও উত্তর – জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info : জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 251

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 251” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।