জিকে প্রশ্ন ও উত্তর

GK Question and Answer in bengali

জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 264  । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিকে বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (GK Question and Answer in Bengali) Part – 264  পড়লেই নিশ্চিত কমন পাবেন।

আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 264  Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।

জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান – জেনারেল নলেজ : General Knowledge Question and Answer | Part – 264 

  1. ২০১৬ সালে কোন রাজ্য ফোমের তৈরি কাপ , প্লেট ইত্যাদির ব্যবহার নিষিদ্ধ ঘােষণা করে?

Ans :  সিকিম ।

  1. ২০১৬ সালে ভারত সরকার কোন দেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে?

Ans :  লিবিয়া।

  1. ভারতের পুনর্বহারযােগ্য মহাকাশ যান ( স্পেস শাটল ) কী ?

Ans :  আরএলভি – টিভি ( RLV – TV ) ।

  1. ২০১৬ সালে কোন দেশের পুরুষ ব্যাডমিন্টন দল ট্রমাস কাপ জেতে?

Ans :  ডেনমার্ক ।

  1. কোন দিনটি আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস হিসেবে পালিত হয় ?

Ans :  ২২ মে ।

  1. বাের্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ( বিসিসিআই ) -এর সভাপতি কে?

Ans :  অনুরাগ ঠাকুর ।

  1. কোন ভারতীয় বংশােদ্ভূত সাংবাদিক যুক্তরাজ্যের লফটন শহরের ডেপুটি মেয়র হন ?

Ans :  ফিলিপ আব্রাহাম ।

  1. গৌতম বুদ্ধের ২৫৬০ – তম জন্মবার্ষিকীতে কোথায় আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলন হয় ?

Ans :  লুম্বিনি , নেপাল ।

  1. অনাথ ছাত্রদের বিনামূল্যে উচ্চ শিক্ষা দেওয়ার জন্য কোন রাজ্য সরকার গ্রিন প্যাসেজ ’ প্রকল্প গ্রহণ করেছে ?

Ans :  ওডিশা সরকার ।

  1. বিশ্বের বৃহত্তম একক সৌর বিদ্যুৎ প্রকল্প কোথায় গড়ে উঠেছে ?

Ans :  অমৃতসর জেলা , পাঞ্জাব ( ১১.৫ মেগাওয়াট ) । 11. ২০১৬ সালে কে পেন / অ্যালেন ফাউন্ডেশন লিটারারি সার্ভিস পুরস্কার পান ?

Ans :  জে কে রাওলিং ।

  1. ২০১৬ সালে উন্নয়নের জন্য পর্যটন বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলনটি কোন দেশে অনুষ্ঠিত হয় ?

Ans :  বেজিং , চীন ।

  1. ২০১৬ সালে কে ম্যান বুকার সাহিত্য পুরস্কার পান ?

Ans :  হান কাং , দক্ষিণ কোরিয়া ।

  1. ভারতের প্রথম সামরিক পর্যটন কোন শহরে চালু করা হয়?

Ans :  পুণে , মহারাষ্ট্র ।

  1. ভারতের কোন রাজ্য প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে প্রার্থী চেয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নেয় ?

Ans :  রাজস্থান।

  1. কোন দিনটি ভারত সরকার জাতীয় ডেঙ্গু দিবস হিসাবে ঘােষণা করেছে ?

Ans :  16 May.

  1. ২০১৬ সালের ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশনের হল অব ফেম পুরস্কার পান কোন ভারতীয় ?

Ans :  ইউ আর রাও ।

  1. বিশ্বের বৃহত্তম উদ্বাস্তু শরণার্থী শিবির ‘ দাদাৰ কোথায় অবস্থিত ?

Ans :  কেনিয়া ।

  1. কারগার থেকে জেল মিউজিয়ামে পরিণত হওয়া আগুয়াদা সেন্ট্রাল জেল কোন রাজ্যে অবস্থিত ?

Ans :  গােয়া ।

  1. কোন শহরে চালু হবে ভারতের প্রথম মশলা মিউজিয়াম ?

Ans :  কোটি , কেরালা ।

  1. ভারতের সামরিক বাহিনীর কোন শাখা ইলেক্ট্রনিক্স মেনটেন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম ( e – MMs ) প্রকল্প চালু করেছে ?

Ans :  ভারতীয় বিমান বাহিনী ।

  1. ২০১৬ সালে কে ব্রাজিলের কার্যনির্বাহী রাষ্ট্রপতি হন ?

Ans :  মিশেল তেমের ।

  1. আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান কে ?

Ans :  শশাঙ্ক মনােহর ।

  1. ২০১৬ সালে প্রয়াত ক্রিকেট ধারাভাষ্যকার টান কোজিয়ার কোন দেশের মানুষ ছিলেন ?

Ans :  বার্বাডােজ , ওয়েস্ট ইন্ডিজ ।

  1. ২০১৬ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত তথ্য অনুযায়ী বিশ্বের কোন শহরের বাতাস সবচেয়ে দূষিত ?

Ans :  জাবােল , ইরান ।

 

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Click Here

আরোও দেখুন:-

কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here

Important GK For All Competitive Exam | GK Question and Answer in bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | জিকে প্রশ্ন ও উত্তর

জেনারেল নলেজ জিকে (GK) – জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে কুইজ / জিকে 2021 / জিকে ২০২১ / জিকে MCQ / জিকে PDF / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / জিকে চাকরির পরীক্ষার জন্য / জিকে প্রশ্ন ও উত্তর / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – GK / GK Question and Answer in bengali / GK Question and Answer in bengali /  GK in hindi / GK question and answer in bengali / GK 2020 / GK quiz / common GK questions and answers / GK questions and answers pdf / GK 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / GK questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – GK প্রশ্ন ও উত্তর – জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info : জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 264 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 264 ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।