জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 275
জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 275

জিকে প্রশ্ন ও উত্তর

GK Question and Answer in bengali

জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 275  । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিকে বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (GK Question and Answer in Bengali) Part – 275  পড়লেই নিশ্চিত কমন পাবেন।

 আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 275  Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান – জেনারেল নলেজ : General Knowledge Question and Answer | Part – 275 

  1. ছােটনাগপুর অঞ্চলের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখ ।

Ans :  বোকারো।

  1. ভারতের মােট আয়তন কত ?

Ans :  ৩২,৮৭,২৬৩ বর্গ কিলােমিটার । 

  1. ভারতের একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চলের নাম কি ? 

Ans :  শিলং । 

  1. ভারতের কোন্ বন্দরের মাধ্যমে সর্বাধিক চা রপ্তানি হয় ? 

Ans :  কলকাতা । 

  1. ভারতের কোন্ ইস্পাত কারখানায় উৎপাদন ক্ষমতা সর্বাধিক ? 

Ans :  ভিলাই ।

  1. কোন্ অঞ্চলকে পশ্চিমবঙ্গের রূঢ় বলা হয় ? 

Ans :  দুর্গাপুর।

  1. চেন্নাই বন্দর কোন্ রাজ্যে অবস্থিত ?

Ans :  তামিলনাড়ু । 

  1. কোন্ বছর ভারতে রাজ্য পুনর্গঠন পরিষদের সুপারিশ রূপায়িত হয় ? 

Ans :  ১৯৫৬ সালে ।

  1. ম্যানগ্রোভ অরণ্য ভারতের কোন্ অঞ্চলে দেখা যায় ?

Ans :   গঙ্গা , মহানদী , গােদাবরী , কৃষ্ণা , কাবেরী প্রভৃতি নদীর ব – দ্বীপ অঞ্চলে দেখা যায় । 

  1. ভারতের কোন্ অঞ্চলে নিত্যবহ খাল দ্বারা জলসেচ অধিক প্রচলিত ?

Ans :   উত্তরপ্রদেশ । 

  1. অ্যালুমিনিয়াম কোন্ খনিজ আকর থেকে উৎপন্ন হয় ?

Ans :   বক্সাইট ।

  1. আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দরের নাম কি ? 

Ans :  পেটি ব্লেয়ার । 

  1. সর্বশেষ আদমসুমারী অনুসারে ভারতে ১০ লক্ষাধিক , জনবসতিযুক্ত কয়টি শহর আছে ? 

Ans :  বর্তমানে ২৩ টি শহর । ( তখন ১২ টি ছিল ) । 

  1. পাকিস্তানের রাজধানীর নাম লেখ । 

Ans :  ইসলামাবাদ । 

  1. ভারতের কোন্ রাজ্যে সর্বাধিক পাট উৎপন্ন হয় ?

Ans :  পশ্চিমবঙ্গে । 

  1. অপ্রচলিত শক্তির উৎস বলতে কি বােঝ ?

Ans :   অপ্রচলিত শক্তির উৎস হল বায়ুপ্রবাহ , সামুদ্রিক ঢেউ প্রভৃতি । 

  1. লৌহ ও ইস্পাত শিল্পে ম্যাঙ্গানিজের প্রয়ােজন হয় কেন ? 

Ans :  লৌহ ও ইস্পাত শিল্পে অতি প্রয়ােজনীয় উপকরণ হল ম্যাঙ্গানিজ । ইস্পাত উৎপাদনে ম্যাঙ্গানিজ ব্যবহৃত হয় । ধাতবশিল্প দ্রব্যকে শক্ত ও ক্ষয়রােধ করতে সাহায্য করে । বিশেষ ধরনের ইস্পাত যেমন ম্যাঙ্গানিজ , স্টীল উৎপাদনে ম্যাঙ্গানিজ ব্যবহৃত ।

  1. ভারতের পূর্ব উপকূলে একটি স্বাভাবিক পােতাশ্রয় যুক্ত বন্দরের নাম কর ।

Ans :  বিশাখাপত্তনম ।

  1. ভারতের কত শতাংশ জমি অরণ্যময় ?

Ans :  22 %.

  1. ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল ?

Ans :  ভাষা।

 

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Click Here

আরোও দেখুন:-

কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here

Important GK For All Competitive Exam | GK Question and Answer in bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | জিকে প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (GK) – জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে কুইজ / জিকে 2021 / জিকে ২০২১ / জিকে MCQ / জিকে PDF / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / জিকে চাকরির পরীক্ষার জন্য / জিকে প্রশ্ন ও উত্তর / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – GK / GK Question and Answer in bengali / GK Question and Answer in bengali /  GK in hindi / GK question and answer in bengali / GK 2020 / GK quiz / common GK questions and answers / GK questions and answers pdf / GK 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / GK questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – GK প্রশ্ন ও উত্তর – জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info : জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 275 

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 275 ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।