জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 286
জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 286

জিকে প্রশ্ন ও উত্তর

GK Question and Answer in bengali

জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 286  । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিকে বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (GK Question and Answer in Bengali) Part – 286  পড়লেই নিশ্চিত কমন পাবেন।

 আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 286  Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান – জেনারেল নলেজ : General Knowledge Question and Answer | Part – 286 

 

  1. জলীয়বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে ব্লিচিং পাউডার কি তৈরি করে ? 

Ans :  ক্লোরিন গ্যাস ।

  1. সােডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ কোন্ ধর্ম প্রদর্শন করে ? 

Ans :  প্রশম ধর্ম ।

  1. ধূমায়মান নাইট্রিক অ্যাসিড থেকে কি গ্যাস নির্গত হয় ? 

Ans :  No2 । 

  1. বিভব প্রভেদের একক কী ?

Ans :  ভােল্ট । 

  1. পরমশূন্য উষ্ণতার মান কত ?

Ans :  273 ° C

  1. যে পাত্রে সাধারণত তড়িৎ বিশ্লেষণ ঘটানাে হয় , তার নাম কী ? 

Ans :  ভােল্টামিটার।

  1. তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতুর নাম করাে । 

Ans :  গ্রাফাইট।

  1. নাইট্রোলিয়াম কাকে বলে ? এটি কি কাজে লাগে ? 

Ans :  ক্যালশিয়াম সায়নামাইড ও কার্বনের ধূসর বর্ণের মিশ্রণকে নাইট্রোলিয়াম বলে । এটি রাসায়নিক সার হিসাবে ব্যবহৃত হয় ।

  1. H2S ( হাইড্রোজেন সালফাইড ) অম্লধর্মী না ক্ষারধর্মী ? 

Ans :  অম্লধর্মী গ্যাস ।

  1. গ্যাসের একটি ধর্ম লেখাে ।

Ans :  গ্যাস যে পাত্রে থাকে সেই পাত্রের দেওয়ালে সবসময় চাপ প্রয়ােগ করে । 

  1. পরম স্কেলে জলের হিমাঙ্কর পাঠ কত ?

Ans :  পরম স্কেলে জলের হিমাঙ্কের পাঠ 273K ।

  1. কোন্ উষ্ণতার গ্যাসের আয়তন শূন্য হয় ? ওই উষ্ণতাকে কি বলে ?

 Ans :   -273 ° C উষ্ণতার গ্যাসের আয়তন শূন্য হয় । এই উষ্ণতাকে পরমশূন্য উষ্ণতা বলে । 

  1. ১ গ্রাম অণু অক্সিজেনের ওজন কত ?

Ans :  ১ গ্রাম অণু অক্সিজেনের ওজন 32 গ্রাম ।

  1. প্রমাণ উষ্ণতা ও চাপে কোনাে গ্যাসের মােলার আয়তন কত ? 

Ans :  প্রমাণ উষ্ণতা ও চাপে কোনাে গ্যাসের মােলার আয়তন 22.4 লিটার । 

  1. কম্পাঙ্কের একক কি ?

Ans :  সাইকেলস / সেকেন্ড ।

  1. শব্দের তীব্রতা ও তীক্ষ্ণতা শব্দতরঙ্গের কোন্ কোন্ ধর্মের ওপর নির্ভর করে ?

Ans :  শব্দের তীব্রতা শব্দতরঙ্গের ওপর নির্ভর করে । শব্দের তীক্ষ্ণতা শব্দতরঙ্গ দৈর্ঘ্যের ওপর নির্ভর করে । 

  1. কীভাবে শব্দ উৎপন্ন হয় ?

Ans :  জড় বস্তুর কম্পনের ফলেই শব্দ উৎপন্ন হয়?

  1. ফিউজ তার কি দিয়ে তৈরী হয় ?

Ans :  ফিউজ তার টিন এবং সিসার সংকর ধাতু দিয়ে তৈরী হয় । 

  1. অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র থেকে আমরা কি জানতে পারি ? 

Ans :  তড়িৎ প্রবাহের ফলে চুম্বক শলাকার বিক্ষেপ কোন্ দিক হবে তা অ্যাম্পিয়ারের সন্তরণ থেকে জানা যায়।

  1. অ্যাম্পিয়ার কাকে বলে ? 

Ans :  কোনাে প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে এক কুলম্ব তড়িৎ প্রবাহিত হলে , ওই প্রবাহ মাত্রাকে এক অ্যাম্পিয়ার বলে ।

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Click Here

আরোও দেখুন:-

কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here

Important GK For All Competitive Exam | GK Question and Answer in bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | জিকে প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (GK) – জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে কুইজ / জিকে 2021 / জিকে ২০২১ / জিকে MCQ / জিকে PDF / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / জিকে চাকরির পরীক্ষার জন্য / জিকে প্রশ্ন ও উত্তর / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – GK / GK Question and Answer in bengali / GK Question and Answer in bengali /  GK in hindi / GK question and answer in bengali / GK 2020 / GK quiz / common GK questions and answers / GK questions and answers pdf / GK 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / GK questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – GK প্রশ্ন ও উত্তর – জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info : জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 286 

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 286 ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।