ভুগোল - জিকে প্রশ্ন ও উত্তর | Geography- GK Part-333
ভুগোল - জিকে প্রশ্ন ও উত্তর | Geography- GK Part-333

ভুগোল –  জিকে প্রশ্ন ও উত্তর

Geography-  GK Question and Answer

ভুগোল –  জিকে প্রশ্ন ও উত্তর | Geography-  GK Question and Answer in Bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ভুগোল –  জিকে প্রশ্ন ও উত্তর – Geography-  GK Question and Answer in Bengali Part-333  । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জেনারেল নলেজ বা জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ভুগোল –  জিকে বা ভুগোল –  জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর বা ভুগোল –  জিকে প্রশ্ন ও উত্তর | Geography-  GK or Geography-  General Knowledge Question and Answer in Bengali Part-333  পড়লেই নিশ্চিত কমন পাবেন।

 আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য ভুগোল –  জিকে প্রশ্ন ও উত্তর বা জেনারেল নলেজ ভূগোল বা ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর | Geography-  GK Part-333  Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

ভুগোল –  সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | Geography-  General Knowledge Question and Answer | Part-333 

  1. কয়লা উত্তোলনে ভারতের কোন রাজ্য প্রথম খান অধিকার করে ?

Ans : ঝাড়খণ্ড।

  1. একটি জীবাশ্ম জ্বালানীর উদাহরণ দাও ।

Ans : কয়লা।

  1. কয়লা উত্তোলনে ভারতের স্বান কত ? 

Ans : তৃতীয়।

  1. ডিসেম্বর 2004 এর সুনামি ভারতের কিছু কিছু অংশ ধ্বংস করেছে তার উৎপত্তির কারণ কি?

Ans : মায়ানমার প্লেট ভারত প্লেটের নিচে ঢুকে যাওয়া।

  1. নর্মদা নদী প্রবাহিত হয় কোন স্থানের মধ্যে দিয়ে?

Ans : চ্যুতি দ্বারা লাম্বাসর উপত্যকার মধ্য দিয়ে।

  1. কোন ঋতুতে আশ্বিনের ঝড় হয়?

Ans : শরৎকাল।

  1. পেট্রোলিয়াম তেল কোন্ ধরনের জ্বালানি ?

Ans : উদ্ভিজ।

  1. নিচের কোন্‌টি নুনমাটিতে অবস্থিত ?

Ans : সরকারি খনিজতেল শােধনাগার।

9 . হিমালয়ের উৎপত্তি কোথা থেকে?

Ans : টেথিস জিওসিনক্লাইন থেকে।

  1. আরাবল্লী একটা পুরনাে –

Ans : ভঙ্গিল পর্বত।

  1. ভারতে কার্পাস চাষ সব থেকে ভাল হয় কোন মাটিতে?

Ans : কৃষ্ণ মৃত্তিকায়।

  1. ‘দুন ’ শব্দের অর্থ কি?

Ans : অনুদৈর্ঘ্য উপত্যকা।

  1. O.N.G.C কত খ্রিস্টাব্দে স্থাপিত হয় ?

Ans : ১৯৫৬.

  1. এশিয়ার বৃহত্তম হাওয়াকল কোথায় অবস্থিত ? 

Ans : মুপান্ডল।

  1. হ্রদের শহর কাকে বলা হয় ?

Ans : হায়দ্রাবাদ।

  1. সবুজনগর কোন শহরকে বলা হয় ?

Ans : চেন্নাই।

  1. ভারতের মুলধনের শহর কাকে বলা হয় ?

Ans : মুম্বাই।

  1. মক্কার দ্বার কাকে বলা হয় ?

Ans : সুরাট।

  1. ভারতের গভীরতম বন্দর কোনটি ?

Ans : বিশাখাপত্তনম।

  1. একটি কৃত্রিম পােতাশ্রয় নাম কি?

Ans : চেন্নাই। 

  1. একটি স্বাভাবিক পােতাশ্রয় এর নাম কি?

Ans : মুম্বাই।

  1. ছােটনাগপুর অঞ্চলের আয়তন কত ? 

Ans : ৮০ হাজার বর্গকিমি . 

  1. গুজরাটের প্রধান শিল্পের নাম কী ? 

Ans : কাগজ শিল্প ।

  1. ‘ জেচুয়ান ’ শব্দটির অর্থ কটি নদী ?

Ans : ৪ টি ।

  1. ‘চিনের হল্যান্ড ’ কোন নদীর ব – দ্বীপ অঞ্চলকে বােঝায় ?

Ans : ইয়াং সি কিয়াং।

আরোও দেখুন:-

পৃথিবী – ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর | Earth – Geography GK Click Here

আরোও দেখুন:-

দেশ এবং তাদের সীমানা – জিকে প্রশ্ন ও উত্তর | Countries and their Borders – GK Click Here

আরোও দেখুন:-

রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস তালিকা – সাধারণ জ্ঞান | General Knowledge in Bengali Click Here

আরোও দেখুন:-

সমস্ত জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর – General Knowledge Click Here

আরোও দেখুন:-

কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here

Important GK For All Competitive Exam | Geography-  GK | জেনারেল নলেজ ভুগোল –  জিকে প্রশ্ন ও উত্তর | ভুগোল –  জিকে প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (GK) – ভুগোল –  জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – ভুগোল –  জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে ভুগোল –  জিকে প্রশ্ন ও উত্তর / ভুগোল –  জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর / ভুগোল –  জিকে কুইজ / ভুগোল –  সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / ভুগোল –  জিকে কুইজ / ভুগোল –  জিকে 2021 / জিকে ২০২১ / ভুগোল –  জিকে MCQ / ভুগোল –  জিকে PDF / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / ভুগোল –  জিকে চাকরির পরীক্ষার জন্য / ভুগোল –  জিকে প্রশ্ন ও উত্তর / ভুগোল –   জেনারেল নলেজ কোশ্চেন / ভুগোল –  জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / ভুগোল –  জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / ভুগোল –  জেনারেল নলেজ (Geography-  – GK / Geography-  GK / Geography-  GK / Geography-  General Knowledge / Geography-  GK in Bengali / Geography-  GK in Bangla / GK 2021 / Geography-  GK quiz / common Geography-  GK questions and answers / Geography-  GK questions and answers pdf / GK 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / Geography-  GK questions in Bengali )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (ভুগোল –  জিকে প্রশ্ন ও উত্তর | Geography-  GK Part-333) সফল হবে।

Info : ভুগোল –  জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – Geography-  GK Part-333 

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “ভুগোল –  জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – Geography-  GK Part-333 ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।