অ্যাডলফ হিটলার এর জীবনী
Adolf Hitler Biography in Bengali
অ্যাডলফ হিটলার এর জীবনী – Adolf Hitler Biography in Bengali : বিধ্বংসী বিশ্বযুদ্ধের স্রষ্টা এডলফ্ হিটলার ধ্বংসের মূর্তপ্রতীক রূপে যদি রক্ত – মাংসের কোন মানুষের নাম নির্দেশ করতে হয় তবে মানব সভ্যতার ইতিহাসের সেই ঘৃণালিপ্ত নামটি নিঃসন্দেহে এডলফ্ হিটলার ।
বিধ্বংসী বিশ্বযুদ্ধের স্রষ্টা অ্যাডলফ হিটলার এর একটি সংক্ষিপ্ত জীবনী । অ্যাডলফ হিটলার এর জীবনী – Adolf Hitler Biography in Bengali বা অ্যাডলফ হিটলার এর আত্মজীবনী বা (Adolf Hitler Jivani Bangla. A short biography of Adolf Hitler. Adolf Hitler Birth, Place, Life Story, Life History, Biography in Bengali) অ্যাডলফ হিটলার এর জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
অ্যাডলফ হিটলার কে ছিলেন ? Who is Adolf Hitler ?
অ্যাডলফ হিটলার (Adolf Hitler) ছিলেন একজন অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ যিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব দিয়েছিলেন। হিটলার ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর এবং ১৯৩৪ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত সে দেশের ফিউরার ছিলেন।
অ্যাডলফ হিটলার এর জীবনী – Adolf Hitler Biography in Bengali :
নাম (Name) | অ্যাডলফ হিটলার (Adolf Hitler) |
জন্ম (Birthday) | ২০ এপ্রিল ১৮৮৯ (20th April 1889) |
জন্মস্থান (Birthplace) | অস্ট্রিয়া |
অভিভাবক (Parents)/পিতামাতা | Alois and Schicklgruber |
জাতীয়তা | ১৯২৫ সাল পর্যন্ত অস্ট্রীয়; ১৯৩২-এর পর জার্মান |
রাজনৈতিক দল | ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি |
দাম্পত্য সঙ্গী (Spouse) | ইভা ব্রাউন |
পেশা (Occupation) | লেখক, রাজনীতিবিদ, রাষ্ট্রপ্রধান, চিত্রশিল্পী |
মৃত্যু (Death) | ৩০ এপ্রিল ১৯৪৫ (30th April 1945) |
অ্যাডলফ হিটলার এর জন্ম – Adolf Hitler Birthday :
১৮৮৯ খ্রিষ্টাব্দে অস্ট্রিয়ার একটি ছোট্ট শহরে এডলফ হিটলারের জন্ম হয় । বাল্যকালে বাপ – মা হারা হয়ে ছবি আঁকা শেখার ইচ্ছায় হিটলার ভিয়েনার একাডেমী অফ ফাইন আর্টস্ -এ গিয়ে ভর্তির পরীক্ষা দেন । কিন্তু পাস করতে না পারায় ভর্তি হওয়া সম্ভব হয়নি । তবে অ্যাডলফ হিটলার (Adolf Hitler) কোন চাকরির সন্ধান না করে পোস্টকার্ডে ছবি এঁকে অল্প পয়সা রোজগার করে দিন যাপন করতে লাগলেন ।
অ্যাডলফ হিটলার এর কর্মজীবন – Adolf Hitler Work Life :
কিছুদিন পর অ্যাডলফ হিটলার (Adolf Hitler) অষ্ট্রিয়ার সৈন্য বিভাগে একটি চাকরি গ্রহণ করেন । কিন্তু চাকরিটা ভালো না লাগায় সেখান থেকে পালিয়ে অ্যাডলফ হিটলার (Adolf Hitler) জার্মানির মিউনিখে চলে যান । নিজের দেশ অষ্ট্রিয়ার চেয়ে জার্মানী অ্যাডলফ হিটলার (Adolf Hitler) এর কাছে সবসময় বেশি ভালো লাগতো ।
অ্যাডলফ হিটলার এর জার্মান সেনাবাহিনীতে যোগদান – Adolf Hitler Join Garman Army :
১৯১৪ সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো , তখন অ্যাডলফ হিটলার (Adolf Hitler) আবার জার্মান সেনাবাহিনীতে যোগ দেন । এই চাকরিটাতে তাঁর বেশ উন্নতি হলো । প্রমোশন পেয়ে অ্যাডলফ হিটলার (Adolf Hitler) কর্পোরাল পদে উন্নীত হলেন । যুদ্ধের কাজে সাহায্য করার জন্য অ্যাডলফ হিটলার (Adolf Hitler) দু’বার পুরস্কারও পেলেন ।
অ্যাডলফ হিটলার এর নাৎসী পার্টি রাজনৈতিক দল এ যোগদান :
প্রথম বিশ্বযুদ্ধে শেষ পর্যন্ত ১৯১৮ সালে জার্মানী পরাজিত হয় । তখন হিটলার খুব কষ্ট পেয়ে ১৯১৯ সালে মিউনিখে গিয়ে সমমনা আরো অনেককে নিয়ে নাৎসী পার্টি নামে একটা রাজনৈতিক দলে যোগদান করেন এবং ১৯২১ সালে অ্যাডলফ হিটলার (Adolf Hitler) উক্ত পার্টির নেতা হন ।
অ্যাডলফ হিটলার এর Mein Kemp বই – Adolf Hitler Mein Kemp Book :
হিটলার ছিলেন অসাধারণ বাগ্মী । বক্তৃতা দিয়ে অ্যাডলফ হিটলার (Adolf Hitler) সহজেই ‘ শ্রোতাদের চমৎকৃত ও উদ্বুদ্ধ করতে পারতেন । অ্যাডলফ হিটলার (Adolf Hitler) এর বক্তৃতার মূল কথা ছিলো , জার্মানেরা একটি বড় এবং প্রভুত্বশীল জাতি । ইহুদীরা তাদের সঙ্গে থাকার যোগ্য নয় । অ্যাডলফ হিটলার (Adolf Hitler) এর মতে ইহুদীরা , কমিউনিষ্টরা এবং সমাজতন্ত্রীরা জার্মানদের সকল দুঃখের জন্য দায়ী । তিনি তার নাৎসী দল নিয়ে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে সরকার তাকে কারারুদ্ধ করে । বন্দী অবস্থায় Mein kemp বা আমার কর্মসূচী নামে একটা বই লিখে অ্যাডলফ হিটলার (Adolf Hitler) সারা দেশে প্রচার করেন ।
এক বছর পর তিনি যখন জেল থেকে ছাড়া পেলেন , জার্মানরা বিশ্বাস করলো যে , সত্যি অ্যাডলফ হিটলার (Adolf Hitler) আবার তাদের বড় ও সুখি জাতি হিসাবে গড়ে তুলতে সক্ষম হবেন । জনগণ অ্যাডলফ হিটলারকে (Adolf Hitler) ব্যাপকভাবে সমর্থন জানাতে শুরু করলো । ফলে হিটলারের নাৎসী দল জার্মানীর বৃহত্তম দলে পরিণত হলো ।
[আরও দেখুন, আলবার্ট আইনস্টাইন জীবনী – Albert Einstein Biography in Bengali]
অ্যাডলফ হিটলার ৬ লক্ষ ইহুদিকে মারে – Adolf Hitler Killed 6 Lakhs Jewish people :
হিটলার অচিরেই সমগ্র জার্মানীর চ্যান্সেলর হলেন । এর পরেই অ্যাডলফ হিটলার (Adolf Hitler) জার্মানীর পদাতিক বাহিনী , নৌবাহিনী ও বিমান বাহিনীকে দ্রুত সমৃদ্ধ ও শক্তিশালী করলেন । অ্যাডলফ হিটলার (Adolf Hitler) ‘ গেস্টাপো ’ নামে তার একটা ব্যক্তিগত পুলিসবাহিনী গঠন করলেন । এই পুলিসবাহিনীর কাজ ছিলো হিটলারের বিরুদ্ধবাসীদের উপর অকথ্য ও নির্মম অত্যাচার চালিয়ে তাদের হত্যা করা । ইহুদীদের অনেকে কোনো প্রকারে পালিয়ে গিয়ে প্রানে বাঁচলো । হিটলার ৬ লক্ষ ইহুদীকে হত্যা করে বলে অভিযোগ আছে ।
হিটলারের পোল্যান্ড আক্রমণ :
১৯৩৯ সালে হিটলার বিশ্বজয়ের আশায় পোল্যাণ্ড আক্রমণ করেন ৷ ১৯৪০ সালে একে একে ফ্রান্স , বেলজিয়াম , নেদারল্যাণ্ডস্ , লুক্সেমবুর্গ , ডেনমার্ক আক্রমণ করে দখল করে নেন এবং এইসব দেশের নিরীহ জনগণের উপর অকথ্য অত্যাচার করেন ।
ব্রিটিশ কমনওয়েলথভুক্ত দেশসমূহ হিটলারের পোল্যাণ্ড আক্রমণের সাথে সাথেই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ।
[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali]
দ্বিতীয় বিশ্বযুদ্ধ – 2nd World War :
১৯৪১ সালে হিটলার রাশিয়া আক্রমণ করেন । ইটালী ও জাপান হিটলারের পক্ষ নেয় । হিটলার আমেরিকার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেন । এভাবেই সুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ।
শেষ পর্যন্ত হিটলারের পরাজয় হয় । আমেরিকা জাপানের আণবিক বোমা নিক্ষেপ করে ।
হিটলারের মৃত্যু – Hitler Death :
চারদিক থেকে যখন জার্মান বাহিনীর পরাজয়ের সংবাদ আসতে লাগল , সেই সময় , ১৯৪৫ সালে ৩০ শে এপ্রিল রাশিয়ার লাল ফৌজ বার্লিন অবরোধ করে ফেলল । নিরুপায় আশাহত হিটলার কাল বিলম্ব না করে ট্রেঞ্চের মধ্যে আত্মহত্যা করেন ।
হিটলারের শোচনীয় পরাজয় ও আত্মহত্যা প্রমাণ করেছে যে , পৃথিবীতে একনায়কত্বের দিন প্রায় শেষ হয়েছে ।
অ্যাডলফ হিটলার এর জীবনী – Adolf Hitler Biography in Bengali FAQ :
- অ্যাডলফ হিটলার কে ছিলেন ?
Ans: অ্যাডলফ হিটলার ছিলেন অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ ।
- হিটলারের জন্ম কোথায় হয় ?
Ans: হিটলারের জন্ম হয় অস্ট্রিয়ায় ।
- কত সালে হিটলার জন্মগ্রহণ করেন ?
Ans: হিটলার জন্মগ্রহণ করেন ২০ এপ্রিল ১৮৮৯ সালে ।
- হিটলারের পিতার নাম কী ?
Ans: হিটলারের পিতার নাম Alois .
- হিটলারের মাতার নাম কী ?
Ans: হিটলারের মাতার নাম Schicklgruber .
- হিটলারের রাজনৈতিক দলের নাম কী ?
Ans: হিটলারের রাজনৈতিক দলের নাম ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি ।
- হিটলারের লেখা বইয়ের নাম কী ?
Ans: হিটলারের লেখা বইয়ের নাম Mein Kemp .
- প্রথম বিশ্বযুদ্ধ কবে হয় ?
Ans: প্রথম বিশ্বযুদ্ধ হয় ১৯১৪ সালে ।
- হিটলার কবে জন্মগ্রহণ করেন ?
Ans: হিটলার জন্মগ্রহণ করেন ২০ এপ্রিল ১৮৮৯ সালে ।
- হিটলার কবে মারা যান ?
Ans: হিটলার মারা যান ১৯৪৫ সালের ৩০ এপ্রিল ।
[আরও দেখুন, আর্কিমিডিস এর জীবনী – Archimedes Biography in Bengali
আরও দেখুন, উইলিয়াম শেকসপিয়র এর জীবনী – William Shakespeare Biography in Bengali
আরও দেখুন, নেতাজী সুভাষচন্দ্র বসুর জীবনী – Netaji Subhash Chandra Bose Biography in Bengali
আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali
আরও দেখুন, মহাত্মা গান্ধীর জীবনী – Mahatma Gandhi Biography in Bengali]
অ্যাডলফ হিটলার এর জীবনী – Adolf Hitler Biography in Bengali
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” অ্যাডলফ হিটলার এর জীবনী – Adolf Hitler Biography in Bengali ” পােস্টটি পড়ার জন্য। অ্যাডলফ হিটলার এর জীবনী – Adolf Hitler Biography in Bengali পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই অ্যাডলফ হিটলার এর জীবনী – Adolf Hitler Biography in Bengali পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।