আশুতোষ মুখোপাধ্যায় জীবনী - Ashutosh Mukherjee Biography in Bengali
আশুতোষ মুখোপাধ্যায় জীবনী - Ashutosh Mukherjee Biography in Bengali

আশুতোষ মুখোপাধ্যায় জীবনী – Ashutosh Mukherjee Biography in Bengali

আশুতোষ মুখোপাধ্যায় জীবনী – Ashutosh Mukherjee Biography in Bengali : স্যার আশুতোষ মুখোপাধ্যায় (Sir Ashutosh Mukhopadhyay) একজন সুবিখ্যাত বাঙালি শিক্ষাবিদ যিনি একাধারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য ও কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। ইতিহাসে তিনি ‘বাংলার বাঘ’ নামে বিখ্যাত। আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন প্রথম ছাত্র যিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিত ও পদার্থবিজ্ঞানে এম.এ ডিগ্রি অর্জন করেন। ১৯১১ সালে তাঁকে নাইটহুড সম্মানে ভূষিত করা হয়।   

 বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের একটি সংক্ষিপ্ত জীবনী। আশুতোষ মুখোপাধ্যায় জীবনী বা জীবন কথা নিয়ে বা জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো । A short biography of Ashutosh Mukherjee. Ashutosh Mukherjee’s Birth, Place, Education Life, Work Life, Biography (Jibani) in Bengali.

আশুতোষ মুখোপাধ্যায় কে ছিলেন ? Who is Asutosh Mukherjee ?

আশুতোষ মুখোপাধ্যায় (Ashutosh Mukherjee) বাঙালি শিক্ষাবিদ, কলকাতা হাইকোর্টের বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। আশুতোষ মুখোপাধ্যায়কে (Ashutosh Mukherjee) বাংলার বাঘ বলেও ডাকা হয়।

বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের জীবনী – Asutosh Mukherjee / Ashutosh Mukhopadhyay Biography in Bengali

নাম (Name) আশুতোষ মুখোপাধ্যায় (Ashutosh Mukherjee)
জন্ম (Birthday) ২৯ শে জুন ১৮৬৪ খ্রিঃ (29th June 1868)
জন্মস্থান (Birthplace) কলকাতা, ভারত
অভিভাবক (Parents)/পিতা মাতা গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় ও জগত্তারিণী দেবী
পেশা (Occupation) কলকাতা হাইকোর্টের বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য
উপাধি সন্ধুগম চক্রবর্তী
আন্দোলন বাংলার নজাগরণ
সন্তান শ্যামাপ্রসাদ মুখোাধ্যায়
পুরস্কার অর্ডার অফ দি ইন্ডিয়ান এম্পায়ার
মৃত্যু ২৫ মে ১৯২৪ (25th May 1924)

আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম – Asutosh Mukherjee’s Birthday :

প্রসিদ্ধ শিক্ষাবিদ ও সমাজসেবক স্যার আশুতােষের জন্ম হয় কলকাতার বউবাজার পল্লীতে ২৯ শে জুন ১৮৬৪ খ্রিঃ । 

আশুতোষ মুখোপাধ্যায়ের পিতামাতা – Asutosh Mukherjee’s Parents :

 আশুতােষের বাবা গঙ্গাপ্রসাদ মুখােপাধ্যায় একজন বিখ্যাত ডাক্তার ছিলেন । আশুতােষের মা জগত্তারিণী ছিলেন একজন আদর্শ ভারতীয় মহিলা । আশুতােষের জন্মের পর গঙ্গাপ্রসাদ ভবানীপুরে এসে বসবাস করতে থাকেন ।

আশুতোষ মুখোপাধ্যায়ের শিক্ষাজীবন – Asutosh Mukherjee’s Education Life :

 ভবানীপুরের চক্রবেড়িয়ার পাঠশালায় আশুতােষের বাল্যশিক্ষা শুরু হয় । আশুতােষ একজন অসাধারণ মেধাবী ও শ্রুতিধর ছাত্র ছিলেন । কোনও জটিল বিষয়ও একবার শুনে তিনি তা হুবহু মনে । করে রাখতে পারতেন । ছােটবেলা থেকেইআশুতােষ গণিতের কঠিন কঠিন সমস্যা সহজে সমাধান করে দিতে পারতেন । তিনি দিনরাত পড়াশােনা করতে , অঙ্ক কষতে ভালােবাসতেন । একবার আশুতােষ । অসুস্থ হয়ে পড়েছিলেন । তার বিশ্রামের প্রয়ােজন ছিল । এজন্য তার ঘর থেকেই খাতা কলম পেনসিল সরিয়ে রাখা হয়েছিল।আশুতােষ । তখন একটুকরাে কাঠ – কয়লা পেয়ে তাই দিয়ে ঘরের চার দেওয়াল । জুড়ে গণিতের অনেক প্রশ্ন সমাধান করে রেখেছিলেন ।

 আশুতােষ গণিতে প্রথম হয়ে এম . এ পাশ করেন । পরের বছর তিনি পদার্থ বিদ্যায় এম . এ . পাশ করেন । তারপর তিনি আইনের পরীক্ষা পাশ করেন । ইংরেজ গভর্নমেন্ট আশুতােষকে শিক্ষা বিভাগে উচ্চপদে চাকরি দিতে চেয়েছিলেন । এইচাকরিতে ভারতীয়দের কিন্তু ইংরেজদের সমান মর্যাদা ও সুযােগ দেওয়া হত না । এজন্য তেজস্বী আশুতােষ এই চাকরি গ্রহণ করেননি । একবার বড়লাট সাহেব আশুতােষকে বিলেত যাবার সুযােগ দিয়েছিলেন । কিন্তু মা রাজি ছিলেন না বলে মাতৃভক্ত আশুতােষ বিলেত যাননি ।

আশুতোষ মুখোপাধ্যায়ের কর্মজীবন – Asutosh Mukherjee’s Work Life:

  আশুতােষ কলকাতা হাইকোর্টে ওকালতি করতেন , দক্ষ আইনজীবী হিসাবে তিনি যেমন সুনাম অর্জন করেছিলেন তেমনই প্রচুর অর্থও উপার্জন করেছিলেন । পরে তিনি হাইকোর্টের একজন বিচারপতি হয়েছিলেন । 

বাংলা সাহিত্যে এম. এ পড়ার ব্যাবস্থা :

 শিক্ষাব্রতী আশুতােষের জীবনের প্রধান কীর্তি দেশে উচ্চশিক্ষার বিস্তার করা । কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে তিনি এই বিশ্ববিদ্যালয়কে একটি শ্রেষ্ঠবিশ্ববিদ্যালয়ে পরিণত করেছিলেন । তিনি দেশ – বিদেশ থেকে শ্রেষ্ঠ অধ্যাপকদের এনে এই বিশ্ববিদ্যালয়ে । অনেক নতুন বিষয় পড়াবার ব্যবস্থা করেছিলেন । বাংলা সাহিত্যে এম . এ পড়াবার ব্যবস্থাও তিনিই করেছিলেন । 

 আশুতােয় ছিলেন একজন খাটি বাঙালি । তাঁর তেজস্বিতার জন্য দেশবাসী তাকে ‘ বাংলার বাঘ ’ এই আখ্যা দিয়েছিল । 

আশুতোষ মুখোপাধ্যায়ের ভারতীয় বিজ্ঞান চর্চা সমিতির সভাপতি – Member of the Society for the Study of Science :

 স্যার আশুতােষ মুখােপাধ্যায় পরে ভারতীয় বিজ্ঞানচর্চা সমিতির সভাপতি নিযুক্ত হন । তিনি প্রবন্ধ সাহিত্য রচনা করেছেন । জাতীয় সাহিত্য নামে তার প্রবন্ধ সংগ্রহ সাহিত্যের ক্ষেত্রে তার বিশেষ অবদান হিসাবে স্বীকৃত । তিনি কয়েকটি বিদেশী ভাষা , যেমন পালী , ফরাসী এবং রুশ ভাষায়ও অভিজ্ঞ ছিলেন ।

 স্যার আশুতােষ মুখােপাধ্যায় বিধবা বিবাহের একজন জোরালাে সমর্থক ছিলেন । 

আশুতোষ মুখোপাধ্যায়ের উপাধি – Asutosh Mukherjee’s Title :

 সিংহলের মহাবােধি সােসাইটি তাকে ‘ সন্ধুগম চক্রবর্তী ’ উপাধি দেয় । বৃটিশ সরকার তাকে স্যার উপাধিতে ভূষিত করে । দেশীয় পন্ডিতগণ কর্তৃক তিনি সরস্বতী এবং শাস্ত্ৰবাচস্পতি ’ উপাধিতে বিভূষিত হন । মায়ের নামে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ‘ জগত্তারিণী স্বর্ণপদক ‘ প্রবর্তন করেন । 

আশুতোষ মুখোপাধ্যায়ের মৃত্যু – Asutosh Mukherjee’s Death :

 ২৫ শে মে ১৯২৪ খ্রিঃ বাংলা মায়ের কৃতী সন্তান উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ এই শিক্ষাবিদ ৬০ বছর বয়সে কলকাতায় পরলােক গমন করেন ।

আশুতোষ মুখোপাধ্যায়ের জীবনী (প্রশ্ন ও উত্তর) – Asutosh Mukherjee’s Biography in Bengali (FAQ) :

  1. আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম কবে হয় ?

Ans: ২৯ শে জুন ১৮৬৪ খ্রিঃ

  1. আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মস্থান কোথায় ছিল ?

Ans: কলকাতা ।

  1. আশুতোষ মুখোপাধ্যায়ের পিতা ও মাতার নাম কি ?

Ans: গঙ্গপ্রসাদ মুখোাধ্যায় ও জগত্তারিণী দেবী ।

  1. আশুতোষ মুখোপাধ্যায়ের উপাধি কী ছিল ?

Ans: সন্ধুগন চক্রবর্তী ।

  1. আশুতোষ মুখোপাধ্যায়ের উল্লেখযোগ্য পুরস্কার কী ?

Ans: অর্ডার অফ দি ইন্ডিয়ান এম্পায়ার ।

  1. আশুতোষ মুখোপাধ্যায়ের সন্তানের নাম কি ?

Ans: শ্যামাপ্রসাদ মুখোাধ্যায় ।

  1. বাংলা সাহিত্যে প্রথম এম. এ পড়ার ব্যাবস্থা কে করেন ?

Ans: আশুতোষ মুখোপাধ্যায় ।

  1. আশুতোষ মুখোপাধ্যায়ের আন্দোলন কী ছিল ?

Ans: বাংলার নজাগরণ ।

  1. আশুতোষ মুখোপাধ্যায় কে ছিলেন ?

Ans: কলকাতা হাকোর্টের বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপচার্য ।

  1. আশুতোষ মুখোপাধ্যায় কবে মারা যান ?

Ans: ২৫ শে মে ১৯২৪ খ্রিঃ ।

আশুতোষ মুখোপাধ্যায় জীবনী – Ashutosh Mukherjee Biography In Bengali

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” আশুতোষ মুখোপাধ্যায় জীবনী – Ashutosh Mukherjee Biography in Bengali  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।