আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ
নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Akashe Satti Tara Question and Answer
আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Akashe Satti Tara Question and Answer : আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Akashe Satti Tara Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 9th Bengali Akashe Satti Tara Question and Answer, Suggestion, Notes | নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine IX Bengali Examination – পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর বাংলা পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন (আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Akashe Satti Tara Question and Answer) গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
তোমরা যারা আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Akashe Satti Tara Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো।
রাজ্য (State) | পশ্চিমবঙ্গ (West Bengal) |
বোর্ড (Board) | WBBSE |
শ্রেণী (Class) | নবম শ্রেণী (WB Class 9) |
বিষয় (Subject) | নবম শ্রেণীর বাংলা (Class 9 Bengali) |
কবিতা (Kobita) | আকাশে সাতটি তারা (Akashe Satti Tara) |
লেখক (Writer) | জীবনানন্দ দাশ |
আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ – নবম শ্রেণীর নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Bengal Class 9th Bengali Akashe Satti Tara Question and Answer
MCQ | আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Akashe Satti Tara Question and Answer :
- আকাশে কয়টি তারা উঠেছে?
(A) পাঁচটি
(B) সাতটি
(C) দশটি
(D) অসংখ্য
Ans: (B) সাতটি
- জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর –
(A) দেহ সৌন্দর্যে
(B) রূপের বিন্যাসে
(C) চুলের বিন্যাসে
(D) অঙ্গ সৌন্দর্যে
Ans: (C) চুলের বিন্যাসে ।
- ‘আকাশে সাতটি তারা’ কবিতায় বঙ্গের কিশোর পায়ে দলে যায় –
(A) দূর্বা ঘাস
(B) মুথা ঘাস
(C) নরম ঘাস
(D) ভিজে ঘাস
Ans: (B) মুথা ঘাস।
- “কামরাঙা-লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো ________ ঢেউয়ে ডুবে গেছে” –
(A) গঙ্গাসাগরের
(B) বঙ্গোপসগরের
(C) আরব সাগরের
(D) বঙ্গোপসাগরের
Ans: (B) বঙ্গোপসগরের ঢেউয়ে ডুবে গেছে”
- ‘আকাশে সাতটি তারা’ কবিতার পঙ্ক্তি সংখ্যা –
(A) ১২
(B) ১৪
(C) ৯
(D) ১৮
Ans: (B) ১৪।
- তারায় তারায় স্বপ্ন কখন এঁকে রাখে?
(A) সারাটা দিন
(B) সারাটা রাত
(C) সারা সন্ধ্যা
(D) সারা সময়
Ans: (B) সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে।
- “আমি এই ঘাসে বসে থাকি” – কখন?
(A) খেলা শেষে যখন ক্লান্ত লাগে
(B) নদীর ধারে যখন হাওয়া খেতে যাই
(C) যখন আকাশে সাতটি তারা ফুটে ওঠে
(D) যখন সবুজ মাঠে বিচরণ করি
Ans: (C) যখন আকাশে সাতটি তারা ফুটে ওঠে “আমি এই ঘাসে বসে থাকি”।
- কবি কোথায় বসে আছেন?
(A) ছাদে
(B) পাহাড়ে
(C) নদীর তীরে
(D) ঘাসে
Ans: (D) ঘাসে
- গঙ্গা সাগরের ঢেউয়ে কে ডুবে গেছে?
(A) মেঘ
(B) তারা
(C) সূর্য
(D) চাঁদ
Ans: (A) মেঘ
- সন্ধ্যাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?
(A) কামরাঙ্গা মেঘ
(B) কেশবতী কন্যা
(C) রূপসীর চুল
(D) মনিয়া
Ans: (B) কেশবতী কন্যা
- সন্ধ্যাকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে? –
(A) মনিয়া
(B) রূপসীর চুল
(C) কামরাঙা মেঘ
(D) কেশবতী কন্যা
Ans: (D) কেশবতী কন্যার সঙ্গে তুলনা করা হয়েছে।
- ‘অজস্র চুলের চুমা’ যেখানে ঝরে পড়েছে –
(A) কাঁঠালের হিজলে জামে
(B) হিজলে কাঁঠালে জামে
(C) হিজলে জামে কাঁঠালে
(D) হিজলে বটে কাঁঠালে
Ans: (B) হিজলে কাঁঠালে জামে।
- ‘কামরাঙা – লাল মেঘ’-কে কবি তুলনা করেছেন- (A) লাল মনিয়ার সাথে
(B) মৃত মনিয়ার সাথে
(C) কেশবতী কন্যার সাথে
(D) লাল বটের সাথে
Ans: (B) মৃত মনিয়ার সাথে।
- ‘আকাশে সাতটি তারা’ কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হল –
(A) ‘ধূসর পাণ্ডুলিপি’
(B) ‘মহাপৃথিবী’
(C) ‘রূপসী বাংলা’
(D) ‘বনলতা সেন’
Ans: (C) ‘রূপসী বাংলা’।
- ‘আকাশে সাতটি তারা’ – কবিতাটি কার লেখা?
(A) জীবনানন্দ দাশ
(B) গোবিন্দ দাস
(C) জীবানন্দ দাশ
(D) জীবন দাশ
Ans: (A) জীবনানন্দ দাশ
অতি সংক্ষিপ্ত | আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Akashe Satti Tara Question and Answer :
- “বাংলার নীল সন্ধ্যা” – কেমনভাবে আসে কবির কাছে?
Ans: বাংলা নীল সন্ধ্যা কবির কল্পনায় ‘কেশবতী কন্যার’ মত আসে।’
- কবির ‘চোখের’ পরে’ , ‘মুখের’ পরে’ কী ভাসে?
Ans: কবির ‘চোখের’ পরে’ , ‘মুখের’ পরে’ কেশবতী কন্যার চুল অর্থাৎ বাংলার নীল সন্ধ্যার ছবি ফুটে ওঠে।
- কিশোরীর চালধোয়া হাত কেমন ছিল?
Ans: কিশোরীর চালধোয়া হাত ছিল ভিজে এবং শীতল।
- কামরাঙা – লাল মেঘ কোথায় ডুবে গেছে?
Ans: কামরাঙা- লাল মেঘ মৃত মনিয়ার মতো গঙ্গা সাগরে ডুবে গেছে।
- কবি কী টের পান?
Ans: কবি জীবনানন্দ দাশ টের পান সমাগত সন্ধ্যায় তাঁর পল্লি প্রকৃতিতে লুকিয়ে থাকা বাংলার প্রাণশক্তি।
- কলমি কী ?
Ans: পুকুরের ধারে বা কোন জলাশয়ের ধারে জন্মায় এমন এক ধরনের শাক যা বাঙালির খাদ্যতালিকায় স্থান পায় ।
- ‘আকাশে সাতটি তারা’ কবিতায় কবি কোন মাছ দুটিৱ উল্লেখ করেছেন?
Ans: কবি জীবনানন্দ দাশ ‘আকাশে সাতটি তারা’ কবিত চাঁদা ও সরপুঁটি এই দুটি মাছের কথা উল্লেখ করেছেন।
- সন্ধ্যার সঙ্গে কবি কিসের ঘ্রাণ পান?
Ans: সন্ধ্যার আগমণের সঙ্গে কবি নরম ধান, কলমি, শর, পুকুরের জল, চাঁদা ও সরপুঁটি মাছের আঁশটে গন্ধ,পায়ে দলিত মুথা ঘাস ইত্যাদির ঘ্রাণ অনুভব করেন।
- কিশোরীর হাত ভিজে কেনো?
Ans: কিশোরী সন্ধ্যাবেলায় চাল দিচ্ছিল, তাই তার হাট ভিজে।
- কবি কখন বাংলার প্রাণকে খুঁজে পান?
Ans: আকাশে যখন সাতটি তারা ফুটে ওঠে তখন কবি বাংলার প্রাণকে খুঁজে পান।
- ‘আকাশে সাতটি তাৱা কবিতায় বটফল ব্যথিত কেন?
Ans: লাল লাল বটফল গাছের তলায় পড়ে থাকে, নিতান্ত অবহেলায়—এই ফল কেউ আদর করে তুলে নেয় না। তাই সে ব্যথিত।
- ‘আকাশে সাতটি তারা’ কবিতায় কাদেৱ মৃদু ঘ্রাণের কথা বলা হয়েছে ?
Ans: পুকুরের জল থেকে ভেসে আসছে চাঁদা ও সরপুঁটি মাছের মৃদু ঘ্রাণ।
- ‘… মেঘ যেন মৃত মনিয়ার মতো/ গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে’ – মেঘের রং কী?
Ans: মেঘের রঙ কামরাঙা ফলের মতো লাল।
- বাংলার সন্ধ্যাকে কবি ‘শান্ত অনুগত’ বলেছেন কেন?
Ans: প্রকৃতির শান্ত – স্নিগ্ধ রূপ বোঝানের জন্য কবি ‘শান্ত অনুগত’ শব্দবন্ধ ব্যবহার করেছেন।
- ‘আকাশে সাতটি তারা’ – কবিতায় কোন্ কোন্ গাছের কথা উল্লেখ রয়েছে?
Ans: ‘আকাশে সাতটি তারা’ কবিতায় ‘হিজল, কাঁঠাল এবং জাম’ গাছের উল্লেখ আছে।
- কবি ‘আকাশে সাতটি তারা’ কবিতায় কিশোরীর কথা কিভাবে উল্লেখ করেছেন?
Ans: কবি কিশোরীর চাল ধোয়া ভিজে হাতের কথা উল্লেখ করেছেন।
- কিশোর পায়ে কি দলছে?
Ans: কিশোর পায়ে মুথাঘাস দলছে।
- কবি সন্ধ্যাকে কি বলেছেন?
Ans: কবি সন্ধ্যাকে শান্ত অনুগত সন্ধ্যা বলে উল্লেখ করেছেন।
- আকাশের সাতটি তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
Ans: আকাশের সাতটি তারা কবিতাটি জীবনানন্দ দাশের লেখা রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
- বাংলার নীল সন্ধ্যা কেমন ও কবি তাকে কীরূপে কল্পনা করেছেন?
উ: বাংলার নীল সন্ধ্যা শান্ত অনুগত এবং কবি তাকে কেশবতী কন্যারূপে কল্পনা করেছেন।
- কবি ঘাসে বসে থেকে আকাশে কী দেখেন?
Ans: কবি ঘাসে বসে থেকে আসন্ন সন্ধ্যার দৃশ্যপটে আকাশে সাতটি তারা ফুটে উঠতে দেখেন।
- আকাশে সাতটি তারা বলতে কোন তারাদের কথা বলা হয়েছে?
Ans: আকাশে সাতটি তারা বলতে আকাশের সপ্তর্ষিমন্ডলের কথা বলা হয়েছে।
- কবি কামরাঙা–লাল মেঘের গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যাওয়ার ঘটনাকে কীসের সঙ্গে তুলনা করেছেন?
Ans: কবি আকাশের লাল মেঘের গঙ্গাসাগরে ডুবে যাওয়ার ঘটনাকে মৃত মনিয়া পাখির সাগরের জলে ডুবে যাওয়ার সঙ্গে তুলনা করেছেন।
- আকাশে সাতটি তারা ওঠার সময় কবি কোথায় বসে ?
Ans: কবি জীবনানন্দ দাশ আকাশে সাতটি তারা উঠলে ঘাসের উপর বসে সন্ধ্যার রূপ দেখেন।
- ‘আকাশে সাতটি তারা কবিতায় সন্ধ্যার আকাশে কে এসেছে বলে কবির মনে হয়েছে?
Ans: ‘আকাশে সাতটি তারা কবিতায় বাংলার সন্ধ্যার আকাশে এক কেশবতী কন্যা এসেছে বলে কবি জীবনানন্দ দাশের মনে হয়েছে৷
- কবির ‘চোখের পরে‘, ‘মুখের ‘পরে কী ভাসে?
Ans: কবি জীবনানন্দ দাশের ‘চোখের পরে’, ‘মুখের পরে’ বাংলার নীল সন্ধ্যার চেহারায় আসা কেশবতী কন্যার চুল ভাসে।
- কেশবতী কন্যার চুলের.চুমা কোথায় ঝরে?
Ans: কেশবতী কন্যার চুলের চুমা হিজলে-কাঠালে-জামে অবিরত ঝরে পড়ে।
- কবি বাংলার সন্ধ্যা সম্পর্কে কী কী বিশেষণ ব্যবহার করেছেন?
Ans: কবি বাংলার সন্ধ্যা সম্পর্কে শান্ত, অনুগত ও নীল এই তিনটি বিশেষণ ব্যবহার করেছেন।
- পৃথিবীর কোন পথ কাকে দেখেনি বলে কবির মনে হয়?
Ans: পৃথিবীর কোন পথ বাংলার সন্ধ্যারুপী কেশবতী কন্যাকে দেখেনি বলে কবির মনে হয়।
- ‘অজস্র চুলের চুমা’ বলতে কবি কি বুঝিয়েছেন?
Ans: প্রকৃতির বুকে অন্ধকারের নিবিড়তাকে বোঝাতে তিনি ‘অজস্র চুলের চুমা’ কথাটি ব্যবহার করেছেন।
[আরও দেখুন, জীবনানন্দ দাশ জীবনী – Jibanananda Das Biography in Bengali]
সংক্ষিত বা ব্যাখ্যাভিত্তিক | আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Akashe Satti Tara Question and Answer :
- ‘পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো’ কবির বক্তব্য বিশ্লেষণ কর।
Ans: কবি বঙ্গভুমিকে পৃথিবীর সব থেকে রুপসী নারী রূপে গণ্য করেন। রূপসী বাংলার মতো সুর্য পৃথিবীর আর কোথাও নেই। তাই সূর্য অস্ত যাওয়ার পরে সেখানে যে সন্ধ্যা নামে সে যেন কোনো এক কেশবতী কন্যার খোলার চুলের রাশি। তার চুল যেভাবে আকাশে ছড়িয়ে অন্ধকার ঘনিয়ে তোলে তা আর পৃথিবীর কোথাও দেখা যায় না। কবির কল্পনার সেই মানসী আসলে সন্ধ্যাকালীন বাংলার প্রকৃতি।
- ‘অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে, জামে ঝরে অবিরত’ – অজস্র চুমা বলতে কি বোঝানো হয়েছে?
Ans: কল্পনাপ্রবণ কবি জীবনানন্দ দাশের ‘আকাশের সাতটি তারা’ কবিতাটিতে পল্লীবাংলার সন্ধ্যা এক মানসী রূপে আবির্ভূত হয়েছে। সূর্যাস্তের পর সেই মানসী তার কালো চুল ছড়িয়ে দেয় বাংলার আকাশে। আকাশে ছড়িয়ে পড়া তার কালো চুল ধীরে ধীরে অন্ধকারের স্পর্শ নিয়ে আসে প্রকৃতির বুকে। হিজল, কাঁঠাল ও জাম গাছের পাতায় নেমে আসে সেই অন্ধকার যেন সেই রূপসীর চুলের চুম্বন।
3.’এরই মাঝে বাংলার প্রাণ; —পঙক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।
Ans: উধৃত পঙক্তিটি জীবনানন্দ দাশের ‘আকাশে সাতটি তারা’ কবিতা থেকে নেওয়া হয়েছে।
বাংলাদেশ জীবনানন্দের কাছে শুধু এক ভূখণ্ড নয়, প্রাণময়ী মূর্তি। শব্দ-গন্ধ- বর্ণ-স্পর্শ দিয়ে কবি তাকে অনুভব করেন। আলোচ্য কবিতাটিতে তিনি বাংলার সন্ধ্যাকালীন প্রকৃতির এক অপূর্ব বর্ণনা দিয়েছেন। হিজল, কাঠাল, বট প্রভৃতি বৃক্ষ, ধান গাছ, কলমি শাক, মুথা ঘাস, পুকুর, মাছ, কিশোর- কিশোরী অর্থাৎ মানুষ—এই সব নিয়েই বাংলার পরিপূর্ণ প্রকৃতি৷ এই প্রকৃতির মধ্যেই কবি বাংলার জীবন্ত সত্তাকে উপলব্ধি করেছেন ।
4.“লাল লাল বর্টের ফলের/ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা”—তাৎপর্য– ব্যাখ্যা কর।
Ans: ‘আকাশে সাতটি তারা’ কবিতায় কবি পল্লিপ্রকৃতির মধ্যে বাংলার প্রাণ’-কে খুঁজে পেয়েছিলেন। গাছ থেকে খসে পড়া বট ফলের মধ্যে রয়েছে এক নীরব ক্লান্তি | বাংলার শান্ত নিস্তরঙ্গ প্রকৃতির মধ্যে থাকা বিষাদময়তাকেই যেন কবি এখানে প্রত্যক্ষ করেন৷ গাছ থেকে খসে পড়া বট ফলের মধ্যে রয়েছে জীবন থেকে বিচ্ছিন্ন হওয়ার বেদনা।
- ‘আমি এই ঘাসে বসে থাকি’ – কোন্ সময়ে কবি ঘাসে বসে থাকেন? তখন প্রকৃতির কেমন রূপ তাঁর চোখে ধরা পড়ে?
Ans: আকাশে যখন সপ্তর্ষিমণ্ডল ফুটে ওঠে, তখন কবি ঘাসে বসে থাকেন। তিনি সন্ধ্যা নেমে আসাকে অনুভব করেন। নীল সন্ধ্যার আবেশ তাঁর মনকে স্পর্শ করে। তাঁর মনে হয় কোনো এক কেশবতী কন্যা, কেশরাজি বিস্তার করে পৃথিবীর বুকে সন্ধ্যার অন্ধকারকে নামিয়ে আনছে। তাঁর সেই চুলের স্পর্শ যেন কবি অনুভব করেন তাঁর চোখে মুখে।
- ‘পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখে নি কো’ – উদ্ধৃতাংশে কোন্ কন্যার কথা বলা হয়েছে? পৃথিবীর কোনো পথ তাকে দেখেনি কেন?
Ans: উদ্ধৃতাংশে ‘কেশবতী কন্যা’র কথা বলা হয়েছে।
সন্ধ্যের অন্ধকারকে ধীরে ধীরে গ্রামবাংলার প্রকৃতির বুকে নেমে আসতে দেখছেন কবি । অন্ধকার নেমে আসছে হিজল, কাঁঠাল, জাম গাছের উপরে। কবি কল্পনা করছেন আকাশে আছে এক রূপসী কেশবতী কন্যা, সেই রমণীর আলুলায়িত কেশ যেন স্পর্শ করছে এই গাছের মাথাকে। কবি তাঁর মাথার উপরে এই রূপসী কন্যার চুলের স্পর্শ অনুভব করেছেন। এই কন্যা কবির কল্পনা। তাই বাস্তব পৃথিবীর পথে এই কন্যাকে কোনো দিন দেখতে পাওয়া যায় না। সে শুধুমাত্র কবির কল্পনাতে মূর্ত হয়ে আছে।
- “আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা” – সন্ধ্যাকে নীল বলার যুক্তি কোথায়?
Ans: ‘আকাশে সাতটি তারা’ কবিতায় কবি বলেছেন- রক্তিম সূর্য অস্ত গেছে। আকাশের রক্তাভ আভা মিলিয়ে গিয়ে আকাশ এখন নীল। এখন দিন ও রাত্রির সন্ধিক্ষণ। সূর্যের রক্তিম ছটাও যেমন নেই, তেমনি রাত্রির গাঢ় অন্ধকারও এখনো নেমে আসেনি, আকাশে সপ্তর্ষিমণ্ডল এখন জ্বলজ্বল করেছে। আকাশ এখন মেঘমুক্ত ঝকঝকে নীল, তাই কবি সন্ধ্যাকে নীল বলেছেন।
- “আমি এই ঘাসে বসে থাকি” – আমি কে? তিনি এই ঘাসে বসে থাকেন কেন?
Ans: আমি বলতে এখানে কবি জীবনানন্দ দাশকে বোঝানো হয়েছে।
কবি প্রকৃতি প্রেমী। গ্রাম বাংলার রূপের সঙ্গে তাঁর মনের নিবিড় যোগাযোগ গড়ে
উঠেছে। গ্রামবাংলা যেন তারই সত্ত্বার আরেক রূপ। সূর্যে অস্ত গেছে ‘নীল সন্ধ্যা’ নেমে আসছে, আকাশে সপ্তর্ষিমণ্ডল ফুটে উঠেছে। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে, তিনি ঘাসের উপর বসে পৃথিবীর বুকে এই সন্ধ্যে নেমে আসার ক্ষণটাকে অনুভব করছেন।
- ‘কামরাঙা লাল মেঘ’ বলতে কবি কী বুঝিয়েছেন?
Ans: কামরাঙা আমাদের বাংলার একটা ফল। কাঁচা অবস্থায় এই ফলটির রং সবুজ হলেও পরিপক্ক অবস্থায় এটি সিঁদুরে লাল রঙে পরিণত হয়। সূর্য যখন অস্তমিত হতে চলেছে, তখন সূর্যের লাল রঙের আভায় আকাশের মেঘও রক্তিম বর্ণ ধারণ করেছে। যা কবিকে লাল কামরাঙার লাল রঙের কথা মনে করিয়ে দিয়েছে। তাই কবি বলেছেন- ‘কামরাঙা লাল মেঘ’ ।
- ‘কামরাঙ্গা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে’- পঙক্তিটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন?
Ans: কবি জীবনানন্দ দাশ ‘আকাশে সাতটি তারা’ কবিতায় সন্ধ্যার আগমনের আগে বাংলার আকাশে সূর্যাস্তের আলোয় রাঙা মেঘের ছবি এঁকেছো। সূর্যের লাল আভায় মেঘগুলি যেন পাকা কামরাঙার মতো লাল হয়ে উঠেছে। মেঘের এই লাল রং খুবই ক্ষণস্থায়ী। লাল রং মুছে গেলে মেঘকে মনে হয় মৃত মুনিয়ার মতো ম্লান, বিবর্ণ। গঙ্গাসাগরের ঢেউয়ে তা অবলুপ্ত হয়। কামরাঙার রঙের সঙ্গে, মৃত মুনিয়ার সঙ্গে মেঘের তুলনা করা হয়েছে।
- ‘আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা——বাংলাৱ সন্ধ্যাকে শান্ত, অনুগত ও নীল বিশেষণে ভূষিত কৱাৱ কারণ কী?
Ans: আলোচ্য উদ্ধৃতিটি কবি জীবনানন্দ দাশের ‘আকাশে সাতটি তারা’ কবিতা থেকে গৃহীত। বাংলার গ্রামে শহরের মতো কোলাহল নেই, দিনশেষে সেখানে সমস্ত কাজের বিশ্রাম ঘটে।তাই সন্ধ্যা শান্তভাবে দিনের বিরতির ঘোষনা নিয়ে আসে। পল্লী বাংলার সন্ধ্যায় সারি সারি গ্যাস লাইট জ্বলে ওঠে না,তাই এক চাকচিক্যহীন সন্ধ্যা প্রতিদিন নিয়ম করে নেমে আসে।তাই সন্ধ্যা অনুগত।সন্ধ্যার অন্ধকার ও দিনের আলো মিশে যে আবছায়া তৈরী করে তার সঙ্গে গাছপালার সবুজ আভা মিশে সন্ধ্যাকে নীল করে।
- “কেশবতী কন্যা যেন এসেছে আকাশে;”—পঙক্তিটি ব্যাখ্যা কর।
Ans: উধৃত পঙক্তিটি কবি জীবনানন্দ দাশের লেখা ‘আকাশে সাতটি তারা’ কবিতা থেকে নেওয়া হয়েছে।এই কবিতায় জীবনানন্দ তার একান্ত নিজস্ব ভঙিতে পল্লিবাংলার সন্ধ্যাকে বর্ণনা করেছেন। গ্রাম বাংলার সন্ধ্যাকে তিনি এক মানবী রূপে কল্পনা করেছেন। সূর্য ডুবে গেলে যখন দিনের আলো ফিকে হয়ে আসে, কবির মনে হয় যেন এক কেশবতী কন্যা এসেছে সন্ধ্যার আকাশে। তার ছড়িয়ে পড়া কালো চুলে ঘনিয়ে আসে রাতের অন্ধকার। কবির চোখে এভাবেই কাব্যিকরূপে ধরা দেয় পল্লিবাংলার সন্ধ্যা।
- ‘আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে’ – বক্তব্যটি ব্যাখ্যা কর।
Ans: সবে যখন সুর্য অস্ত গেছে,আকাশে সাতটি তারা ফুটে উঠেছে সেই সময় কবি ঘাসের উপর বসে স্পর্শ, গন্ধ ও বর্ণ দিয়ে পল্লীবাংলার সন্ধ্যাকে অনুভব করে। তার মনে হয় যেন এক এলোকেশী মেয়ে দেখা দিয়েছে সন্ধ্যার আকাশে। তার ছড়িয়ে পরা কালো চুলের মতো ধীরে ধীরে অন্ধকার নামে।কবি তার চোখে মুখে সেই অন্ধকারের স্পর্শ অনুভব করেন।
[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন রচনা – Rabindranath Tagore Biography in Bengali]
বিশ্লেষণধর্মী ও রচনাধর্মী | আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Akashe Satti Tara Question and Answer :
1. ‘আমি পাই টেৱ’–‘আমি’ কে? বক্তার অনুভবটি বিশ্লেষণ কর।
Ans: ‘আমি’ হলেন ‘রূপসী বাংলা’-র স্রষ্টা ও বাংলার প্রকৃতিপ্রেমিক কবি জীবনানন্দ দাশ।কবি জীবনানন্দ গ্রামবাংলার প্রকৃতি জগতে ঘনিয়ে আসা সন্ধ্যার অপরূপ দৃশ্য দেখে মোহিত। সন্ধ্যা আসছে শান্ত অনুগত কেশবতী কন্যার মতো। ধীরে ধীরে সন্ধ্যার অন্ধকার কেশবতী কন্যার এলো চুলের মতো দৃশ্যমান সবকিছু ঢেকে ফেলছে। তার চুলের স্পর্শ চুমার মত অবিরত ঝরছে গাছ-গাছালির ওপর। তার চুলের বিন্যাস থেকে স্নিগ্ধ গন্ধ ঝরে পড়ছে। সে গন্ধ নরম ধানে ও কলমি লতার ঘ্রাণে। হাঁসের পালক, শর, পুকুরের জল আর চাঁদা-সরপুঁটির মৃদু গন্ধে। সে ঘ্রাণ কিশোরীর চালধোয়া ভিজে হাতে ও কিশোরের পায়ে-দলা মুথাঘাসে, বটের লাল লাল ফলের ব্যথিত গন্ধে। সান্ধ্য শোভার দৃশ্যে, ঘনায়মান অন্ধকারের স্পর্শ ও গন্ধের মাঝে নিহিত বাংলার সজীব প্রাণের অস্তিত্ব কবি অনুভব করেছেন। তিনি টের পেয়েছেন বাংলার প্রকৃতি জগতের রূপ, রস ও গন্ধের সঙ্গে একাত্ম হয়ে থাকা বাংলার মানুষের সজীবতা। এটাই বাঙালি প্রাণের চিরন্তন বৈশিষ্ট্য।
2. ‘আকাশে সাতটি তারা’ কবিতায় প্রকাশিত কবি জীবনানন্দের বঙ্গপ্রকৃতি–প্রীতির পরিচয় দাও।
Ans: কবি জীবনানন্দ দাশের বঙ্গপ্রকৃতি-প্রীতির শ্রেষ্ঠ পরিচয় হল রূপময়ী বাংলার প্রকৃতি জগতের অপার সৌন্দর্য নিয়ে লেখা কাব্যগ্রন্থ ‘রূপসী বাংলা’। এই বইয়ের প্রতিটি কবিতার মধ্যে বঙ্গপ্রকৃতির নানা শোভা, নানা বৈচিত্র্য ও বৈশিষ্ট্য যেন হাজার ছবি হয়ে ফুটে আছে। আকাশে সাতটি তারা কবিতা সেগুলির মধ্যে একটি। বাংলার বুকে নেমে আসা সন্ধ্যার দৃশ্য কবি কেবল দু-চোখ ভরে দেখেননি। তাঁর দৃষ্টিতে ঘনায়মান সন্ধ্যা যেন কেশবতী কন্যা। সে রূপসীর এলো চুল কেবল কবির চোখ ও মুখের ওপর ভাসমান নয়, তার চুলের চুমা অবিরত ঝরে হিজলে, কাঁঠালে, জামে।সন্ধ্যার এই দৃশ্য বাংলা ছাড়া পৃথিবীর আর কোথাও দেখা যায় না বলে কবি মনে করেন। পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখে নি কো—’। হিজল কাঁঠাল জাম নিয়ে বাংলা প্রকৃতির যে গাছ-গাছালি তা বাংলার নিজস্ব প্রকৃতি জগৎ। ওই বঙ্গপ্রকৃতির আরও নিজস্ব অনুষঙ্গ হল নরম ধান, কলমি লতা, হাঁস, শর, পুকুরের জল, চাঁদা-সরপুঁটি, বটের লাল লাল ফল। ওইসব অনুষঙ্গের নিজস্ব ঘ্রাণ যেন রূপসী বঙ্গসন্ধ্যা কেশবতী কন্যার চুলের বিন্যাস থেকে ঝরে পড়া স্নিগ্ধ গন্ধ।কবি জীবনানন্দ তাঁর গভীর ভালোবাসা ও মমত্ব দিয়ে বাংলার সমাগত সন্ধ্যার সৌন্দর্য বর্ণনার অবকাশে তাঁর বঙ্গপ্রকৃতির পরিচয়কে সার্থক করে রেখেছেন।
3. ‘… আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের।’ – আকাশে সাতটি তারা ফুটে উঠলে কবি কী টের পান?
Ans: কবি প্রকৃতিপ্রেমী, প্রকৃতির সঙ্গে তাঁর মনের নিবিড় যোগ আছে। সূর্য অস্ত যাবার পরে যখন গ্রামবাংলার বুকে সন্ধ্যা নেমে আসে, আকাশে সাতটি তারা ফুটে ওঠে, তা কবির মনকে ছুঁয়ে যায়। প্রকৃতির সেই রূপ, প্রকৃতির সেই গন্ধ কবির খুবই পরিচিত। কবি যদি দূরেও থাকেন তবুও তিনি মানসচক্ষে সেই রূপকে পরিলক্ষিত করতে পারেন। গ্রাম বাংলার বুকে সন্ধ্যে ধীরে ধীরে নেমে আসার চিত্র কবি বহুবার দেখেছেন। তাঁর মনের গভীরে, তাঁর অনুভূতির সঙ্গে, গ্রামবাংলা মিলেমিশে একাকার হয়ে গেছে। বাংলার ধানের গন্ধ, কলমি শাকের গন্ধ, পুকুরের জলের গন্ধ, হাঁসের পালকের গন্ধ, চাঁদা- সরপুঁটি মাছের বিশেষ ধরনের গন্ধ, কিশোরীর চাল ধোয়ার হাতের গন্ধ, মুথাঘাস পায়ের চাপে দলিত হওয়ার যে গন্ধ, সেইসব গন্ধের মধ্যেই মিশে আছে গ্রাম বাংলা। এই সব কিছুই বাংলার রূপ। এইসব কিছুর সঙ্গে ওতপ্রোত ভাবে জুড়ে আছে গ্রাম বাংলা। কবি যেখানেই থাকুন না কেন আকাশে সাতটি তারা উঠলে কবি গ্রাম বাংলা এই রুপ অনুভব করেন বা ‘টের’ পান।
4. “আমি এই ঘাসে বসে থাকি” – কে, কখন ঘাসে বসে থাকেন? ‘এই ঘাস’ বলতে তাঁর কোন্ বিশেষ অভিব্যক্তি প্রকাশিত হয়েছে?
Ans: ‘আমি’ বলতে কবি জীবনানন্দ দাশের কথা বলা হয়েছে।
পৃথিবীর বুকে যখন সন্ধ্যা নেমে আসে তখন কবি ঘাসের উপর বসে থাকেন।
ঘাস মাটির বুকে জন্ম নেয়, মাটির সঙ্গে তার সম্পর্ক গভীর। ঘাসের উপরে বসে থাকার অর্থ পৃথিবীর সঙ্গে নৈকট্য স্থাপন। ঘাসের উপরে বসে থাকার অর্থ পৃথিবীকে ছুঁয়ে থাকা,প্রকৃতির সঙ্গে একাকার হয়ে মিশে যাওয়া। কবি গ্রাম বাংলাকে ভালোবাসেন। গ্রাম বাংলার একটা অঙ্গ হল এই সবুজ ঘাস। এই ঘাসের মধ্যে বসেই কবি প্রকৃতির সান্ধ্য-রূপে অবগাহন করেন। এখানে বসেই তিনি অনুভব করেন কেশবতী কন্যার রূপে সন্ধ্যা ধীরে ধীরে এগিয়ে আসছে। প্রকৃতি বাংলার বিভিন্ন রূপ, বিভিন্ন ঘ্রাণ কবির মনকে ছুঁয়ে যায়।
5. “যেন মৃত মনিয়ার মতো” – কার সঙ্গে মৃত মনিয়ার তুলনা করা হয়েছে? তুলনাটির যথার্থতা বিচার করো।
Ans: সন্ধ্যা নেমে আসছে পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাচ্ছে। সূর্যের লাল আভা আকাশকে রক্তাভ করে তুলেছে। এই রক্তরাঙা আকাশকে কবি মৃত মুনিয়ার সঙ্গে তুলনা করেছেন।
কবিতায় মুনিয়ার অর্থ আমাদের কাছে মনিয়া বা মুনিয়া পাখি মনে হলেও প্রকৃত পক্ষে কবি সেই অর্থে মুনিয়া শব্দটি ব্যবহার করে নি। আসলে ‘মনিয়া’র উৎস একটি গ্রিক-ল্যাটিন শব্দ। গ্রিক menos শব্দের অর্থ নিঃসঙ্গ বালক, ল্যাটিন monica-র অর্থ শিশুকন্যা। এমনকি পর্তুগিজ ভাষায় এই menos / monica পরিবর্তিত হয়ে menina-তে পরিণত হয়েছে। অনুমান করা যায় আরবি ভাষায় এই menina থেকেই মুনিয়া শব্দটির উৎপত্তি হয়েছে এবং আরবি ভাষার প্রভাবে বরিশাল, চট্টগ্রামের বাংলা ভাষায় এই শব্দটিও অন্তর্ভুক্ত হয়েছে। তাই মনিয়া-র অর্থ পাখি নয়, কন্যাসন্তান। জীবনানন্দের দিনলিপি থেকে জানা যায় মনিয়া আসলে সৈদপুরের এক পাদ্রী এবং এক হিন্দু রমণীর কন্যা। কবির স্মৃতিতে ছিল বাংলার প্রাচীন গঙ্গাসাগরে সন্তান বিসর্জনের প্রথার কথা।
এই কন্যাসন্তান মনিয়াও যেন গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। আর লাল রঙ যেন সেই কন্যার মৃত্যুকে ইঙ্গিত করেছে। মনিয়ার মতো কন্যারা যেভাবে গঙ্গাসাগরের অতলে ডুবে যায় নিঃশব্দে, তেমনই আকাশের হলুদাভ লাল মেঘ দিগন্তের ওপারে ঢেউয়ের গভীরে যেন ডুবে গেছে।
6. “এরই মাঝে বাংলার প্রাণ” – বাংলার প্রাণস্পন্দন কবি কিভাবে উপলব্ধি করেছেন?
Ans: ‘প্রকৃতি প্রেমিক’ কবি জীবনানন্দ দাশ তাঁর ‘আকাশে সাতটি তারা’ কবিতার মাধ্যমে গ্রাম বাংলার সান্ধ্যকালীন রূপ ফুটিয়ে তুলেছেন।
সবুজ ঘাসে বসে তিনি সন্ধ্যার এক অপরূপ দৃশ্য উপভোগ করেন। সন্ধ্যার আকাশে সাতটি তারা ফুটে ওঠে। সূর্যের অস্ত যাওয়ার পরবর্তী সময়ের লাল বর্ণের আকাশের রং তাঁকে গঙ্গা সাগরের জলের অতলে ডুবে যাওয়া বিসর্জিত কন্যাকে মনে করায় (যাকে কবি মৃত মনিয়া বলেছেন)। ধীরে ধীরে সন্ধ্যা সম্পূর্ণ ভাবে নেমে আসে, কোনরূপ চঞ্চলতাহীন সন্ধ্যা যেন প্রকৃতির শান্ত – অনুগত। সন্ধ্যার রং-কে কবির নীল বলে মনে নয়, কবি কল্পনা করেন এ যেন এক ‘কেশবতী কন্যা’। এই কল্পিত কন্যার চুলে স্পর্শ করে কবির চোখ – মুখ। বাংলার পরিচিত গাছ – হিজল, কাঁঠাল, জাম গাছেরাও এই কন্যার স্পর্শ থেকে বঞ্চিত হয় না।
সন্ধ্যাকালীন অপরূপ মায়াময় স্নিগ্ধ গন্ধে ভরে ওঠে চারপাশ। নরম ধানের গন্ধ, কলমীর ঘ্রান, হাসের পালক, শর, পুকুরের জল, চাঁদা – শরপুটিদের মৃদু ঘ্রান, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, কিশোরের পায়ে দলা মুথাঘাস, লাল বট ফলের ব্যথিত নীরবতা – পল্লীগ্রামের পরিচিত সব বিশেষ মুহূর্ত – গন্ধ – ঘটনা কবির প্রাণকে ছুঁয়ে যায়। তাঁর মনের গভীরে, তাঁর অনুভূতির সঙ্গে, গ্রামবাংলা মিলেমিশে একাকার হয়ে যায়। এর মাঝেই কবি খুঁজে পান বাংলার প্রাণ।
7. আকাশে সাতটি তারা কবিতাটি নামকরণের সার্থকতা বিচার করো।
Ans: বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ পরবর্তী বিখ্যাত কবি হলেন জীবনানন্দ দাশ। সৃষ্টিধর্মী সাহিত্যে নামকরণ বিষয় কেন্দ্রিক হয়ে থাকে। আলোচ্য কবিতায় আকাশে সাতটি তারা কবির চোখে ধরা পড়েছে। কবি সেই দৃশ্য দেখার জন্য মাটিতে ঘাসের উপর বসে পড়েছেন। রাঙা মেঘকে কবি মৃত মুনিয়ার মতো দেখেছেন । যা গঙ্গা সাগরে ডুবে গেছে, কেশবতী কন্যার ছায়া কবি সন্ধ্যার আকাশে লক্ষ করেছেন। তার নরম হাতের স্পর্শ কবি দেখেছেন চাল ধোয়া জল এর ঠান্ডাময় অবস্থার মধ্যে। বাংলার সন্ধ্যা প্রকৃতির মাঝে ও সন্ধ্যার আকাশের সাতটি তারার মাঝে কবি প্রাণ খুঁজে পেয়েছেন। আকাশে সাতটি তারা ফুটে উঠেছে। পাঠকের মনের পর্দাতেও যেন সাতটি তারার ছবি স্পষ্ট হয়ে ওঠে। তাই নাম করন টি যথার্থ এবং সার্থক হয়েছে।
আরোও দেখুন :-
নবম শ্রেণীর বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here
Class 9 Suggestion 2024 – নবম শ্রেণীর সাজেশন ২০২৪
আরোও দেখুন:-
Class 9 Bengali Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 9 English Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 9 Geography Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 9 History Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 9 Life Science Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 9 Mathematics Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 9 Physical Science Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 9 All Subjects Suggestion 2024 Click here
FILE INFO : আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Akashe Satti Tara Question and Answer with FREE PDF Download Link
PDF File Name | আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Akashe Satti Tara Question and Answer PDF |
Prepared by | Experienced Teachers |
Price | FREE |
Download Link 1 | Click Here To Download |
Download Link 2 | Click Here To Download |
আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ অধ্যায় থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :
Update
[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]
[আমাদের Android Mobile App ডাউনলোড করুন Download Now]
Info : আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ নবম শ্রেণীর বাংলা সাজেশন প্রশ্ন ও উত্তর
Class 9 Bengali Suggestion | West Bengal WBBSE Class Nine IX (Class 9th) Bengali Question and Answer Suggestion
” আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX / WB Class 9 / WBBSE / Class 9 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 9 Exam / Class 9th / WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে নবম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( নবম শ্রেণীর বাংলা সাজেশন / নবম শ্রেণীর বাংলা প্রশ্ও উত্তর । Class 9 Bengali Suggestion / Class 9 Bengali Akashe Satti Tara Question and Answer / Class 9 Bengali Suggestion / Class 9 Pariksha Bengali Suggestion / Bengali Class 9 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 9 Bengali Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস নবম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 9 Bengali Suggestion / West Bengal Nine IX Question and Answer, Suggestion / WBBSE Class 9th Bengali Suggestion / Class 9 Bengali Akashe Satti Tara Question and Answer / Class 9 Bengali Suggestion / Class 9 Pariksha Suggestion / Class 9 Bengali Exam Guide / Class 9 Bengali Suggestion 2023, 2024, 2025, 2026, 2027, 2021, 2020, 2019, 2017, 2016, 2015, 2028, 2029, 2030 / Class 9 Bengali Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 9 Bengali Suggestion FREE PDF Download) সফল হবে।
আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ প্রশ্ন ও উত্তর
আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ – প্রশ্ন ও উত্তর | আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ Class 9 Bengali Akashe Satti Tara Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ প্রশ্ন ও উত্তর।
আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ MCQ প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণীর বাংলা
আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ MCQ প্রশ্ন ও উত্তর | আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ Class 9 Bengali Akashe Satti Tara Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ MCQ প্রশ্ন উত্তর।
আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির বাংলা
আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ Class 9 Bengali Akashe Satti Tara Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।
আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ MCQ প্রশ্ন উত্তর – নবম শ্রেণি বাংলা | Class 9 Bengali Akashe Satti Tara
নবম শ্রেণি বাংলা (Class 9 Bengali Akashe Satti Tara) – আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ – প্রশ্ন ও উত্তর | আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ | Class 9 Bengali Akashe Satti Tara Suggestion নবম শ্রেণি বাংলা – আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ প্রশ্ন উত্তর।
নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির বাংলা প্রশ্ন ও উত্তর – আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ প্রশ্ন উত্তর | Class 9 Bengali Akashe Satti Tara Question and Answer Question and Answer, Suggestion
নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ | নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ | পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ | নবম শ্রেণীর বাংলা সহায়ক – আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ – প্রশ্ন ও উত্তর । Class 9 Bengali Akashe Satti Tara Question and Answer, Suggestion | Class 9 Bengali Akashe Satti Tara Question and Answer Suggestion | Class 9 Bengali Akashe Satti Tara Question and Answer Notes | West Bengal Class 9th Bengali Question and Answer Suggestion.
নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 Bengali Question and Answer, Suggestion
নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ । Class 9 Bengali Akashe Satti Tara Question and Answer Suggestion.
WBBSE Class 9th Bengali Akashe Satti Tara Suggestion | নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ
WBBSE Class 9 Bengali Akashe Satti Tara Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ | Class 9 Bengali Akashe Satti Tara Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ – প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
Class 9 Bengali Akashe Satti Tara Question and Answer Suggestions | নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ | নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর
Class 9 Bengali Akashe Satti Tara Question and Answer নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 9 Bengali Akashe Satti Tara Question and Answer নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 9 Bengali Akashe Satti Tara Suggestion | নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class 9 Bengali Akashe Satti Tara Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ MCQ প্রশ্ন ও উত্তর । Class 9 Bengali Akashe Satti Tara Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর।
West Bengal Class 9 Bengali Suggestion Download WBBSE Class 9th Bengali short question suggestion . Class 9 Bengali Akashe Satti Tara Suggestion download Class 9th Question Paper Bengali. WB Class 9 Bengali suggestion and important question and answer. Class 9 Suggestion pdf.পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর বাংলা পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। নবম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Get the Class 9 Bengali Akashe Satti Tara Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com
Class 9 Bengali Akashe Satti Tara Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 9 Bengali Suggestion with 100% Common in the Examination .
Class Nine IX Bengali Akashe Satti Tara Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Exam
Class 9 Bengali Akashe Satti Tara Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Nine IX Bengali Suggestion is provided here. Class 9 Bengali Akashe Satti Tara Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.
আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Akashe Satti Tara Question and Answer
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Akashe Satti Tara Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।