ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম - নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Vangar Gan Question and Answer
ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম - নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Vangar Gan Question and Answer

ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম

নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Vangar Gan Question and Answer

ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Vangar Gan Question and Answer : ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Vangar Gan Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 9th Bengali Vangar Gan Question and Answer, Suggestion, Notes | নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine IX Bengali Examination – পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর বাংলা পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন (ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Vangar Gan Question and Answer) গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

 তোমরা যারা ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Vangar Gan Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 

রাজ্য (State) পশ্চিমবঙ্গ (West Bengal)
বোর্ড (Board) WBBSE
শ্রেণী (Class) নবম শ্রেণী (WB Class 9)
বিষয় (Subject) নবম শ্রেণীর বাংলা (Class 9 Bengali)
কবিতা (Kobita) ভাঙার গান (Vangar Gan)
লেখক (Writer) কাজী নজরুল ইসলাম 

ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম – নবম শ্রেণীর নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Bengal Class 9th Bengali Vangar Gan Question and Answer 

MCQ | ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Vangar Gan Question and Answer :

  1. “হা হা হা পায় যে হাসি” — যার হাসি পায় —

(A) রাজার

(B) ভগবানের

(C) মালিকের

(D) কবির

Ans: (D) কবির।

  1. “ভগবান পরবে ফাঁসি” — কে ভগবানকে ফাঁসি পরাতে চায় ?

(A) শাসক

(B) জনগণ

(C) বিপ্লবী

(D) তরুণ ঈশান

Ans: (A) শাসক।

  1. “সর্বনাশী শিখায়” — কী শেখায়?

(A) প্রলয় বিষাণ বাজাতে

(B) হীন তথ্য

(C) স্বাধীন সত্য

(D) গাজনের বাজনা বাজাতে

Ans: (B) হীন তথ্য।

  1. ‘ভাঙার গান’ কবিতাটি কার লেখা?

(A) কাজী নজরুল ইসলাম

(B) রবীন্দ্রনাথ ঠাকুর

(C) জমির উদ্দিন

(D) শামসুর রহমান

Ans: (A) কাজী নজরুল ইসলাম।

  1. ‘ভাঙার গান’ কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত —

(A) সর্বহারা

(B) ছায়ানট

(C) ভাঙার গান

(D) বিষের বাঁশী

Ans: (C) ভাঙার গান।

  1. “ _____ ওই লৌহকপাট” — কোথাকার?

(A) কারার

(B) প্রাসাদের

(C) দেবালয়ের

(D) অট্টালিকার

Ans: (A) কারার।

  1. “গাজনের বাজনা বাজা” গাজন’ কোন্ দেবতার উৎসব?

(A) মনসা

(B) চণ্ডী

(C) মহাদেব

(D) সত্যপীর

Ans: (C) মহাদেব।

  1. ‘গাজন’ অনুষ্ঠিত হয় —

(A) বৈশাখ

(B) আশ্বিন

(C) শ্রাবণ

(D) চৈত্র

Ans: (D) চৈত্র।

  1. পাগলা ভোলা কে?

(A) ব্রম্মা

(B) পবন দেব

(C) মহাদেব

(D) ইন্দ্রদেব

Ans: (C) মহাদেব।

  1. “কাঁধে নে দুন্দুভি ঢাক” — দুন্দুভি হল —

(A) শিঙা 

(B) দামামা

(C) শঙ্খ

(D) বাঁশি

Ans: (B) দামামা

  1. ‘নিশান’ শব্দটির অর্থ হলো-

(A) পতাকা

(B) রাত্রি

(C) নিশানা

(D) চিহ্ন

Ans: (A) পতাকা।

  1. “কে দেয় সাজা” কাকে সাজা দেওয়া যায় না?

(A) মিথ্যাকে

(B) সত্যকে

(C) বিপ্লবীকে

(D) আদর্শকে

Ans: (B) সত্যকে।

অতি সংক্ষিপ্ত | ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Vangar Gan Question and Answer :

  1. “শিখায় এ হীন তথ্য কে রে?” — ‘হীন তথ্য’ বলতে কী বােঝানাে হয়েছে?

Ans: ভগবানের মতাে অমর স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দিয়ে তাদের স্বপ্নকে ধবংস করা যায় — এটাই হল হীন তথ্য।

  1. “হা হা হা পায় যে হাসি”—কবির হাসি পাওয়ার কারণ কী?

Ans: কবির হাসি পাওয়ার কারণ হল অত্যাচারী ইংরেজ শাসক ভগবানতুল্য মৃত্যুঞ্জয়ী বিপ্লবীদের ফাঁসি দিতে চায়।

  1. “ভগবান পরবে ফাসি?” — কে ভগবানকে ফাসি দিতে চায়?

Ans: অত্যাচারী ইংরেজ শাসক ভগবানকে ফাসি দিতে চায়।

  1. “কারার ওই লৌহ-কপাট/ভেঙে ফেল, কররে লােপাট” — কবি কাদের এই আহবান জানিয়েছেন?

Ans: পরাধীন ভারতে তরুণ বিপ্লবী বীরদের প্রতি কবি এই আহ্বান জানিয়েছেন।

  1. “শিকল-পুজোর পাষাণ-বেদী”-তে কাদের রক্ত জমাট হয়ে আছে?

Ans: ব্রিটিশ সরকার দ্বারা অত্যাচারিত ভারতের বীর সন্তান স্বাধীনতাসংগ্রামীদের রক্ত জমাট হয়ে আছে।

  1. “ওরে ও তরুণ ঈশান!”-“তরুণ ঈশানকে কবি কী করতে বলেছেন?

Ans: তরুণ ঈশানকে কবি প্রলয় বিষাণ অর্থাৎ ধবংস ঘােষণাকারী শিঙা বাজাতে বলেছেন।

  1. “ওরে ও তরুণ ঈশান!” — ‘তরুণ ঈশান’ বলতে কবি প্রকৃতপক্ষে কাদের বুঝিয়েছেন?

Ans: ‘তরুণ ঈশান’ বলতে কবি প্রকৃতপক্ষে ভারতমাতার বীর সন্তান স্বাধীনতা সংগ্রামীদের বুঝিয়েছেন।

  1. “ওরে ও তরুণ ঈশান! / বাজা তাের প্রলয়-বিষাণ” — কবি কেন তরুণ জানকে প্রলয়-বিষাণ বাজাতে বলেছেন?

Ans: ইংরেজদের কারাগারে স্বদেশের মুক্তিযােদ্ধারা বন্দি থাকায় সেইসব কারাগার ভেঙে ফেলার জন্যই কবি প্রলয়-বিষাণ বাজাতে বলেছেন।

  1. “ধবংস-নিশান / উড়ুক প্রাচী’র প্রাচীর ভেদি।” — কীসের ‘ধধ্বংস- নিশান’?

Ans: স্বাধীনতাকামী বহু বীর বিপ্লবীকে ইংরেজ সরকার কারাগারে বন্দি করে রেখেছে। সেইসব কারাগার ধবংস করে নিশান ওড়াতে হবে।

  1. “গাজনের বাজনা বাজা!” — ‘গাজনের বাজনা’ কী?

Ans: চৈত্রের শেষে শিবের গাজন উৎসবের সময়ে ঢাক, ঢােল, কাঁসর, বাশি ইত্যাদির মিলিত বাজনা হল গাজনের বাজনা।

  1. “কে দেয় সাজা/মুক্ত স্বাধীন সত্যকে রে?” — ‘মুক্ত স্বাধীন সত্য’ কী?

Ans: ‘মুক্ত স্বাধীন সত্য’ হল স্বাধীনতা ভারতবাসীর জন্মগত অধিকার এবং তারা তা অর্জন করবেই।

  1. “ভগবান পরবে ফাঁসি?”— ‘ভগবান’ বলতে কবি কাকে বা কাদের বুঝিয়েছেন? 

Ans: এখানে ‘ভগবান’ বলতে কবি মৃত্যুঞ্জয়ী বীর বিপ্লবীদের, যাঁরা স্বদেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, তাঁদের বুঝিয়েছেন।

  1. “ভগবান পরবে ফাঁসি?” — ভগবান ফাসি পরবে কেন?

Ans: সাম্রাজ্যবাদী শাসকদের অত্যাচারের প্রতিবাদ ও স্বাধীনতার জন্য আন্দোলনের কারণেই ‘ভগবান’ অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের ফাসি হয়।

  1. “কারার ওই লৌহকপাট”-লৌহকপাট কথার অর্থ কী?

Ans: ‘লৌহ-কপাট’ কথার অর্থ লােহার তৈরি দরজা।

  1. “ঈশান’ শব্দের দুটি অর্থ লেখাে।

Ans: ঈশান’ শব্দের অর্থ শিব। অন্যদিকে, ‘ঈশান’ হল উত্তর-পূর্ব দিক, যা দশটি দিকের একটি।

  1. “ওরে ও তরুণ ঈশান! বাজা তাের প্রলয়-বিষাণ’—কবি কেন তরুণ জানকে প্রলয়-বিষাণ বাজাতে বলেছেন?

Ans: ইংরেজদের কারাগারে স্বদেশের মুক্তিযােদ্ধারা বন্দি থাকায় সেইসব কারাগার ভেঙে ফেলার জন্যই কবি প্রলয়-বিষাণ বাজাতে বলেছেন।

  1. “ধবংস-নিশান, উড়ুক প্রাচী’র প্রাচীর ভেদি”—কীসের ‘ধধ্বংস- নিশান’?

Ans: স্বাধীনতাকামী বহু বীর বিপ্লবীকে ইংরেজ সরকার কারাগারে বন্দি করে রেখেছে। সেইসব কারাগার ধবংস করে নিশান ওড়াতে হবে।

  1. “ওরে ও পাগলা ভােলা / দে রে দে প্রলয়-দোলা” — ‘পাগলা ভােলা’ কীভাবে প্রলয় দোলা দেবে?

Ans: গারদগুলাে সজোরে ধরে হ্যাচকা টান মেরে ‘পাগলা ভােলা’ প্রলয় দোলা দেবে।

  1. “নাচে ওই কাল-বােশেখি” — ‘কাল বােশেখি’ কীসের প্রতীক?

Ans: ‘কাল-বােশেখি’ অর্থাৎ কালবৈশাখী ঝড় ধবংস ও নব সৃষ্টির প্রতীক।

  1. ‘ভাঙার গান’ রচনাংশটি মূলগ্রন্থে কী নামে সংকলিত হয়েছিল?

Ans: ‘ভাঙার গান’ রচনাংশটি মূলগ্রন্থে ভাঙার গান নামে সংকলিত হয়েছে।

সংক্ষিত বা ব্যাখ্যাভিত্তিক | ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Vangar Gan Question and Answer :

  1. ধ্বংস নিশান উড়ক প্রাচীন প্রাচীর ভেদি।”– নিশান ওড়াতে করি এত উৎসাহ দিয়েছেন কেন? 

Ans: পরাধীন ভারতবর্ষ ইংরেজদের শাসন-শোষণ অত্যাচারে জর্জরিত। তাই দেশের সুসন্তানরা দেশকে স্বাধীন করার ব্রত নিয়েছেন। বিদ্রোহী বিপ্লবী তরুণদের শৃঙ্খলিত | = কারারুদ্ধ করছে অত্যাচারী শাসক। কবি চান, কারাগারের লৌহকপাট ভাঙতে অর্থাৎ ইংরেজদের অধীনতা অস্বীকার করতে এবং শাসকের প্রতি ভয়ভক্তির অভ্যস্ত বেড়াজাল ছিন্ন করতে ধ্বংস নিশান ওড়াতে হবে। আর তাহলেই সত্য, মানবতা ও স্বাধীনতা প্রতিষ্ঠা করা যাবে। তাই কবি ধ্বংসের নিশান ওড়াতে এত উৎসাহ দিয়েছেন।

  1. “গাজনের বাজনা বাজা” – প্রসঙ্গ আলোচনা করো।

Ans: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত ‘ভাঙার গান’ কবিতা থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে। চৈত্রসংক্রান্তিতে প্রলয়ের দেবতা শিবের পুজো হয়, যা গ্রামবাংলায় গাজন নামে পরিচিত। এই গাজনের বাজনা বাজিয়েই কবি চেয়েছেন বিপ্লবী যুবশক্তি ইংরেজের কারাগারের প্রাচীরকে ভেঙে দিক, প্রতিষ্ঠা করুক মুক্ত স্বাধীন সত্য এর। গাজনের বাজনার মধ্যে প্রলয়ের যে ইঙ্গিত আছে তাকেই স্বাধীনতার স্বপ্ন পূরণের জন্য কবি ব্যবহার করেছেন।

  1. কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট”—এই আহ্বানের প্রেক্ষাপট ব্যাখ্যা করো।

Ans: পরাধীন ভারতের বন্ধন-মোচনের জন্য কবি তরুণ বিপ্লবী শক্তিকে আহ্বান জানিয়েছেন। অত্যাচারী ইংরেজ শাসক দেশপ্রেমী স্বাধীনতাসংগ্রামীদের যে কারাগারে আটকে রেখেছে বা রাখতে চায় সেই সমস্ত কারাগারের লৌহকপাট ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেন কবি।

  1. কে দেয় সাজা/মুক্ত স্বাধীন সত্যকে ৱে?এই উদ্ধৃতিৱ অর্থ বুঝিয়ে দাও। 

Ans: দেশের স্বাধীনতাকামী যােদ্ধারা সত্য-আদর্শে দীক্ষিত। তারা পরাধীন নিপীড়িত মানবাত্মার মুক্তির উদ্দেশ্যে নিবেদিত প্রাণ। তাদের অনুসৃত ধর্ম সত্যধর্ম। মানবতার সপক্ষে যা কিছু হলাে তা সত্য। সত্য স্বাধীন ও মুক্ত। তাকে কারারুদ্ধ করা যায় না। সাজা দেওয়া যায় না। অথচ অজ্ঞ অবিবেচক ইংরেজ সরকার সত্যকে কারারুদ্ধ করে সাজা দেওয়ার জন্য প্রস্তুত। তা ছাড়া সত্যের পূজারী যারা তাদের সাজা দেওয়ার । অধিকার ইংরেজ সরকারের নেই। প্রকৃতপক্ষে তারা এদেশের । মালিকও নয়, রাজাও নয়।

  1. ‘কাটাবি কাল বসে কি?’-অহেতুক কাল হৱণেৱ কারণ কী?

Ans: আলােচ্য উদ্ধৃতি কবি কাজী নজরুল ইসলামের রচিত . ‘ভাঙার গান কবিতা থেকে গৃহীত। পরাধীনতার বন্ধনমুক্তির সুতীব্র বাসনায় অসংখ্য তরুণ স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হয়ে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছেন। তাঁরা ইংরেজ সরকারের রােষে পড়ে কারারুদ্ধ ও নির্মমভাবে অত্যাচারিত। তাঁদের কারামুক্ত করার জন্য ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়াইয়ের সময় এসেছে। কালবৈশাখীর প্রলয় শক্তি নিয়ে দেশবাসী সংগ্রামে ঝাঁপিয়ে পড়ুক। বৃথা হাত-পা গুটিয়ে বসে থাকার সময় নয়। ওভাবে কাল হরণ হবে অনুচিত কাজ।

  1. সবশেষে স্বাধীনতাকামী বন্দি যােদ্ধাদের কাছে কবি কী প্রত্যাশা রেখেছেন? 

Ans: সবশেষে স্বাধীনতাকামী বন্দি যােদ্ধাদের কাছে কবি এই প্রত্যাশা রেখেছেন। তারা কারওর সাহায্যের আশায় না থাকুক তারা নিজের বিক্ষুদ্ধ শক্তি প্রয়ােগ করুক। লাথি মেরে ভেঙে ফেলুক কারাগারের তালা। যত বন্দিশালা আছে সবগুলিতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিক। পুড়ে ধ্বংস হােক সব। বেঁধে রেখে মৃত্যু যন্ত্রণা দেওয়ার মতাে অত্যাচারের অবসান হােক।

  1. ‘ডাক ওৱে ডাক/ মৃত্যুকে ডাক জীবন পানে!’—উদ্ধৃতির তাৎপর্য বুঝিয়ে দাও।

Ans: আলােচ্য উদ্ধৃতিটি কাজি নজরুল ইসলামের রচিত ‘ভাঙার গান কবিতা থেকে গৃহীত। দেশের স্বাধীনতাকামী যােদ্ধারা ছিলেন নির্ভীক। মৃত্যু নিশ্চিত জেনেও দেশমাতার । বন্ধনমুক্তির জন্য ছিলেন নিবেদিত প্রাণ। ফাঁসির মঞ্চে জীবনের পায়ের ভৃত্য। তাঁরা জানতেন মৃত্যুবরণ করে জীবনের । জয়গান গেয়ে যাবেন। দেশের কোটি কোটি মানুষের মুক্ত স্বাধীন জীবনের জন্য তাঁদের আত্মদান হবে এক মহান আদর্শের প্রতিষ্ঠা। অমন মৃত্যু তাে সাধারণ মৃত্যু নয়। পরাধীনতার অভিশাপমুর স্বাধীন জীবনের গৌরবময় মৃত্যুবরণ। এই মৃত্যু হলাে জীবনের জন্য। কবি এরই ডাক দিয়েছেন। ।

  1. ‘ভাঙার গান’ কী ধরনের গান? গান ও কবিতাৱ তফাত কী সংক্ষেপে লেখাে। 

Ans: কাজী নজরুল ইসলামের লেখা ‘ভাঙার গান’ একটি বিখ্যাত দেশাত্মবােধক গান।

গান আর কবিতার মধ্যে প্রধান পার্থক্য হলাে গানে সুরারােপ করে লয়-তালে তাকে সাজিয়ে পরিবেশন করা হয়। কবিতায় সুরারােপের প্রয়ােজন হয় না। তাকে ছন্দ অনুযায়ী পড়তে পারলেই পরিবেশিত হয়। গান ও কবিতা উভয়ই কিন্তু ছন্দোবদ্ধ। এখানে তাদের বড়াে মিল। যেজন্য গানকে কবিতার মতাে করে পড়া যায়। অনেক কবিতাকে আবার গান করে গাওয়াও যায়। সেজন্য ‘ভাঙার গান গান হিসেবে লেখা হলেও কবিতা হিসেবে পাঠ্য বিষয় হয়েছে।

  1. ‘ভাঙার গান কবিতায় কবি প্রথম স্তবকে চাৱটি কাজের আবেদন রেখেছেন।—চাৱটি কাজ কী কী আলােচনা করাে। 

Ans: ‘ভাঙার গান’ কবিতায় কবি কাজী নজরুল ইসলাম। প্রথম স্তবকে যে চারটি কাজের আবেদন রেখেছেন তা হলাে : এক কারাগারের লৌহ-কপাট ভেঙে ফেলার, দুই  রক্তজমাট শিকল-পুজোর পাষাণ-বেদী লােপাট বা নিশ্চিহ্ন করতে, তিন  তরুণ ঈশান যেন তার প্রলয়-বিষাণ বাজায়, চার প্রাচী’র প্রাচীর ভেদ করে বন্দিশালায় যেন ধ্বংস-নিশান ওড়ানাে হয়।

  1. “রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী”—তাৎপর্য আলোচনা করো। 

Ans: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত ‘ভাঙার গান’ কবিতা থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে। পরাধীন ভারতবর্ষে অত্যাচারী ইংরেজ শাসক স্বাধীনতাসংগ্রামী ভারতীয়দের কারাংশ করতে মরিয়া হয়ে উঠেছিল। ভারতমাতার বীর বিপ্লবী সন্তানরা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। দেশের মুক্তির জন্য। সমস্ত ইংরেজরা বিপ্লবীদের কারারুদ্ধ করে দমন করতে চেয়েছিলেন সশস্ত্র স্বাধীনতাসংগ্রামকে। শোষক ইংরেজদের অত্যাচারে বিপ্লবীদের অনেক রক্ত ঝরেছে। শাসক ইংরেজের অত্যাচারে কারাগারে লেগেছে রক্ত। আর বিপ্লবীদের রক্ত লেগে থাকা সেই কারাগারই কবির কাছে হয়েছে দেশমাতৃকার পূজার পাষাণ বেদি, যাতে শহিদের রক্ত জমাট হয়ে আছে।

  1. ওরে ওই তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষাণ” — কারণটি ব্যাখ্যা করো?

Ans: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত ‘ভাঙার গান’ কবিতা থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে। ঈশান হলেন ধ্বংস ও সৃষ্টির দেবতা শিব। জরাজীর্ণকে, অশুভকে বিনাশ করার জন্য তিনি যখন প্রলয় নৃত্য, করেছিলেন, তার আগে বাজিয়েছিলেন বিষাণ অর্থাৎ শিঙা। কবি নবীন বিপ্লবীদের ঈশানের সঙ্গে তুলনা করে ইংরেজশাসন বিনাশের বিষাণ বাজাতে বলেছেন। দেশমাতার মুক্তির জন্য যেসব ভারতসন্তান সংগ্রাম করছেন তাদের ওপর অত্যাচার করে, তাঁদের কারারুদ্ধ করে ইংরেজরা তাদের স্বাধীনতা স্পৃহাকে দমন করতে চাইছে। তাই তরুণ ঈশানকে অশও ইংরেজ শাসনের ধ্বংসের জন্য প্রলয় বিষাণ বাজাতে হবে।

বিশ্লেষণধর্মী ও রচনাধর্মী | ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Vangar Gan Question and Answer : 

1. ভাঙার গান’ পাঠ্যাংশে কবির বিদ্রোহী মনোভাবের কী পরিচয় পাও ?

Ans: বিদ্রোহী শীর্ষক কবিতার মাধ্যমে বাংলা কাব্যে কবি নজরুলের আবির্ভাব। প্রায় সমকালে লেখা ‘ভাঙার গান’-এও কবির সেই বিদ্রোহী মনোভাব ব্যক্ত হয়েছে। দেশের মুক্তিকামী জনগণের প্রতি বিদেশি রাজশক্তির ক্রমাগত নিপীড়ন কবিকে বিদ্রোহী করে তুলেছে। দেশমাতার শৃঙ্খলমোচনে ব্রতী বীর সন্তানরা অনেকেই কারাবন্দি। তাই কবি কারার ওই লৌহকপাট ভেঙে ফেলতে তরুণ বিপ্লবী শক্তিকে আহ্বান জানিয়েছেন। ‘তরুণ ঈশান’কে ‘প্রলয় বিষাণ’ বাজিয়ে কারাগারের প্রাচীর ভেদ করে ধ্বংসনিশান ওড়াতে বলেছেন তিনি। ক্ষুব্ধ শিবের মতো ধ্বংসের শিঙা বাজিয়ে, পুরোনো সংস্কার তথা অত্যাচারী শাসনের প্রতি ভয়ভীতি ভুলে এই দুরবস্থার অবসান ঘটাবেন তরুণ বিপ্লবীরা। খ্যাপা ভোলানাথের মতো প্রলয় দোলা দিয়ে সজোরে হ্যাঁচকা টানে গারদগুলো নিশ্চিহ্ন করে দেবার ডাক দিয়েছেন। দুন্দুভি ঢাক কাঁধে নিয়ে সশস্ত্র যুদ্ধের জন্য শাসকের হাড় হিম করা ভয়ংকর হাঁক ছাড়তে বলেছেন কবি। কালবৈশাখী ঝড়ের শক্তিতে ভীমকারার ভিত্তি নাড়িয়ে দিতে পারবেন তরুণ দেশপ্রেমীরা, ঘৃণার লাথিতে ভেঙে ফেলবেন বন্দিশালার দরজা। আত্মদান ও বলিষ্ঠ সংগ্রামের মধ্য দিয়ে তাঁরা মৃত্যুকে জীবনপানে ডাক দেবেন। বিপ্লবীদের বন্দি করে, ফাঁসি দিয়ে ইংরেজ সরকার মুক্ত স্বাধীন সত্যকে অর্থাৎ দেশের স্বাধীনতা-স্পৃহাকে স্তব্ধ করতে পারবে না। মানবতার জয় হবেই। কবির বিদ্রোহী মনোভাব গভীর দেশপ্রেম ও মানবতাবোধের ওপর প্রতিষ্ঠিত। সমগ্র গানটিতে সেই বিদ্রোহের সুরই ধ্বনিত হয়েছে।

2. ‘ভাঙার গান’ শীর্ষক গানটির নামকরণের তাৎপর্য আলোচনা করো।

Ans: কবি কাজী নজরুল ইসলামের ‘ভাঙার গান’ নামাঙ্কিত গানটি যে মূলগ্রন্থ থেকে আহরিত হয়েছে সেটির নামও ‘ভাঙার গান’ (১৯২৪)। এই বইয়ের প্রথম রচনাটিই ‘ভাঙার গান’ এবং সমগ্র বইটির নাম এই প্রথম রচনাটির নামেই চিহ্নিত। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ সম্পাদিত ‘বাঙ্গালার কথা’ সাপ্তাহিক পত্রিকায় ১৯২২ খ্রিস্টাব্দের ২০ জানুয়ারি গানটি প্রথম প্রকাশিত হয়।

শিরোনামের মধ্যে অনেক সময় কোনো সাহিত্যসৃষ্টির মর্মকথা আভাসিত হয়। আলোচ্য গানটির নামকরণেও এর মর্মকথা এবং কবির মনোভঙ্গির আভাস পাওয়া যায়। অসহযোগ আন্দোলনের সময় রচিত এ গানে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে কারারুদ্ধ স্বাধীনতাসংগ্রামীদের মুক্তি তথা স্বদেশের মুক্তির দুর্বার সংকল্প প্রকাশিত হয়েছে। প্রথম পঙ্ক্তিতেই কবি ভাঙার কথা স্পষ্টভাবে উচ্চারণ করেছেন “কারার ওই লৌহকপাট ভেঙে ফেল কররে লোপাট”। শেষের আগের পঙ্ক্তিতে বলেছেন— “লাথি মার ভাঙরে তালা”।

এই দুটি দৃষ্টান্তে ভাঙার প্রসঙ্গ সরাসরি রয়েছে। এ ছাড়া গানটির সর্বত্র ভাঙা বা ধ্বংসের অনুরণন লক্ষ করা যায়। বলিষ্ঠ বিদ্রোহের মাধ্যমে কারার লৌহকপাট ভেঙে লোপাট করে, তার প্রাচীর ভেদ করে ধ্বংসনিশান ওড়ানোর ডাক দিয়েছেন কবি। তিনি চেয়েছেন ঈশানের মতো প্রলয় বিষাণ বাজিয়ে, ভোলানাথের মতো তাণ্ডব নৃত্যে শাসকের সমস্ত চক্রান্ত ধূলিসাৎ করে দিক নবযুগের নওজোয়ানেরা। অত্যাচারী ইংরেজ শাসকের হাড় হিম করে দিতে বলিষ্ঠ হাঁক ছাড়ুক বিপ্লবীরা। মৃত্যুকে ডেকে আনুক জীবনপানে। গোটা দেশটাই যেন এক বন্দিশালা। বিদ্রোহের আগুনে এই বন্দিশালাকে পুড়িয়ে ছারখার করে দিতে, শুভ, সুন্দর, স্বাধীন দেশ গঠনের জন্যই কবির এই ভাঙার ডাক। সমগ্র গানটিতে ভাঙার কথা এত প্রকটভাবে আছে বলেই ‘ভাঙার গান’ শিরোনামটি সুপ্রযুক্ত হয় তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

3. ভাঙার গান’রচনাটির পটভূমি উল্লেখ করে মমার্থ লেখো।

Ans: ভাঙার গান’ পাঠ্যাংশটি গানটি কাজী নজরুল ইসলাম অসহযোগ আন্দোলনের পটভূমিতে রচনা করেছিলেন ১৯২২ খ্রিস্টাব্দে। এই গানটিতে পরাধীন দেশজননীর শৃঙ্খলমোচনের কথা বিদ্রোহাত্মক ভঙ্গিতে প্রকাশিত হয়েছে। অত্যাচারী ইংরেজ শাসক স্বাধীনতাসংগ্রামীদের কারারুদ্ধ করেছে। কবি সেই কারাগারের লৌহকপাট ভেঙে লোপাট করার ডাক দিয়েছেন। ইংরেজের অত্যাচারে দেশমাতার পূজার বেদি রক্তে রাঙা। বিদেশি শাসক স্বদেশপ্রেমীদের গলায় ফাঁসির দড়ি পরাতে চায় কিন্তু তারা জানে না বিপ্লবী বীরদের মৃত্যু নেই, তাঁরা মৃত্যুঞ্জয়ী। রুদ্র মহেশ্বরের মতো, খ্যাপা ভোলানাথের মতো প্রলয় নৃত্যে সমস্ত বন্ধন চূর্ণ করে তরুণ দেশপ্রেমীরা স্বদেশকে মুক্ত করবেই। অর্থাৎ পরাধীনতার বন্ধন ছিন্ন হবে। তীব্র ঘৃণার পদাঘাতে ভেঙে পড়বে ভীমকারার তালা। গোটা দেশটাই আজ যেন এক কারাগার। সেই কারাগার থেকে দেশবাসীকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন কবি। তিনি বিশ্বাস করেন, জাতীয়চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ ভারতবাসী দেশজননীকে সমস্ত বন্ধন থেকে মুক্ত করবেই।

4. “কারার ওই লৌহকপাট/ভেঙে ফেল, কররে লােপাট” — ব্যাখ্যা করো।

অথবা,

‘ভাঙার গান’ কবিতাটিতে কবি নজরুলের কবি মানসিকতার যে পরিচয় প্রকাশ পেয়েছে তা আলোচনা লেখাে।

Ans: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত ‘ভাঙার গান’ কবিতাটি অসহযোগ আন্দোলনের পটভূমিতে রচিত। কবিতাটি স্বাধীনতার জন্য উন্মুখ মানুষের প্রতিবাদ এবং প্রতিরোধের আকাঙ্ক্ষাকেই যেন প্রকাশ করে। এই কবিতায় সাম্রাজ্যবাদী শাসক শ্রেণির প্রতি কবির বিদ্রোহী মনোভাব স্পষ্ট হয়ে উঠেছে কারাগারের লৌহকপাটকে ভেঙে ফেলে সেখানে থাকা ‘রক্ত-জমাট/ শিকল-পুজোর পাষাণ-বেদী’-কে কবি ধ্বংস করতে বলেছেন। জেলখানার গারদগুলোয় ‘হেঁচকা টান’ দিতে বলেছেন। আত্মদানের মধ্যে দিয়েই কবি চেয়েছেন জীবনকে নতুনভাবে প্রতিষ্ঠা করতে, বলেছেন — “ডাক ওরে ডাক/মৃত্যুকে ডাক জীবনপানে”। কখনও বলেছেন বন্দিশালায় আগুন জালিয়ে তাকে উপড়ে ফেলার জন্য। এই আকাঙ্ক্ষার মধ্য দিয়ে কবি নজরুলের শুধু দুঃসাহস নয়, বরং বিদ্রোহ, সত্য ও স্বাধীনতার প্রতি আনুগত্যও প্রকাশ পেয়েছে। আপসহীন প্রতিবাদী মানসিকতায় কবি শুধু বিদ্রোহের কথা বলেননি, স্বাধীনতার জয় ঘোষণা করেছেন। গাজনের বাজনা বাজিয়ে ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্টির আগমনকে ঘোষণা করেছেন কবি। মৃত্যুর মধ্য দিয়ে সেখানে জীবনের নতুন অভিষেক ঘটবে। শাসক আর শাসিতের মধ্যেকার দূরত্ব মিটে যাবে। এভাবেই ‘ভাঙার গান’ কবিতাটিতে নজরুলের স্বাধীনতাপ্রিয় বিদ্রোহী মনোভাবের প্রকাশ ঘটেছে।

আরোও দেখুন :-

নবম শ্রেণীর বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here

Class 9 Suggestion 2024 – নবম শ্রেণীর সাজেশন ২০২৪ 

আরোও দেখুন:-

Class 9 Bengali Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 English Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Geography Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 History Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Life Science Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Mathematics Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Physical Science Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 All Subjects Suggestion 2024 Click here

FILE INFO : ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Vangar Gan Question and Answer with FREE PDF Download Link

PDF File Name ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Vangar Gan Question and Answer PDF
Prepared by Experienced Teachers
Price FREE
Download Link 1 Click Here To Download
Download Link 2 Click Here To Download

ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম অধ্যায় থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :

Update

[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন রচনা – Rabindranath Tagore Biography in Bengali]

[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]

[আমাদের Android Mobile App ডাউনলোড করুন Download Now]

Info : ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম নবম শ্রেণীর বাংলা সাজেশন প্রশ্ন ও উত্তর

 Class 9 Bengali Suggestion | West Bengal WBBSE Class Nine IX (Class 9th) Bengali Question and Answer Suggestion 

” ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX / WB Class 9 / WBBSE / Class 9 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 9 Exam / Class 9th / WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে নবম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( নবম শ্রেণীর বাংলা সাজেশন / নবম শ্রেণীর বাংলা প্রশ্ও উত্তর । Class 9 Bengali Suggestion / Class 9 Bengali Vangar Gan Question and Answer / Class 9 Bengali Suggestion / Class 9 Pariksha Bengali Suggestion / Bengali Class 9 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 9 Bengali Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস নবম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 9 Bengali Suggestion / West Bengal Nine IX Question and Answer, Suggestion / WBBSE Class 9th Bengali Suggestion / Class 9 Bengali Vangar Gan Question and Answer / Class 9 Bengali Suggestion / Class 9 Pariksha Suggestion / Class 9 Bengali Exam Guide / Class 9 Bengali Suggestion 2023, 2024, 2025, 2026, 2027, 2021, 2020, 2019, 2017, 2016, 2015, 2028, 2029, 2030 / Class 9 Bengali Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 9 Bengali Suggestion FREE PDF Download) সফল হবে।

ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম প্রশ্ন ও উত্তর 

ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম – প্রশ্ন ও উত্তর | ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম Class 9 Bengali Vangar Gan Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম প্রশ্ন ও উত্তর।

ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম MCQ প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণীর বাংলা 

ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম MCQ প্রশ্ন ও উত্তর | ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম Class 9 Bengali Vangar Gan Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম MCQ প্রশ্ন উত্তর।

ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির বাংলা 

ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম Class 9 Bengali Vangar Gan Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম MCQ প্রশ্ন উত্তর – নবম শ্রেণি বাংলা | Class 9 Bengali Vangar Gan 

নবম শ্রেণি বাংলা (Class 9 Bengali Vangar Gan) – ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম – প্রশ্ন ও উত্তর | ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম | Class 9 Bengali Vangar Gan Suggestion নবম শ্রেণি বাংলা – ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম প্রশ্ন উত্তর।

নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির বাংলা প্রশ্ন ও উত্তর – ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম প্রশ্ন উত্তর | Class 9 Bengali Vangar Gan Question and Answer Question and Answer, Suggestion 

নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম | নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম | পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম | নবম শ্রেণীর বাংলা সহায়ক – ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম – প্রশ্ন ও উত্তর । Class 9 Bengali Vangar Gan Question and Answer, Suggestion | Class 9 Bengali Vangar Gan Question and Answer Suggestion | Class 9 Bengali Vangar Gan Question and Answer Notes | West Bengal Class 9th Bengali Question and Answer Suggestion. 

নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 Bengali Question and Answer, Suggestion 

নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম । Class 9 Bengali Vangar Gan Question and Answer Suggestion.

WBBSE Class 9th Bengali Vangar Gan Suggestion | নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম

WBBSE Class 9 Bengali Vangar Gan Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম | Class 9 Bengali Vangar Gan Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম – প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

Class 9 Bengali Vangar Gan Question and Answer Suggestions | নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম | নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর 

Class 9 Bengali Vangar Gan Question and Answer নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 9 Bengali Vangar Gan Question and Answer নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর । 

WB Class 9 Bengali Vangar Gan Suggestion | নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর 

Class 9 Bengali Vangar Gan Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম MCQ প্রশ্ন ও উত্তর । Class 9 Bengali Vangar Gan Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর।

West Bengal Class 9 Bengali Suggestion Download WBBSE Class 9th Bengali short question suggestion . Class 9 Bengali Vangar Gan Suggestion download Class 9th Question Paper Bengali. WB Class 9 Bengali suggestion and important question and answer. Class 9 Suggestion pdf.পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর বাংলা পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। নবম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Get the Class 9 Bengali Vangar Gan Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com

Class 9 Bengali Vangar Gan Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 9 Bengali Suggestion with 100% Common in the Examination .

Class Nine IX Bengali Vangar Gan Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Exam 

Class 9 Bengali Vangar Gan Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Nine IX Bengali Suggestion is provided here. Class 9 Bengali Vangar Gan Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here. 

ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Vangar Gan Question and Answer 

  অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” ভাঙার গান (কবিতা) কাজী নজরুল ইসলাম – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Vangar Gan Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।