স্কুল শিক্ষক ও গ্ৰুপ সি পদে নতুন করে প্রচুর কর্মী নিয়োগ | School Teacher & Group-C Recruitment 2023
স্কুল শিক্ষক ও গ্ৰুপ সি পদে নতুন করে প্রচুর কর্মী নিয়োগ | School Teacher & Group-C Recruitment 2023

স্কুল শিক্ষক ও গ্ৰুপ সি পদে নতুন করে প্রচুর কর্মী নিয়োগ

School Teacher & Group-C Recruitment 2023

স্কুল শিক্ষক ও গ্ৰুপ সি পদে নতুন করে প্রচুর কর্মী নিয়োগ | School Teacher & Group-C Recruitment 2023 : আপনি কি সরকারি বা বেসরকারি চাকরি খুঁজছেন? তাহলে Navodaya Vidyalaya Samiti (NVS), Department of School Education & Literacy, Govt. of India আপনার জন্য নিয়ে এসেছে গ্র্যাজুয়েট (শিক্ষক), মাধ্যমিক (গ্রুপ সি) পাস চাকরি-প্রার্থীদের জন্য পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড রাজ্যে শিক্ষক ও গ্ৰুপ সি (TGT, PGT, MISC Category Teacher & Group – C) পদ এর চাকরির এক সুবর্ণ সুযোগ। এটি ফুল টাইম শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছেন। এ ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।

    স্কুল শিক্ষক ও গ্ৰুপ সি পদে নতুন করে প্রচুর কর্মী নিয়োগ – School Teacher & Group-C Recruitment 2023 (Job Notification – School Teacher & Group-C Recruitment 2023) সম্পর্কে কিছু তথ্য বিস্তারিত আলোচনা করা হলো।

স্কুল শিক্ষক ও গ্ৰুপ সি পদে নতুন করে প্রচুর কর্মী নিয়োগ | School Teacher (TGT, PGT, MISC Category Teacher) & Group-C Recruitment 2023

প্রতিষ্ঠান (Job Organize) Navodaya Vidyalaya Samiti (NVS), Department of School Education, Govt. of India
পদের নাম (Name of the Job Post) শিক্ষক ও গ্ৰুপ সি (TGT, PGT, MISC Category Teacher & Group – C)
শূন্যপদ (Vacancy) অসংখ্য পদ
যােগ্যতা (Eligibility) গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট (শিক্ষক), মাধ্যমিক (গ্রুপ সি) পাস
বয়সসীমা (Age Limit) শিক্ষক 21 বছর, গ্রুপ সি 18 বছর
বেতনক্রম (Salary) শিক্ষক – প্রায় 32,700/- টাকা থেকে 57,500/- টাকা, গ্রুপ সি – প্রায় 22,700/- টাকা থেকে 32,500/- টাকা
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) ১) লিখিত পরীক্ষা, ২) মৌখিক
আবেদনের পদ্ধতি (Application Procedure) অফলাইন (Offline)
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) navodaya.gov.in

প্রতিষ্ঠানের নাম : 

Navodaya Vidyalaya Samiti (NVS), Ministry of Education, Department of School Education & Literacy, Govt. of India।

পদের নাম :

  1. Trained Graduate Teacher (TGT)
  2. Post Graduate Teacher (PGT)
  3. MISC Category Teacher
  4. Group-C

শূন্যপদ :  

প্রচুর সংখ্যক শূন্যপদে শিক্ষক ও গ্ৰুপ সি (TGT, PGT, MISC Category Teacher & Group – C) নিয়োগ করা হবে। এটি কেবল পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড রাজ্যের জন্য। এরপর অন্য রাজ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

এর মধ্যে TGT পদে যে সব বিষয় গুলি পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল-

  • Hindi, English, Mathematics, Science, Social Science.

PGT পদে যে সব বিষয় গুলি পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল-

  • Hindi, English, Physics, Chemistry, Maths, Biology, History, Geography, Economics, Commerce, Computer Science.

MISC Category Teacher পদে যে সব বিষয় গুলি পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল-

  • Art, Music, Physical Education Teacher.

এছাড়াও যে ধরনের অশিক্ষক অর্থাৎ গ্ৰুপ ‘সি’ ক্যাটাগরির পদে কর্মী নেওয়া হবে তা হল-

  • Librarian.

যােগ্যতা : 

শিক্ষক পদে আবেদন করতে হলে শিক্ষাকতা করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও যে কোনও শাখায় স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে। আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে ৫০ শতাংশ নম্বর নিয়ে গ্রাজুয়েশন পাশ হতে হবে। Group-C পদে মাধ্যমিক পাশ থাকলে আবেদন করতে পারবেন।

Trained Graduate Teacher (TGT) এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে উপরিউক্ত TGT পদের সংশ্লিষ্ট বিষয় গুলির মধ্যে যে কোনো একটিতে অনার্স সহ অন্তত পক্ষে 50 % নম্বর পেয়ে গ্ৰ্যাজুয়েশান পাস করে থাকতে হবে। তার পাশাপাশি B.Ed কোর্স Complete করে থাকতে হবে এবং CTET পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।

Post Graduate Teacher (PGT) এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে PGT পদের সংশ্লিষ্ট বিষয় গুলির মধ্যে যে কোনো একটিতে অন্তত পক্ষে 50 % নম্বর পেয়ে মাস্টার ডিগ্ৰি পাস করে থাকতে হবে। তার পাশাপাশি B.Ed কোর্স Complete করে থাকতে হবে এবং হিন্দি ও ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা : 

শিক্ষক 21 বছর, গ্রুপ সি 18 বছরের বেশি বয়স হলে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানানোর সুযোগ পাবেন। তবে সংশ্লিষ্ট প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স হতে হবে 1 লা জুলাই 2023 অনুযায়ী সর্বোচ্চ 50 বছরের মধ্যে। কিন্তু যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী তারা সরকারের নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড় পাবেন।

বেতনক্রম : 

শিক্ষক ও গ্ৰুপ সি (TGT, PGT, MISC Category Teacher & Group – C) পদে যারা যারা চাকরি করবেন তাদের প্রতি মাসে শিক্ষক – প্রায় 32,700/- টাকা থেকে 57,500/- টাকা, গ্রুপ সি – প্রায় 22,700/- টাকা থেকে 32,500/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন কাঠামোর রয়েছে।

নির্বাচন প্রক্রিয়া : 

শিক্ষক ও গ্ৰুপ সি (TGT, PGT, MISC Category Teacher & Group – C) পদে দুটি ধাপে পরীক্ষা নেওয়া হবে। ১) লিখিত পরীক্ষা, ২) মৌখিক পরীক্ষা। প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে, পাস করলে সরাসরি ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ সিলেকশন হলে পরবর্তীকালে ডকুমেন্টস ভেরিফিকেশন করে চাকরিপ্রার্থীদের নিয়োগ পত্র দেওয়া হবে।

কর্মসংস্থান প্রকার : 

শিক্ষক ও গ্ৰুপ সি (TGT, PGT, MISC Category Teacher & Group – C) পদে কর্মসংস্থান প্রকার হলো ফুল টাইম ।

আবেদন করার নিয়মাবলী :

এক্ষেত্রে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে অনলাইনের মাধ্যমে অর্থাৎ ই-মেইল করে আবেদন পত্র পাঠাতে হবে। তার জন্য যা যা করতে হবে সেগুলি হল-

  • প্রথমে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টিকে ডাউনলোড করতে হবে।
  • তারপর যে সকল চাকরিপ্রার্থীরা TGT/PGT পদের জন্য আবেদন করবেন তারা  নোটিফিকেশানের ৭-৮ নম্বর পৃষ্ঠা পর্যন্ত দেওয়া অ্যাপ্লিকেশান ফরম্যাটের সাদা A4 সাইজ পেপারে প্রিন্ট আউট বের করে নিন।
  • অন্যদিকে যারা MISC Category Teacher পদে চাকরির জন্য আবেদন করবেন তারা নোটিফিকেশানের ৯-১০ নম্বর পৃষ্ঠা পর্যন্ত দেওয়া অ্যাপ্লিকেশান ফরম্যাটের সাদা A4 সাইজ পেপারে প্রিন্ট আউট বের করে নিন।
  • এরপর সেই ফর্মের যথাযথ স্থানে প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে ফেলুন এবং ফটো লাগানোর জন্য দেওয়া জায়গায় এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিন এবং সিগনেচারের জায়গায় সিগনেচার করে দিন।
  • এরপর যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করবেন তার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট সহ বাকি সব জরুরী ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে ফেলুন।
  • সবশেষে পূরণ করা আবেদন পত্র ও সকল প্রকার সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি স্ক্যান করে একসাথে একটি ফাইল তৈরি করে অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া ই-মেইল অ্যাড্রেসে পাঠিয়ে দিলেই আবেদন হয়ে যাবে।

আবেদনের পদ্ধতি ও গুরুত্বপূর্ণ তথ্য : 

শিক্ষক ও গ্ৰুপ সি (TGT, PGT, MISC Category Teacher & Group – C) পদে নিয়োগ-এ আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অথবা আবেদন পত্র ই-মেইল আইডির মাধ্যমে পাঠাতে হবে। এ সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের সুবিধার্থে নিচে আবেদন পদ্ধতি স্পষ্টভাবে উল্লেখ করা হলো-

  • প্রথমেই চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অথবা Email করতে হবে।
  • অফিসিয়াল ওয়েবসাইট হলো – navodaya.gov.in
  •  এরপর চাকরিপ্রার্থীদের apply online অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর প্রয়োজনীয় সমস্ত ব্যক্তিগত তথ্য যেমন- নাম, বাবার নাম, বাড়ির ঠিকানা, ইত্যাদি অন্যান্য তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
  • এরপর চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার তথ্য দিতে হবে।
  • সবশেষে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো অফিসের নোটিফিকেশনে উল্লেখ করা রয়েছে সেগুলো আপলোড করতে হবে
  • অবশেষে আবেদন ফি জমা করতে হবে
  • আবেদনপত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে।

ডকুমেন্টস এর প্রয়োজন:

আবেদনকারীকে সরাসরি ইন্টারভিউয়ের নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে নিম্ন লিখিতি ডকুমেন্টস গুলি নিয়ে হাজির থাকতে হবে। যেমন –

  • মাধ্যমিকের এডমিট কার্ড।
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র। যেমন – মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি পাসের মার্কসীট ও সার্টিফিকেট।
  • B.Ed কোর্সের সার্টিফিকেট।
  • কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
  • পাসপোর্ট সাইজের ফটোকপি।
  • চাকরি প্রার্থী নিজস্ব সিগনেচার।
  • আধার কার্ড অথবা ভোটার কার্ড।
  • অন্যান্য।

আবেদন শুরু ও শেষের তারিখ :

প্রতিটি পদের জন্যই ই-মেইল এর মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া 28.05.2023 থেকে শুরু হয়েছে। এবং তা চলবে আগামী 10.06.2023 পর্যন্ত। সুতরাং যারা আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য তারা এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন।

[আরও দেখুন, নারায়ণ ভান্ডার প্রকল্পে প্রত্যেক ব্যক্তিকে 2000 টাকা করে দেবে সরকার]

অনলাইনে আবেদন ও নোটিফিকেশন :

নিচের বাটনে ক্লিক করে ডাউনলোড করেন সম্পূর্ণ বিজ্ঞপ্তি।

স্কুল শিক্ষক ও গ্ৰুপ সি পদে নতুন করে প্রচুর কর্মী নিয়োগ | School Teacher & Group-C Recruitment 2023
Notification Click Here to Download
Apply Online Click Here Apply Now

স্কুল শিক্ষক ও গ্ৰুপ সি পদে নতুন করে প্রচুর কর্মী নিয়োগ – School Teacher & Group-C Recruitment 2023 FAQ : 

  1. শিক্ষক ও গ্ৰুপ সি (TGT, PGT, MISC Category Teacher & Group – C) পদে নিয়োগের প্রতিষ্ঠান এর নাম কি?

Ans: Navodaya Vidyalaya Samiti (NVS), Ministry of Education, Department of School Education & Literacy, Govt. of India।

  1. পদের নাম কি ?

Ans: শিক্ষক ও গ্ৰুপ সি (TGT, PGT, MISC Category Teacher & Group – C)।

  1. শিক্ষক ও গ্ৰুপ সি (TGT, PGT, MISC Category Teacher & Group – C) পদের শূন্যপদ কত ?

Ans: অসংখ্য পদ।

  1. শিক্ষক ও গ্ৰুপ সি (TGT, PGT, MISC Category Teacher & Group – C) পদে যোগ্যতা কী ?

Ans: গ্র্যাজুয়েট (শিক্ষক), মাধ্যমিক (গ্রুপ সি) পাস।

  1. শিক্ষক ও গ্ৰুপ সি (TGT, PGT, MISC Category Teacher & Group – C) পদে বয়সসীমা কত?

Ans: শিক্ষক 21 বছর, গ্রুপ সি 18 বছর।

  1. শিক্ষক ও গ্ৰুপ সি (TGT, PGT, MISC Category Teacher & Group – C) পদে বেতনক্রম কত? 

Ans: শিক্ষক – প্রায় 32,700/- টাকা থেকে 57,500/- টাকা, গ্রুপ সি – প্রায় 22,700/- টাকা থেকে 32,500/- টাকা।

  1. শিক্ষক ও গ্ৰুপ সি (TGT, PGT, MISC Category Teacher & Group – C) পদে নির্বাচন প্রক্রিয়া কি? 

Ans: ১) লিখিত পরীক্ষা, ২) মৌখিক।

  1. শিক্ষক ও গ্ৰুপ সি (TGT, PGT, MISC Category Teacher & Group – C) পদে কর্মসংস্থান প্রকার কি? 

Ans: ফুল টাইম ও চুক্তি ভিত্তিক।

  1. শিক্ষক ও গ্ৰুপ সি (TGT, PGT, MISC Category Teacher & Group – C) পদে আবেদন ফি কত? 

Ans: নোটিফিকেশন দেখুন।

  1. শিক্ষক ও গ্ৰুপ সি (TGT, PGT, MISC Category Teacher & Group – C) পদে আবেদন কিভাবে করবো? 

Ans: প্রার্থীদের অনলাইনের মাধ্যমে navodaya.gov.in ওয়েবসাইটে গিয়ে অথবা Email -এ আবেদন করতে হবে।

[আরও দেখুন, পশ্চিমবঙ্গে বন্ধন ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ

আরও দেখুন, 6000 শূন্য পদে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ও সুপারভাইজার নিয়োগ

আরও দেখুন, পোস্ট অফিসে 12828 টি গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশ]

স্কুল শিক্ষক ও গ্ৰুপ সি পদে নতুন করে প্রচুর কর্মী নিয়োগ – School Teacher & Group-C Recruitment 2023

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” স্কুল শিক্ষক ও গ্ৰুপ সি পদে নতুন করে প্রচুর কর্মী নিয়োগ – School Teacher & Group-C Recruitment 2023  ” পােস্টটি পড়ার জন্য। স্কুল শিক্ষক ও গ্ৰুপ সি পদে নতুন করে প্রচুর কর্মী নিয়োগ – School Teacher & Group-C Recruitment 2023 পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই স্কুল শিক্ষক ও গ্ৰুপ সি পদে নতুন করে প্রচুর কর্মী নিয়োগ – School Teacher & Group-C Recruitment 2023 পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।