কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী
অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Ki Kore Bujhbo Question and Answer
কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Ki Kore Bujhbo Question and Answer : কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Ki Kore Bujhbo Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 8th Bengali Ki Kore Bujhbo Question and Answer, Suggestion, Notes | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 8th Eight VIII Bengali Examination – পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন (কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Ki Kore Bujhbo Question and Answer) গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
তোমরা যারা কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Ki Kore Bujhbo Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো।
রাজ্য (State) | পশ্চিমবঙ্গ (West Bengal) |
বোর্ড (Board) | WBBSE |
শ্রেণী (Class) | অষ্টম শ্রেণী (WB Class 8) |
বিষয় (Subject) | অষ্টম শ্রেণীর বাংলা (Class 8 Bengali) |
গল্প (Golpo) | কী করে বুঝব (Ki Kore Bujhbo) |
লেখক (Writer) | আশাপূর্ণা দেবী |
কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Bengal WBBSE Class 8th Bengali Ki Kore Bujhbo Question and Answer
MCQ | কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 8 Bengali Ki Kore Bujhbo MCQ Question and Answer :
- মাসিরা যেদিন এসেছিল সেদিন বিকেলে বুকুদের কোথায় ঘুরতে যাবার কথা ছিল?
(A) মেলায়
(B) মামারবাড়ি
(C) সিনেমায়
(D) বিয়েবাড়ি।
Ans: (C) সিনেমায় যাবার কথা ছিল।
- সেজকাকার বইতে বুকু কি খুঁজেছিল?
(A) ছবি
(B) নক্সা
(C) কলম
(D) কোনটিই নয়
Ans: (A) ছবি।
- ডাম্বল বইয়ের আলমারি থেকে যে বইগুলি নামিয়েছিল সেগুলো ছিল বুকুর –
(A) বাবার
(B) মায়ের
(C) সেজোকাকার
(D) ঠাকুমার
Ans: (C) সেজোকাকার।
- বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল?
(A) নির্মল শিশু প্রাঙ্গণ
(B) আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান
(C) আদর্শ বিদ্যাপীঠ
(D) আদর্শ শিক্ষা প্রাঙ্গণ
Ans: (B) আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান-এ ভর্তি হয়েছিল।
- মোটা মহিলা দুটি, যাঁদের মধ্যে একজনের নাম ছেনুমাসি আর অন্যজনের নাম –
(A) রেণুমাসি
(B) বেণুমাসি
(C) অলকা মাসি
(D) পূরবী মাসি
Ans: (B) বেণুমাসি।
- ডাম্বল বুকুদের বাড়ির কোন জিনিসটি ভেঙ্গে ফেলেছে?
(A) ঘড়ি
(B) কলসি
(C) টেবিল ল্যাম্প
(D) কোনটিই নয়
Ans: (C) টেবিল ল্যাম্পটি ।
- বুকুর বয়স –
(A) পাঁচ
(B) ছয়
(C) সাত
(D) আট বছর
Ans: (B) ছয় বছর ।
- বুকুর মাসিরা কোথা থেকে বুকুদের বাড়িতে এসেছে?
(A) উত্তরপাড়া
(B) বেহালা
(C) মধ্যমগ্রাম
(D) জনাই
Ans: (A) উত্তরপাড়া।
- ডাম্বেলের স্কুলের নাম কি?
(A) প্রাইমারি শিক্ষালয়
(B) শিশুমঙ্গল বিদ্যাপীঠ
(C) আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান
(D) ডাম্বেল এখনো স্কুলে ভর্তি হয়নি।
Ans: (D) ডাম্বেল এখনো স্কুলে ভর্তি হয়নি।
- ‘নির্মলার ছেলেটি তো আচ্ছা মজার কথা বলে!’ – নির্মলার ছেলে বুকু যে মজার কথাটি এক্ষেত্রে বলেছে তা হল –
(A) রিকশাগাড়ির অতটুকু খোলের মধ্যে এদের জায়গা হয়েছিল কী করে?
(B) সে তাদের বাড়িতে আসা অতিথিদের মতো মোটা কাউকে কখনো দেখেনি
(C) তার মা রয়েছেন তিনতলার ছাতে, রান্নাঘরে
(D) তার সেজোকাকা লোকটি বিশেষ মোলায়েম নয়
Ans: (B) সে তাদের বাড়িতে আসা অতিথিদের মতো মোটা কাউকে কখনো দেখেনি।
অতি সংক্ষিপ্ত | কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 8 Bengali Ki Kore Bujhbo VSAQ Question and Answer :
- বুকুর মা-র কি কেনা ছিল?
Ans: বুকুর মা-র সিনেমার টিকিট কেনা ছিল।
- বুকু আর বুকুর সেজো খুড়িমা অতিথিদের জন্যে কি কি খাবার নিয়ে আসে?
Ans: বুকু আর বুকুর সেজো খুড়িমা অতিথিদের জন্যে রাজভোগ, ভালো ভালো সন্দেশ, শিঙাড়া, নিমকি ইত্যাদি খাবার নিয়ে এসেছিলেন।
- আশাপূর্ণা দেবীর লেখা দুটি উপন্যাসের নাম লেখো।
Ans: আশাপূর্ণা দেবীর লেখা দুটি উপন্যাসের নাম হল ‘প্রথম প্রতিশ্রুতি’ ও ‘সুবর্ণলতা।
- আশাপূর্ণা দেবী তাঁর সাহিত্যকৃতির জন্য কোন কোন্ বিশেষ পুরস্কার লাভ করেন ?
Ans: আশাপূর্ণা দেবী তাঁর সাহিত্যকৃতির জন্য ‘রবীন্দ্র পুরস্কার’, ‘সাহিত্য আকাদেমি পুরস্কার’, ‘লীলা পুরস্কার’ ও ‘জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন।
- রিক্সা থেকে কারা নামলেন?
Ans: রিক্সা থেকে বেণু মাসি, ছেনু মাসি এবং ডাম্বল নামলেন।
- বুকু কোথায় বসে খেলা করছিল?
Ans: বুকু বাড়ির বাইরে রোয়াকে বসে খেলা করছিল।
- ডাম্বল আলমারি ভেঙ্গে কার বই নামিয়েছিল?
Ans: ডাম্বল আলমারি ভেঙ্গে সেজকাকার বই নামিয়েছিল।
সংক্ষিত বা ব্যাখ্যাভিত্তিক | কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 8 Bengali Ki Kore Bujhbo SAQ Question and Answer :
- বুকু খেলতে খেলতে তাকিয়ে অবাক হয়ে যায় কেন?
Ans: আলোচ্য গল্প ‘কি করে বুঝব’ তে একদিন বুকু বাড়ির রোয়াকে বসে খেলা করছিল। এমন সময় একটা রিক্সা এসে দাঁড়ায় তাদের বাড়ির সামনে। সেই রিক্সা থেকে নেমে আসেন দু-জন ভীষণ মোটা মহিলা ও তাদের সঙ্গে একটি বুকুর বয়সী ছেলে। সেও বেশ মোটা। এতগুলো মোটা মানুষ কি করে ঐ টুকু রিক্সা চড়ে এলেন এটা ভেবেই বুকু রিক্সার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়।
- ‘ছেলের কথা শুনেই বুকুর মা মাথায় বজ্রাঘাত’ – ছেলের কথা শুনে বুকুর মা-র মাথায় বজ্রাঘাত হল কেন?
Ans: আলোচ্য উক্তিটি আশাপূর্ণা দেবী রচিত ‘কি করে বুঝব’ গল্প থেকে নেওয়া হয়েছে। অসময়ে আত্মীয় আসায় বুকুর মা তার ছেলের সামনে অত্যন্ত বিরক্তি প্রকাশ করেছিল। কিন্তু তা সত্ত্বেও আত্মীয়দের সামনে যথাসম্ভব মিথ্যা ভদ্রতা করেছিলেন, এসব দেখে ছোট্টো সরল বুকু যারপরনাই অবাক হয়ে আত্মীয়দের সামনেই মায়ের বিরক্ত হওয়ার কথা বলে ফেলে। এমনভাবে সত্য প্রকাশ পাওয়ায় বুকুর মা মাথায় বাজ পড়ার মত চমকে উঠেছিল।
- ‘দুজনে মিলে চেঁচান, ‘বল, বল কেন ওসব বললি?’ – বুকু কেন ওসব বলেছিল?
Ans: আলোচ্য উক্তিটি আশাপূর্ণা দেবী রচিত ‘কি করে বুঝব’ গল্প থেকে নেওয়া হয়েছে। গল্পটিতে একটি সহজ সরল ছেলে বুকুর ‘সত্যি কথার’ শাস্তির কথাই লেখিকা তুলে ধরেছেন। গল্পে যেদিন আত্মীয়রা হঠাৎ এসে পড়ে ঠিক সেদিন দুপুরেই বুকুর মা ছেলেকে ‘সৎ শিক্ষা’ দিয়ে বলেছিলেন সব সময় সত্যি কথা বলতে। বেচারা বুকু মায়ের কথা মতই সকলের সামনেই মায়ের ‘মিথ্যা’ দেখে অবাক হয়ে একের পর এক সত্য ঘটনা বলেছিল।
- ‘কে জানে পাগলা-টাগলা হয়ে যাবে নাকি’ – কার সম্পর্কে এই মন্তব্যে করা হয়েছে? এমন সন্দেহের কারণ কি?
Ans: আলোচ্য উক্তিটি আশাপূর্ণা দেবী রচিত ‘কি করে বুঝব’ গল্প থেকে নেওয়া হয়েছে। বুকুর সম্পর্কে উক্ত মন্তব্যটি করা হয়েছে।
বুকু একের পর এক সত্যি কথা তার মাকে অত্যন্ত অস্বস্তির মধ্যে ফেলে দেয়। তাই তার বাড়িতে আসা অতিথিদের সামনে ভদ্রতা রক্ষার খাতিরেই বুকুর মায়ের ছেলে সম্পর্কে এমন সন্দেহ হয়েছে।
- ‘সিঁড়ি ভেঙে আর উঠতে পারব না বাবা’ – কারা একথা বলেছেন? তাঁরা সিঁড়ি ভেঙ্গে উঠতে পারবেন না কেন?
Ans: আলোচ্য উক্তিটি আশাপূর্ণা দেবী রচিত ‘কি করে বুঝব’ গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে বেণু মাসি ও ছেনু মাসি সিঁড়ি ভেঙে উঠতে পারবেন না।
তাঁরা সুদূর উত্তরপাড়া থেকে দু-তিনটে বাস বদল করে, শেষে রিক্সা ধরে এসেছেন। তাই তাঁরা খুবই ক্লান্ত। তাই আর সিঁড়ি ভেঙে উঠতে পারবেননা।
- বুকু অবাক হয়ে ফ্যালফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে ছিল কেন?
Ans: আলোচ্য গল্পে ছোট্ট বুকুদের বাড়িতে এসেছে তাদের আত্মীয় বেণু মাসি ও ছেনু মাসি। বুকুর মুখ থেকে সেই কথা শুনে, বুকুর মা আড়ালে অত্যন্ত বিরক্ত ও ক্ষুদ্ধ হয়েছিলেন। কিন্তু, অবাকভাবে সেই মা-ই অতিথিদের সামনে আসার পর খুব আন্তরিকভাবে তাদের অভ্যর্থনা করতে থাকেন। এই দ্বিচারিতা দেখে ছোট্ট বুকু খুবই অবাক হয়ে মায়ের মুখের দিকে ফ্যালফেলিয়ে তাকিয়ে ছিল।
- ডাম্বলকে ইস্কুলে ভর্তি করা হয়নি কেন?
Ans: আলোচ্য গল্প ‘কি করে বুঝব’ তে ডাম্বল ইস্কুলে ভর্তি না হওয়ার পিছনে তাঁর ‘কিপটে’ বাবার কিপটেমিকেই দায়ী করেছিল। ডাম্বলের বয়স ৭, তাই স্কুলের মাইনেও হবে ৭ টাকা। তাই এতো টাকা স্কুলে মাইনে দিয়ে ছেলেকে স্কুলে ভর্তি করানোর কোনো ইচ্ছাই নেই ডাম্বলের বাবার। তাই ডাম্বল এখনো ইস্কুলে ভর্তি হয়নি।
- ‘ও কি! কি কান্ড করেছ তুমি’ – কে, কি কাণ্ড করেছে?
Ans: আলোচ্য উক্তিটি আশাপূর্ণা দেবী রচিত ‘কি করে বুঝব’ গল্প থেকে নেওয়া হয়েছে।
এখানে ডাম্বল বুকুর অনুপস্থিতিতে বুকুদের বাড়িতে এসেই, বুকুর সেজকাকার বইয়ের আলমারি খুলে, সেখান থেকে বই নামিয়ে মাটিতে রেখেছে।
বিশ্লেষণধর্মী ও রচনাধর্মী | কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 8 Bengali Ki Kore Bujhbo Broad Question and Answer :
1. কী করে বুঝব, আসলে কী করতে হবে’– গল্পে বুকু এই কথা বলেছিল।আসলে কী করা উচিত বলে তোমার মনে হয় ?
Ans: বুকু মা-বাবার কাছে প্রচণ্ড মারধর খেয়ে শেষে বলতে বাধ্য হয়েছিল—“কী করে বুঝব, আসলে কী করতে হবে?” আসলে সে বুঝতেই পারেনি, তার সদ্য শেখা শিক্ষার প্রয়োগের ফলে এই পরিণাম হবে। বুকুর উচিত ছিল, মায়ের বকুনি খেয়ে বিষয়টিকে চেপে যাওয়া। অতিথিদের সামনে অপ্রিয় সত্য কথাগুলি তার বলা উচিত হয়নি। অতিথিরা চলে যাওয়ার পর সে মাকে জিজ্ঞাসা করতে পারত কেন তিনি ঘরে এবং বাইরে দু-রকম কথা ও আচরণ করলেন। তার উচিত ছিল, বড়োদের কথার মধ্যে কথা না-বলা।
2. গল্পে দুটি ছোটো ছেলের কথা পড়লে বুকু আর ডাম্বল। দুজনের প্রকৃতিগত মিল বা অমিল নিজের ভাষায় লেখ।
Ans: বুকু আর ডাম্বলের মধ্যে মিল হল—(১) দুজনেই স্পষ্টবাদী।
(২) দুজনেই ঘরের গোপন কথাকে বাইরে প্রকাশ করেছে।
তবে দুজনের মধ্যে অমিলও লক্ষ করা যায় (১) বুকু ডাম্বলের মতো দুরন্ত নয়। বুকু আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে ভরতি হয়েছে। সেখানে সে পড়াশোনা করে। অন্যদিকে, ডাম্বল দুরন্ত প্রকৃতির এবং সে কোনো স্কুলে ভরতি হয়নি। ফলে সে পড়াশোনা করে না।(২) ডাম্বল জানে, বই মানে তাতে ছবি থাকতে হবে। কিন্তু বুকু জানে, কোন বইতে ছবি থাকে এবং কোন বইতে ছবি থাকে না। (৩) বুকুর মুখে তাদের সম্পর্কে কী কী নিন্দে হতে পারে, সেসব কথা শুনে ডাম্বল বুকুকে ঘুসি মারতে এগিয়ে যায় অর্থাৎ তার এই আচরণে রাগ-ক্রোধ ও প্রতিহিংসাপরায়ণতার বৈশিষ্ট্য ফুটে ওঠে। এই ধরনের আচরণ বুকুর মধ্যে একেবারেই অনুপস্থিত।(৪) বুকু তার সেজো কাকার বইয়ের সম্পর্কে যথেষ্ট সচেতন এবং সে ডাম্বলের মতো জিনিসপত্র ভেঙ্গে ছড়িয়ে নষ্ট করে না।
3. গল্পটি পড়ে বুকুর প্রতি তােমার সহানুভূতির কথা ব্যক্ত করে একটি অনুচ্ছেদ রচনা কর।
Ans: অন্নপূর্ণা দেবীর লেখা কী করে বুঝব’ পাঠ্যাংশটি পড়ে বুকুর প্রতি আমাদের মায়া হয়। ছোট্ট ছেলেটি অতিরিক্ত স্পষ্টবাদী বা সত্যবাদী হতে গিয়েই বাবা-মায়ের কাছে প্রচণ্ড মার খায়। বয়সে ছোটো হওয়ায় তার মনের মধ্যে বাস্তবের জটিল মারপ্যাচ এখনও তৈরি হয়নি। সে জানত না কোথায়, কখন, কোন কথা বলতে হবে। তার মা তাকে শিখিয়েছিলেন—সর্বদা সত্য কথা বলতে হবে এবং কোথাও কিছু গোপন করা যাবে না। কিন্তু তারপরই তিনি বুকুর সামনে অপরের নামে নিন্দা করেন সুতরাং, যখনই সে দেখল তার মা ঘরে এক রকম বলছেন, অথচ বাইরে অতিথিদের সামনে আর-এক রকম কথা বলছেন তখনই তার মনে হল সত্য কথা বলা উচিত এবং কোনো কিছু গোপন করা উচিত নয়। ফলে তারই বহিঃপ্রকাশ ঘটে যায় তার আচরণে। গল্পের শেষে বুকুর পরিণতির কথা পড়ে তার প্রতি আমাদের মনে সমবেদনা জাগে।
4. গল্পে বুকুর আচরণ তাঁর মাকে অতিথিদের সামনে অস্বস্তিতে ফেলেছিল। বুকুর এই আচরণ কি তুমি সমর্থন কর ? বুকু কেন অমন আচরণ অতিথিদের সামনে করেছিল ?
Ans: বুকুর এই আচরণকে পুরোপুরি সমর্থন করা যায় না। উপযাজক হয়ে অতিথিদেরকে সে কথাগুলি না শোনাতেই পারত। বিশেষ করে যে কথাগুলি সঙ্গে পিতা-মাতার সম্মান জড়িয়ে আছে, তা প্রকাশ করা সন্তানের পক্ষে উচিত নয়। কিন্তু যেহেতু সে ছ-বছরের ছোট্ট ছেলে তাই তার এই আচরণকে খুব অপরাধ বলে ভাবা যাবে না। তা ছাড়াও তার পিতামাতারও তার সম্মুখে অন্যের ব্যাপারে বিরূপ মুন্তব্য করা উচিত ছিল না।
বুকুকে দুপুরবেলা তার মা একশোবার ধরে বুঝিয়েছে, সব সময় সত্য কথা বলতে হবে এবং কারও কাছে কোনো কিছু গোপন করা উচিত নয়। কিন্তু পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী কোথায় কেমন আচরণ করা উচিত তিনি তার শিক্ষা দেননি। কিন্তু ঘটনাচক্রে সেদিনই বাড়িতে অতিথি আসে এবং তাঁর মা ঘরে-বাইরে দু-রকম মন্তব্য করে বসেন। ফলে সদ্য শেখা শিক্ষাটিকে একটু প্রয়োগ করে দেখতে গিয়েই বুকু এই সমস্যার সৃষ্টি করে ফেলে।
অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8th Bengali Question and Answer / Suggestion / Notes Book
আরোও দেখুন :-
অষ্টম শ্রেণীর বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here
WB Class 8th All Subjects Suggestion – অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশন
আরোও দেখুন:-
Class 8 Bengali Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 8 English Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 8 Geography Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 8 History Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 8 Science Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 8 Mathematics Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 8 All Subjects Suggestion 2024 Click here
FILE INFO : কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Ki Kore Bujhbo Question and Answer with FREE PDF Download Link
PDF File Name | কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Ki Kore Bujhbo Question and Answer PDF |
Prepared by | Experienced Teachers |
Price | FREE |
Download Link 1 | Click Here To Download |
Download Link 2 | Click Here To Download |
কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী অধ্যায় থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :
Update
[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন রচনা – Rabindranath Tagore Biography in Bengali]
[আরও দেখুন, আশাপূর্ণা দেবী জীবনী – Ashapurna Devi Biography in Bengali]
[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]
[আমাদের Android Mobile App ডাউনলোড করুন Download Now]
Info : কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী অষ্টম শ্রেণীর বাংলা সাজেশন প্রশ্ন ও উত্তর
Class 8 Bengali Suggestion | West Bengal WBBSE Class Eight VIII (Class 8th) Bengali Question and Answer Suggestion
” কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eight VIII / WB Class 8 / WBBSE / Class 8 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam / Class 8th / WB Class 8 / Class 8 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( অষ্টম শ্রেণীর বাংলা সাজেশন / অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ও উত্তর । Class 8 Bengali Suggestion / Class 8 Bengali Ki Kore Bujhbo Question and Answer / Class 8 Bengali Suggestion / Class 8 Pariksha Bengali Suggestion / Bengali Class 8 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 8 Bengali Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 8 Bengali Suggestion / West Bengal Eight VIII Question and Answer, Suggestion / WBBSE Class 8th Bengali Suggestion / Class 8 Bengali Ki Kore Bujhbo Question and Answer / Class 8 Bengali Suggestion / Class 8 Pariksha Suggestion / Class 8 Bengali Exam Guide / Class 8 Bengali Suggestion 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2030 / Class 8 Bengali Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 8 Bengali Suggestion FREE PDF Download) সফল হবে।
কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী প্রশ্ন ও উত্তর
কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী – প্রশ্ন ও উত্তর | কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী Class 8 Bengali Ki Kore Bujhbo Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী প্রশ্ন ও উত্তর।
কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর বাংলা
কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী MCQ প্রশ্ন ও উত্তর | কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী Class 8 Bengali Ki Kore Bujhbo Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী MCQ প্রশ্ন উত্তর।
কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির বাংলা
কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী Class 8 Bengali Ki Kore Bujhbo Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।
কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি বাংলা | Class 8 Bengali Ki Kore Bujhbo
অষ্টম শ্রেণি বাংলা (Class 8 Bengali Ki Kore Bujhbo) – কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী – প্রশ্ন ও উত্তর | কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী | Class 8 Bengali Ki Kore Bujhbo Suggestion অষ্টম শ্রেণি বাংলা – কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী প্রশ্ন উত্তর।
অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির বাংলা প্রশ্ন ও উত্তর – কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী প্রশ্ন উত্তর | Class 8 Bengali Ki Kore Bujhbo Question and Answer Question and Answer, Suggestion
অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী | পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী | অষ্টম শ্রেণীর বাংলা সহায়ক – কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী – প্রশ্ন ও উত্তর । Class 8 Bengali Ki Kore Bujhbo Question and Answer, Suggestion | Class 8 Bengali Ki Kore Bujhbo Question and Answer Suggestion | Class 8 Bengali Ki Kore Bujhbo Question and Answer Notes | West Bengal Class 8th Bengali Question and Answer Suggestion.
অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 8 Bengali Question and Answer, Suggestion
অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী । Class 8 Bengali Ki Kore Bujhbo Question and Answer Suggestion.
WBBSE Class 8th Bengali Ki Kore Bujhbo Suggestion | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী
WBBSE Class 8 Bengali Ki Kore Bujhbo Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী | Class 8 Bengali Ki Kore Bujhbo Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী – প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
Class 8 Bengali Ki Kore Bujhbo Question and Answer Suggestions | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর
Class 8 Bengali Ki Kore Bujhbo Question and Answer অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 8 Bengali Ki Kore Bujhbo Question and Answer অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 8 Bengali Ki Kore Bujhbo Suggestion | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class 8 Bengali Ki Kore Bujhbo Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী MCQ প্রশ্ন ও উত্তর । Class 8 Bengali Ki Kore Bujhbo Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর।
West Bengal Class 8 Bengali Suggestion Download WBBSE Class 8th Bengali short question suggestion . Class 8 Bengali Ki Kore Bujhbo Suggestion download Class 8th Question Paper Bengali. WB Class 8 Bengali suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Get the Class 8 Bengali Ki Kore Bujhbo Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com
Class 8 Bengali Ki Kore Bujhbo Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 8 Bengali Suggestion with 100% Common in the Examination .
Class Eight VIII Bengali Ki Kore Bujhbo Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Exam
Class 8 Bengali Ki Kore Bujhbo Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Eight VIII Bengali Suggestion is provided here. Class 8 Bengali Ki Kore Bujhbo Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.
কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Ki Kore Bujhbo Question and Answer
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” কী করে বুঝব (গল্প) আশাপূর্ণা দেবী – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Ki Kore Bujhbo Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।