পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Poscimbongo Question and Answer
পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Poscimbongo Question and Answer

পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর

Class 9 Geography Poscimbongo Question and Answer

পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Poscimbongo Question and Answer : পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Poscimbongo Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 9th Geography Poscimbongo Question and Answer, Suggestion, Notes | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine IX Geography Examination – পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Poscimbongo Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

 তোমরা যারা পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Poscimbongo Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 

রাজ্য (State) পশ্চিমবঙ্গ (West Bengal)
বোর্ড (Board) WBBSE
শ্রেণী (Class) নবম শ্রেণী (WB Class 9)
বিষয় (Subject) নবম শ্রেণীর ভূগোল (Class 9 Geography)
অষ্টম অধ্যায় (Chapter 8) পশ্চিমবঙ্গ (Poscimbongo)

[নবম শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]

পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal WBBSE Class 9th Geography Poscimbongo Question and Answer 

MCQ | পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 9 Geography Poscimbongo MCQ Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

  1. গঙ্গা মুর্শিদাবাদের কোন অংশে দুটি ভাগে ভাগ হয়েছে?

(A) ভগবানগোলা 

(B) ভগবানপুর 

(C) ভগবাননগর 

(D) কোনটিই নয়

Ans: (A) ভগবানগোলা অংশে দুটি ভাগে ভাগ হয়েছে।

  1. পশ্চিমবঙ্গ কয়টি প্রতিবেশী রাজ্য দ্বারা পরিবেষ্টিত?

(A) 4টি 

(B) 6টি 

(C) 7টি 

(D) 5টি

Ans: (D) 5টি প্রতিবেশী রাজ্য দ্বারা পরিবেষ্টিত।

  1. উত্তরবঙ্গের বৃহত্তম নদী— 

(A) তিস্তা

(B) তোর্সা

(C) বালাসন

(D) জলঢাকা

Ans: (A) তিস্তা

  1. মালদহ জেলার মহানন্দা নদীর পশ্চিমের নবীন ভূভাগকে বলে— 

(A) দিয়ারা

(B) বরেন্দ্রভূমি

(C) তাল

(D) ডুয়ার্স

Ans: (A) দিয়ারা

  1. পোড়ামাটির পুতুল ও মূর্তি বিশ্ববিখ্যাত – 

(A) ঘাটালের

(B) চণ্ডিপুরের

(C) শান্তিপুরের

(D) বিষ্ণুপুরের

Ans: (D) বিষ্ণুপুরের

  1. লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হল— 

(A) খড়গপুর

(B) কাকদ্বীপ

(C) দুর্গাপুর

(D) ইসলামপুর

Ans: (C) দুর্গাপুর

  1. সল্টলেকে গড়ে উঠেছে – 

(A) লৌহ ইস্পাত শিল্প

(B) তথ্যপ্রযুক্তি শিল্প

(C) পাট শিল্প

(D) কার্পাস বয়ন শিল্প

Ans: (B) তথ্যপ্রযুক্তি শিল্প

  1. পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর – 

(A) দিঘা

(B) কাহি

(C) তমলুক

(D) ঘাটাল

Ans: (C) তমলুক

  1. জলঢাকা নদীর একটি উপনদী হল— 

(A) রিলি

(B) সেবক

(C) ডায়না

(D) বালাসন

Ans: (C) ডায়না

  1. মৎস্য বন্দর গড়ে উঠেছে – 

(A) শংকরপুরে

(B) কৃষ্ণনগরে

(C) বাঁকুড়াতে

(D) বালুরঘাটে

Ans: (A) শংকরপুরে

  1. পার্বত্য অঞ্চলের মাটিতে ভালো জন্মায়— 

(A) জাম

(B) কাঁঠাল

(C) আতা

(D) কমলালেবু

Ans: (D) কমলালেবু

  1. মালদহ জেলার মহানন্দা নদীর পশ্চিমের নবীন ভূভাগকে বলে— 

(A) দিয়ারা

(B) বরেন্দ্রভূমি

(C) তাল

(D) ডুয়ার্স

Ans: (A) দিয়ারা

  1. পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী দেশের সংখ্যা— 

(A) 2

(B) 3

(C) 4

(D) 5

Ans: (B) 3

  1. তথ্য আদানপ্রদানকারী, হার্ডওয়্যার ও সফটওয়্যার সংক্রান্ত কার্যাবলির একত্রীকরণ হল— 

(A) পর্যটন শিল্প

(B) তাঁত শিল্প

(C) তথ্যপ্রযুক্তি শিল্প

(D) খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্প

Ans: (C) তথ্যপ্রযুক্তি শিল্প

  1. একটি চিরপ্রবাহী নদী হল— 

(A) রূপনারায়ণ

(B) ইছামতী

(C) তিস্তা

(D) সুবর্ণরেখা

Ans: (C) তিস্তা

  1. পশ্চিমবঙ্গের পূর্ব-পশ্চিমে বিস্তার প্রায়— 

(A) 650 কিলোমিটার

(B) 325 কিলোমিটার

(C) 395 কিলোমিটার

(D) 610 কিলোমিটার

Ans: (B) 325 কিলোমিটার

  1. বরাকর নদীর উৎস নদী— 

(A) গঙ্গা

(B) মহানদী

(C) দামোদর

(D) তিস্তা

Ans: (C) দামোদর

  1. উত্তরবঙ্গের নদীগুলির একটি অন্যতম বৈশিষ্ট্য হল-

(A) নদীগুলি খরস্রোতা নয় 

(B) বরফগলা জলে পুষ্ট

(C) নদীগুলির অসংখ্য শাখানদী আছে। 

(D) অধিকাংশ নদী পশ্চিমবাহিনী 

Ans: (B) বরফগলা জলে পুষ্ট।

  1. ঠিক জোড়াটি নির্বাচন করো –

(A) দামোদর নদ – পশ্চিমের উত্তরের পার্বত্য অঞ্চল

(B) কালিম্পং জেলা – সমুদ্র থেকে দূরবর্তী স্থান

(C) পডসল মৃত্তিকা – পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল

(D) অ্যালপাইন উদ্ভিদ – সুন্দরবন অঞ্চল 

Ans: (B) কালিম্পং জেলা – সমুদ্র থেকে দূরবর্তী স্থান।

  1. ঠিক জোড়াটি নির্বাচন করো-

(A) তিস্তা নদী- জোয়ারের জলে পুষ্ট 

(B) দার্জিলিং জেলা – দৈনিক উষ্ণতার প্রসর বেশি 

(C) মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা – জলধারণ ক্ষমতা কম 

(D) পাইন – ম্যানগ্রোভ উদ্ভিদ 

Ans: (C) মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা – জলধারণ ক্ষমতা কম।

[আরোও দেখুন:- Class 9 Geography Suggestion Click here]

অতি সংক্ষিপ্ত | পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 9 Geography Poscimbongo VSAQ Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

  1. ‘তরাই’ কথাটির অর্থ কি? 

Ans: স্যাঁতস্যাঁতে

  1. তিস্তা নদীর উৎস কি?

Ans: জিমু হিমবাহ

  1. পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঝড়কে কি বলে?

Ans: কালবৈশাখী

  1. কোন্‌ জেলাকে পশ্চিমবঙ্গের ‘ধানের গোলা’ বলা হয়?

Ans: বর্ধমান

  1. পূর্বের শেফিল্ড কাকে বলা হয়?

Ans: হাওড়াকে

  1. পশ্চিমবঙ্গে অবস্থিত দুটি ‘ফুড পার্ক’-এর নাম লেখো। 

Ans: শংকরপুর ও কাকদ্বীপ।

  1. পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানটির নাম কী? 

Ans: আসানসোল।

  1. পার্বত্য অঞ্চলের মাটির রং কেমন হয়? 

Ans: কালো বা ধূসর।

  1. সেবক ব্রিজ কোন নদীর ওপর অবস্থিত? 

Ans: তিস্তা।

  1. ______ জেলাকে পশ্চিমবঙ্গের ‘ধানের গোলা’ বলা হয়। (শূন্যস্থান পূরন করো)

Ans: বর্ধমান

  1. পশ্চিমবঙ্গের দুটি অর্থকরী ফসলের নাম লেখো। 

Ans: চা ও পাট।

  1. পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানটির নাম কী? 

Ans: আসানসোল।

  1. দার্জিলিং নেপাল সীমান্তে কোন্‌ শৈলশিরা অবস্থিত?

Ans: সিঙ্গালিলা

  1. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

Ans: গোর্গাবুরু

  1. ‘ডুয়ার্স’ কথাটির অর্থ কি?

Ans: দরজা

  1. পশ্চিমবঙ্গে চাষ করা হয় এমন একটি সুগন্ধি ধানের নাম লেখ।

Ans: বাসমতি

  1. আলিপুরদুয়ার জেলাটি ভেঙে কোন্‌ জেলার সৃষ্টি করা হয়েছে?

Ans: জলপাইগুড়ি

  1. পশ্চিমবঙ্গের দুটি তন্তুজাতীয় শস্যের নাম লেখো। 

Ans: পাট ও শন।

  1. উত্তরবঙ্গের নদীগুলি ______ জলে পুষ্ট। (শূন্যস্থান পূরন করো)

Ans: বরফগলা

  1. কোন নদী উত্তরের পার্বত্য অঞ্চলকে দ্বিধাবিভক্ত করেছে? 

Ans: তিস্তা নদী।

[আরোও দেখুন:- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]

সংক্ষিপ্ত | পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 9 Geography Poscimbongo SAQ Short Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2]

  1. ডুংরি কি? 

Ans: পুরুলিয়া, বাঁকুড়া অঞ্চলে মালভূমির ক্ষয়প্রাপ্ত ছোট ছোট টিলা বা পাহাড়গুলি স্থানীয় ভাষায় ডুংরি নামে পরিচিত। অযোধ্যা পাহাড়তলির কাছে প্রায় তিন-চার কিলোমিটার দূরত্বে রয়েছে বেশ কিছু ডুংরি। এরমধ্যে বিখ্যাত হল ভালিডুংরি।

  1. পশ্চিমবঙ্গের চতু:সীমা উল্লেখ কর।

Ans: পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ গুলি হল উত্তর পশ্চিমে অবস্থিত নেপাল, উত্তরই ভুটান এবং পূর্ব দিকে বাংলাদেশ। আর এর প্রতিবেশী রাজ্য গুলি হল উত্তর সিকিম, পূর্বে অসম, পশ্চিমে বিহার ও ঝাড়খন্ড এবং দক্ষিণ-পশ্চিমে উড়িষ্যা রাজ্য।

  1. কি কারণে কালবৈশাখী হয়? 

Ans: এপ্রিল মে মাস নাগাদ, পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে কালবৈশাখীর সৃষ্টি হয়। সাগরের আর্দ্র বাতাসের সঙ্গে অপেক্ষাকৃত পূবালী বাতাস এবং স্থলভাগের বাতাস একসঙ্গে হলে তা বজ্রমেঘের সৃষ্টি করে, পরে তা চাপ আকারে নীচে নেমে আসে এবং প্রচণ্ড বজ্রমেঘের সৃষ্টি করে।

  1. তাল অঞ্চল কাকে বল?

Ans: কালিন্দী নদীর পূর্বদিকে অবস্থিত কোচবিহার জেলার দক্ষিণতম অংশ এবং সমগ্র উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা তাল সমভূমি নামে পরিচিত। ভূপ্রকৃতিগতভাবে এই অঞ্চলটি নিম্নভূমি ও পলি সঞ্চয়ের ফলে গঠিত হয়েছে। এই অঞ্চলে অসংখ্য জলভূমি রয়েছে। ফলে বর্ষাকালে তাল অঞ্চলটি প্লাবিত হয়।

সংক্ষিপ্ত ব্যাখামূলক | পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 9 Geography Poscimbongo Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 3]

  1. ‘পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অধিকাংশ নদী পূর্ববাহিনী’ – ভৌগলিক কারণ ব্যখ্যা করো।

Ans: পশ্চিমবঙ্গের ভূমির ঢাল পশ্চিম দিক থেকে পূর্বদিকে হওয়ায় স্বাভাবিকভাবেই অধিকাংশ নদী পূর্ববাহিনী হয়েছে। মালভূমি অঞ্চল থেকে উৎপন্ন নদীগুলি প্রবদিকে সমভূমিতে কম উচ্চতার দিকে প্রবাহিত হয়েছে অর্থাৎ বঙ্গোপসাগরের দিকে পতিত হয়েছে। ভূপ্রাকৃতিকভাবে ভূমির ঢাল এবং মালভূমি অঞ্চল থেকে সমভূমি অঞ্চলের দিকে ভূমির ঢাল কম হওয়ায় মালভূমি অঞ্চলের অধিকাংশ নদী পূর্ববাহিনী।

  1. জঙ্গলমহল সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। 

Ans: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝারগ্রাম ও ছোটনাগপুর মালভূমির বন, পর্বত ও অরন্যময় অংশটির নাম হল জঙ্গলমহল। অষ্টাদশ শতাব্দীতে এই অঞ্চল ব্রিটিশ শাসনাধীনে আসার পর এই নাম চালু হয়। ব্রিটিশ শাসনকালে এই জঙ্গল ‘তরাই’ নামে পরিচিত ছিল অঞ্চল। এই এলাকাটি ঘন জঙ্গল এবং সাঁওতাল ও ভূমিজদের বসবাস রয়েছে।

  1. ‘সুন্দরবন অঞ্চলে এখনও বদ্বীপ গঠনের কাজ চলছে’ – ভৌগলিক কারণ ব্যখ্যা করো।

Ans: সমগ্র সুন্দরবন অঞ্চলটি সুদীর্ঘকাল ধরে বঙ্গোপসাগরের মোহনা অঞ্চলে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদের মিলিত পলি সঞ্চয়কাজের ফলে গঠিত হয়েছে। ভূমিগত বৈশিষ্ট্যের ভিত্তিতে সুন্দরবনে এখনও বদ্বীপ গঠনের কাজ চলছে। বর্তমানে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দক্ষিণ পূর্ব ভাগ ও বাংলাদেশের খুলনা জেলার দক্ষিণ ভাগ এই সক্রিয় বদ্বীপ গঠনের অংশ। এই অংশে ক্রমাগত নদীর পলি সঞ্চয় কাজ চলছে বলে অসংখ্য ছোট ছোট দ্বীপের বিকাশ ঘটেছে। এই সক্রিয় দ্বীপগুলির কিছু কিছু অংশে বসতি গড়ে উঠেছে।

সুন্দরবন অঞ্চলের লবনাক্ত মাটির বেশিরভাগ উৎস আসে নদী থেকে আসা পলি সঞ্চয় থেকে। এখানকার মাটি পলিযুক্ত দোআঁশ ধরণের।

দিঘা-কাথি উপকুলের নিকটে নদীবাহিত পলির পরিমাণ কম এবং সমুদ্র উপকূলের জোয়ারের ফলে লবণাক্ত জল থেকে আসা বালি সঞ্চিত হয়ে এখানকার মাটি গঠিত হয়েছে।

  1. উত্তরবঙ্গে নদীগুলিতে বর্ষায় বন্যা হয় কেন?

Ans: পার্বত্য অঞ্চলের বেশিরভাগ নদী অত্যন্ত খরস্রোতা কিন্তু যখনই নদীগুলি সমভূমিতে পড়ে তখনই নদীর গতি বেগ কমে যায়। উত্তরবঙ্গের নদী গুলি সমভূমি অঞ্চলে কম গতিবেগ সম্পন্ন হয়ায় নদীর গভীরতা খুবই কম। তাছাড়া উত্তরবঙ্গের বেশিরভাগ নদী বরফ গলা জলে পুষ্ট কিন্তু বর্ষাকালে যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন নদীর জল নদীগুলি আর ধরে রাখতে পারে না, যার ফলস্বরূপ নদীগুলোতে বন্যা হয়।

  1. পশ্চিমবঙ্গের অধিকাংশ উদ্ভিদ পর্ণমোচী কেন?

Ans: পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় আর্দ্র মৌসুমি প্রকৃতির হওয়ায় ঋতু পরিবর্তন ঘটে। এই ঋতু পরিবর্তন পর্ণমোচী প্রজাতির উদ্ভিত জন্মানোর মূল কারণ। বছরে আর্দ্র ও উষ্ণ গ্রীষ্মকাল এবং শুষ্ক ও শীতল শীতকাল হয়ে থাকে। এছাড়াও এই দুটি ঋতুর মধ্যবর্তী সময়ে বসন্ত ঋতু এবং হেমন্ত ঋতুর আগমন ঘটে এবং এই নির্দিষ্ট দুটি ঋতুতেই পার্বত্য ও সমভূমি অঞ্চলের বেশ কিছু প্রজাতির গাছের পাতা ঝরে যায়। এইধরণের স্বাভাবিক উদ্ভিদের প্রজাতির শিতকালের পূর্বে ও গ্রীষ্মের আগমনের পূর্বে নিয়ম করে গাছের পাতা ঝরে যায় তাই এই প্রজাতির নাম পর্ণমোচী উদ্ভিদ। যে তিন ধরণের পর্ণমোচী উদ্ভিত দেখা যায়, সেগুলি হল –

শাল, সেগুন, ওক, বারচ, ম্যাপল প্রভৃতি পূর্ব হিমালয়ে দেখা যায়।

শাল, শিমূল, মহুয়া, পলাশ, আমলকী প্রভৃতি মালভূমি অঞ্চলে দেখা যায়।

আম, জাম, কাঁঠাল প্রভৃতি সমভূমি অঞ্চলে দেখা যায়।

  1. পশ্চিমবঙ্গের শীতকাল শুষ্ক কেন?

Ans: পশ্চিমবঙ্গে শীতকালে সাধারণত বৃষ্টিপাত হয়না। শীতকালে সূর্যের দক্ষিণায়ন হওয়ায় ফলে উত্তর ও উত্তর পূর্ব ভারতে তাপমাত্রা কম থাকে। ফলে এসময় স্থল্ভাগে উচ্চচাপ এবং দক্ষিণে সমুদ্রের দিকে নিম্নচাপের সৃষ্টি হয়। একারনে স্থলভাগ থেকে জলভাগের দিকে বাতাস প্রবাহিত হয়, যা Ans:পূর্ব মৌসুমি বায়ু নামে পরিচিত। এই বায়ু সম্পূর্ণ শুষ্ক এবং জলীয় বাষ্পবিহীন হয়ে থাকে, পশ্চিমবঙ্গের উপর দিয়ে ডিসেম্বর ও জানুয়ারি মাসে এই বায়ু প্রবাহিত হয় ফলে পশ্চিমবঙ্গে শীতকাল শুষ্ক থাকে।

রচনাধর্মী বা বিশ্লেষণধর্মী | পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল বড় প্রশ্ন ও উত্তর | WB Class 9 Geography Poscimbongo Question and Answer : 

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 5]

1. ‘পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির’ – এই বক্তব্যটির সত্যতা বিচার করো।

Ans: পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির। শীতকালের কয়েকটি মাস এবং উত্তরের পার্বত্য অঞ্চল ছাড়া প্রায় সারাবছরই উষ্ণতা বেশি থাকায় জলবায়ু উষ্ণ প্রকৃতির। রাজ্যের প্রায় সর্বত্রই বৃষ্টিপাতের পরিমাণ মাঝারি থেকে বেশি হওয়ায়, জলবায়ু আর্দ্র প্রকৃতির হয়ে থাকে। পশ্চিমবঙ্গের মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রসারিত হয়েছে, ফলে এখানকার জলবায়ু ক্রান্তীয় প্রকৃতির। মৌসুমি বায়ুপ্রবাহ দ্বারা আবহাওয়ার উপাদানগুলি সর্বাধিক প্রভাবিত হওয়ায় জলবায়ু মৌসুমি প্রকৃতির।

পশ্চিমবঙ্গের ঋতু পরিবর্তন, বৃষ্টিপাতের পরিমাণ, বায়ুপ্রবাহ ও উষ্ণতার পরিবর্তন মৌসুমি বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। মোট বার্ষিক বৃষ্টিপাতের 90% মৌসুমি বায়ুর দ্বারা ঘটে।

রাজ্যে ঋতুগত বিপরীতমুখী বায়ুপ্রবাহ হয়ে থাকে। গ্রীষ্মকালে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এবং শীতকালে শুষ্ক Ans:পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়। একারণে গ্রীষ্মকাল আর্দ্র ও শীতকাল শুষ্ক।

রাজ্যের সর্বত্র সম পরিমাণ বৃষ্টিপাত হয়না, ফলে কোথাও উষ্ণতার স্বাভাবিক প্রসার বেশি, কোথাও কম হয়ে থাকে। এরূপ উষ্ণতার বণ্টন ক্রান্তীয় জলবায়ুর ক্ষেত্রেই লক্ষ্য করা যায়।

2. হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয় কেন? GTA চুক্তি কি? 

Ans: কলকাতা শহরের বিপরীতে ভাগীরথী হুগলী নদীর পশ্চিম তীরে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম শহর ও গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র হল হাওড়া। হুগলী শিল্পাঞ্চলের অন্তর্গত এই শিল্প শহরটিতে পাট, ইঞ্জিনিয়ারিং, বস্ত্রবয়ন, কার্পাস শিল্প প্রভৃতি নানাধরণের শিল্প ও উৎপাদনের জন্য কারখানা গড়ে উঠেছে। এরূপই, ইংল্যান্ডের গ্লাসগো শহরটি একটি বহু চর্চিত শিল্পকেন্দ্র। এখানে অসংখ্য ইঞ্জিনিয়ারিং শিল্প রয়েছে, তাই ইংল্যান্ডের এই শহরের সাথে তুলনা করেই হাওড়া শহরকে ভারতের গ্লাসগো বলা হয়।

GTA চুক্তি- গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন বা GTA হল পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং পার্বত্য অঞ্চলের আধা-স্বশাসিত প্রশাসনিক কর্তৃপক্ষ। 1988 সালে GTA চুক্তি স্থাপিত হয়। GTA এর অন্তর্ভুক্ত রয়েছে দার্জিলিং জেলার তিনটি মহকুমা যথা – দার্জিলিং সদর, কালিম্পং ও কারশিয়াং এবং শিলিগুড়ির অংশবিশেষ।

3. পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ও মালভূমি অঞ্চলের নদ নদীর তিনটি পার্থক্য লেখ।

Ans: পশ্চিমবঙ্গে পার্বত্য অঞ্চল এবং মালভূমি অঞ্চলের নদ নদীর প্রধান তিনটি পার্থক্য হল –

প্রথমত, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের নদ-নদী গুলি বরফ গলা জলে পুষ্ট আর মালভূমি অঞ্চলে নদীগুলি বর্ষার জলে পুষ্ট।

দ্বিতীয়ত, পার্বত্য অঞ্চলে নদীগুলিতে সারা বছর জল প্রবাহিত হয় কিন্তু মালভূমি অঞ্চলের নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট বলে বর্ষাকাল ছাড়া বছরের অন্যান্য সময় জল প্রবাহ থাকে না বললেই চলে।

তৃতীয়ত, পার্বত্য অঞ্চলে নদীগুলি অধিকাংশই বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে যমুনা নদীতে মিশেছে আর মালভূমি অঞ্চলে নদীগুলি ভাগরথী হুগলি নদীতে মিশেছে।

4. পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য গুলো আলোচনা কর।

Ans: বিভিন্ন ঋতুতে পশ্চিমবঙ্গের জলের প্রধান তিনটি বৈশিষ্ট্য গুলি নিচে আলোচনা করা হল –

প্রথমত, সাধারণভাবে পশ্চিমবঙ্গ গ্রীষ্মপ্রধান উষ্ণ মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত।

দ্বিতীয়ত, জুলাই মাসে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি বৃষ্টিপাত এবং ডিসেম্বর মাসে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়।

তৃতীয়ত, ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই তিনটি শীতের মাস বাদ দিলে সারা বছরই পশ্চিমবঙ্গের তাপমাত্রা 27 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস থাকে।

5. পশ্চিমবঙ্গের চা শিল্পের সমস্যা ও সম্ভাবনা লেখ।

Ans: 

পশ্চিমবঙ্গে চা শিল্পের সমস্যা : পশ্চিমবঙ্গ চা শিল্পে ভারতের দ্বিতীয় স্থানে থাকলেও এই শিল্প বিভিন্ন সমস্যায় জর্জরিত। যেমন এখানকার পুরনো বাগিচা, উৎপাদন ব্যয় বেশি, সুষ্ঠু পরিচালনার অভাব, পুরনো যন্ত্রপাতি, শ্রমিকদের মজুরি বেশি এছাড়াও চা বাগিচার সম্প্রসারণের অসুবিধা। এ বিভিন্ন কারণগুলোর জন্য পশ্চিমবঙ্গের চা শিল্প আজ এক চরম সঙ্কটের মুখে রয়েছে।

পশ্চিমবঙ্গের চা শিল্পের সম্ভাবনা : বর্তমানে আগের তুলনায় পশ্চিমবঙ্গের চায়ের উৎপাদন অনেক বেড়েছে। তবে চায়ের উৎপাদন ব্যয় কমলে এবং চায়ের গুণগত মান বাড়ালে আন্তর্জাতিক বাজারে পশ্চিমবঙ্গ তথা ভারতের চায়ের চাহিদা বাড়বে এবং চা শিল্প আরো সমৃদ্ধশালী হবে।

নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal Class 9th Geography Question and Answer / Suggestion / Notes Book

আরোও দেখুন :-

নবম শ্রেণীর ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here

Class 9 Suggestion 2024 – নবম শ্রেণীর সাজেশন ২০২৪ 

আরোও দেখুন:-

Class 9 Bengali Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 English Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Geography Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 History Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Life Science Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Mathematics Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Physical Science Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 All Subjects Suggestion 2024 Click here

পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :

Update

[আমাদের Android Mobile App ডাউনলোড করুন Download Now]

[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]

Info : পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর

 Class 9 Geography Suggestion | West Bengal WBBSE Class Nine IX (Class 9th) Geography Question and Answer Suggestion 

” পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX / WB Class 9 / WBBSE / Class 9 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 9 Exam / Class 9th / WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে নবম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( নবম শ্রেণীর ভূগোল সাজেশন / নবম শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class 9 Geography Suggestion / Class 9 Geography Poscimbongo Question and Answer / Class 9 Geography Suggestion / Class 9 Pariksha Geography Suggestion / Geography Class 9 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 9 Geography Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস নবম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 9 Geography Suggestion / West Bengal Nine IX Question and Answer, Suggestion / WBBSE Class 9th Geography Suggestion / Class 9 Geography Poscimbongo Question and Answer / Class 9 Geography Poscimbongo Suggestion / Class 9 Pariksha Suggestion / Class 9 Geography Poscimbongo Exam Guide / Class 9 Geography Poscimbongo Suggestion 2023, 2024, 2025, 2026, 2027, 2021, 2020, 2019, 2017, 2016, 2015, 2028, 2029, 2030 / Class 9 Geography Poscimbongo Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 9 Geography Poscimbongo Suggestion FREE PDF Download) সফল হবে।

পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর 

পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) Class 9 Geography Poscimbongo Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর।

পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণীর ভূগোল 

পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) Class 9 Geography Poscimbongo Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির ভূগোল 

পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) Class 9 Geography Poscimbongo Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – নবম শ্রেণি ভূগোল | Class 9 Geography Poscimbongo 

নবম শ্রেণি ভূগোল (Class 9 Geography Poscimbongo) – পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) | Class 9 Geography Poscimbongo Suggestion নবম শ্রেণি ভূগোল – পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) প্রশ্ন উত্তর।

নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 9 Geography Poscimbongo Question and Answer Question and Answer, Suggestion 

নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) | পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) | নবম শ্রেণীর ভূগোল সহায়ক – পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 9 Geography Poscimbongo Question and Answer, Suggestion | Class 9 Geography Poscimbongo Question and Answer Suggestion | Class 9 Geography Poscimbongo Question and Answer Notes | West Bengal Class 9th Geography Question and Answer Suggestion. 

নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 Geography Question and Answer, Suggestion 

নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) । Class 9 Geography Poscimbongo Question and Answer Suggestion.

WBBSE Class 9th Geography Poscimbongo Suggestion | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) সত্যজিৎ রায়

WBBSE Class 9 Geography Poscimbongo Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) | Class 9 Geography Poscimbongo Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

Class 9 Geography Poscimbongo Question and Answer Suggestions | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর 

Class 9 Geography Poscimbongo Question and Answer নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 9 Geography Poscimbongo Question and Answer নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর । 

WB Class 9 Geography Poscimbongo Suggestion | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর 

Class 9 Geography Poscimbongo Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 9 Geography Poscimbongo Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর।

West Bengal Class 9 Geography Suggestion Download WBBSE Class 9th Geography short question suggestion . Class 9 Geography Poscimbongo Suggestion download Class 9th Question Paper Geography. WB Class 9 Geography suggestion and important question and answer. Class 9 Suggestion pdf.পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Get the Class 9 Geography Poscimbongo Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com

Class 9 Geography Poscimbongo Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 9 Geography Suggestion with 100% Common in the Examination .

Class Nine IX Geography Poscimbongo Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Exam 

Class 9 Geography Poscimbongo Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Nine IX Geography Suggestion is provided here. Class 9 Geography Poscimbongo Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here. 

FILE INFO : পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Poscimbongo Question and Answer with FREE PDF Download Link

PDF File Name পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Poscimbongo Question and Answer PDF
Prepared by Experienced Teachers
Price FREE
Download Link 1 Click Here To Download
Download Link 2 Click Here To Download

পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Poscimbongo Question and Answer 

  অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Poscimbongo Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।