জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer
জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer

জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর

Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer

জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer : জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 9th Life Science Joibonik Pokriya Question and Answer, Suggestion, Notes | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine IX Life Science Examination – পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

 তোমরা যারা জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 

রাজ্য (State) পশ্চিমবঙ্গ (West Bengal)
বোর্ড (Board) WBBSE
শ্রেণী (Class) নবম শ্রেণী (WB Class 9)
বিষয় (Subject) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান (Class 9 Life Science)
তৃতীয় অধ্যায় (Chapter 3) জৈবনিক প্রক্রিয়া (Joibonik Pokriya)

[নবম শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]

জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | West Bengal WBBSE Class 9th Life Science Joibonik Pokriya Question and Answer 

MCQ | জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | WB Class 9 Life Science Joibonik Pokriya MCQ Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

  1. মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে মহাধমনীর উৎপত্তি ঘটে? – 

(A) বাম নিলয় 

(B) ডান নিলয় 

(C) বাম অলিন্দ

(D) ডান অলিন্দ

Ans: (A) বাম নিলয়

  1. সালোকসংশ্লেষে সাহায্যকারী প্রধান রঞ্জকটি হল –

(A) ক্যারোটিন 

(B) জ্যান্থাফিল 

(C) ক্লোরোফিল 

(D) ফাইকোবিলিনস্

Ans: (C) ক্লোরোফিল

  1. কোনো শিশুর মাড়ি ফুলে উঠে রক্ত ক্ষরণ ঘটছে, তাকে কী খেতে দিলে এই উপসর্গ কমতে পারে? 

(A) ভিজে ছোলা 

(B) ডিম 

(C) পাতিলেবু 

(D) গাজর

Ans: (C) পাতিলেবু

  1. সবুজ পাতার কোন্ কলায় সালোকসংশ্লেষ ঘটে?

(A) ভাজক কলা 

(B) মেসোফিল কলা 

(C) স্থায়ী কলা 

(D) জাইলেম কলা

Ans: (B) মেসোফিল কলা

  1. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজে সৌরশক্তি কোন্ শক্তিরুপে আবদ্ধ থাকে? 

(A) তাপশক্তি 

(B) গতিশক্তি 

(C) স্থৈতিক শক্তি 

(D) রাসায়নিক শক্তি

Ans: (C) স্থৈতিক শক্তি

  1. শর্করা ও ফ্যাট বিপাকের কোনটি উৎপন্ন হয়?

(A) ইউরিক অ্যাসিড 

(B) অ্যামোনিয়া 

(C) কার্বন ডাই অক্সাইড (CO2) 

(D) ইউরিয়া

Ans: (C) কার্বন ডাই অক্সাইড (CO2) উৎপন্ন হয়।

  1. আরশোলার বর্ণহীন রক্তকে বলে – 

(A) হিমোলিম্ফ 

(B) পেরিলিম্ফ 

(C) এন্ডোলিম্ফ 

(D) হিমোসিল

Ans: (A) হিমোলিম্ফ বলে।

  1. যে প্রকার WBC অ্যালার্জি প্রতিরোধ করে –

(A) মনোসাইট 

(B) বেসোফিল 

(C) ইওসিনোফিল 

(D) নিউট্রোফিল

Ans: (C) ইওসিনোফিল

  1. প্রদত্ত কোনটি দানাবিহীন শ্বেত কনিকা?

(A) নিউট্রোফিল 

(B) ইওসিনোফিল 

(C) লিম্ফোসাইট 

(D) বেসোফিল

Ans: (C) লিম্ফোসাইট

  1. বাইকাস পিড ভালভের অবস্থান হল – 

(A) বাম অলিন্দ ও মহাধমনির সংযোগস্থল 

(B) বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থল 

(C) ডান অলিন্দ ও নিম্ন মহাশিরার সংযোগস্থল 

(D) ডান অলিন্দ ও ফুসফুসীয় ধমনির সংযোগস্থল 

Ans: (B) বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থল

  1. মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে যে হরমোন

(A) ACTH 

(B) ADH 

(C) GTH 

(D) STH

Ans: (B) ADH

  1. উদ্ভিদের একটি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ হল

(A) গঁদ 

(B) রজন 

(C) কুইনাইন 

(D) তরুক্ষীর

Ans: (C) কুইনাইন।

  1. কোনটি বৃক্কের কাজ নয়?

(A) রক্তচাপ নিয়ন্ত্রন 

(B) বিষাক্ত উপাদানের রেচন 

(C) হোমিওস্ট্যাটিক বা দৈহিক স্থিতাবস্থা 

(D) জননে সহায়তা করা

Ans: ঘ) জননে সহায়তা করা বৃক্কের কাজ নয়।

  1. বাওম্যান্স ক্যাপসুল গৃহীত তরলটি হল – 

(A) মূত্র 

(B) প্রোটিনবিহীন প্লাজমা 

(C) খনিজ লবণ যুক্ত জল 

(D) রক্ত

Ans: (B) প্রোটিনবিহীন প্লাজমা।

  1. সালোক্সংশ্লেষে সব থেকে কোন বর্ণালি বেশি শোষিত হয়?

(A) সবুজ 

(B) হলদে 

(C) কমলা 

(D) লাল

Ans: (D) লাল বর্ণালি বেশি শোষিত হয়।

  1. ফোটোলাইসিস প্রক্রিয়া কোনটি ঘটে?

(A) সূর্যালোক 7 টি বর্ণে ভেঙে যায় 

(B) ক্লোরোফিল সক্রিয় হয় 

(C) শোষিত জল H+ ও OH- এ ভেঙে যায় 

(D) ক্লোরোফিল সক্রিয় হয় ও জল H+ ও OH- এ ভেঙে যায়

Ans: (D) ক্লোরোফিল সক্রিয় হয় ও জল H+ ও OH- এ ভেঙে যায়।

  1. ফুলকপিতে হুইপটেল রোগ হয় যে মৌলের অভাবে – 

(A) বোরন 

(B) জিংক 

(C) ম্যাঙ্গানিজ 

(D) মলিবডেনাম

Ans: (D) মলিবডেনাম

  1. বাহক প্রোটন পাম্পের প্রয়োজন – 

(A) ব্যাপনে 

(B) অভিস্রবণে 

(C) সক্রিয় পরিবহনে 

(D) বাষ্পমচনে

Ans: (C) সক্রিয় পরিবহনে 

  1. নলাকার অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় – 

(A) শিঙি মাছ

(B) মাগুর মাছ 

(C) কই মাছ 

(D) রুই মাছ

Ans: (A) শিঙি মাছ-এ।

  1. ফুসফুসের যে রোগে স্থিতিস্থাপকতা/শ্বসন তল হ্রাস পায়, তা হল –

(A) ক্যানসার 

(B) ব্রংকাইটিস 

(C) এমফাইসেমা 

(D) কোনোটিই নয়

Ans: (C) এমফাইসেমা।

  1. ইথার অ্যালকোহল সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়?

(A) সবাত শ্বসনে 

(B) অবাত শ্বসনে 

(C) ল্যাকটিক অ্যাসিড সন্ধানে 

(D) কোহল সন্ধানে

Ans: (D) কোহল সন্ধানে।

  1. কেবস চক্রে প্রতি অণু গ্লুকোজ থেকে উৎপন্ন ATP অণুর সংখ্যা হল – 

(A) 30 

(B) 2 

(C) 38 

(D) 24

Ans: (C) 38

  1. মিথোজীবী পুষ্টি সম্পন্নকারী একটি প্রাণী হল- 

(A) উকুন 

(B) ইউগ্লিনা 

(C) কৃমি 

(D) রেমোরা মাছ

Ans: (D) রেমোরা মাছ।

  1. মানুষের ছেদক দাঁতের মোট সংখ্যা – 

(A) 2 টি 

(B) 4 টি 

(C) 6 টি 

(D) 8 টি

Ans: (D) 8 টি

  1. কোন উৎসেচক দুগ্ধ প্রোটিনকে পেপটাইডে পরিণত করে – 

(A) পেপসিন 

(B) ট্রিপসিন 

(C) কাইমোট্রিপসিন 

(D) ইরেপসিন

Ans: (C) কাইমোট্রিপসিন উৎসেচক দুগ্ধ প্রোটিনকে পেপটাইডে পরিণত করে।

[আরোও দেখুন:- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]

অতি সংক্ষিপ্ত | জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | WB Class 9 Life Science Joibonik Pokriya VSAQ Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

  1. অবাত ও সবাত শ্বসনের সাধারণ পর্যায়টি কি?

Ans: গ্লাইকোলাইসিস

  1. কোন্‌ ছত্রাকে কোহল সন্ধান ঘটে?

Ans: ইস্ট

  1. কোন্‌ মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র পটকা?

Ans: পলিপটেরাস

  1. ক্রেবস চক্র কোথায় ঘোটে?

Ans: মাইটোকন্ড্রিয়ায়

  1. দুটি মৃতজীবী উদ্ভিদের উদাহরণ দাও।

Ans: মিউকর, অ্যাগারিকাস

  1. কোন্‌ উদ্ভিদের পরজীবী পুষ্টি দেখা যায়?

Ans: স্বর্ণলতা

  1. দুটি পতঙ্গভুক উদ্ভিদের উদাহরণ দাও।

Ans: সূর্যশিশির, কলসপত্রী

  1. কোন্‌ উদ্ভিদের মিথোজীবী পুষ্টি দেখা যায়।

Ans: লাইকেন

  1. যে বিপাকে জীবদেহে শুষ্ক ওজন বাড়ে তাকে কি বলে?

Ans: উপচিতি বিপাক

  1. একজন প্রাপ্তবয়স্ক লোকের হৃদপিণ্ড মিনিটে কতবার স্পন্দিত হয়?

Ans: গড়ে বাহাত্তর বার

  1. অনুচক্রিকার গড় আয়ু কত?

Ans: 8 থেকে 9 দিন

  1. কোন্‌ বিভাগের রক্তকে সার্বিক দাতা বলা হয়?

Ans: O নেগেটিভ

  1. লোহিত রক্তকণিকার গড় আয়ু কত?

Ans: ১২০ দিন

  1. রক্তের রং লাল কেন?

Ans: হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য

  1. মুক্ত সংবহন বিশিষ্ট একটি প্রাণীর উদাহরণ দাও।

Ans: আরশোলা

  1. মানুষের বৃক্কের গঠন গত ও কার্যগত এককের নাম কি?

Ans: নেফ্রন

  1. একটি উদ্ভিদের নামকর যাতে তরুক্ষীর পাওয়া যায়?

Ans: বট

  1. বৃক্ষ থেকে মূত্র কিসের মাধ্যমে মূত্রাশয়ে আসে?

Ans: গবিনী

  1. সবুজ গ্রন্থি কোন্‌ প্রাণীর রেচন অঙ্গ?

Ans: চিংড়ি

  1. কেঁচোর রেচন অঙ্গের নাম কি?

Ans: নেফ্রিডিয়া

  1. প্রাণীদেহে কোন্‌ অঙ্গে গ্লোমেরুলাস থাকে?

Ans: বৃক্কে

  1. কোন্‌ জৈবনিক প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়?

Ans: সালোকসংশ্লেষ

  1. কোন্‌ উদ্ভিদের মূলে সালোকসংশ্লেষ হয়?

Ans: গুলঞ্চের আত্তীকরণ মূল

  1. সালোকসংশ্লেষে সাহায্যকারী অঙ্গানু কোন্‌টি?

Ans: ক্লোরোপ্লাস্ট

  1. ক্লোরোফিল সূর্যালোকের কোন্‌ কণা শোষণ করে?

Ans: ফোটন কণা।

সংক্ষিপ্ত | জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | WB Class 9 Life Science Joibonik Pokriya SAQ Short Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2]

  1. যে প্রক্রিয়ায় সরল খাদ্য প্রোটোপ্লাজমের অংশে পরিণত হয় তাকে কী বলে?

Ans: যে প্রক্রিয়ায় সরল খাদ্য প্রোটোপ্লাজমের অংশে পরিণত হয় তাকে আত্তীকরণ বলে।

  1. হিমোসায়ানিন কোন প্রাণীতে দেখা যায়?

Ans: হিমোসায়ানিন কাঁকড়াতে দেখা যায়।

  1. রক্ত তঞ্চনে সাহায্যকারী খনিজ মৌল ও ভিটামিনের নাম কি?

Ans: রক্ত তঞ্চনে সাহায্যকারী খনিজ মৌল হল ক্যালশিয়াম ও ভিটামিন হল ভিটামিন K.

  1. SA নোডের স্পন্দন হার কত?

Ans: SA নোডের স্পন্দন হার 72/মিনিট।

  1. মানুষের শিরা মধ্যস্তরের অমসৃণ পেশির নাম কী?

Ans: মানুষের শিরা মধ্যস্তরের অমসৃণ পেশির নাম টিউনিকা মিডিয়া।

  1. এমন একটি উপক্ষারের নাম লেখ, যা চোখের চিকিৎসায় ব্যবহৃত হয়?

Ans: অ্যাট্রোপিন হল একটি উপক্ষার, যা চোখের চিকিৎসায় ব্যবহৃত হয়।

  1. মানুষের মূত্রত্যাগ নিয়ন্ত্রণকারী পেশিটির নাম কী?

Ans: মানুষের মূত্রত্যাগ নিয়ন্ত্রণকারী পেশিটির নাম ডেট্রুসার পেশি।

  1. নেফ্রনের কোন অংশে পুনঃশোষন ও ক্ষরণ হয়?

Ans: নেফ্রনের ডিস্টাল টিবিউলে পুনঃশোষন ও ক্ষরণ হয়।

  1. কোন উপাদানের জন্য মূত্র বর্ণ হলুদাভ হয়?

Ans: ইউরোবিলিন বা ইউরোক্রোম উপাদানের জন্য মূত্র বর্ণ হলুদাভ হয়।

  1. সালোকসংশ্লেষের জন্য স্থলজ উদ্ভিদ মাটি থেকে কোন জল গ্রহণ করে?

Ans: সালোকসংশ্লেষের জন্য স্থলজ উদ্ভিদ মাটি থেকে কৈশিক জল গ্রহণ করে।

  1. কঠিন গ্যাসে ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ দাও।

Ans: কঠিন গ্যাসে ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ হল ধোঁয়া, গাড়ি থেকে নির্গত ধোঁয়া।

  1. বুক লাঙের দ্বারা শ্বাস কার্য চালায় এমন দুটি প্রাণীর নাম লেখো।

Ans: বুক লাঙের দ্বারা শ্বাস কার্য চালায় এমন দুটি প্রাণীর নাম হল মাকড়সা, বিছে।

  1. অ্যালভিওলাই কোথায় থাকে?

Ans: অ্যালভিওলাই ফুসফুসে থাকে।

  1. ক্রেবস চক্র অ্যাসিটাইল কো-এ প্রথমে কোন যৌগের সঙ্গে ক্রিয়া করে?

Ans: ক্রেবস চক্র অ্যাসিটাইল কো-এ প্রথমে অক্সালো অ্যাসিটেট যৌগের সঙ্গে ক্রিয়া করে।

  1. পতঙ্গভুক উদ্ভিদ কোন কারণে পতঙ্গদের আকৃষ্ট করে?

Ans: পতঙ্গভুক উদ্ভিদ পতঙ্গদের দেহ থেকে নাইট্রোজেন গ্রহণ করার জন্য পতঙ্গদের আকৃষ্ট করে।

  1. মানবদেহে কোন প্রকার পুষ্টি দেখা যায়?

Ans: মানবদেহে হলোজায়িক প্রকার পুষ্টি দেখা যায়।

  1. টায়ালীন কোন খাদ্যের ওপর ক্রিয়া করে?

Ans: টায়ালীন শ্বেতসার খাদ্যের ওপর ক্রিয়া করে।

  1. কেলভিন চক্রের কোন শর্করা অঙ্গার আত্তীকরণের মাধ্যমে জৈব অম্ল উৎপাদন করে?

Ans: কেলভিন চক্রের রাইবিউলোজ বিসফসফেট (RuBP) শর্করা অঙ্গার আত্তীকরণের মাধ্যমে জৈব অম্ল উৎপাদন করে।

  1. N2 এর অভাবে গাছের পাতার বিবর্ণ হয়ে হলদে হয়ে যাওয়াকে কি বলে?

Ans: N2 এর অভাবে গাছের পাতার বিবর্ণ হয়ে হলদে হয়ে যাওয়াকে ক্লোরোসিস বলে।

  1. জাইমেজের উৎস লেখো।

Ans: জাইমেজের উৎস হল ইস্ট।

সংক্ষিপ্ত ব্যাখামূলক | জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | WB Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 3]

  1. রজন কি?

Ans: রজন জলে অদ্রাব্য হালকা হলুদ রঙের সুগন্ধি যুক্ত রেচন পদার্থ। এটি সাধারণত শাল গাছের ছালে ও পাইন গাছের কান্ডে দেখা যায়। কঠিন রজন বা গালা কাঠের পালিশে ব্যবহৃত হয় তাছাড়া  ধুনা পূজা-পার্বণে ব্যবহৃত হয়।

  1. তরুক্ষীর কি?

Ans: তরুক্ষীর এক প্রকারের সাদা রঙের জলের মত তরল পদার্থ। এটি সাধারনত বট, আকন্দ, পেঁপে, রাবার, কাঁঠাল প্রভৃতি গাছের আঠা থেকে উৎপন্ন হয়। পেঁপে গাছের তরুক্ষীর প্যাপাইন নামক পদার্থ প্রোটিন পরিপাকে সাহায্য করে।

  1. সালোকসংশ্লেষ বলতে কি বোঝ?

Ans: যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিল যুক্ত কষে সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সহায়তায় পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাই অক্সাইড এর রাসায়নিক বিক্রিয়ায় সরল শর্করা সংশ্লেষিত হয় এবং উৎপন্ন খাদ্যে সৌর শক্তির আবদ্ধকরন ঘটে এবং উপজাত বস্তু রূপে জল ও অক্সিজেন উৎপন্ন হয় তাকে সালোকসংশ্লেষ বা ফটোসিন্থেসিস বলে।

  1. আলোক নির্ভর দশা ও আলোক নিরপেক্ষ দশা বলতে কী বোঝো?

Ans: আলোক নির্ভর দশা : সালোকসংশ্লেষের যে পর্যায়টি সূর্যালোকের উপস্থিতিতে সম্পন্ন হয় তাকে আলোক নির্ভর দশা বলে। এটি সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টের গ্রামের মধ্যে সম্পন্ন হয়।

আলোক নিরপেক্ষ দশা : সালোকসংশ্লেষে যে পর্যায়টিতে সূর্যালোকের কোন প্রয়োজন হয়না তাকে আলোক নিরপেক্ষ দশা বলে। এটি সূর্যালোকের অনুপস্থিতিতে ক্লোরোপ্লাস্ট এর স্ট্রোমা অঞ্চলে সম্পন্ন হয়।

  1. ফটোলাইসিস বা আলোক বিশ্লেষণ বা হিল বিক্রিয়া বলতে কী বোঝো?

Ans: সক্রিয় ক্লোরোফিল কোষস্থ জলকে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নের বিশ্লিষ্ট করে। সূর্যালোকের উপস্থিতিতে জলের এইরূপ বিশ্লিষ্ট হওয়াকে জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস বলে। বিজ্ঞানী রবিন হিল এটি আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে একে হিল বিক্রিয়াও বলা হয়।

  1. ফটোফসফোরাইলেশন বলতে কি বোঝো?

Ans: সালোকসংশ্লেষের আলোক দশায় সৌর শক্তির প্রভাবে অ্যাডিনোসিন ডাই ফসফেট থেকে অ্যাডিনোসিন ট্রাই ফসফেট এর সংশ্লেষের ঘটনাকে ফটোফসফোরাইলেশন বলে।

  1. ATP কে এনার্জি কারেন্সি বলা হয় কেন?

Ans: কারণ ATP এর মধ্যে শক্তি সঞ্চিত থাকে, যা জীব কোষে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। তাই ATP কে এনার্জি কারেন্সি বলা হয়।

  1. কেলভিন চক্র কাকে বলে?

Ans: সালোকসংশ্লেষের আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশায় যে পদ্ধতিতে ফসফোগ্লিসেরালডিহাইড থেকে রাইবিউলোজ বিস্ ফসফেট পুনঃ সংশ্লেষিত হয়, এই পর্যায়টি প্রথম বিজ্ঞানী কেলভিন লক্ষ্য করেছে বলে তার নাম অনুসারে একে কেলভিন চক্র বলা হয়।

  1. রসের উৎস্রোত বলতে কী বোঝো?

Ans: যে প্রক্রিয়ায় উদ্ভিদ এর দ্বারা শোষিত জল ও জলে দ্রবীভূত লবণ শোষণ অঞ্চল থেকে অভিকর্ষের বিরুদ্ধে কান্ডের জাইলেম বাহিকা মাধ্যমে উর্ধ্বমুখে বাহিত হয়ে পাতায় পৌঁছায় তাকে রসের উৎস্রোত বলে।

  1. বাষ্পমোচনকে ‘প্রয়োজনীয় ক্ষতি’ বলা হয় কেন?

Ans: উদ্ভিদের বিভিন্ন বিপাকীয় পদ্ধতির মতো প্রস্বেদনও উদ্ভিদদেহে বিশেষ এক জীবনরক্ষা অবশ্যম্ভাবী ঘটনা। প্রস্বেদন না ঘটলে যেমন উদ্ভিদে সঠিকভাবে রসস্ফীতি অবস্থা, মৌলিক পদার্থের চলাচল, খাদ্যবস্তুর চলাচল করবে না, তেমনি অধিক প্রস্বেদনেও বিপাকীয় কার্য ও বৃদ্ধি ব্যাহত হবে। এই কারণে বাষ্পমোচন কে প্রয়োজনীয় ক্ষতি বলা হয়।

  1. বাষ্পমোচন ও বাষ্পীভবনের তিনটি প্রধান পার্থক্য লেখ?

Ans: বাষ্পমোচন ও বাষ্পীভবনের প্রধান তিনটি পার্থক্য হল –

  • প্রথমত, বাষ্পমোচন একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া আর বাষ্পীভবন একটি ভৌত প্রক্রিয়া।
  • দ্বিতীয়ত, বাষ্পমোচন সাধারণত দিনের বেলায় ঘটে কিন্তু বাস্পীভবন দিনরাত্রি সর্বদা ঘটে।
  • তৃতীয়ত, বাষ্পমোচন সাধারণত পত্ররন্ধ্র ও লেন্টিসেল এর মধ্যে হয় আর বাষ্পীভবন যে কোন উন্মুক্ত স্থান থেকে হতে পারে।
  1. বাষ্পমোচন টান বা প্রস্বেদন টান বলতে কি বোঝো?

Ans: বাষ্পমোচন এর ফলে পাতার মেসোফিল কলায় যে ব্যাপক চাপের ঘাটতি দেখা দেয় তা জাইলেম বাহিকা এই বিশেষ চোষক চাপ সৃষ্টি করে মূল থেকে খনিজ লবণ মিশ্রিত জলকে ঊর্ধ্বমুখে পরিবাহিত করে তাকে বাষ্পমোচন টান বা প্রস্বেদন টান বলে।

  1. শ্বসন ও দহনের তিনটি প্রধান পার্থক্য লেখ।

Ans: শ্বসন ও দহনের প্রধান তিনটি পার্থক্য হল –

  • প্রথমত, শ্বসন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া কিন্তু দহন একটি ভৌত রাসায়নিক প্রক্রিয়া।
  • দ্বিতীয়ত, শ্বসন সাধারণত সজীব কোষে সংঘটিত হয় তবে দহন যেকোনো দাহ্য জৈব ও অজৈব বস্তু হতে পারে।
  • তৃতীয়ত, শ্বসনে উৎসেচক অবশ্যই প্রয়োজন আর দহনে উৎসেচক প্রয়োজন হয় না।
  1. সন্ধান কাকে বলে?

Ans: যে শ্বসন পদ্ধতিতে জীব কোষে অক্সিজেন ছাড়াই কয়েক প্রকার ব্যাকটেরিয়া ও ছত্রাক এর দহন নিঃসৃত উৎসেচক এর প্রভাবে শ্বসন বস্তুর আংশিক  জারনে বিভিন্ন প্রকার জৈব যৌগ উৎপন্ন হয় এবং খাদ্য শক্তির উচ্চশক্তিসম্পন্ন ফসফেট যোগ্যরূপে আংশিক মুক্তি ঘটে, তাকে সন্ধান বলে।

  1. সবাত শ্বসন ও অবাত শ্বসনের তিনটি পার্থক্য লেখ।

Ans: সবাত শ্বসন ও অবাত শ্বসন এর প্রধান তিনটি পার্থক্য হলো –

  • প্রথমত, সবাত শ্বসনে শ্বসন বস্তুর সম্পূর্ণ জারণ ঘটে কিন্তু অবাত শ্বসনে শ্বসন বস্তুর পুরোপুরি জারন ঘটে না।
  • দ্বিতীয়ত, সবাত শ্বসন সাধারণত সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়া ঘটে তবে অবাত শ্বসন শুধুমাত্র সাইটোপ্লাজমেই ঘটে।
  • তৃতীয়ত, সবাত শ্বসনের ফলে উৎপন্ন হয় জল এবং কার্বন ডাই অক্সাইড কিন্তু অবাত শ্বসনের ফলে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে অজৈব অক্সাইডও উৎপন্ন হয়।
  1. EMP পথ কি?

Ans: গ্লাইকোলাইসিস পদ্ধতির ধাপ গুলি বিজ্ঞানী এম্বডেন, মেয়ারহফ্ এবং পারনাস আবিষ্কার করেন। তাদের নাম অনুসারে গ্লাইকোলাইসিসকে তাই EMP পথ বলে।

  1. ক্রেবস চক্রকে TCA চক্র বলা হয় কেন?

Ans: ক্রেবস চক্রে উৎপাদিত বিভিন্ন জৈব এসিড গুলির মধ্যে প্রথম উৎপাদিত দ্রব্য সাইট্রিক অ্যাসিড হওয়াই, এই চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র বলে। সাইট্রিক এসিড এ তিনটি কার্বক্সিলিক বর্গ থাকাই একে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা TCA চক্র বলে।

  1. স্বভোজী ও পরভোজী পুষ্টির দুটি পার্থক্য লেখ।

Ans: স্বভোজী ও পরভোজী পুষ্টির প্রধান দুটি পার্থক্য হলো

  • প্রথমত, স্বভোজী পুষ্টিতে নিজের দেহে খাদ্য সংশ্লেষিত হয়ে পুষ্টি সম্পন্ন হয় আর পরভোজী পুষ্টিতে খাদ্য সংশ্লেষিত না হওয়ায় পুষ্টির জন্য স্বভোজীদের উপর নির্ভরশীল হতে হয়।
  • দ্বিতীয়ত, স্বভোজী পুষ্টিতে সাধারনত তরল ও গ্যাসীয় উপাদান সংগৃহীত হয় আর পরভোজী পুষ্টিতে কঠিন তরল ও জটিল খাদ্য উপাদান গৃহীত হয়।
  1. Rh এর গুরুত্ব লেখো।

Ans: ধনাত্মক Rh কে কোন ঋণাত্মক Rh সম্পন্ন রোগীর দেহে প্রবেশ করালে প্রায় 12 দিনের মাথায় রোগীর প্লাজমায় Rh বিরোধী পদার্থের আবির্ভাব ঘটে। দ্বিতীয় বার ওই রোগীর দেহে ধনাত্মক Rh যুক্ত লোহিত কণিকা প্রবেশ করালে লোহিত কণিকাগুলো পুঞ্জীভূত হয়ে জমাট বেঁধে যায়। ফলস্বরূপ রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই রক্ত সঞ্চালনের পূর্বে Rh ফ্যাক্টরের সঠিক অস্তিত্ব জেনে নেওয়া প্রয়োজন।

  1. মৌল বিপাকীয় হার বা BMR কাকে বলে?

Ans: একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘণ্টা পরে সম্পূর্ণ দৈহিক ও মানসিক বিশ্রামরত এবং সজাগ অবস্থায়, 25 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় প্রতি বর্গমিটার দেহতল থেকে প্রতি ঘন্টায় যে পরিমাণ তাপশক্তি নির্গত হয়, তাকে ওই ব্যক্তির মৌল বিপাকীয় হার বা BMR বলে।

  1. ধমনী ও শিরার তিনটি প্রধান পার্থক্য লেখ।

Ans: ধমনী ও শিরার প্রধান তিনটি পার্থক্য হল –

  • প্রথমত, ধমনীর উৎস স্থল হৃদপিণ্ড এবং মিলনস্থল জালক আর শিরার উৎসস্থল জালক এবং মিলনস্থল হৃৎপিণ্ড।
  • দ্বিতীয়ত, ধমনীর প্রাচীর পুরু এবং গহবর ছোট কিন্তু শিরার প্রাচীর পাতলা এবং গহবর বড়ো।
  • তৃতীয়ত, ধমনীর মাধ্যমে বিশুদ্ধ রক্ত হৃদপিণ্ড থেকে সারা দেহে ছড়িয়ে পড়ে আর শিরার মাধ্যমে দূষিত রক্ত সারা দেহ থেকে হৃদপিন্ডে ফিরে আসে।
  1. ব্যাপন ও অভিস্রবণ এর তিনটি প্রধান পার্থক্য লেখ।

Ans: ব্যাপন ও অভিস্রবণ এর প্রধান তিনটি পার্থক্য হলো –

  • প্রথমত, ব্যাপনে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন নেই কিন্তু অভিস্রবণে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন আছে।
  • দ্বিতীয়ত, ব্যাপন বিষম প্রকৃতির মিশরেও ঘটতে পারে কিন্তু অভিস্রবণে কেবল সমপ্রকৃতির দ্রবণের মধ্যেই  ঘটতে পারে।
  • তৃতীয়ত, ব্যাপনে ব্যাপনকারী পদার্থের অণুগুলো বেশি ঘনত্ব যুক্ত স্থান থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে আর অভিস্রবণে দ্রাবকের অনুগুলি কম ঘনত্ব যুক্ত দ্রবন থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে ছড়িয়ে পড়ে।
  1. শ্বসন কাকে বলে?

Ans: যে জৈব-রাসায়নিক প্রক্রিয়ায় কোষস্থ খাদ্য জারিত হয়ে খাদ্যস্থ স্থৈতিক শক্তির মুক্তি ঘটে তাকে শোষণ বলে।

  1. অতিরিক্ত শ্বাসযন্ত্র বলতে কি বোঝো?

Ans: ফুলকা ছাড়া কতিপয় জিওল মাছের দেহে অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় যেগুলির মাধ্যমে মাছেরা জলের বাইরেও নিঃশ্বাস প্রশ্বাস চালাতে পারে। যেমন কই শিঙি ও মাগুর ইত্যাদি।

  1. পুরো কথা লেখো –

ADP : অ্যাডিনোসিন ডাই ফসফেট

ATP : অ্যাডিনোসিন ট্রাই ফসফেট

NADP : নিকোটিনামাইড এডিনোসিন ডাই নিউক্লিওটাইড ফসফেট

RuBP : রাইবিউলোজ বিস ফসফেট

PGA : ফসফোগ্লিসারিক অ্যাসিড

TCA : ট্রাই-কার্বক্সিলিক অ্যাসিড

CSF : সেরিব্রো স্পাইনাল ফ্লুইড

রচনাধর্মী বা বিশ্লেষণধর্মী | জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বড় প্রশ্ন ও উত্তর | WB Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer : 

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 5]

1. ক্রেবস চক্রকে TCA চক্র বলা হয় কেন ক্রেবস চক্রটি বক্স চিত্রের মাধ্যমে লেখ।

Ans: সবাত শ্বসনের যে পর্যায়ে গ্লাইকোলাইসিসে উৎপন্ন পাইরুভিক অ্যাসিড সম্পূর্ণ জারিত হয়ে বিভিন্ন প্রকার জৈব অ্যাসিড তৈরির মাধ্যমে একটি চক্রাকার পথে কার্বন-ডাই-অক্সাইড, জল এবং শক্তি উৎপন্ন করে, তাকে ক্রেবস চক্র বলে।

 ক্রেবস চক্র উৎপাদিত বিভিন্ন জৈব অ্যাসিড গুলির মধ্যে প্রথম উৎপাদিত দ্রব্য সাইট্রিক অ্যাসিড হওয়ায় এই চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র বলে। সাইট্রিক অ্যাসিডে তিনটি কার্বক্সিল বর্গ থাকায় একে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা TCA চক্র বলে।

2. মানব দেহের অতিরিক্ত রেচন অঙ্গ হিসেবে যকৃৎ, ফুসফুস ও চর্মের ভূমিকা আলোচনা করো।

Ans: যকৃত : যকৃতের ভিতরে হিমোগ্লোবিন বিশ্লিষ্ট হয়ে বিলিরুবিন, বিলিভার্ডিন, লেসিথিন ইত্যাদি রেচন পদার্থের সৃষ্টি হয়। এইসব পদার্থ পিত্তের সঙ্গে মিশে অন্ত্রে আসে এবং মলের সঙ্গে দেহের বাইরে নির্গত হয়। যকৃতে আরজিনেজ উৎসেচকের প্রভাবে, অরনিথিন চক্রের মাধ্যমে অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হয়। এই ইউরিয়া মানুষের মূত্রের সঙ্গে দেহের বাইরে নির্গত হয়। এই কারণে যকৃৎকে রেচন অঙ্গ বলে।

ফুসফুস : ফুসফুস গ্লুকোজ দহনের ফলে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড এবং জলীয়বাষ্প দেহের বাইরে নিষ্কাশিত করতে সহায়তা করে। 18 লিটার কার্বন-ডাই-অক্সাইড প্রতি ঘন্টায় এবং 400ml জলীয়বাষ্প প্রতিদিনে নির্গত হয়।

চর্ম বা ত্বক : ত্বকে অবস্থিত ঘর্মগ্রন্থি ঘামের মাধ্যমে জল, খনিজ লবণ ও কিছু পরিমাণ অ্যামোনিয়া এবং ইউরিয়া পরিত্যাগ করে। এইভাবে ত্বক রেচনে সাহায্য করে।

3. সালোকসংশ্লেষের উপাদান হিসেবে কার্বন-ডাই-অক্সাইড, জল ও সূর্যালোকের ভূমিকা আলোচনা করো।

Ans: সালোকসংশ্লেষের প্রধান উপাদান গুলির ভূমিকা হল –

কার্বন ডাই অক্সাইড : সালোকসংশ্লেষে কার্বন-ডাই-অক্সাইড সাধারণত কার্বন এর উৎস রূপে কাজ করে, অক্সিজেনের উৎস রূপে কাজ করে এবং জৈব কাঠামো গঠনে সাহায্য করে।

জল : সালোকসংশ্লেষে জলের ভূমিকা হল গ্লুকোজ অনুর হাইড্রোজেন সরবরাহ করে, আলোক দশায় উত্তেজিত ক্লোরোফিলের ইলেকট্রনের ঘাটতি পূরণের জন্য প্রয়োজনীয় ইলেকট্রন সংগ্রহ করে আর সালোকসংশ্লেষের উপজাত পদার্থ অক্সিজেনের উৎস রূপে কাজ করে।

সূর্যালোক : সালোকসংশ্লেষে সূর্যালোকের ভূমিকা গুলি হল সূর্যালোকের ফোটন কণা উদ্ভিদের সবুজ রঙ্গক ক্লোরোফিল কে সক্রিয় হতে সাহায্য করে, সূর্যালোক উদ্ভিদের কোষের ভিতরে থাকা ADP কে অজৈব ফসফেট এর সঙ্গে যুক্ত হয়ে উচ্চশক্তিসম্পন্ন ATP তে পরিবর্তন করতে সাহায্য করে আর উৎপন্ন গ্লুকোজ জাতীয় খাদ্যে সৌরশক্তি স্থিতি শক্তি রূপে সঞ্চিত হয়।

4. বাষ্পমোচন বলতে কী বোঝো? রসের উৎস্রোত সম্পর্কিত ডিক্সন ও জলির মতবাদটি ব্যাখ্যা করো।

Ans: বিজ্ঞানী ডিক্সন ও জলি বাষ্পমোচন এবং জলের সমসংযোগ বল জনিত মতবাদের প্রবক্তা। এই মতবাদটি প্রধান তিনটি বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল। যেমন জলের তীব্র সমসংযগজনিত বল, জাইলেম বাহিকা মধ্যে জল স্তম্ভের অবিচ্ছিন্নতা এবং বাষ্পমোচন বা প্রস্বেদন টান।

 বিজ্ঞানী ডিক্সন এবং জলি সমসংযোগ ও অসম সংযোগ মতবাদ এর মাধ্যমে ব্যাখ্যা করেন যে কিভাবে জাইলেম বাহিকা মধ্যে জলস্তম্ভটি অবিচ্ছিন্ন থাকে।

 সদৃশ্য অনুগুলির পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকার ক্ষমতাকে সমসংযোগ বলে। অপরদিকে ভিন্ন রাসায়নিক যৌগগুলির মধ্যে যে আকর্ষণ বল দেখা যায় তাকে অসমসংযোগ বলে।

 বিজ্ঞানী ডিক্সন ও জোলির মতে জাইলেম বাহিকার মধ্য দিয়ে জল ঊর্ধ্বমুখে পরিবাহিত হওয়ার সময় জলের অনু গুলি সমসংযোগ ধর্মের ফলে পরস্পরের মধ্যে দৃঢ়ভাবে সংযুক্ত থাকে এবং অপরদিকে জাইলেম বাহিকা কোষ প্রাচীরে লিগনিন বা সেলুলোজ জাতীয় যৌগের সাথে জলের অনু অসমসংযোগ ধর্মের ফলে যুক্ত হয়ে থাকে। দেখা গেছে যে জাইলেম বাহিকা মধ্যে জলের কনা গুলির মধ্যেকার এই সমসংযোগ বলের মান অধিকাংশ উদ্ভিদের 350 বায়ুমণ্ডলীয় চাপের সমান পর্যন্ত হতে পারে। এই চাপ জাইলেম বাহিকা দীর্ঘ জলস্তম্ভ কে ধরে রাখতে সাহায্য করে।

5. রেখাচিত্রের মাধ্যমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি লেখো।

Ans: শ্বসনের প্রথম পর্যায়ে যে প্রক্রিয়ায় কোশের সাইটোপ্লাজমায় গ্লুকোজ অণু বিভিন্ন উৎসেচকের প্রভাবে আংশিকভাবে জারিত হয়ে 2 অনু পাইরুভিক অ্যাসিড এবং 2 অনু ATP উৎপন্ন করে তাকে গ্লাইকোলাইসিস বলে।

 গ্লাইকোলিসিস বা গ্লাইকোসি ডিসকোজিশন কোষের তরল পদার্থের শ্বাসপ্রশ্বাসের প্রথম পর্যায়। এই ক্রিয়াতে, গ্লুকোজের আংশিক অক্সিডেশন রয়েছে; ফলস্বরূপ, পাইরুভিক অ্যাসিডের 2 অণু গ্লুকোজের একটি অণু গঠন করে এবং কিছু শক্তি মুক্তি পায়। এই প্রক্রিয়াটি বিভিন্ন পর্যায়ে ঘটে এবং প্রতিটি পর্যায়ে বিশেষ অ্যানজাইম অনুঘটক হিসাবে কাজ করে। এই ক্রিয়াকে এম্বডেন, মেয়ারহ্‌ফ এবং পারনেস নামক তিন বিজ্ঞানী প্রথম এই বিক্রিয়াটিকে পর্যবেক্ষণ করেন এবং তাঁদেরে নামানুসারে গ্লাইকোলাইসিস পর্যায়টিকে EMP পথ বলা হয়। এই পর্যায়ে এক অনু 6 কার্বনযুক্ত যৌগ গ্লুকোজ বিভিন্ন উৎসেচকের সহায়তায় এবং কতগুলি ধারাবাহিক বিক্রিয়ায় মাধ্যমে জারিত হয়ে 2 অনু 3 কার্বনযুক্ত পাইরুভিক অ্যাসিড এবং 2 অনু ATP উৎপন্ন করে।

6. রক্তের উপাদানগুলি ছকের সাহায্যে উল্লেখ করো। 

Ans:

চিত্র : রক্তের উপাদান
চিত্র : রক্তের উপাদান

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | West Bengal Class 9th Life Science Question and Answer / Suggestion / Notes Book

আরোও দেখুন :-

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here

Class 9 Suggestion 2024 – নবম শ্রেণীর সাজেশন ২০২৪ 

আরোও দেখুন:-

Class 9 Bengali Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 English Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Geography Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 History Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Life Science Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Mathematics Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Physical Science Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 All Subjects Suggestion 2024 Click here

জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :

Update

[আমাদের Android Mobile App ডাউনলোড করুন Download Now]

[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]

Info : জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন প্রশ্ন ও উত্তর

 Class 9 Life Science Suggestion | West Bengal WBBSE Class Nine IX (Class 9th) Life Science Question and Answer Suggestion 

” জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX / WB Class 9 / WBBSE / Class 9 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 9 Exam / Class 9th / WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন / নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ও উত্তর । Class 9 Life Science Suggestion / Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer / Class 9 Life Science Suggestion / Class 9 Pariksha Life Science Suggestion / Life Science Class 9 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 9 Life Science Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 9 Life Science Suggestion / West Bengal Nine IX Question and Answer, Suggestion / WBBSE Class 9th Life Science Suggestion / Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer / Class 9 Life Science Joibonik Pokriya Suggestion / Class 9 Pariksha Suggestion / Class 9 Life Science Joibonik Pokriya Exam Guide / Class 9 Life Science Joibonik Pokriya Suggestion 2023, 2024, 2025, 2026, 2027, 2021, 2020, 2019, 2017, 2016, 2015, 2028, 2029, 2030 / Class 9 Life Science Joibonik Pokriya Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 9 Life Science Joibonik Pokriya Suggestion FREE PDF Download) সফল হবে।

জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর 

জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর।

জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান 

জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির জীবন বিজ্ঞান 

জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – নবম শ্রেণি জীবন বিজ্ঞান | Class 9 Life Science Joibonik Pokriya 

নবম শ্রেণি জীবন বিজ্ঞান (Class 9 Life Science Joibonik Pokriya) – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) | Class 9 Life Science Joibonik Pokriya Suggestion নবম শ্রেণি জীবন বিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর।

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer Question and Answer, Suggestion 

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) | পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সহায়ক – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer, Suggestion | Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer Suggestion | Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer Notes | West Bengal Class 9th Life Science Question and Answer Suggestion. 

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 Life Science Question and Answer, Suggestion 

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) । Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer Suggestion.

WBBSE Class 9th Life Science Joibonik Pokriya Suggestion | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) সত্যজিৎ রায়

WBBSE Class 9 Life Science Joibonik Pokriya Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) | Class 9 Life Science Joibonik Pokriya Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer Suggestions | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর 

Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর । 

WB Class 9 Life Science Joibonik Pokriya Suggestion | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর 

Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর।

West Bengal Class 9 Life Science Suggestion Download WBBSE Class 9th Life Science short question suggestion . Class 9 Life Science Joibonik Pokriya Suggestion download Class 9th Question Paper Life Science. WB Class 9 Life Science suggestion and important question and answer. Class 9 Suggestion pdf.পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Get the Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com

Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 9 Life Science Suggestion with 100% Common in the Examination .

Class Nine IX Life Science Joibonik Pokriya Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Exam 

Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Nine IX Life Science Suggestion is provided here. Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here. 

FILE INFO : জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer with FREE PDF Download Link

PDF File Name জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer PDF
Prepared by Experienced Teachers
Price FREE
Download Link 1 Click Here To Download
Download Link 2 Click Here To Download

জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer 

  অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।